ঢাকা মেডিকেলে ডাক্তার দেখানোর নিয়ম? আসসালামু আলাইকুম বন্ধুরা। নিশ্চয় আল্লাহর রহমেতে সকলেই সুস্থ্য আছেন। আজ আমরা এই আরর্টিকেলে আপনাদেরকে জানাবো ঢাকা মেডিকেলে ডাক্তার দেখানোর নিয়ম সম্পর্কে। বন্ধুরা আমরা অনেকেই গ্রাম থেকে বা শহর থেকেও জানিনা যে, ঢাকা মেডিকেলে ডাক্তার কখন দেখাতে হয়। তো আমাদের আরর্টিকেল টি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে ঢাকা মেডিকেল সম্পর্কে একটা ভালো ধারনা পেয়ে যাবেন ইনশাল্লাহ।
ঢাকা মেডিকেলের প্রধান কারন তার দ্রুত সেবা প্রদান। বিষ খাওয়ার রোগী, এ্যাকসিডেন্ট এর রোগী, হার্ট এ্যাটার্কের রোগী, স্ট্রোক এর রোগী ইত্যাদি জুরুরি চিকিৎসার জন্য মানুষ ছোটে ঢাকা মেডিকেলের জুরুরি বিভাগে । ঢাকা মেডিকেলে ডাক্তার দেখানোর জন্য রোগীর বিশেষ সমস্যা হলে মেডিকেলের কাঙ্খিত নাম্বারে ফোন দিলে বাসা থেকে রোগীকে হাসপাতালে আনতে যতেষ্ট সাহায্য করেন । যারা ঢাকা মেডিকেলে ডাক্তার দেখানোর নিয়ম সম্পর্কে জানেন না তারা নিচের পোস্টটি পড়ে বিস্তারিত জেনে নিন।
পেজ সূচিপত্রঃ ঢাকা মেডিকেলে ডাক্তার দেখানোর নিয়ম
ভৃমিকা
প্রিয় পাঠক আপনে কিভাবে ঢাকা মেডিকেলে আসবেন । কিভাবে চিকিৎসা নিবেন । কখন কখন চিকিৎসা দেওয়া হবে তা আমি এই পোষ্টটি তে বিস্তারিত আলেচনা করব । এই হাসপাতালে কি কি ধরনের সার্ভিস রয়েছে তা আমি সম্পর্ন তুলে ধরব । ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে দেনিক গড়ে ৬০০ থেকে ৮০০ মানুষ সেবা নেন । ঢাকা মেডিকেলে সকল বিভাগ রয়েছে । আপনার মাথা থেকে পা পর্যন্ত যে কোন রোগের চিকিৎসা ঢাকা মেডিকেলে করা হয়ে থাকে । এই মেডিকেলে বিভিন্ন প্রান্তর থেকে রোগী নিয়ে আসা হয় চিকিৎসা করানোর জন্য । এটি সবচেয়ে বড় সরকারি হাসপাতাল ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কত শয্যা বিশিষ্ট
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কত শয্যা বিশিষ্ট? হেল্থ মন্ত্রি বলেছেন,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে রয়েছে দুুই হাজার ছয় শত শয্যা বিশিষ্ট । এই হাসপাতালে দ্বিগুন রোগী চিকিৎসা সেবা নিয়ার ফলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও রোগীর আত্নীয় স্বজনদের থাকা খাওয়া ও চিকিৎসা সেবা কার্যক্রমে বিশেষ অসুবিধা হয়ে থাকে। তবে বাংলাদেশ সরকার রোগীদের সুচিকিৎসার জন্য ডিএমসির শয্যা পাঁচ হাজারে উন্নতী করার পরিকল্পনা গ্রহণ করেছেন ।
প্রধান মন্ত্রি আরো বলেছেন, ঢাকা মেডিকেল কলেজে রোগীদের স্বাস্থ্য সেবা দেওয়া খুবই কঠিন পরিস্থিতি হয়ে দাড়াচ্ছে । তাই আমরা ঢাকা মেডিকেলকে সুন্দর এবং আধুনিক হাসপাতালে পরিনত করার একটা পরিকল্পনা তৈরী করেছি । কারন এই হাসপাতাল থেকে যেন একই সময় চার হাজার রোগী চিকিৎসা সেবা পেয়ে থাকে । বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞান সামনের দিন গুলোতে বিকাশ লাভ করবে । তাই বাংলাদেশকে একই গতি অবলম্বন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে । তাছারাও বাংলাদেশ সরকার শুধু ঢাকা মেডিকেল কলেজ শয্যা বাড়াবে তা নয়।
ঢাকা মেডিকেল কলেজ সহ ,চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, এবং সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল গুলোর শয্যা বাড়ানো হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বাদে অন্যান্য হাসপাতালের ন্যূন্যতম ৫০০ থেকে ১৫০০ নতুন শয্যা স্থাপন করা হবে। তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কত শয্যা বিশিষ্ট।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কোথায় অবস্থিত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কোথায় অবস্থিত? বাংলাদেশের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসার জন্য অন্যতম ভৃমিকা পালন করে আসছে । প্রত্যেকটা দিনই বিভিন্ন জেলা থেকে চিকিৎসার জন্য এই মেডিকেলে মানুষ জন আসে । তাদের মধ্যে অনেকেেই জানে না যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কোথায় অবস্থিত । সেই জন্যই আজ আমি লেখব ঢাকা মেডিকেল কলেজ কোথায় অবস্থিত ।
বিশেষ করে ঢাকা মেডেকেল কলেজ সিটি কর্পোরেশন ,ঢাকা মেডিকেল হাসপাতালের ফোন নম্বর, ঢাকা মেডিকেল হাসপাতাল কত নং ওয়ার্ড, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক কে ইত্যাদি সম্পর্কে আজ আমরা জানব । বিশেষ করে কোন হাসপাতালে চিকিৎসার জন্য যেতে হলে প্রথমে তার সকল বিষয়ে জানতে হবে ।যদি তার সম্পর্কে সকল প্রকার তথ্য জানা না থাকে তাহলে আপনি কোন ভাবেই চিকিৎসা নিতে পারবেন না বা
চিকিৎসা নিতে গেলে আপনাকে নানান সমস্যার মধ্যে পরতে হবে ।ঢাকা মেডিকেল কলেজ একটি সরকারি হাসপাতাল যা বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত ।হাসপাতালটি নির্মিত হয় ১৯৪৬ সালের ১০ জুলাই।বিশেষ করে আমরা যারা চিকিৎসার জন্য আসি তাদের মধ্যে অনেকেই জানিনা এই মেডিকেল টি কোাথায় অবস্থিত । ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সেক্রেটারিয়েট রোড,ঢাকায় অবস্থিত।
ঢাকা মেডিকেল কলেজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২০ নম্বর ওয়ার্ড এ অবস্থিত ।বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের নাম বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক। বন্ধুরা আজ আমরা এই পোষ্ট থেকে জানতে পারলাম যে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কোথায় অবস্থিত।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফোন নং
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফোন নং? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফোন নাম্বার অনেক রোগীর প্রয়োজন হয়। কারন তারা সেই ফোন নাম্বারে যোগাযোগ করে হাসপাতল থেকে অনেক কিছু সমস্যার সমাধান করতে পারে। যে বন্ধরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফোন নাম্বার জানতে চেয়েছেন বা অনুরোধ করেছেন তাদের জন্য আমাদের আজকের এই আরর্টিকেল টি। তারা যদি আমাদের এই আরর্টিকেল টি পড়ে থাকেন তাহলে তাদের বেশ উপকার হবে।
আমাদের এই আরর্টিকেল টি পড়ার পর আপনারা ঢাকা মেডিকেল হাসপাতালের বিভিন্ন ধরনের তথ্য সহ মোবাইল নাম্বার পেয়ে যাবেন।দেশের নামকরা বিশেষজ্ঞ ডাক্তাররা এই মেডিকেল কলেজে সেবা প্রদান করে থাকেন। নিশ্চয় আপনার পরিবারের কোন সদস্য বেশি অসুখ হলে আপনি ঢাকায় চিকিৎসা করাতে আসবেন।তো আসার আগে নিশ্চয় ফোন দিয়ে আসলে ভালো হবে।তো বন্ধুরা আপনাদের অবশ্যই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর থেকে শুরু করে
জরুরি বিভাগের প্রতিটি মোবাইলের নাম্বার নিজের কাছে রাখলে আপনি আগে থেকেই তথ্য সংগ্রহ করতে পারবেন। আমাদের দেশে প্রায় ৬৪ জেলার লোকজন ঢাকায় চিকিৎসা নিয়ে থাকেন। বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত এই মেডেকেল। এই মেডিকেল বাংলাদেশের হাসপাতাল গুলোর মধ্যে অন্যতম হাসপাতাল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফোন নাম্বার 02 55165088, 02 55165001 ফ্যাক্সঃ- ০২ ৫৫১৬৫০০৬ ইমেইল- principal@dmc.gov.bd.dmc_principal@yahoo.com
ঢাকা মেডিকেলে ডাক্তার দেখানোর নিয়ম
রোগী যদি বেশি সিরিয়াস হয়ে থাকে তাহলে মেডিকেলে পৌছানোর জন্য ঢাকা মেডিকেলে অনেক গুলো এ্যাম্বুলেন্স আছে।রোগীর বেশি সমস্যা হলে কাঙ্খিত নাম্বারে ফোন করলে বাসা থেকে রোগীকে আনার জন্য যতেষ্ঠ পরিমানে সহায়তা করে থাকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বর্হিবিভাগ সাকাল ৮ টায় খুলে দেওয়া হয় ।রোগীদের লাইন ধরে টিকিট কাটতে হয়। টিকিট কাটা হয়ে গেলে নির্দিষ্ট ডাক্তারের রোমে যেতে হবে। ডাক্তার সিরিয়াল অনুযায়ী রোগী দেখেন । তার আগে টিকিটে রোগীর নাম, বয়স, লিখে নেয়া হয় । তাছারাও ডাক্তারের সিরিয়াল দেওয়ার জন্য ফোন নাম্বারের প্রয়োজন আছে । নিচে ফোন নাম্বার দেওয়া হলো-
ফোন নাম্বার-৮৬২৬৮১২-১৯, ৮৬২৬৮২৩, ৯৬৬৯৩৪০, ফ্যাক্য-৮৬১৫৯১৯
ঢাকা মেডিকেল কবে বন্ধ থাকে
বাংলাদেশে যে সকল মেডিকেল গুলো আছে যেমন, রাজশাহী মেডিকেল ,রংপুর মেডিকেল,খুলনা মেডিকেল, চিটাগাং মেডিকেল ইত্যাদি তার মধ্যে ঢাকা মেডিকেল সবচেয়ে বড় মেডিকেল কলেজ ।ঢাকা মেডিকেল কলেজ শুক্রবার ব্যাতিত সকল দিন খোলা থাকে। তার পরেও আপনি শুক্রবারেও আসলে ঢাকা মেডিকেল থেকে সেবা নিতে পারবেন।শুক্রবার দিন শুধু বর্হিবিভাগ বন্ধ থাকে।সকাল ৮ থেকে দুপুর ২টা পর্যন্ত যে রোগী গুলা দেখে থাকেন বর্হি বিভাগে সেগুলো শুক্রবারে বন্ধ থাকে।শুক্রবার দিনে যদিও আপনার কোন সমস্যা হয়ে থাকে তাহলে আপনি জরুরি বিভাগে গিয়ে চিকিৎসা সেবা নিতে পারবেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড নং
ওয়ার্ড নং ২০ ঢাকা শহরের সেগুন বাগিচা, তোপখানা রোড, বঙ্গবন্ধু এ্যাভিনিউ ও রেস্ট হাউজ, টি,বি ক্লিনিক এলাকা , ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ও আ/এ, হাইকোর্ট স্টাফ কোয়াটার ও সোহারওয়ার্দী উদ্যান, ফুলবাড়িয়া ষ্টেশন পূর্ব এলাকা , পশ্চিম ফুলবাড়িয়া এবং সচিবলায় এলাকা, আব্দুল গণি রোড এবং সচিবলায় স্টাফ কোয়াটার ,ঢাকা মেডিকেল কলেজ অবস্থিত।
ঢাকা মেডিকেল কলেজের ছবি
ঢাকা মেডিকেল কলেজ টি বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত । এটি সরকারি মেডিকেল কলেজ । এটি ১৯৪৬ সালের ১০ জুলাই নির্মিত হয় । যা বর্তমানে বাংলাদেশের শীর্ষস্থানীয় চিকিৎসা বিজ্ঞান বিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে স্নাতক পর্যায়ে পাঁচ বছর মেয়াদী এমবিবিএস ও স্নাতকোত্তর পর্যায়ে চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে বিভিন্ন ডিগ্রি প্রদান করা হয় ।
অনেক বন্ধুরা আছে যারা ঢাকা মেডিকেল দেখেন নি। তারা অনেকেই ঢাকা মেডিকেল হাসপাতাল দেখার কথা বলে। তো বন্ধুরা আমি তো আর বাস্তবে আপনাদের কে দেখাতে পারবো না তাই আপনাদের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জন্যে একটি ছবি দেওয়া হলো
ঢাকা মেডিকেল অনলাইন টিকেট
ঢাকা মেডিকেল অনলাইনে টিকিট কেটে ডাক্তার দেখানো যায়। শুধু ঢাকা মেডিকেল কলেজে এ ব্যাবস্থা চালু রয়েছে ।এর জন্য টিকিট কাটার বড় লাইন থেকে রোগীরা মুক্তি পাবে বলে আশা করছেন মেডিকেল কতৃপক্ষ।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে ওয়েব সাইড আছে সেখান থেকে অনলাইনে টিকিট কাটা যায় । ই-টিকিট কাটার জন্য আপনাকে প্রথমেই https://dmch.bindu.health এই ওয়েব সাইডে ঢুকতে হবে অথবা কিউআর কোড দিয়ে সরাসরি আপনি এই ওয়েবসাইডে ঢুকতে পারবেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের তালিকা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাংলাদেশের বিশেষজ্ঞ ডাক্তারা েএখানে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন। বাংলাদেশের সর্ববৃহৎ এই হাসপাতালে কয়েকটি বিভাগে বিভক্ত করে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে । এখানে বাংলাদেশের অসংখ্য রোগীদের উন্নত চিকিৎসা সেবায় সহায়তা করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল । ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের তালিকা নিচে দেওয়া হলো-
প্রফেসর ড. শেখ নেছার উদ্দিন আহমেদ
এমবিবিএস,ডিটিএম অ্যান্ড এইচ, এমআরসিপি(এডিন),এফআরসিপি(এডিন), এফসিপিএস
প্রাক্তন অধ্যপকও প্রধান, মেডিসিন বিভাগ
ফোন+৮৮০-২-৮৬১০৭৯৩, ৮ ৯৬৭০২১০, ৩ ৮৬৩১১৭৭
প্রফেসর ড. ফজলুল হক
এমবিবিএস, এফসিপিএস, এফআরসিপি(এডিনবার্গ)
অধ্যপক,প্রাক্তনপ্রধান, মেডিসিন বিভাগ
ফোন+৮৮১৬৭৪০৫৮৪৩৫, +৮৮১৭১৫১৫৩৯৩৫
প্রফেসর ড. ফেরদৌস আরা জে জনান
এফ আরসিপি(এডিন) এফএসিপি(ইউএসএ)
মেডিসিন বিভাগের প্রধান, ডিএমসিও বিএসএমএমইউ
ফোন +৮৮০২৯১১১৯১১
প্রফেসর ড. এইচ এ এম নাজমুল আহসান
এমবিবিএস, এফসিপিএস (ইডান) এফ এ সিপি(ইউএসএ)
মেডিসিন অধ্যাপক
ফোন – ০৯৬১৩৭৮৭৮০১, +৮৮০২৯৬৬৯৪৮০
প্রফেসর ড. মির্জা মোহাম্মদ হিরন
এফসিপিএস(মেডিসিন) এমডি(চেস্ট) এফসিসিপি(ইউএসএ)
ফোন +৮৮০২৯১২৬৬২৫, ৯১২৮৮৩৫৭, +৮৮০১৭১৭৩৫১৬৩১
প্রফেসর ড. এ.বি এম আবুল্লাহ
এমবিবিএস, এমআরসিপি(ইউকে) এফআরসিপি
ফোন +৮৮২৯৬৭৭৩৪৯৬
প্রফেসর ড.মোঃ জুলহাস উদ্দিন
এমবিবিএস,গ্রেডিংমেড(এএফএমআই) এফসিপিএস(মেড)
ফোন +৮৮০১৫২৪৬৩১০১, +৮৮০২৮৮৩৫৯৮১
প্রফেসর ড. পরিতোষ কুমার বড়াল
এমবিবিএস, এফসিপিএস,এমডি
ফোন +৮৮০২৮১৪৩৩১২, ৮১৪৩৪৩৭
প্রফেসর ড. মোঃ মন্জুর রহমান (গালিব)
এমবিবিএস, এফসিপিএস(মেডিসিন)
ফোন + ৮৮০২৯৬৭৬৩৫৬, ৪৬১০৭৯৩৮
অধ্যপক ড. এ.কে. এম. রফিক উদ্দিন
এমবিবিএস এমডি(ইউএসএ) এফসিপিএস(মেডিসিন)এফএসিপি(ইউএসএ)
অধ্যপক প্রধান, মেডিসিন বিভাগ
এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল
ফোন +৮৮০২৯৬৬৯৪৮০, ০১৫৫৩৩৪১০৬০১
প্রফেসর ড. কামাল সাইদ আহমেদ চৌধুরী
এমবিবিএস, এফসিপিএস, এমএসিপি(ইউএসএ)
ফোন ০১৭০৯৬৩৫৮৬৩, +৮৮০২৯১৩১৫৩৭, ৯১৪০৩৩৩
প্রফেসর ড. একেএম মোশাররফ হোসেন
এমবিবিএস, এফসিপিএস, এপসিসিপি( ইউএসএ)
অধ্যপক,শ্বাসযন্ত্র বিভাগ
ফোন +৮৮২-২-৯৬৭৬৩৫৬, ৮৬১০৭৯৩৮
প্রফেসর ড. আনোয়ারুল কবির
এমবিবিএস, এমআর সিপি, এফআরসিপি, (ইউএসএ)
জ্যেষ্ঠ পরামর্শদাতা
ফোন +৮৮০-২-৮৪০১৬৬১, ৮৮৪৫২৪২
প্রফেসর ড. আতাউর রহমান চৌধুরী
এমবিবিএস ডিটিএম এন্ড এইচ(ইএনজি) এমআর সিপি(ইউকে) এফআরসিপি(ইডেন)
প্রফেসর
চেম্বার ডেল্টা মেডিকেল কলেজ ও হাসপাতাল
ফোন +৮৮০-২-৮০১৭১৫১-৫২, ৮০৩১৩৭৮-৭৯
প্রফেসর ড. আবদুল জলিল চৌধুরি
এমবিবিএস,এফসিপিএস এমডি এফ এ সিপি (ইউএসএ)
ফোন +৮৮০২৯৬৭৬৩৫৬, ৮৬১০৭৯৩-৮
প্রফেসর ড. মানবেন্দ্র নাথ
এমবিবিএস (ঢাকা) এফসিপিএস (মেডিসিন)
ফোন + ৮৮০-২-৯৬৬৯৪৮০
০৯৬১৩৭৮৭৪০১
প্রফেসর ড. লুৎফুল কবির
এমবিবিএস, এফআরসিপি (ইউকে)
ফোন +৮৮০-২-৯১২৬৬২৫৬, +৮৮০১৭১৭৩৫১৬৩১
প্রফেসর ড. কানিজ মওলা
এফসিপি এস এফআরসিপি(ইডেন ইউকে) এফএসিপি (ইউএসএ)
ফোন +৮৮০-২-৮৩১১৭২১-২৫, ৯৩৫০৩৮৩
প্রফেসর ড. কাজী মোঃ জাহাঙ্গীর
এমবিবিএস (ডিএইচকে) এফসিপিএস (মেড) এফসিপিএস (ইউএসএ)
ফোন +৮৮০-২-৯৬৬৯৪৮০, ৯৬৬১৪৯১-৩
প্রফেসর ড. খান আবুল কালাম আজাদ
এমবিবিএস (ডিএমসি) এফসিপিএস (মেডিসিন)
ফোন ০৯৬১৩৭৮৭৮০১, +৮৮০-২-৯৬৬৬৯৪৮০
প্রফেসর ড. এম এ আজাহার
এমবিবিএস, এফসিপিএস, এফআরসিপি (ইডেন)
ফোন ০৯৬১৩৭৮৭৮০১, +৮৮০-২-৯৬৬৯৪৮০
যোগাযোগ
অধক্ষ
ঢাকা মেডিকেল কলেজ
ঢাকা- ১০০০, বাংলাদেশ ।
ফোনঃ ০২৫৫১৬৫০৮৮
০২৫৫১৬৫০০১(হাসপাতাল)
ফ্যাক্যঃ ০২৫৫১৬৫০০৬
email:-principal@dmc.gov.bd
dmc_pricipal@yahoo.com
যে কোন প্রয়োজনে আপনি এই নম্বরে যোগাযোগ করে ঢাকা মেডিকেল কলেজে আসতে পারবেন ।
শেষ কথা
আমাদের এই পোস্টটি তে ঢাকা মেডিকেল কলেজ নিয়ে আলোচনা করা হলো । মেডিকেলে কিভাবে যাব কিভাবে ডাক্তার দেখাব কিভাবে যোগাযোগ করব সম্পর্ন কিছুর তথ্য দেওয়া হলো এই পোস্টটি তে ।
আপনারা অবশ্যই পোস্টটি পড়ে উপকৃত হবেন । পোস্টটি সম্পর্কে কোন মতামত, পরামর্শ বা কোন প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বকসে জানাতে পারেন। আর এই পোস্টটি আপনাদের পরিচিত দের মধ্যে সেয়ার করুন যাতে পড়ে তারাও উপকৃত হয় । এরকম আরোও গুরুত্বপূর্ণ তথ্যবহল পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইড msta2z এ ভিজিট করতে পারেন ।