বোয়েসেল অফিস বিদেশের খবর সম্পর্কে বিস্তারিত জানুন

বোয়েসেল বিদেশি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সালের

বোয়েসেলের প্রধান উদ্দেশ্য হলো স্বচ্ছতার সাথে স্বল্প ব্যায়ে সঠিক কাজে সঠিক কর্মি বিদেশ পাঠানোর মাধ্যমে বোয়েসেল এবং কর্মির মধ্যে বিশ্বাস স্থাপন , সেবা প্রদান এবং অন্যদের তুলুনায় কম খরচে বিদেশে কর্মি পাঠানো। বোয়েসেল অফিস বিদেশের খবর নিতে যারা আগ্রহী তারা এই  পোষ্টটি পড়ে বোয়েসেলের সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ।বিভিন্ন ধরনের অগনিত পদে বোয়েসেল বিদেশে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এ প্রকাশিত হয়েছে । 

বোয়েসেল অফিস বিদেশের খবর সম্পর্কে বিস্তারিত জানুন
জনশক্তি বিদেশ পাঠানোর মাধ্যমে অধিক বৈদেশিক মুদ্রা আয়ের জন্য বাংলাদেশ সরকার বোয়েসেল প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন ।

ভৃমিকা

বোয়েসেল বিদেশী কর্মি নিয়োগকারি প্রতিষ্ঠান গুলোকে অল্প সময় এবং অল্প খরচে কোন বাধা বিপত্তি ছাড়াই তাড়াতাড়ি সেবা প্রদানের মাধ্যমে তাদের সন্তুষ্টির সাথে কাজ করে থাকে । বোয়েসেলের মাধ্যমে বিভিন্ন দেশে সরকারি এবং বেসরকারি ভাবে লোক নিয়োগ করা হয়ে থাকে । সে সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বোয়েসেল কি

বোয়েসেল হলো বাংলাদেশের একটি সরকারি মালিকানাধীন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি অল্প খরচে স্বল্প সময়ের মাধ্যমে সরকারের সকল ধরনের নিয়মনীতি বাস্তবায়ন করে নিরাপদ অভিযানে বিশেষ ভৃমিকা পালন করে । বয়োসেল কি এটা সম্পর্কে ভালোকরে জেনে শুনে আমাদেরকে দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করতে হবে।
বাংলাদেশের ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত
হয়। এই বোয়েসেল প্রতিষ্ঠান টি বাংলাদেশ সহ বিভিন্ন দেশের যোগ্য কর্মিকে বিদেশে রপ্তানি করে থাকে। বোয়েসেল কি অথবা বোয়েসেলের অফিস সম্পর্কে নিচে ঠিকানা দেওয়া আছে। বিস্তারিত জেনে নিন। 

বোয়েসেল নোটিশ বোর্ড 

বোয়েসেল নোটিশ বোর্ড ২০২৩ বিভিন্ন ধরনের  পেপার পত্রিকা বা সোশাল মিডিয়াতে  দেওয়া হয়ে থাকে । আথবা বোয়েসেল অফিসে গেলেও বোয়েসেল নোটিশ বোর্ড ২০২৩ পাওয়া যাবে। 
  • জর্ডানের Elzay গার্মেন্টস- এ সরকারি ভাবে দক্ষ কর্মিকে নিয়োগ করা হয় এবং সরাসরি সাক্ষাৎকার । (১২-১১-২০২৩)
  • দক্ষিণ কোরিয়া থেকে কর্মসম্পন্ন করে ফিরে আসা ইপিএস কর্মিদের তথ্য সংগ্রহ সংক্রান্ত নোটিশ । (৯-১১-২০২৩)
  • ইপিএস এর আওত্তাধীনে কমিটেড প্রাথিদের তালিকা ও ফ্লাইট সংক্রান্ত তথ্য ।
  • (৯-১১-২০২৩)
  • রাশিয়া সংক্রান্ত নোটিশ (হোটেল ইন্ডাট্রিজ) (৭-১১-২০২৩)
  • সরকারি ভাবে জর্ডনে Prestige গার্মেন্টস -এ দক্ষ কর্মি নিয়োগ ও সরাসরি সাক্ষাৎকার।
  • ( ৭-১১-২০২৩)
  • সরকারি ভাবে জর্ডানের Tusker গার্মেন্টস -এ দক্ষ কর্মি নিয়োগ ও সরাসরি সাক্ষাৎকার ।
  • (৬-১১-২০২৩)
  • বয়োসেল এর মাধ্যমে কুয়েতের স্বাস্থ্যখাতে দক্ষ ও টেকনিশিয়ান পদে পুুরুষ – মহিলা কর্মি নিয়োগ ।
  • ( ২৬-১০-২০২৩)
  • জর্ডানে SARAB গার্মেন্টস -এ দক্ষ কর্মি নিয়োগ সরাসরি সাক্ষাৎ কার।
  • ( ৩১-১০-২০২৩)
  • বোয়েসেল এর মাধ্যমে ফিজিতে কর্মি নিয়োগ ।
  • ( ২৩-১০-২০২৩)
  • জরুরি ভিত্তিতে বোয়েসেলের মাধ্যমে রাশিয়াতে (নির্মান খাত ) কর্মি নিয়োগ।
  • ( ১৭-১০-২০২৩)
  • সরকারি ভাবে জর্ডানে Classic Fashion গার্মেন্টস -এ দক্ষ কর্মি নিয়োগ সরাসরি সাক্ষাৎ কার ।
  • ( ১৮-১০-২০২৩)
  • সরকারি ভাবে জর্ডানের IVORY গার্মেন্টস -এ দক্ষ কর্মি নিয়োগ সরাসরি সাক্ষাৎকার ।
  • (৪-১০-২০২৩)
  • রিক্রূটিং এজেন্সিসমূহ কতৃক বৈধভাবে প্রেরিত কর্মীরা গন্ত্যব্য দেশে যাওয়ার পর প্রতিশ্রুতি চাকরিতে নিযুক্ত হতে দীর্ঘ সময় অপেক্ষা করা অথবা চাকরি না পাওয়া সংক্রান্ত ।
  • ( ৯-১০-২০২৩)
  • জনাব ফেলদৌস মোহাম্মদ ইমরান ( কম্পিউটার অপারেটর ) এন ওসি ।
  • (১-১০-২০২৩)
  • ১০ মে ইপিএস টপিক ইউবিটি ( শিপবিল্ডিং) ২০২৩ -এ উত্তীর্নদের কম্পিটেন্সি ও স্কিল টেস্ট সংক্রান্ত নোটিশ । (২৭-৯-২০২৩)
  • সরকারি ভাবে জর্ডানে UC গার্মেন্টসে দক্ষ কর্মি নিয়োগ 

বয়োসেল অফিসের ঠিকানা

বয়োসেল অফিসের সাথে যোগাযোগের বিস্তারিত তথ্য দেওয়া হলো
৭১-৭২ ইস্কাটন গার্ডেন
প্রবাসি কল্যান ভবন (৪র্থ তলা )
রমনা, ঢাকা -১০০০
বাংলাদেশ
ইমেইল
info@boesl.gov.bd,md@boesl,gov,bd
পিএবিএx
৪৮৩১৯১২৫, ৪৮৩১৭৫১৫,৫৮৩১১৮৩৮
হটলাইনঃ ০১৭৬৫৪১১৬৫৩
ওয়েবসাইড
www.boesl.gov.bd

বোয়েসেল বিদেশে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 

বিভিন্ন রকমের বিভিন্ন পদে লোকজন নিয়োগের জন্য বোয়েসেল বিদেশে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে ।আবেদনের শুরু এবং শেষ তারিখ ২ থেকে ৫ নভেম্বর ২০২৪ খ্রিঃ পর্যন্ত । বেতনের পরিমান ৪৫ হাজার থেকে ১ লক্ষ টাকা বেতন এবং সাথে ওভার টাইম ও ইনক্রিমেন্ট সম্বলিত । আগ্রহ প্রার্থীরা অবশ্যই যোগাযোগ করবেন । নিচে আবেদনের যোগ্যতা ও পদ্ধতি তুলে ধরা হলো 
প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লেয়মেন্ট সার্ভিসেস লিমিটেড

বেতন স্কেল

৬০ হাজার থেকে ০২ লক্ষ

পদ সংখ্যা

১৫০০+

জনযোগ্যতা 

অভিজ্ঞ হলেই হবে

লিঙ্গ

পুরুষ ও মহিলা

অনূর্ধ্ব

১৮-৩৯ বছর

অভিজ্ঞতা

দক্ষ হতে হবে

আবেদনের সময়সীমা

০৫ নভেম্বর ২০২৪

Aplication link

www.boesl.gov.bd

সরকারিভাবে দেশের বাইরে যাওয়ার পদ্ধতি

বাংলাদেশ থেকে বিভিন্ন উপায়ে সরকারি ভাবে দেশের বাইরে যাওয়ার পদ্ধতি থাকে ।  সরকারি ভাবে বিদেশে যাওয়ার বিশেয় কয়েকটি উপায় আছে তা নিচে দেওয়া হলো ঃ
  • চাকরি প্রার্থি হিসাবে
  • শ্রমিক হিসাবে
  • শিক্ষার্থি হিসাবে ইত্যাদি 
  • সরকারি ভাবে চাকরি প্রার্থি হিসাবে বিদেশে যাওয়ার উপায়
সরকারি ভাবে চাকরি প্রার্থি হিসাবে বিদেশে যেতে চাইলে প্রথমে আপনাকে সার্কুলার দেখতে হবে যে কোন দেশ থেকে সার্কুলার ছারেছে এবং কোন চাকরির জন্য লোক নিয়োগ করা হবে । তা ভালো ভাবে খোজ খবর নিতে হবে । দেশের বাইরে চাকরি করতে গেলে অবশ্যই দক্ষতা এবং লেখা পড়ার যোগ্যতা থাকতে হবে । এবং এর পাশাপাশি প্রশিক্ষনের ব্যাবস্থা নিতে হবে ।
 এবং বিভিন্ন ধরনের পেপার পত্রিকায় বিদেশী কোম্পানি সার্কুলার ছারে তা নিয়মিত খোজ খবর নিতে হবে। যাতে আপনি সরকারিভাবে বিদেশ যাওয়ার জন্য সঠিক সময়ে সঠিক আবেদন করতে পারেন ।বোয়েসেল বিদেশে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । আপনি বোয়েসেল অফিসে খোজ নিয়ে বিভিন্ন দেশের চাকরির জন্য বোয়েসেল অফিসে আবেদন করতে পারবেন । 
  • সরকারি ভাবে শ্রমিক হিসাবে বিদেশে যাওয়ার উপায়

আপনি যদি সরকারি ভাবে শ্রমিক হিসাবে বিদেশ যেতে চান তাহলে বিদেশের শ্রমিক নিয়োগের পেপার পত্রিকা গুলোর খোজ রাখতে হবে । তা না হলে বোয়েসেল বিদেশে নতুন বিজ্ঞপ্তি আছে কিনা তা  খোজ রাখতে হবে । বিদেশে বিভিন্ন কলকারখানা ছাড়াও আরো অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেখানে শ্রমিক নিয়োগ করা হচ্ছে প্রতি নিয়তই ।
 এই জন্য ভালো করে খোজ খবর রাখতে হবে যাতে আপনে সঠিক সময়ে আবেদন করতে পারেন । শ্রমিক হিসাবে সরকারি ভাবে বিদেশ যাওয়ার জন্য আপনাকে সঠিক সময়ে রেজিট্রেশন এবং আবেদন করতে হবে ।
  • সরকারি ভাবে শিক্ষার্থি হিসাবে বিদেশে যাওয়ার উপায়
সরকারি ভাবে বিদেশে যাওয়ার জন্য প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান গুলো আগে শিক্ষাগত যোগ্যতা এবং ফলাফল নির্বাচন করে থাকেন । এইজন্য বৈদেশিক শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে সরকারি ভাবে শিক্ষার্থি হিসাবে যাওয়ার জন্য শিক্ষার্থির মেধা,যোগ্যতা বিভিন্ন ফলাফলের মাধ্যমে নির্বাচন করা হয় ।

বিদেশ যাওয়ার জন্য প্রশিক্ষন দেওয়া

বিদেশ যাওয়ার জন্য সর্বনিম্ন ৩ দিনের ট্রেনিং বাধ্যতামুলক :
ভিসা হাতে পাওয়ার পর আপনাকে ৩ দিনের ট্রেনিং নিতে হবে । এই ট্রেনিং এখন আঞ্চলিক কেন্দ্র হতে দেয়া বন্ধ ছারা সপ্তাহে ২ ‍ দিন ট্রেনিং শুরু হয় । শনিবার এবং মঙ্গলবার এই দুই দিন ট্রেনিং শুরু হয় । এবং ট্রেনিং সার্টিফিকেট দেয়া হয় । ট্রেনিং শুরুর প্রথম ‍দিন সকালে ট্রেনিং সেন্টারে গিয়ে ২০০ /= টাকার বিনিময়ে রেজিষ্ট্রেশন করতে হবে । তারপর নিম্নেক্ত ডকমেন্ট সমূহ জমা দিতে হবে এবং এই দিন থেকে ট্রেনিং শুরু করতে হবে ।
  • পাসপোর্ট এর ফটোকপি,
  • ভিসার ফটোকপি,
  • তিন(৩) কপি পাসপোর্ট সাইজের ছবি ।
ট্রেনিং এর দ্বিতীয় দিন সময় সুযোগ করে ডিিএম.ও অফিসে ‍গিয়ে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেওয়া ভালো । ট্রেনিং এর তৃতিয় দিন শেষে সার্টিফিকেট দেওয়া হবে এই সাটিফিকেট যত্ন সহকারে সংরক্ষন করতে হবে । কারন ছারপত্র গ্রহণ করার সময় এই সাটিফিকেট দেখাতে হবে ।

লেখকের মন্তব্য

আপনার ব্যক্তিগত ভাবে বিদেশ যাওয়ার সমর্থ না থাকলে আপনি সরকারি ভাবে বিদেশ যেতে পারবেন । বিদেশ যাওয়ার আগে অবশ্যেই আপনাকে বোয়েসেল অফিসে গিয়ে ভালো করে খোজ খবর নিয়ে আপনি বিদেশ যাওয়ার পরিকল্পনা করবেন । যোগ্যকর্মি এবং দক্ষ কর্মি ছাড়াও অবশ্যই ভাষাগত বিষয়ে আপনাকে সঠিক জানতে হবে । 
বোয়েসেলের মাধ্যমে সঠিক প্রশিক্ষন নিয়ে অপনি বিদেশ গমন করতে পারবেন । বোয়েসেলের মুল লক্ষ হলো সঠিক কাজ করার অধিকার প্রদান করা ।আপনি অবশ্যই বোয়েসেলের মাধ্যমে বিদেশ যাবেন কোন ধরনের দালালের খপ্পরে পরে ক্ষতি গ্রস্ত হবেন না ।
আমার এই পোষ্টটি পড়ে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিচিতদের মধ্যে সেয়ার করে দেন । পোষ্টটি পড়ে তাড়াও উপকৃত হবে । 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *