আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালোই আছেন। আজ আমরা আপনাদের জন্য মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায় নিয়ে কিছু টিপস আপনাদের সাথে সেয়ার করব। আশা করি বন্ধুরা আমার দেওয়া টিপস গুলো ফলো করলে আপনাদের হাতের ঐ দামি স্মার্ট ফোনের ব্যাটারি আশা করি ভালো থকবে।
আপনার স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখতে চাইলে কিছু নিয়ম কানুন তো অবশ্যই আপনাদের মেনে চলতে হবে। নিয়ম মেনে না চললে মোবাইলের ব্যাটারি তাড়াতাড়ি খারাপ তো হয়ে যাবেই।
ভৃমিকা
সারা বিশ্বে প্রযুক্তির উন্নতির জন্য এবং কম দামে মোবাইল কিনতে পাওয়ার জন্য আজ আমাদের সকলের হাতেই প্রায় মোবাইল আছে। তাছারা ইন্টার নেট চালু থাকার জন্য সহজেই সারা বিশ্বের খবর নিতে পারে সবাই। তো বন্ধুরা আর দেরি না করে চলুন জানা যাক মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায় – মোবাইলের চার্জ ধরে রাখার উপায়। শুরু থেকে শেষ পর্যন্ত পরার অনুরোধ থাকলো-
মোবাইলের চার্জ ধরে রাখার উপায়
স্মার্ট ফোন, বাটন ফোন, যেহেতু সকলের হাতেই থাকে এবং এই মোবাইল দ্বারা দুনিয়ার সকল প্রকার তথ্য জানা যায় এবং কথা আদান প্রদান করা যায় সেহেতু আমাদেরকে অবশ্যই মোবাইলে যত্ন নিতে হবে। মোবাইলের যত্ন না নিলে মোবাইল বেশিদিন ঠিক থাকবে না। এতে মোবাইলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে।
আরো পড়ুনঃ বাংলালিংক মিনিট লোন নেওয়ার কোড জেনে নিন
অনেক সময় মোবাইলের ব্যাটারি আয়ু কমে যায় যার ফলে বেশিখন চার্জ ধরে রাখতে পারে না। এখনকার যুগে মোবাইল ফোনে দীর্ঘ ক্ষন চার্জ ধরে রাখাটা জরুরি। মোবাইল ফোনে চার্জ ধরে রাখার জন্য কিছু উপায় আপনাদের সাথে সেয়ার করা হলো। পড়তে থাকুন-
- আপনি যখন নতুন মোবাইল বাজার থেকে কিনে আনবেন তখন মোবাইল বন্ধ রাখে প্রায় ৯-১২ ঘন্টা চার্জ দেওয়ার চেষ্টা করবেন। পরে নিয়মিত চার্জ দেওয়ার অভ্যাস করবেন। এবং মোবাইল চার্জ ১০০% হলে তারপর মোবাইল চার্জ থেকে খুলবেন। এতে মোবাইলের ব্যাটারি ভালো থাকে এবং ব্যাটারির চার্জ ও অনেক ক্ষন থাকে।
- মোবাইলের সাথে ও প্রয়োজনীয় নেটওয়ার্ক সংযোগ গুলো বন্ধ রাখতে হবে। ব্লুটুথ, ওয়াইফাই, এবং জিপিএস এর মত নেটওয়ার্ক সংযোগ গুলো খুব বেশি প্রয়োজন না হলে বন্ধ রাখা জরুরী। যার ফলে ব্যাটারিতে চার্জ থাকবে অনেকক্ষণ।
- মোবাইল চালু করার পরে ডিসপ্লের আলোটা যতটা সম্ভব কমিয়ে রাখার চেষ্টা করবেন। যতটুকু আলো একেবারেই আপনার প্রয়োজন ঠিক ততটুকু নিয়ে আলো দিয়ে রাখুন এর ফলে আপনি ব্যাটারির চার্জ অনেক সাশ্রয় হবে।
- আজকাল বাচ্চারা বিভিন্ন ধরনের মোবাইলে গেম খেলে থাকে। এই গেম খেলার মাধ্যমে মোবাইলের অনেক চার্জ নষ্ট হয়ে যায়। আপনি যতটা সম্ভব মোবাইলের গেম খেলা বন্ধ রাখার চেষ্টা করবেন তাহলে আপনি চার্জ অনেক সাশ্রয় হবে।
- আপনার স্মার্ট ফোন আপডেট রাখতে হবে। স্মার্ট ফোন আপডেট রাখলে ব্যাটারির উপরে চাপ কমে যায় এবং ব্যাটারির আয়ু বেড়ে যায়। নতুন সফটওয়্যার আপডেট ব্যাটারি ব্যাকআপ এবং অপটিমাইজেশান উন্নত করে।
- অনেকে মোবাইল ভাইব্রেশন করে রাখে। খুব বেশি প্রয়োজন না হলে মোবাইলকে ভাইব্রেশন মোডে রাখবেন না কারণ মোবাইল ভাইব্রেশন মোডে রাখলে অনেক চার্জ নষ্ট হয়।
- আপনার মোবাইলের ব্যাটারির দিকে সবসময় আপনাকে খেয়াল রাখতে হবে দেখতে হবে আপনার কোন অ্যাপ মোবাইলের ব্যাটারির চার্জ বেশি নষ্ট করছে এবং ক্ষয় করছে।
- যখন ফোন চার্জে দিবেন তখন মোবাইলে কোন গেম বা ভিডিও দেখা যাবে না। এতে মোবাইল চার্জ ধরে রাখতে পারে না।
- মোবাইল চার্জ দিয়ার জন্য আপনাকে অবশ্যই ভালো মানের এবং অরিজিন্যাল চার্জার দিয়ে মোবাইল চার্জ দিতে হবে। তাহলে মোবাইলে ভালো চার্জ থাকবে।
মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায়
বন্ধুরা প্রতিটি ফোনের ব্যাটারি একটা নির্দিষ্ট টাইম থাকে বা সময় থাকে। সেরকম স্মার্টফোনের ব্যাটারির একটা নির্দিষ্ট সময় আছে। ফোন ব্যবহারের উপর আপনার ফোনের ব্যাটারির ভালো মন্দ নির্ভর করে। অনেকে আছেন যে মোবাইল চার্জে দিয়ে গেম খেলেন এতে মোবাইলের ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আবার অনেকেই আছে রাতে ঘুমানোর যাওয়ার আগে মোবাইল চার্জে দিয়ে ঘুমাতে যাই এতে চার্জের নির্দিষ্ট সময়ের চেয়ে অতিরিক্ত চার্জ হয়ে যায়।
এতে মোবাইল গরম হয়ে ব্যাটারি দুর্বল হয়ে যায়। আপনাদেরকে সেটির প্রতি লক্ষ্য রাখতে হবে। চলুন জানা যাক মোবাইলের ব্যাটারি ভালো রাখার কয়েকটি টিপস। আপনারা এই টিপস গুলো ভালো করে ফলো করুন এবং মেনে চলুন তাহলে মোবাইলের ব্যাটারি অনেকদিন ভালো থাকবে। পড়তে থাকুন-
নতুন ফোনে পর্যাপ্ত চার্জ দিয়ে ব্যবহার করুন
যখন আপনি নতুন একটি ফোন বাজার থেকে কিনে আনবেন তখন ফোনটিকে বন্ধ রেখে প্রায় ১০ থেকে ১২ ঘন্টা পর্যাপ্ত পরিমাণে চার্জে রাখুন। এবং চার্জ থেকে খুলে ফোনটি ব্যবহার করুন। ব্যবহার করে ফোনের চার্জ একেবারেই ফুরোনোর আগেই ফোনটিকে আবার চার্জে দেন। এভাবে যদি আপনি ফোন ব্যবহার করেন তাহলে আপনার ফোনের ব্যাটারি অনেক দিন ভালো থাকবে।
মোবাইল যখন – তখন চার্জে দিবেন না
আপনের ফোন কখন চার্জে দিবেন তার একটা নির্দিষ্ট সময় করবেন। যখন তখন মোবাইল ফোন চার্জে বসিয়ে দিলে আপনার ফোনের ব্যাটারি এমনিতেই দিনে দিনে দুর্বল হয়ে যাবে। এবং অনেক সময় দেখা যায় মোবাইলে অর্ধেক চার্জ হয়েছে তখন মোবাইল টেনে নেয়া হচ্ছে এভাবে মোবাইল চার্জ দিলে ব্যাটারি দুর্বল হয়ে যাবে।
আপনার মোবাইলে ১০০% চার্জ হওয়ার পরে মোবাইল চার্জ থেকে খুলবেন। তারপরে ব্যবহার করবেন। এভাবে ব্যবহার করলে মোবাইলের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকে। মোবাইল প্রযুক্তিবিদের মতে, সব মোবাইলে ব্যাটারি লো হওয়ার আগে একটা ওয়ারনিং দেই। ওয়ারনিং দেয়া মাত্র আপনার ফোনটিকে চার্জে বসিয়ে দিবেন।
মোবাইল চার্জ অবস্থায় গেম খেলবেন না
আপনার মোবাইল ফোনটা যখন চার্জে থাকে চার্জ অবস্থায় কোন রকম অ্যাপ ব্যবহার করা যাবে না, বা গেম খেলা যাবে না এতে ব্যাটারি দ্রুত গতিতে নষ্ট হয়। চার্জ হয়ে গেলে তবেই আপনি মোবাইলে ফোন ব্যবহার করতে পারবেন।
মোবাইল সারারাত চার্জে দিবেন না
আপনার মোবাইল ফোন সারারাত চার্জে রাখবেন না। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মোবাইলটি চার্জ থেকে খুলে রাখতে হবে। এতে ব্যাটারি অনেক ভালো থাকে এবং ব্যাটারি আয়ু বেড়ে যায়।
অরিজিনাল চার্জার দিয়ে ফোনে চার্জ দিন
আপনার ফোনের জন্য নির্ধারিত চার্জারটি নষ্ট হয়ে গেলে, বা হারিয়ে গেলে, আপনাকে বাজার থেকে অবশ্যই ওই ফোনের অরিজিনাল চার্জার টি কিনে এনে ফোনে চার্জ দিতে হবে ।কম দামি চার্জার বা সস্তা চার্জার দিয়ে জোর করে চার্জদিলে আপনার ফোনের ব্যাটারি ভালোভাবে চার্জ নিবেনা। এবং তাড়াতাড়ি ব্যাটারি নষ্ট হয়ে যাবে।
মোবাইল ফোন ঠান্ডা রাখুন
আপনার মোবাইলটি ঠান্ডা রাখার চেষ্টা করবেন। অতিরিক্ত চার্জ দেয়ার ফলে আপনের ফোনের ব্যাটারি গরম হয়ে যায়। আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ফোনটাকে কয় ঘন্টা চার্জ দিচ্ছেন। বেশি চার্জ দেয়া হলে ফোনের ব্যাটারি অটোমেটিক গরম হয়ে যায় এবং ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায়।
ফোন ভাইব্রেশন করে রাখবেন না
প্রয়োজন ছাড়া আপনি ফোন কে ভাইব্রেশন করার চেষ্টা করবেন না। ফোন ভাইব্রেশন করলে ব্যাটারির উপরে চাপ পড়ে এতে ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
চার্জে দেয়ার সময় ফোনের কেস বা কভার খুলে রাখুন
ফোন চার্জে দেওয়া সময় ফোনের ব্যাটারি কিছুটা গরম হয়ে যায়। এতে ব্যাটারির গরম প্রভাব ফোনে ছড়িয়ে পড়ে। তাই ফোনকে অতিরিক্ত গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য চার্জ অবস্থায় ফোনের ভালোর জন্য কেসিং বা ফোনের কভার খুলে রাখা উচিত। এতে ফোনের ব্যাটারি ভালো থাকবে।
কাজ শেষে অ্যাপ বন্ধ করে রাখুন
আপনার ফোনের অ্যাপস এর কাজ শেষে অ্যাপ বন্ধ করে রাখুন। বেশিরভাগ সময় আমরা কাজের শেষে অ্যাপ বন্ধ করতে ভুলে যায় বা মিনিমাইজ করে রাখি। এটি ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়। তাছাড়া এমন কিছু অপ্যাস আছে যেগুলো বেশি চার্জ লাগে তাই এগুলো বন্ধ করে রাখা চেষ্টা করতে হবে।
ফোনে সব সময় চার্জ রাখুন
মোবাইল ফোনে সব সময় চার্জ বেশি রাখতে হবে। লিথিয়াম আয়রন ব্যাটারীতে অধিকাংশ সময় ৫০ শতাংশ বা তার বেশি চার্জ রাখতে হবে। অর্থাৎ চার্জ ৫০ শতাংশ হয়ে গেলে পুনরায় চার্জে দিতে হবে। এতে করে ব্যাটারি ভালো থাকবে বেশি দিন।
বন্ধুরা এই ছিলো মোবাইলের ব্যাটারি ভালো রাখার কয়েকটা টিপস। টিপস গুলো মেনে আপনি ফোন ব্যাবহার করুন দেকবেন আপনার ফোনের ব্যাটারি অনেক দিন ভালো থাকবে। আপনাকে ঘন ঘন মোবাইলেন ব্যাটারি কিনতে হবে না। ভালো থাকবেন।
মোবইলে চার্জ দেওয়ার সঠিক নিয়ম
বর্তমানে যারা ফোন ব্যবহার করে তারা অধিকাংশই জানে না যে মোবাইলে সঠিক নিয়ম কিভাবে চার্জ দিতে হয় কিংবা মোবাইলে চার্জ দেওয়ার সঠিক নিয়ম টা কি। এ কারণে অল্পদিনের মধ্যে মোবাইলের ব্যাটারিতে সমস্যা দেখা দেয়। মোবাইলে চার্জ দিয়ার সঠিক নিয়ম নিচে দেওয়া হলো-
- মোবাইলের অরিজিন্যাল চার্জার দিয়ে মোবাইল চার্জ দিতে হবে।
- আপনার ফোনের চার্জ ২০ থেকে ৩০% এর মধ্যে হয়ে গেলে আপনার ফোনটাকে চার্জে বসিয়ে দিতে হবে। ২০% চার্জ হয়ে গেলে চার্জে দিলে মোবইলের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে।
- মোবাইল ফোনকে ৯০% থেকে ৯৫% এর মধ্যে চার্জ দিতে হবে। এরকম চার্জ হলে মোবাইল চার্জ থেকে খুলবেন না বেশি ভালো হয় ৯৫% চার্জ হয়ে যাওয়ার পরে মোবাইল সাথে সাথে খুলে নেওয়ার চেষ্টা করবেন।
- মোবাইল চার্জে দিয়ে ব্যাবহার করবেন না।
- আপনার মোবাইল সারারাত চার্জ ভরে চার্জ দিবেন না। অতিরোক্ত চার্জ দিলে ব্যাটারির ক্ষতি হয়।
- মোবাইল চার্জ দেওয়ার সময় মোবাইল কভার খুলে রেখে চার্জ দিতে হবে।
- চার্জ অবস্থায় মোবাইলে ইন্টারনেট চালু রাখা যাবে না।
মোবাইলে চার্জ থাকে না কেন
বন্ধুরা বিভিন্ন কারনে মোবাইলের চার্জ থাকে না। সে কারন গুলো নিচে দেওয়া হলো।
- মোবাইলের ব্যাটারির সমস্যায় হলে
- চার্জিং অবস্থায় ফোন ব্যাবহার করলে
- ফাস্ট চার্জার ব্যাবহার করলে
- অ্যাপস ব্যাবহার করার পর বন্ধ না করলে
- বার বার মোবাইল চার্জ দিলে
- সঠিক নিয়মে ব্যাটারি চার্জ না দিলে
- ভিডিও দেখলে
- বেশী তাপমাত্রায় মোবাইল ব্যাবহার করলে
- ব্রাইট নেস বেশী থাকলে
- ইন্টারনেট সব সময় চালু থাকলে মোবাইলের বেশীক্ষন চার্জ থাকে না।
মোবাইলে চার্জ দিলে গরম হয় কেন
মোবাইল চার্জ দিলে গরম হয় এর গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ আছে।সেগুলো কারণ যদি আপনারা মানতে পারেন তাহলে মোবাইল চার্জ দিলে মোবাইল গরম হবে না। মোবাইল চার্জ দিয়ে মোবাইল গরম হওয়ার গুরুত্বপূর্ণ কারণগুলো নিচে দেওয়া হল-
- মোবাইলে অরিজিনাল চার্জার ব্যবহার না করলে
- ডাটা অন করে মোবাইল চার্জে দিলে
- মোবাইল চার্জে থাকা অবস্থায় ব্যবহার করলে
- মোবাইল বালিশের নিচে বা বিছানার উপরে চার্জে দিলে
- মোবাইলে অতিরিক্ত অ্যাপ্লিকেশন বা ডকুমেন্ট রাখলে
- বিদ্যুতের ভোল্টেজ উঠানামা করলে মোবাইল গরম হয়
- চার্জারের সমস্যা থাকলে
- এবং ১০০% চার্জ হয়ে গেলে মোবাইল চার্জ থেকে না খললে মোবাইল গরম হয়ে যায়।
মোবাইল গরম হওয়া থেকে বাচানো
উপরের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে মোবাইল চার্জে দিলে কি কি কারনে মোবাইল গরম হয়। আসল কারণ কি বুঝতে পেরেছি। মোবাইলের ব্যাকগ্রাউন্ড অতিরিক্ত চালু থাকা, ডাটা চালু থাকা অবস্থায় ফোন প্যান্টের পকেটে, ব্যাগের মধ্যে রাখা অবস্থায় মোবাইল গরম হয়ে যায়।
- অনেকেই ফোনের মোটা কভার কেস ব্যবহার করে থাকেন। যার ফলে মোবাইল গরম হয়ে যায়। আশা করি আপনারা ফোনের মোটা কভার কেস ব্যবহার করবেন না। এতে আপনার ফোন ভালো থাকবে ফোন অতিরিক্ত গরম হলে আপনার ফোনের কভার পরিবর্তন করতে পারেন।
- মোবাইল সারারাত চার্জে দিয়ে রাখবেন না। মোবাইল চার্জে দিয়ে নির্দিষ্ট সময়ে চার্জ থেকে মোবাইল খুলে ফেলুন।
- মোবাইল চার্জ দিয়ে মোবাইলে গেম ভিডিও বা অন্যান্য কিছু চালু করবেন না ।এতে মোবাইলের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এবং মোবাইল গরম হয়ে যায়।
- ফোন যখন চার্জে দিবেন তখন কোন টেবিলের উপরে বা কোন ভালো জায়গায় চার্জে দিবেন। সোফার উপরে অথবা বেডের উপরে ফোন চার্জে দিবেন না।
- ফোনে নির্দিষ্ট পরিমাণ চার্জ থাকা অবস্থায় ফোন চার্জে দিবেন ফোনের চার্জ একেবারে ২০% থেকে ১০% হয়ে গেলে তখন ফোন চার্জে দিলে ফোন গরম হয়ে যায়।
- যখন দেখবেন বিদ্যুতের ভোল্টেজ ওঠানামা করছে তখন মোবাইল চার্জে দিবেন না।
- নষ্ট চার্জার বা সস্তা চার্জার দিয়ে ফোন চার্জে দিবেন না। অরিজিনাল চার্জার দিয়ে ফোন চার্জে দেয়ার চেষ্টা করবেন।
- মোবাইলে অতিরিক্ত ডকুমেন্টস বা অ্যাপ্লিকেশন রাখবেন না। মোবাইলে ভাইরাস থাকলেও ফোন গরম হয়ে যায়।
মোবাইলে চার্জ না হলে করনীয়
অনেক সময় মোবাইল চার্জে দিলে চার্জ হচ্ছে দেখায়। আবার মোবাইল খুলে ব্যবহার করলে দেখা যায় ১ % চার্জ নেই বা কম চার্জ দেখাচ্ছে। এ অবস্থায় আমাদের কিছু করণীয় বিষয় আছে। নিচে মোবাইল চার্জ না হলে আমাদের কি করতে হবে তা নিচে দেওয়া হলো-
- ক্যাবলের কারণে ফোনে ধীরে চার্জ হয়।ক্যাবল সব ডিভাইসে ব্যবহার করেন এভাবে ব্যবহার করা ঠিক না। এভাবে অতিরিক্ত ব্যবহারের ফলে ক্যাবল এর ভিতরে ছোট যে কাটা থাকে সেগুলো বেঁকে যায় তাই চার্জ ঠিকমতো না হলে কেবল পাল্টে ফেলুন।
- কম্পিউটারের সাথে কেবল জুড়ে দিয়ে মোবাইল চার্জ দেন। এক্ষেত্রে খুব ধীরে চার্জ হবে চার্জের জন্য ওয়ারলেস চার্জার ব্যবহার না করাই ভালো। একটি ডিভাইসের জন্য একটি চার্জার রাখবেন।
- ব্যাটারির সমস্যার কারণেও অনেক সময় অতিরিক্ত সময় লাগে চার্জ হতে এই সমস্যা হলে ব্যাটারি পাল্টে ফেলতে হবে।
- ফোন চার্জে দিয়ে অনেকেই গেম খেলেন, ফেসবুক চালান, এ অভ্যাসের কারণে ফোন চার্জে নেই না। এ ধরনের অভ্যাস বাদ দিতে হবে ফোন চার্জে থাকাকালীন সময়ে।
- চার্জিং পোটের সমস্যার কারনে ও চার্জ ধীরগতিতে হয়। চার্জ পোটের সমস্যা হলে সার্ভস সেন্টার থেকে চার্জিং পোট সারিয়ে নিতে হবে।
লেখকের মন্তব্য
মোবাইল যেহেতু আমাদের অতি প্রয়োজনীয় জিনিস সেহেতু মোবাইলের প্রতি আমাদের একটু যত্নশীল হওয়া উচিত। মোবাইলের যত্ন করলে মোবাইলের চার্জ ঠিক থাকবে এবং ব্যাটারি ও দীর্ঘদিন লাস্টিং করবে। উপরের কথাগুলো মেনে চললে এবং এবং সাশ্রয়ে হলে আপনার মোবাইল এবং ব্যাটারি দুটোই ভালো থাকবে। আমাদের এই পোস্টটি আপনাদের ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। কারণ তারা পরে উপকৃত হবে। ধন্যবাদ।
মোবাইল সম্পর্কিত কিছু ছোট প্রশ্ন ও উত্তর
* মোবাইলের ব্যাটারি ফুলে গেলে কি করতে হবে
উত্তর মোবাইলের ব্যাটারি ফুলে গেলে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই ব্যাটারি ফুলে গেলে সারারাত চার্জে দেওয়া, নেট ব্রাউজিং, হেভি হাউস করা, থেকে বিরত থাকতে হবে।
* মোবাইল বন্ধ করে কি চার্জ দেয়া যায়?
উত্তরঃ হ্যা । মোবাইল বন্ধ করে চার্জ দিলে মোবাইল তাড়াতাড়ি চার্জ হয় এবং ব্যাটারি ভালো থাকে।
* নতুন মোবাইল চার্জ দেয়ার নিয়ম কি?
নতুন মোবাইল চার্জ দেয়ার সময় মোবাইল বন্ধ করে চার্জ দিন। এবং চার্জ দিবেন ৯০-১০০% ।