ইসলামিক শর্ট প্রশ্ন ও উত্তর - জ্ঞানের ভান্ডার | Msta2z

ইসলামিক শর্ট প্রশ্ন ও উত্তর - জ্ঞানের ভান্ডার

ইসলামিক শর্ট প্রশ্ন ও উত্তরের মাধ্যমে সহজেই অনেক কিছু জানা যায়। এতে কম পরিশ্রমে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানা যায়। আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ ( সা ) তার সাহাবীদের কে সহজে বিভিন্ন শিক্ষা দেয়ার জন্য এই পক্রিয়া ব্যাবহার করতেন। প্রিয় পাঠক আপনাদের সুবিধার্তে এবং আপনাদের সহজে শেখার জন্য শর্ট প্রশ্ন ও উত্তর এ পোষ্টে লেখা হয়েছে।

ইসলামিক শর্ট প্রশ্ন ও উত্তর

মুসলমানের ধর্ম ইসলাম। এই ধর্ম শান্তির ধর্ম। কিন্তু বিভিন্ন মিডিয়ার বিভিন্ন রকম অপপ্রচারের কারনে বিশ্বজগতে ইসলাম নিয়ে বিভিন্ন বিভ্রান্তি তৈরী হয়েছে। সেই জন্যই ইসলামের বিভিন্ন মৌলিক বিষয় নিয়ে শর্ট প্রশ্ন এবং উত্তর নিয়ে আমাদের এই নতুন পোষ্ট লেখা।

ভৃমিকা

মুমিনের সবচেয়ে মজবুত হাতিয়ার হলো জীবন্ত নামাজ। যার নামাজ জীবন্ত সে আল্লাহর নৈকট্যের অনুভূতি নিয়ে তৃপ্ত। সবর ও নামাজ দ্বারা আল্লাহর সাহায্য চাওয়ার নির্দেশ আল্লাহ নিজেই দিয়েছেন। আর আমরা প্রতিদিন চেষ্টা করবো ছোট -বড় অন্যায় কাজ থেকে বিরত থাকা এবং ছোট- বড় ভালো ভালো কাজ করার। আর কথা না বাড়িয়ে শুরু করা যাক শর্ট প্রশ্ন ও উত্তর গুলো।

ইসলামিক শর্ট প্রশ্ন ও উত্তর -জ্ঞানের ভান্ডার

প্রশ্নঃ কেয়ামতে কোন ব্যক্তি নবী ও শহীদ না হয়ে তবুও তারা নবী বা শহীদের মত সম্মানিত হইবে?
উত্তরঃ যাহারা বিভিন্ন গোত্র ও বংশ হইতে আশিয়া একত্রিত হইয়া আল্লাহর জিকিরে মশগুল হয়।

প্রশ্নঃ কোন ব্যক্তি অর্ধেক জাহান্নামে চলিয়া গিয়াছে?
উত্তরঃ যে ব্যক্তির চল্লিশ বছর হায়াত হওয়ার পরও দিনের দিকে ফিরে নেই।

প্রশ্নঃ কোন কাজে স্বামী খুশি মনে স্ত্রীকে অন্যের দ্বারা যেনা করায়?
উত্তরঃ বন্ধু মহলের খুশির জন্য স্ত্রীকে বেপর্দায় হাজির করলে।

প্রশ্নঃ কেয়ামতের কোন ৪ টা প্রশ্নের জবাব ছাড়া কোন ব্যক্তি কদম উঠাইতে পারবে না?
উত্তরঃ ১. সারা জীবন কোন কাজে ব্যয় করিয়াছো ২. যৌবন কিভাবে কাটাইয়াছো ৩. মাল কিভাবে করিয়েছো ও কিভাবে খরচ করিয়াছো ৪.এলম কতটুকু হাসিল করিয়াছো এবং কতটুকু আমল করিয়াছো।

প্রশ্নঃ সকল প্রকার রোগ হইতে মুক্তি পাইবার আমল কি?
উত্তরঃ প্রত্যেক ফজরের সুন্নত নামাজের পর ফরজ পরিবার আগে বিসমিল্লাহ মিলাইয়া সুরা ফাতিহা ১৪ বার পাঠ করিলে।

প্রশ্নঃ কোন কাজে মৃত্যুকালে কালিমা নসিব হয় না?
উত্তরঃ আফিং খাইলে ও পিতা-মাতার অবাধ্য হইলে।

প্রশ্নঃ কোন অবৈধ কাজের সময় জমিন তাকে গ্রাস করিতে চায়?
উত্তরঃ জেনা করার সময়।

প্রশ্নঃ কোন কাজের দ্বারা সংসারের অভাব হয় ও বরকত চলিয়া যায়?
উত্তরঃ হাটিয়া হাঁটিয়া মেসওয়াক করিলে

প্রশ্নঃ কোন নারী মা আছিয়ার সাথে জান্নাতে যাইবেন?
উত্তরঃ যে নারী তার স্বামীকে দ্বীনের উপর চলার জন্য তাগিদ দেয়।

প্রশ্নঃ কোন কাজ করলে জিন পরী আছড় করে না?
উত্তরঃ ইয়া হাফিজু লিখিয়া রাখিলে।

প্রশ্নঃ কোন করিলে কোন নেক উদ্দেশ্য সফল হয়?
উত্তরঃ ইয়া মুনিও নামের জিকির করিলে।

প্রশ্নঃ কোন আমলে সারারাত্রে ঘুমাইয়াও এবাদতের সওয়াব পাওয়া যায়?
উত্তরঃ এশা ও ফজরের নামাজ জামাতে আদায় করলে।

প্রশ্নঃ কোন দোয়া পড়িয়া ঘরের দরজা দিলে চুরি হয় না?
উত্তরঃ আয়তুল কুরসি।

প্রশ্নঃ কে নিজের আত্মা নিজেই কবজ করিবেন?
উত্তরঃ হযরত আজরাইল ( আঃ)

প্রশ্নঃ মানুষের পরে এবং ফেরেশতার আগে কাহার মৃত্যু হইবে?
উত্তরঃ ইবলিশ শয়তানের।

প্রশ্নঃ নবী ব্যতিত কোন জিনিস আল্লাহর সঙ্গে কিয়ামতে উম্মতদের জন্য ঝগড়া করিবে?
উত্তরঃ কোরআন শরীফ।

প্রশ্নঃ কোন মানুষের চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হইত?
উত্তরঃ হযরত ইউসুফ (আঃ )

প্রশ্নৎ কোন কাজ করলে কঠিন রোগ হয়?
উত্তরঃ দাঁড়াইয়া সর্বদা পানি পান করিলে।

প্রশ্নঃ কোন রাত্রে স্ত্রীর সঙ্গে মিলন করা নিষেধ?
উত্তরঃ অমাবস্য ও পূর্ণিমা রাতে মিলন করা নিষেধ।

প্রশ্নঃ কোন কাজ করলে পুরুষের লিঙ্গ ছোট হয়ে যায়?
উত্তরঃ বিনা কারণে পানিতে প্রস্রাব করলে।

প্রশ্নঃ কোন কাজ করিলে পুরুষঙ্গ চিকন হইয়া যায়?
উত্তরঃ পানিতে নামিয়া পানির মধ্যে প্রসব করিলে।

প্রশ্নঃ কোন মহাপুরুষ আল্লাহর কাছে ৭০ হাজার বছরের হিসাব চাহিয়া ছিলেন। এবং আল্লাহ তাকে কি হিসেবে প্রদান করেছিলেন?
উত্তরঃ হযরত বায়েজিদ বোস্তামি( রা ) আল্লাহর নিকট ৭০ হাজার বছরের হিসাব চাহিয়া ছিলেন। আল্লাহ বলেন কেয়ামতের দিন তোমার অঙ্গপ্রত্যঙ্গ রেনু রেনু করিয়া ফেলিবে এবং প্রত্যেক রেনু এক এক সাক্ষাৎ প্রদান করবে। অতঃপর ধুলির এই রেনু আমার ৭০ বছরের হিসাব এবং হলও অবশিষ্ট অংশকে তোমার কোলের মধ্যে রাখিয়া দিব। (তাসকিরা তুল আউলিয়া প্রথম খন্ড) ।

প্রশ্নঃ কোন কাজটিতে পুরুষ পরাজিত হইলে পায়ে ভীষণ যন্ত্রণা আর নারী পরাজিত হলে পায় পরম আনন্দ তৃপ্তি?
উত্তরঃ কাজটি হলো যৌন মিলন।

প্রশ্নঃ কোন কর্মের দ্বারা পুরুষের সেক্স বৃদ্ধি পাইতে থাকে?
উত্তরঃ প্রতি ১০ দিনে পুরুষ লিঙ্গের লোম পরিষ্কার করিয়া মধু মাখলে। ( আল হাদিস ) ।

প্রশ্নঃ কোন সন্তানের পিতা-মাতা দোজখী কি হইবে?
উত্তরঃ চরিত্রহীন কুসন্তান দুনিয়াতে রাখিয়া গেলে।

প্রশ্নঃ কোন মহিলা একটি ফুলের ঘ্রাণ হইতে গর্ভধারণ করিয়াছিলেন?
উত্তরঃ হযরত মরিয়ম (আল কোরআন )।

প্রশ্নঃ কোন মহিলা ষোল বছরের যুবতী হইয়া এই দুনিয়াতে জন্মগ্রহণ করে ও স্বামীর খেদমত করেন?
উত্তরঃ বিবি হাওয়া।

প্রশ্নঃ কোন গাছের নিচে প্রস্রাব করলে পুরুষের পুরুষোত্তম নষ্ট হইয়া যায়?
উত্তরঃ মেহেদী গাছের নিচে প্রসব করিলে।

প্রশ্নঃ কোন টাকা দিয়া ব্যবসা আরম্ভ করলে মূলধন গায়েব হইয়া যায়?
উত্তরঃ জমি, ঘর, ছাগল, বিক্রির টাকা দ্বারা ব্যবসা আরম্ভ করিলে।

প্রশ্নঃ শয়তানের ধোকায় ও চক্রান্তে পড়িলে কি বলিতে হয়?
উত্তরঃ লা হাওলা ওয়ালা কোয়াতা ইল্লাহ বিল্লাহিল আলিউল আজিম বলিতে হয়।

প্রশ্নঃ কোন ব্যক্তি ওজুর পরও নাপাক থাকে?
উত্তরঃ যিনি নবীর তরিকায় গোসল করে না।

প্রশ্নঃ কোন ব্যক্তি মুনাকির নাকিরকে ধরে কবরে রেখেছিল?
উত্তরঃ হযরত (আঃ ) কাদের জিলানী রহ।

প্রশ্নঃ কোন ব্যক্তির মৃত্যু যন্ত্রণা নেই?
উত্তরঃ ধর্মযুদ্ধে শহীদ ব্যক্তির।

প্রশ্নঃ কোন ব্যক্তি মৃত্যু যন্ত্রণা অনুভব করিবে না?
উত্তরঃ আয়াতুল কুরসী আমলকারী।

প্রশ্নঃ কোন মহিলার চামড়া তুলিয়া লবণ দেওয়াতে ও খোদাকে ভুলে নেই?
উত্তরঃ মা আসিয়া ( রাদিয়াল্লাহ মোকসেদুল মহসিন )

প্রশ্নঃ কোন ব্যক্তির কবরের আজাব সবচাইতে বেশি হইবে?
উত্তরঃ প্রস্রাব কালে কুলুপ না ব্যবহারকারীর।

প্রশ্নঃ কোন ঘরে রহমতের ফেরেশতা যায় না?
উত্তরঃ যে ঘরে রমনির ছবি থাকে।

প্রশ্নঃ কোন ব্যক্তির মৃত্যুকালে কালেমা মুখে আসিবে না?
উত্তরঃ পিতা মাতার অবাধ্য ও নাফারমান ব্যক্তি।

প্রশ্নঃ ইসলামের ইতিহাসের সম্মানিত স্থান কয়টি?
উত্তর তিনটি। ১.মক্কা শরীফ ২.মদিনা শরীফ ৩.বাগদাদ শরীফ

প্রশ্নঃ কোন ব্যক্তি পানির গ্লাস হাতে লইয়া সারা রাত্রি মায়ের শিয়রে দাঁড়াইয়া ছিলেন?
উত্তরঃ হযরত বায়েজিদ বোস্তামী।

প্রশ্নঃ কোন রমণীর ঘর রাত্রিতে আল্লাহর নূরে আলোকিত হইত?
উত্তরঃ হযরত রাবেয়া বাসরী ( রাঃ)

প্রশ্নঃ ইবলিশ শয়তান কি প্রতিজ্ঞা করেছিল?
উত্তরঃ আদমের সন্তান কি করিয়া বেহেশতে যায় তাহা দেখিয়ে ছাড়বে।

প্রশ্নঃ কোন কাজ করিলে গরিবের কুরবানির বেশি সওয়াব হয়?
উত্তরঃ ঈদ হতে এসে দুই রাকাত নামাজ ফাতেহার পর তিনবার কাউসার সহ পরিলে।

প্রশ্নঃ কোন দিনের সন্তান জন্মিলে কোরআনে হাফেজ হয়?
উত্তরঃ শুক্রবার দিন।

প্রশ্নঃ কোন কাজ করলে৭০ হাজার ফেরেশতা সারা দিন দোয়া করে?
উত্তরঃ ফজরে দোয়ায়ে হাশর একবার পড়িলে।

প্রশ্নঃ কোন দোয়া পড়িয়া ঘুমাইলে সারারাত ফেরেশতা পাহারা দেয়?
উত্তরঃ আয়তুল কুরসি।

প্রশ্নঃ কোন কাজ করিলে আমলনামা ডান হাতে আসিবে?
উত্তরঃ পিতা মাতাকে খুশি রাখিতে পারিলে।

প্রশ্নঃ কোন নারী ভাগ্যবান ও সুখী?
উত্তরঃ স্বামীকে খুশী রাখিয়া স্বামীর আগে যে মারা যায়।

প্রশ্নঃ কোন কাজ করিলে নারী হজের বেশি সওয়াব পাইবে?
উত্তরঃ সামীর হক পুরাপুরি আদায় করিলে (ওয়াজ শরীফ বেহেশতের মেওয়া)।

প্রশ্নঃ মানব জাতিকে কি অপরাধে দুনিয়াতে পাঠিয়েছেন?
উত্তরঃ আল্লাহর হুকুম অমান্য করে গন্ধম ভক্ষণ করার জন্য।

প্রশ্নঃ কোন ব্যক্তি সহিত খানা খাইলে সত্তর বছরের এবাদত নষ্ট হয়?
উত্তরঃ বেনামাজির সঙ্গে।

প্রশ্নঃ কোন নবী মৃত ব্যক্তিকে জীবিত করিয়া দেখাইতেন?
উত্তরঃ হযরত ঈসা (আঃ)

প্রশ্নঃ মৃত্যু যন্ত্রণা কত দিন দেহে বিদ্যমান থাকিবে?
উত্তরঃ কিয়ামত পর্যন্ত।

প্রশ্নঃ মমিন লোকের মৃত্যুর সময় ফেরেশতারা কি নিয়ে আসে?
উত্তরঃ বেহেস্তি কাফন ও বেহেস্তি সুগন্ধ।

প্রশ্নঃ কোন গুনাহ আল্লাহ মাফ করিবেন না?
উত্তরঃ অন্যের মনে বা গায়ে আঘাতের গুনাহ।

প্রশ্নঃ কোন ব্যক্তির জিভ টেনে পিছনে পেরেক দিয়ে আটকানো হবে?
উত্তরঃ মিথ্যা সাক্ষী প্রদানকারী।

প্রশ্নঃ কোন হিন্দু মেয়েকে বিবাহ করা মুসলমানের জন্য জায়েজ আছে কি। হিন্দু মেয়ে মুসলমান হলে কতদিন পর বিয়ে করা যাবে?
উত্তরঃ কোন হিন্দু মেয়ে যতক্ষণ ইসলামী শরীয়তে পুণ্য দীক্ষিত না হয়। ততক্ষণ কোন মুসলমান ছেলের সঙ্গে বিয়ে হতে পারে না। যদি মহিলা বিবাহিত হন তবে ইসলামে পূর্ণ ইজ্জত পালন করে তারপর পণ্য বিবাহ হতে পারে।

প্রশ্নঃ গরিবরা ধনীর চেয়ে কতদিন পূর্বে বেহেস্তে যাইবে?
উত্তরঃপাঁচশত বছর পূর্বে।

প্রশ্নঃ কে হাওয়ার উপর জায়নামাজ বিছাইয়া নামাজ পড়িয়াছিলেন?
উত্তরঃ হযরত রাবেয়া (রাঃ)।

প্রশ্নঃ কোন নারী যুবতী হইয়া দুনিয়াতে আসিয়াছিলেন এবং জন্মের পরে স্বামীর সেবা করিতে পারিয়াছে?
উত্তরঃ আদি জননী বা হাওয়া বিবি।


প্রশ্নঃ দোযখে কাহার জন্ম হইয়াছে তাহার নাম কি?
উত্তরঃ অভিশপ্ত ইবলিশ।

প্রশ্নঃ আল্লাহ তায়ালা কত দিনে আকাশ এবং জমিন সৃষ্টি করিয়াছেন?
উত্তরঃ ৬ দিনে সৃষ্টি করিয়াছেন।

প্রশ্নঃ কোন নবী জন্মগ্রহণ করার পর শয়তানে স্পর্শ করিতে পারেনাই?
উত্তরঃ হযরত ঈসা (আ) আল হাদিস।

প্রশ্নঃ কোন নবী লাঠিকে সর্প এবং সেই স্বর্গটিকে লাঠি বানাইতে পারিতেন?
উত্তরঃ হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এর লাঠি হাত হইতে ছাড়লেই সর্ব এবং দলিলে লাঠি হইয়া যাইত।
প্রশ্নঃ কোন দুইজন নবী বর্তমানে ও জীবিত আছেন এবং মাখলুকাতের খেদমত নিহিত আছেন?
উত্তরঃ হযরত খিজির ( আঃ ) ও হযরত ইলিয়াস (আঃ)

প্রশ্নঃ হযরত আদম আলাইহি ওয়া সাল্লামকে সৃষ্টি করার কত বছর পর তাহার দেহে ‍রুহু দেওয়া হয়েছিল?
উত্তরঃ ৪০ বছর পর।

প্রশ্নঃ কোন নবী পিতা-মাতা ছাড়া জন্ম লাভ করেন?
উত্তরঃ হযরত ঈসা (আঃ) (আল কোরআন)

প্রশ্নঃ কোন নবীকে করাত দিয়ে খন্ডিত করা হয়েছিল?
উত্তরঃ হযরত জাকারিয়া (আঃ)।

প্রশ্নঃ কোন নবী আজরাইলকে চর মারিয়েছিলেন?
উত্তরঃহযরত মুসা (আঃ) (বুখারী শরীফ)

প্রশ্নঃ আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে বেশি ভালোবাসেন?
উত্তরঃ ধৈর্যশীল ব্যক্তি কে।

প্রশ্নঃ কোন নবী আল্লাহর ভয়ে এত কেঁদেছিলেন যে তার মুখে চোখের পানির দাগ বসে গিয়েছিল?
উত্তরঃ হযরত ইসহাক (আঃ)

প্রশ্নঃ মদ নিষিদ্ধ করা হয় কত সালে?
উত্তরঃ ৬২৯ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ কোন ব্যক্তি কিয়ামতের দিন সর্বপ্রথম ডান হাতে আমলনামা পাইবে ?
উত্তরঃ আবু সালমা (রাঃ) (বুখারী ৫ পৃষ্ঠা ২৫৩)

প্রশ্নঃমুহাম্মদ (সাঃ) এর জামানায় এক ভন্ড নবীর আবির্ভাব হয় তার নাম কি?
উত্তরঃ ভন্ড নবী মুসহিলামা (বুখারী পাস পৃষ্ঠা ২৫৬)

প্রশ্নঃ আসমান জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহিলা কে ছিলেন?
উত্তরঃ বিবি খাদিজা (রাঃ) বুখারি৫ পৃষ্ঠা ১০২)

প্রশ্নঃ কোন ব্যক্তি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন?
উত্তরঃ হযরত খাদিজা (রাঃ)

প্রশ্নঃ সবচাইতে কম বয়সে ইসলাম গ্রহণ করেন?
উত্তরঃ হযরত আলী (রাঃ)

প্রশ্নঃ কার সঙ্গে স্ত্রীকে তুলনা করেলে স্ত্রী হারাম হইয়া যায়?
উত্তরঃ মায়ের সঙ্গে তুলনা করিলে যেমন, স্বামী স্ত্রীকে বলিল তোমার চোখ, নাক, ইত্যাদি আমার মায়ের মত দেখতে।

প্রশ্নঃ স্বামী স্ত্রীর কোন কথাতে আল্লাহর আরশ কেঁপে ওঠে?
উত্তরঃ উভয়ের মধ্যে কেহ তালাক দিতে চাইলে।

প্রশ্নঃ কেমন গৃহিণী হলে ঘরে স্বর্গীয় সুখ নেমে আসে?
উত্তরঃ আল্লাহর প্রতি অখন্ন বিশ্বাস রেখে ধর্মীয় আইন কানুন মেনে চললে ঘরের সুখ হয়।

প্রশ্নঃ সারা জীবন এবাদত বন্দেগী করেও কোন জিনিসের অভাবে রমণীরা বেহেস্তে যাইতে পারবে না?
উত্তরঃ স্বামীর সন্তুষ্টির অভাবে। যে স্বামী স্ত্রীর উপর সন্তুষ্ট নয়, সে স্ত্রী বেহেশতে যাইতে পারবে না।

প্রশ্নঃ গুণবতী স্ত্রীর চিহ্ন কি?
উত্তরঃ অল্প ভাসীনি স্ত্রী গুণবতীর লক্ষণ।

প্রশ্নঃ কোন কাজ করিলে দীর্ঘক্ষণ স্ত্রীর সঙ্গম করা যায়?
উত্তরঃ জয়তুন তেল মালিশ করিলে।

প্রশ্নঃ কখন দাম্পত্য জীবন অশান্তিময় হয়?
উত্তরঃ যখন স্ত্রী স্বামীকে সন্দেহ করে।

প্রশ্নঃ কোন দোয়া না করিলে স্ত্রীকে শয়তান সহবাস করে?
উত্তরঃ সহবাসের সময় দোয়া না করিলে।

প্রশ্নঃ কোন দোয়া পড়লে সারারাত ফেরেশতা পাহারা দেই?
উত্তরঃ আয়াতুল কুরসি।

প্রশ্নঃ কোন দোয়া পড়লে ২০ লক্ষ নেকি পাওয়া যায়?
উত্তরঃ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকাল আল্লাহু আহদান সমাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ।

প্রশ্নঃ কোন দোয়া আমল করিলে যে কোন উদ্দেশ্য সফল হয়?
উত্তরঃ ইয়া মুনিও নামে জিকির করিলে।

প্রশ্নঃ কোন কাজ করিলে যৌন শক্তি বৃদ্ধি পায়?
উত্তরঃ খুরমা খেজুর বেশি খাইলে।

প্রশ্নঃ কোন শিশুর পায়ের আঘাতে জমজম কুপ সৃষ্টি হয়?
উত্তরঃ শিশু ইসমাইলের পায়ের আঘাতে।

প্রশ্নঃ কোন দেশে দজ্জাল জন্মগ্রহণ করবে?
উত্তরঃ ফিলিস্তানের নিকটবর্তী এলাকায়?

প্রশ্নঃ কোরআনে কোন সম্রাটের লাশ কিয়ামত পর্যন্ত রক্ষিত হওয়ার কথা আছে?
উত্তরঃ মিশর সম্রাট ফেরাউন।

প্রশ্নঃ কোন নবী আল্লাহর শ্রেষ্ঠ সকল জীবের বাদশা ছিলেন?
উত্তরঃ হযরত সোলায়মান (আঃ)

প্রশ্নঃ বাবা মা ছাড়াই একমাত্র কন্যারই জন্মগ্রহণ করেন?
উত্তরঃ হযরত হাওয়া (আঃ)

প্রশ্নঃ কোন নারীকে আল্লাহ সালাম দিয়েছিলেন?
উত্তরঃ হযরত খাদিজা (আঃ)

প্রশ্নঃ বিশ্বের প্রথম চিকিৎসা বিজ্ঞানীর নাম কি?
উত্তরঃ হযরত ইদ্রিস (আঃ)

প্রশ্নঃ ইসলামী জগতের শ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী কে?
উত্তরঃ ইবনে সিনা।

প্রশ্নঃ কোন কাজে নিজ মাতার সাথে ৩৬ বার জেনার গুনা লেখা হয়?
উত্তরঃ ৪ আনা সুদ খাইলে।

প্রশ্নঃ কোন ব্যক্তিকে সূর্য সালাম করিত?
উত্তরঃ আব্দুল কাদের জিলানী (রাঃ) কে।

প্রশ্নঃ কোন ব্যক্তির দোয়া ও নেক আমল আল্লাহর দরবারে কবুল হয় না?
উত্তরঃ যে ব্যক্তির স্ত্রী বেপর্দা।

শেষ কথা

পরিশেষে আমরা সবাই মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করি, তিনি যেন আমাদের সকলকে দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যান দান করেন এবং তার প্রিয় বান্দা হিসাবে গ্রহন করেন। আমীন। প্রিয় পাঠক আমার এই পোষ্টখানা পড়ে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্যদের কাছে সেয়ার করুন তাহলে তারাও পরে উপকৃত হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

msta2z.comব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url