লজ্জাবতী গাছের টোটকা ও উপকারিতা জেনে নিন | Msta2z

লজ্জাবতী গাছের টোটকা ও উপকারিতা জেনে নিন

লজ্জাবতী গাছের টোটকা ও উপকারিতা জেনে নিন। লজ্জাবতী পাতা অতি স্পর্শকাতর। একটু হাত লগলে বা নারা চারা পড়লে সাথে সাথে ছরানো পাতা গুলো বন্ধ হয়ে যায়। অনেক সময় ক্ষুদ্র মশা- মাছি বা ছোট কোন পোকা পাতার উপর পড়লে পাতা গুলা বন্ধ হয়ে পোকা গুলো মারা যায়। তবে যাই হোক না কেন, লজ্জাবতী গাছ ঔষুধি গাছ।
লজ্জাবতী গাছের টোটকা ও উপকারিতা জেনে নিন

এগাছের পাতা, শিকর, ডাটা সবকিছু দিয়েই ঔষুধ তৈরী করা হয়। এগাছ থেকে বেশ উপকার পাওয়া যায়। হয়তো বা অনেকেই জানে না এগাছের টোটকা বা উপকার। নিচে বিস্তারিত দেওয়া হলো-

ভৃমিকা

লজ্জাবতীর পাতা, ফুলফল, পুষ্টিতে অতিসমৃদ্ধ। এতে রয়েছে যতেষ্ট পরিমান প্রেটিন সহ সব ধরনের খাদ্য উপাদান।বিশেষ করে এটি ভিটামিন এ, ক্যালসিয়াম, আয়রন,পটসিয়াম ও নিয়েসিনে ভরপুর।

লজ্জাবতী গাছের টোটকা বা উপকারিতা

লজ্জাবতী ঔষুধি গুনাগুন অনেক বেশী। বিভিন্ন রোগের চিকিৎসার জন্য হারবাল ঔষুধ তৈরীতে যুগ ধরে এর ব্যাবহার চলে আসছে। আমাদের শরীরের প্রত্যেক টা অঙ্গ যেমন, নাক, কান, দাঁত, এবং ক্ষুদ্র নালির ঘা সারাতে লজ্জাবতীর শিকর লতাপাতর ব্যাবহার দেশ বিদেশে বহুল প্রচালিত। লজ্জাবতী গাছের টোটকাগুলো হলো-

 শরীর বা হাত পা জ্বালাঃ লজ্জাবতীর পাতা, ডাটা, বা মুল সিদ্ধ করে রস বের করে সেই রস নিয়মিত খেলে শরীরের বা হাত পায়ের জ্বালা পোরা তাড়াতড়ি ভালো হয়ে যায়।

ছেলেদের যৌন শক্তি বাড়াতেঃ লজ্জাবতীর পুষ্ট বীজ দিয়ে তেল তৈরী করে যৌনাঙ্গে রাত্রে বেলা মালিশ করলে যৌনাঙ্গের সমস্যা ভালো হবে এবং যৌনাঙ্গ শক্ত হবে।

এলার্জি বা চর্মরোগেঃ লজ্জাবতীর নির্জাস দিনে দুই থেকে তিনবার একটু একটু করে পান করলে সকল প্রকার চর্মরোগ ভালো হয় এবং শরীরের লবণ্যতা বাড়ে।

যৌনাঙ্গ ঠান্ডা হয়ে গেলেঃ অনেক মেয়েরা আছে যারা বেশী বাচ্চা প্রসবের ফলে যৌনাঙ্গ শীতল বা ঠান্ডা হয়ে যায়। লজ্জাবতীর গাছ, পাতা, শিকর, দ্বারা তেল তৈরী করে কাপরে মেখে পিচু ধারন করলে কয়েক দিনের মধ্য অরোগ্য হয়।

আমাশয় রোগেঃ লজ্জাবতীর পাতা বা ডাটা একগ্লাস পানিতে দিয়ে সেদ্ধ করুন। সেদ্ধ করা পানি ঠান্ডা হয়ে গেলে দুইভাগ করতে হবে। এক ভাগ পানি সাকলে পান করুন এবং অন্য ভাগ রাতে পান করুন। এভাবে কয়েক দিন খেলে আমাশয় রোগ অতি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে।

কানে পুজ হলেঃ লজ্জাবতীর পাতায় সরিষার তেল মাখিয়ে একটু গরম আচে গরম করে নিয়ে কানের ভিতর ২ ফোটা করে ব্যবহার করুন । এতে তাড়াতাড়ি কান দিয়ে পুজ পড়া বন্ধ হয়ে যাবে।

কোষ্ঠ কাঠিন্যেঃ পায়াখানা যদি ইটের মতো শক্ত হয় তাহলে লজ্জাবতীর পাতার রস করে খাবেন কয়েক দিনে পায়খানা ঠিক পাতলা হয়ে যাবে।
পাথরী রোগঃ লজ্জাবতীর শিকর বেটে রস বের করে নিয়ম করে খেলে পাথরী রোগ সেরে যাবে। এছারাও কফ, কুষ্ঠ, রিদরোগ, এবং মেয়েদের ঋতুর গন্ডগোল ইত্যাদি রোগ সেরে যাবে।

ঘামের দুর্গন্ধ দুরঃ গরমের সময় শরীরে ঘামের দুর্গন্ধ হয়। এই ঘামের দুর্গন্ধ দুর করার জন্য লজ্জাবতীর গাছের পাতা বা ডাটা বেটে রস করে নিয়ে বগলে বা গোটা শরীরে মাখলে গন্ধ দুর হয়ে যাবে।

মাড়ির ক্ষত সারাতেঃ লজ্জাবতী গাছের পাতা, ডাটা,বা শেকর পানিতে দিয়ে সেদ্ধ করে হালকা গরম অবস্থাতেই ঐপানি ‍দিয়ে কুলকুচি করতে হবে।দিনে দুবেলা। তাহলে মাড়ির ক্ষত বা দাতের গোরার ব্যাথা কমে যাবে।

লজ্জাবতীর পাতা, শেকড় খাওয়ার নিয়ম

লজ্জাবতী একটি পুস্টিকর ভেষজ যা বিভিন্ন উপায়ে খাওয়া যায়। এটি কাচা, রান্না বা নির্যাস আকারে খাওয়া যেতে পারে। সালাত বা স্যুপ করে খাওয়া যেতে পারে। বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা সহ এটি সুস্বাদু এবং পুস্টি কর ভেষজ। রক্তচাপ কমাতে,হৃদরোগের ঝুকি কমাতে, ডায়াবেটিস পরিচালনা করতে এবং ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। 

এটি মুলত নিরাপদ ভেষজ যা বেশীর ভাগ মানুষ ব্যাবহার করতে আগ্রহী। গর্ভবতী মহিলা বা বাচ্চাদের বুকের দুধ খাওয়ান এরকম মহিলারা লজ্জাবতী খাওয়ার আগে ডাক্তারের পরমর্শ নিয়ে খাবেন।

লজ্জাবতী খাওয়ার নিয়ম
  • লজ্জাবতীর পাতাগুলো ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে গুড়ো করে মশলা হিসাবে ব্যাবহার করতে পারেন।

  • মাছ বা মাংসের সাথে কাচা পাতা রান্না করে খেতে পারেন।

  • কাচা লজ্জাবতীর পাতা গুলো সালাদ বা স্যুপে যোগ করতে পারবেন।

  • লজ্জাবতীর পাতাগুলোকে তেল বা ঘি এর সাথে ভেজে গুরো করে গরম ভাতের সাথে খেতে পারবেন।
  • লজ্জাবতীর পাতাগুলোকে ভালোকরে ধুয়ে বেটে রস করে খেতে পারেন।

লজ্জাবতী গাছ কোথায় পাওয়া যায়

লজ্জাবতীর গাছকে অনেকেই ভুয়া গাছ মনে করে। মানে এই গাছে কোন ঔষুধি কাজ হয় না এরকম মনে করে।কিন্তু এ গাছ থেকে অনেক উপাকার পাওয়া যায়। এর জন্য আগে আপনাকে ব্যাবহার করতে হবে তাহলে বুঝতে পারবেন। ত এখন কথা হলো যে লজ্জাবতী গাছ কোথায় পাওয়া যাবে। তা আমাদের জানতে হবে।

বিশেষ করে যেখানে পুরুষ লজ্জাবতীর গাছ থাকে সেখানে মেয়ে লজ্জাবতীর গাছ ও থাকে। এই গাছ বনে বা জঙ্গলে বা পুকুরের ধারে বেশী হয়ে থাকে। এইসব জায়গাতে গেলেই লজ্জাবতীর গাছ পাওয়া যাবে। বিশেষ করে গ্র্রামের বাড়ির জঙ্গলে গেলে সহজেই পেতে পারেন।

লজ্জাবতী গাছ চেনার উপায়

লজ্জাবতীর গাছ সাধারনত দুই ধরনের হয়ে থাকে। একটা সাদা লজ্জাবতী আরেক টা লাল লজ্জাবতীগাছ।এই গাছ দুটো চেনা সাধারন মানুষের পক্ষে খুব কষ্টকর বিষয়। তবে যারা লজ্জাবতী গাছ নিয়ে ঔষুধ তৈরী করে থাকেন তারাই সবচেয়ে ভালো জানেন। তবে গাছ চেনার একটা সাধারন ধারনা দিয়া হলো।

সাদা লজ্জাবতীর গাছ এবং লাল লজ্জাবতীর গাছ চেনার অন্যতম উপায় হল এদের কান্ড দেখে চিনতে হবে। সাদা লজ্জাবতী এবং লাল লজ্জাবতী গাছের পাতা একই রকম দেখতে। এটি কোন গাছ সেটি নির্ধারন করার জন্য আপনাকে মূল কান্ড লক্ষ করতে হবে। যেই গাছের কান্ড লাল সেটা লাল লজ্জাবতী গাছ এবং যেই গাছের কান্ড সাদা সেটা সাদা লজ্জাবতী গাছ হবে। তবে এই গাছ নিয়ে আমার সঠিক ধারনা নেই। মুরুব্বীদেরকে বললে ভালো চিনতে পারবে।

লাল লজ্জাবতী গাছের ছবি

যে লজ্জাবতী গাছের কান্ড লালচে রঙ্গের হবে সেগাছ হচ্ছে লাল লজ্জাবতীর গাছ।
লাল লজ্জাবতী গাছের ছবি
লজ্জাবতী গাছের ফুল লজ্জাবতীর গাছের ফুল দেখতে খুবই সুন্দর হয় এবং ক্রোধের মত নরম ও মায়াবি হয়।। আপনারা অনেকে হয়তো কখনো লজ্জাবতী গাছ দেখেননি তাই আজকের এই পোস্টে আমরা লজ্জাবতী গাছের ছবি এবং লজ্জাবতী গাছের ফুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পাশাপাশি তাদের ছবিগুলো শেয়ার করলাম। আশা করছি আপনারা আজকের এই আর্টিকেলের মাধ্যমে উপকৃত হয়েছেন।

সাদা লজ্জাবতী গাছের ছবি

যে লজ্জাবতী গাছের কান্ড সাদা বা সবুজ হবে সেগাছ হবে সাদা লজ্জাবতীর গাছ।
সাদা লজ্জাবতী গাছের ছাবি
এটি হলো লজ্জাবতী গাছের ছবি লজ্জাবতী গাছ দেখতে খুবই সুন্দর এবং এর পাতাগুলো তেতুলের পাতার মতো লজ্জাবতী গাছের পাতায় একবার স্পর্শ লাগলে পাতাগুলো একাই মরে যায় এজন্য এই গাছের নামটি বলা হয়েছে লজ্জাবতী গাছ লজ্জাবতী গাছের বহু ঔষধি গুনাগুন রয়েছে। যা মানব শরীরের জন্য খুবই উপকারী।

সাদা লজ্জাবতী গাছের শিকড় দিয়ে বশীকরণ

এই লজ্জাবতী শিকড়ের অনেক রকম কাজ আছে।যেমন লার লজ্জাবতী শিকড়ের কাজ আছে তেমনি সাদা লজ্জাবতী শিকড়ের ও কাজ আছে। এই লজ্জাবতীর শিকর দিয়ে যেমন তন্ত্রে ব্যাবহার হয় তেমনি তান্ত্রিক কাজে ও লাগে। এছারও ঔষুধি গুনাগুন ও ভালো আছে। আবার এই লজ্জাবতীর শিকড় দিয়ে টোটকাও হয়।তবে সবচেয়ে বেশী সাদা লজ্জাবতী শিকড়ের কার্জকারিতা বেশী হয়।এই লজ্জাবতীর শিকড় দিয়ে গুনকরা, বানমারা ইত্যাদি সব হয়।

কাউকে বশীকরন করার ইচ্ছে থাকলে প্রথমে আপনি সাদা লজ্জবতী গাছের শিকড় বেটে রস বের করতে হবে । সেই রস এবং গুরোচুনা একসাথে মিশিয়ে তিলক তৈরী করবেন । এই গুরোচুনা যে কোন দোকানে পাওয়া যায়। ঐতিলক কপালে দিয়ে যে ব্যক্তিকে বশীকরন করবেন তার সামনে যাবেন সে অবশ্যই বশীভৃত হবে। 

তবে মনে রাখবেন এটিকে কোন খারাপ কাজে ব্যাবহার করবেন না।আর সব ক্ষেত্রে ব্যাবহার করবেন না। আপনার পরিচিত ব্যক্তির ক্ষেত্রে ব্যাবহার করতে পারেন । বা আপনার স্ত্রী আপনার উপর রাগ করে আছে , সেক্ষেত্রে স্ত্রীকে বশীকরন করতে ব্যাবহার করতে পারেন। আপনি যদি কোন ব্যাক্তির কাছ থেকে সাহায্য পেতে চান সেক্ষেত্রে ও ব্যাবহার করতে পারেন।

লজ্জাবতী গাছ চাষ করার নিয়ম

১.লজ্জাবতী গাছ গ্রামের জঙ্গলে বা স্যাতস্যাতে জায়গাতে বেশী পাওয়া যায়। কিন্তু এই গাছের ঔষুধি গুনাগুন আছে জন্য এখন এই গাছ চাষ করা হয়। এই গাছ দুই ভাবে চাষ করা যায়। একটা হচ্ছে গাছ শিকড় সহ উপরিয়ে রোপন করা যায়, আরেকটা হচ্ছে বীজ রোপন করা।

২. লজ্জাবতী গাছ চাষ করার উপযুক্ত সময় হচ্ছে এপ্রিল বা মে মাস। এই দু মাসের মধ্যে আপনি লজ্জাবতী গাছ চাষ করতে পারবেন।

৩. লজ্জাবতী গাছ খুব তাড়াতাড়ি বড় হয় । আপনি চারা রোপন করে কোন ঝামেলা ছারাই ভালো চাষ করতে পারবেন।

প্রিয় পাঠক বৃন্দ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে লজ্জাবতী গাছ চাষ করার নিয়ম কি লজ্জাবতী গাছের শিকড় দিয়ে বশীকরণ কাকে বলে গাছের ছবি কি এবংচাষ করার নিয়ম কি লজ্জাবতী গাছের টোটকা ও উপকারিতা কি, লজ্জাবতী গাছ চেনার উপায় কি পাশাপাশি লজ্জাবতী গাছ কোথায় পাওয়া যায় আজকের এই আর্টিকেলে আমরা লজ্জাবতী গাছ সম্পর্কে সবকিছু বিস্তারিত আলোচনা করলাম আশা করছি আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন.

শেষ কথা

এই পোস্টের মাধ্যমে আমরা জানতে পারলাম লজ্জাবতী গাছ সম্পর্কে। গাছের গুনাগুন সম্পর্কে। আমার লেখা পোস্ট পড়ে যদি আপনি উপকৃত হয়ে থাকেন বা কোন প্রশ্ন বা জিঙ্গাসা থাকে তাহলে কমেন্ট বকসে জানিয়ে দিবেন। এবং পরিচিতদের মধ্যে পোস্টটি সেয়ার করে দিবেন।তারাও উপকৃত হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

msta2z.comব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url