মানবিক শাখার অপশনাল বিষয় কি কি বিস্তারিত জানুন
আসসালামু আলাইকুম বন্ধুরা। নিশ্চয় আল্লাহর রহমতে ভালোই আছেন। প্রিয় বন্ধুরা আপনারা যারা এসএসসি, এইচএস সি এবং অনার্সে মানবিক শাখায় পড়তে চান তারা অনেকেই জানে না যে মানবিক শাখার অপশনাল বিষয় গুলো কি কি। আসলে বন্ধুরা যারা নতুন ছাত্র - ছাত্রী তাদের জন্য এই সমস্যা গুলো দেখা দেয়।
শিক্ষাই হচ্ছে মানব জাতির মেরুদন্ড। সঠিক শিক্ষা ছারা কোন মানুষই ভালো করে সমাজে বসবাস করতে পারে না। যারা মানবিক শাখার অপশনাল বিষগুলো সম্পর্কে জানতে চান তাদের জন্য সে বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
ভৃমিকা
মানব বিদ্যা হলো বিচিত্র ক্ষেত্র যা বিভিন্ন বিষয় নিয়ে গঠিত করা হয়েছে। ব্যাবসায় শিক্ষা এবং বিজ্ঞান ছারাও মানবিক বিভাগকে ও একটি কার্যকর অধ্যয়ন হিসাবে গন্য করা হয়েছে। আমাদের এই আরর্টিকেলে মানবিক শাখার অপশনাল বিষগুলো সংগ্রহ করে আপনাদের জন্য তুলে ধরা হলো। শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।
মানবিক থেকে কোন বিষয়ে ডিগ্রি করা ভালো
মানবিক বিভাগ থেকে ডিগ্রি করার জন্য বেশ কিছু বিষয় আছে। এবং এগুলো খুবই ডিমান্ডডেবল বিষয়। আজকে আমরা আলোচনা করব মানবিক থেকে কোন কোন বিষয়ে ডিগ্রি করা ভালো হবে। অনেক ছাত্র - ছাত্রী ধারনা করে যে মানবিক থেকে ডিগ্রি করলে বেকার থাকতে হবে বা সহজে চাকরি মিলবে না। এই জন্য অনেক ছাত্র- ছাত্রী এবংশিক্ষিত বন্ধুরা জানতে চায় যে মানবিক থেকে কোন বিষয়ে ডিগ্রি করলে ভালো হবে। বন্ধুরা নিচে সেই বিষয় গুলো দেওয়া হলো।
উত্তরঃ মানবিক থেকে বাংলা, ইংরেজী,লোকপ্রশাসন, অর্থনীতি, এবং রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদি বিষয়ে ডিগ্রি করলে ভালো ফলাফল পাওয়া যায়।
আরো পড়ুনঃ কোন বিভাগে পড়লে কি হওয়া যায় জেনে নিন।
বাংলাদেশের বিভিন্ন সরকারি, বেসরকারি,বিশ্ববিদ্যালয়, কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক বিষয় রয়েছে স্নতক এবং ডিগ্রি করার জন্য। সে সকল বিষয়ে ডিগ্রি করলেও ভালো ফলাফল পাওয়া যাবে।
মানবিক শাখার অপশনাল বিষয় কি কি
নিচে মানবিক শাখার অপশনাল বিষয়গুলো এবং বিষয় গুলোর কোড তুলে ধরা হলো। পড়তে থাকুন-
- বাংলা - ১০১-১০২
- ইংরেজি - ১০৭ - ১০৮
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি -২৭৫
- অর্থনীতি - ১০৯ - ১১০
- পৌরনীতি ও সুশাসন- ২৬৯- ২৭০
- সমাজকর্ম - ২৭১- ২৭২
- যুক্তিবিদ্যা - ১২১ - ১২২
- ভূগোল -১২৫- ১২৬
- উচ্চতর গণিত -২৬৫-২৬৬
- পদার্থবিজ্ঞান -১৭৪- ১৭৫
- জীববিজ্ঞান -১৭৮- ১৭৯
- পরিসংখ্যান -১২৯ -১৩০
- রসায়ন - ১৭৬ -১৭৭
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি - ২৬৭ - ২৬৮
- ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা - ২৭৭ - ২৭৮
- ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ও সার্ভে -১৮০- ১৮২
- উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন - ২৪৬-২৮৭
- সাচিবিক বিদ্যা ও অফিস ব্যবস্থাপনা - ২৩৫- ২৩৬
- ফিনান্স ব্যাংকিং ও বীমা -২৯২- ২৯৩
- হিসাববিজ্ঞান- ২৫৩- ২৫৪
- কৃষি শিক্ষা - ২৩৯ - ২৪০
মানবিক শাখার উপরের বইগুলো মধ্যে আপনি, মনোবিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যাবস্থাপনা, সাচিবিক বিদ্যা ও অফিস ব্যাবস্থাপনা, এবং কৃষিশিক্ষা এই বিষয় গুলো আপনি অপশনাল করে পরবেন।
মানবিক থেকে বিসিএস ক্যাডার
প্রিয় বন্ধুরা মানবিক শাখা থেকে ও বিসিএস ক্যাডার হওয়া যায়। আর আপনি প্রশাসন ক্যাডার সহ আরো বেশ কিছু ক্যাডার হিসাবে চাকরি করতে পারবেন আপনি এই শাখাতে পড়াশোনা করে। বর্তমান বাংলাদেশে বিসিএস ক্যাডারের ডিমান্ডটা অনেক বেশী তাই মানবিক থেকে অনেকে বিসিএস ক্যাডারের লেখা পড়া করছেন। এই বিভাগ থেকে যদি আপনি বিসিএস ক্যাডার হতে পারেন তাহলে আপনি কিছু ভালো পদে চাকরি করতে পারবেন। নিচে চাকরিগুলোর নাম দেওয়া হলো।
- প্রশাসন ক্যাডার পদে নিযুক্ত হতে পারবেন।
- স্বরাষ্ট্রবিভাগে নিযুক্ত হতে পারবেন।
- কর বিভাগে কাজ করতে পারবেন।
- খাদ্য বিভাগে কাজ করতে পারবেন।
- সড়ক ও জনপদ বিভাগে কাজ করতে পারবেন।
- ডাক বিভাগে কাজ করতে পারবেন।
পররাষ্ট্রবিভাগের অধিনে কাজ করতে পারবেন।তবে মনে রাখতে হবে তবে এই বিশেষ বিভাগ গুলো তে চান্স পেতে হলে আবশ্যই আপনাকে পরিক্ষায় উত্তীর্ন হতে হবে তাহলে আপনি সেই চাকরি গুলো পাবেন। উপরের বিষগুলো ছারাও আপনি রেল বিভাগ, বন অধিদপ্তর বিভাগ, এবং আরো ও বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানে ভালো মানের চাকরি করতে পারবেন। তাই মানবিক এর শিক্ষার্থী হয়ে আপনি যেকোন একটা কর্মক্ষেত্র বাছাই করেতে পারেন।
মানবিক বিভাগ থেকে কি হওয়া যায়
প্রিয় ছাত্র-ছাত্রী ভাই-বোনেরা মানবিক বিভাগ থেকে লেখাপড়া করলে আপনারা আইন আদালত থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য এবং যেকোনো ধরনের ভালো প্রতিষ্ঠানে আপনি কোন না কোন চাকরি করতে পারবেন। তবে মানবিক বিভাগে অর্থনীতির সাবজেক্ট অন্তর্ভুক্ত হওয়াই আপনি অনার্সে অর্থনীতির সাবজেক্ট নিয়ে পড়লে ব্যাংকে চাকরি করতে পারবেন ।
সবচেয়ে বড় সুযোগ বেশি যদি আপনি লইয়ারে হওয়া ইচ্ছা থাকে তাহলে আপনি এই মানবিক বিভাগ থেকে পড়ে আপনি লয়ার হতে পারবেন। তবে মনে রাখবেন লক্ষ্য ঠিক রাখতে হবে এবং পরিশ্রম করতে হবে। মানবিক বিভাগ থেকে লেখাপড়া করে কি কি চাকরি পাওয়া যায় বা কি কি হওয়া যায় নিচে তা বিস্তারিত ভাবে দেওয়া হল-
- ব্যারিস্টার
- যে কোন কোম্পানীতে চাকরি
- বিসিএসক্যাডার
- জজ ব্যারিস্টার
- সাংবাদিক
- সরকারি এবং বেসরকারি ব্যাংকে চাকরি
- বিদেশে স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ
- সরকারি বেসরকারি কলেজের শিক্ষক
- প্রাইমারি স্কুলের চাকরি
- কাস্টম অফিসার
- পুুলিশ সুপার, এসপি
- সেনাবাহিনী- পুলিশ
প্রিয় বন্ধুরা আপনেরা যদি মানবিক বিভাগে লেখাপড়া করে চাকরি না পান বা চাকরি পেতে দেরী হচ্ছে তাহলে আপনারা অন্য ক্ষাতে নিজের ক্যারিয়ার গঠনের চেষ্ট করবেন। তার জন্য আপনাকে নিজের প্রতিষ্ঠানিক শিক্ষায় স্বশিক্ষিত করতে হবে। আপনি কোন চাকরি করতে ইচ্ছুক না হলে-
- আপনি নিজের পছন্দমত ব্যাবসা দার করাতে পারবেন।
- আপনি ফ্রিল্যান্সারের কাজ শিকে নিজেকে ফ্রিল্যান্সার হিসাবে তৈরী করবেন।
- নিজেকে সাংবাদিক হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবেন।
গরুর খামার, ছাগলের খামার, মুরগীর খামার, পাখির খামার, মৎস চাষ ইত্যাদি করতে পারবেন। এছারা ও আরো অনেক কাজ আছে আপনি মানবিক বিভাগে পড়ালেখা করে করতে পারবেন। নিশ্চয় বুঝতে পেরেছেন যে মানবিক বিভাগ থেকে পড়লে কি কি হওয়া যায়।
ডিপ্লোমা কি
বাংলাদেশে প্রকৌশলী ডিপ্লোমা হলো একটি প্রযুক্তি গত শংসাপত্র যা বাংলাদেশে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রদ্ত্ত এবং পলিটেনিক ইনস্টিটিউটগুলি প্রদান করে থাকে। ছাত্র এবং ছাত্রীরা তাদের মাধ্যমিক স্কুলে লেখাপড়া শেষ করে ডিপ্লোমা কোর্স করতে পারে বা ভর্তি হতে পারে।
মানবিক বিভাগ থেকে কি ডিপ্লোমা করা যায়
প্রিয় ছাত্র-ছাত্রিরা আপনারা অবশ্যই মানবিক বিভাগ থেকে ডিপ্লোমা করতে পারবেন। তার জন্য আপনাকে আগে সরকারি স্কুলে সিলেক্ট হতে হবে। তার পর আপনার এসএসসির সার্টিফিকেট দিয়ে আবেদন করতে হবে। এতে আপনার এসএসসির সার্টিফিকেট কোন কাজে আসবে না। ডিপ্লোমাতে ভর্তি হতে আপনার বিশেষ করে সরকারি কলেজে রেজাল্ট লাগবে ৩.৫০ আর উচ্চতর গনিতে লাগবে ৩.৪০ থেকে ৪.০০ হলেই চলবে।
আর বেসরকারি কলেজে রেজাল্ট লাগবে ২.৭০ থেক ৩.০০ পর্যন্ত। তবে দেশে যেভাবে ডিপ্লোমার ছাত্র- ছাত্রী বেরে যাচ্ছে তাতে বাংলাদেশে এক সময় ডিপ্লোমাতে চাকরির কোন সুযোগ থাকবে না। আর ডিপ্লোমা কোর্স শেষ করতে সময় লাগবে ৪-৬ বছর। এই জন্য বন্ধুরা যা কিছু করবেন ভেবে চিন্তা করে করাটাই ভালো হবে। তারপরেও আপনি পড়তে ইচ্ছুক থাকলে সিভিল বা কম্পিউটার নিন।
মানবিক বিভাগ থেকে নার্সিং হওয়া যায়
মানবিক বিভাগ থেকে নার্সিং হতে হলে আগে আপনাকে ডিপ্লোমা ইন নার্সিং পড়তে হবে।আবার অনেকে ধারনা করেন যে সাইন্স নিয়ে পড়লে শুধু নার্সিং হওয়া যায়।কিন্তু কথাটা ঠিক নয়। কারন মানবিক থেকে এস এস সি পাশ করার পর আপনি চাইলে নার্সিং নিয়ে পড়তে পারবেন। নার্সিং ভর্তি পরিক্ষা প্রতিবছরই হয় আপনি চাইলে মানবিক থেকে এস এস সি পাশ করার পর নার্সিং এ ডিপ্লোমা করতে পারবেন। তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন মানবিক থেকে নার্সিং হওয়া যায়।
লেখকের মন্তব্য
বন্ধুরা মানবিক বিভাগ হোক বা বিজ্ঞান বিভাগ হোক সব বিভাগ থেকে আপনি লেখাপড়া করলে ভালো ভালো চাকরি পাবেন। কারন চাকরির ক্ষেত্রে চাকরি দাতা চাকরি গ্রহিতার লেখাপড়া র বিভাগ নিয়ে কোন চিন্তা ভাবনা মনে হয় করে না। ভালো থাকবেন। ধন্যবাদ।
মানবিক শাখা নিয়ে কিছু ছোট প্রশ্ন, ও উত্তর
* ইতিহাস নিয়ে পড়লে কি কি করা যায়?
উত্তরঃ ইতিহাস নিয়ে লেখাপড়া করলে মিউজিয়াম, কিউরেটর, প্রত্নতত্ববিদ, কনজারভেশন অফিসার, সাংবাদিক, হেরিটেজ ম্যানেজার, মিউজিয়াম এক্সিবিশন ম্যানেজা,র লাইব্রেরিয়ান সহ একাধিক পদে চাকরি সুযোগ মিলে।
* বিসিএস ক্যাডার কত প্রকার?
বাংলাদেশের সাধারণত বিসিএস ক্যাডার দুই প্রকার।যেমন,
- ১ নাম্বার প্রফেশনাল ক্যাডার
- ২ নাম্বার টেকনিক্যাল ক্যাডার
* বিসিএস ক্যাডার হতে কত বছর সময় লাগে?
উত্তরঃ বিসিএস ক্যাডার হতে কমপক্ষে তিন বছরের মত সময় লাগে।
* মানবিক এর ইংরেজি নাম কি?
- humanitarian.
- humane.
- human.
* মানবিক বিভাগ থেকে কৃষি বিশ্ববিদ্যালয় পড়া যায়?
উত্তরঃ না। শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই ভর্তি হওয়ার সুযোগ পেয়ে থাকেন দেশের বিভিন্ন কৃষি বিদ্যালয়গুলোতে।
* মানবিক অধ্যয়ন কি?
উত্তরঃমানবিকতা হল ব্যক্তি, সাংস্কৃতিক, সামাজিক এবং অভিজ্ঞতাগত অর্থে মানুষের অধ্যয়ন।
* মানবিক এর সমর্থক শব্দ কি?
উত্তরঃ করুণাময়, দয়ালু, সদয়, দয়ালু, কোমল, সহানুভূতিশীল, কোমল, সহানুভূতিশীল; উপকারী, সৌহার্দ্যপূর্ণ, দাতব্য ।
* মানবিক ও সমাজ বিজ্ঞানের ধারা কি?
উত্তরঃ মানবিক ও সামাজিক বিজ্ঞান (HUMSS) স্ট্র্যান্ড উদার শিল্পের বিষয়গুলিকে কভার করে, শিক্ষার্থীদের বিভিন্ন মানবতাবাদী এবং সামাজিক উদ্বেগ সম্পর্কে চিন্তা করতে, লিখতে এবং কথা বলতে প্রশিক্ষণ দেয় ।
msta2z.comব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url