ঔষধ কোম্পানিতে চাকরির যোগ্যতা ও ফার্মাসিস্ট নিয়োগ পরিক্ষার প্রশ্ন | Msta2z

ঔষধ কোম্পানিতে চাকরির যোগ্যতা ও ফার্মাসিস্ট নিয়োগ পরিক্ষার প্রশ্ন

হাউজকিপার চাকরির খবরপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিশ্চয় আল্লাহর রহমতে সকলেই ভালোই আছেন । এই আরর্টিকেলে আজ আমরা জানব ঔষধ কোম্পানিতে চাকরির যোগ্যতা সম্পর্কে। চাকরি করার জন্য কি রকম যোগ্যতা লাগে, চাকরির বেতন কিরকম, এবং চাকরির সুযোগ সুবিধা কিরকম এই সব বিষয়ে আমরা জানব। প্রিয় বন্ধুরা আরর্টিকেল টি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।
ঔষধ কোম্পানিতে চাকরির যোগ্যতা

ঔষুধ কোম্পানিতে চাকরি করার ইচ্ছা অনেকেরই থাকে। কারন এই কোম্পানিতে এখন ভালো বেতন দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে। এইজন্য অনেকেরই আগ্রহ জাগে এই কোম্পানিতে চাকরি করার।

ভৃমিকা

বর্তমানে বাংলাদেশের ওষুধশিল্প একটি ক্রমবর্ধমান সেক্টর। এই আরর্টিকেলে আমরা ঔষধ কোম্পানিতে চাকরির যোগ্যতা নিয়ে বিস্তারিত জানব। অনেকের মনে প্রশ্ন জাগে ঔষধ কোম্পানির চাকরি কেমন, শিক্ষাগত যোগ্যতা কেমন লাগে এসব প্রসঙ্গে। বন্ধুরা বিষয় গুলো জানতে হলে আরর্টিকেলটি পড়তে থাকুন মনযোগ দিয়ে।

ঔষধ কোম্পানিতে চাকরি কেমন

ঔষধ কোম্পানিতে চাকরি কেমন তা জানতে হলে বুঝতে হবে যে বাংলাদেশের শ্রম আইন কোন কোন কোম্পানী মেনে চলে। অধিকাংশ কোম্পানি তাদের শ্রমিক, ষ্টাফদের বেতন-ভাতা ঠিকমতো দেয়না বকেয়া রাখে। তবে এক্ষেত্রে ঔষধ কোম্পানি গুলোর চিত্র সম্পুর্ন উল্টো লক্ষ্যো করা যায়। ঔষধ কোম্পানি গুলো তাদের কর্ম পরিবেশ আইন অনুযায়ী বজায় রাখতে বদ্ধ পরিকর। তাই বলা চেল ঔষধ কোম্পানিতে চাকরি খুবই ভালো একটি চাকরি।

ঔষধ কোম্পানিতে চাকরির যোগ্যতা

বাংলাদেশে বর্তমানে ২৫৮ টি ঔষধ কোম্পানি আছে। সেই কোম্পানি গুলো প্রতিনিয়ত মানে একমাস পর পর নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে। আপনি যদি ঔষধ কোম্পানিতে চাকরি করার জন্য মন স্থির করেন তাহলে এই প্রতিষ্ঠানে কোন পদে চাকরি করবেন সেটা আগে বাছাই করুন। যে পদে কাজ করবেন বলে মন স্থির করবেন সেই পদের ব্যাপারে আপনার বেসিক ধারনা থাকতে হবে অবশ্যই। 

মানে অভিজ্ঞতা সম্পর্ন হতে হবে। বিষয়ভিত্তিক টেকনিক্যাল বিষয়গুলোর প্রতি সঠিক ধারনা থাকতে হবে। নিয়োগ পাওয়ার পর হাতে কলমে কাজ করার মানসিক থাকতে হবে। আপনি যদি ঔষধ কোম্পানির চাকরিতে যোগ দেন তাহলে অন্য চাকরির পেছনে ছুটলে ভালো ফলা ফল আসবে না। এই জন্য আপনাকে মনযোগ দিয়ে কাজ করার অভ্যাস করতে হবে। 

আপনার যোগ্যাতা অনুযায়ি আপনাকে পদের চাকরি দেওয়া হবে। আপনি আপনার যোগ্যতা অনুযায়ি এই কোম্পানিতে চাকরি করতে পারবেন। এসএসসি (ssc) এইচএসসি ( Hsc) এবং স্নাতক পাশে ঔষুধ কোম্পানিতে নিয়োগ দেওয়া হয়।

ফার্মাসিস্ট নিয়োগ পরিক্ষার প্রশ্ন

আপনি যখন ফার্মাসি চাকরির জন্য আবেদন করতে চান, তখন আপনাকে ফার্মাসি ইন্টারভিউ প্রশ্নগুলির সাথে পরিচিত হতে হবে। সাক্ষাত্কারের সময় যে কোনও প্রশ্নের সঠিক উত্তর কীভাবে দেওয়া যায় সে সম্পর্কে বিভিন্ন ধারণা থাকা সবচেয়ে ভাল জিনিস। 

ভালোভাবে প্রস্তুতি নিলে ইন্টারভিউ হলে আত্মবিশ্বাসী হবেন। ফ্লোট ফার্মেসি, খুচরা ফার্মেসি, স্টাফ ফার্মেসি ইত্যাদির মতো বিভিন্ন ফার্মেসির অবস্থান রয়েছে। নিচে ফার্মাসিস্ট নিয়োগ পরিক্ষার কিছু প্রশ্ন তুলে ধরা হলো।

১. ভারতীয় জনগণের একটি বড় অংশ এখনো কোন শাস্ত্র মতে চিকিৎসা গ্রহণ করে
উত্তরঃ আয়ুর্বেদিক স্বাস্থ্যমতে?

২. কাকে ফাদার অফ মেডিসিন বলা হয়?
উত্তরঃ হিপোক্রেটিস

৩.চিকিৎসকদের নৈতিকতার উপর খুব জোর দিতেন কে?
উত্তরঃ হিপোক্রেটিস

৪. নবীন চিকিৎসক দের পেশায় প্রবেশকালে নৈতিকতার শপথ নেয়ার জন্য কে ওথ রচনা করেন?
উত্তরঃ হিপোক্রেটিস রচনা করেন।

৫.কে ছিলেন প্রথম ফার্মাসিস্ট কারণ তিনি চিকিৎসার পাশাপাশি ঔষধ সামগ্রিক প্রস্তুত ও বিক্রি করতেন 
উত্তরঃ গ্যালেন।

৬. ইমালশান আবিষ্কার করেন এবং পরবর্তীতে এখান থেকে সর্বপ্রথম কোল্ড ক্রিম তৈরি করেন কে?
উত্তরঃ গ্যালেন।

৭.স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কয়টি বিভাগে বিভক্ত?
উত্তরঃ দুইটি বিভাগে বিভক্ত

৮.সম্রাট সেন নং রচিত গ্রন্থের নাম কি?
উত্তরঃ পেনটি- সাও

৯.কাকে চিনের কৃষির জনক বলা হয়?
উত্তরঃ সম্রাট সেন নাং কে

১০.চরক সংহিতা বইটি কার লেখা
উত্তরঃ চরককে

১১. আয়ুর্বেদ শাস্ত্রের প্রথম বইয়ের নাম কি?
উত্তরৎ চরক সংহিতা

১২.ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক বলা হতো কাকে?
উত্তরঃ ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক বলা হয় চরক কে।

১৩.প্লাস্টার কিসের ফেব্রিক?
উত্তরঃ আঠাযুক্ত তোলার ফেব্রিক

১৪.সার্জিক্যাল সুচারোজ কয় ধরনের হয়?
উত্তরঃ দুই ধরনের ১নাম্বার শোষণযোগ্য। ২নাম্বার অশোষনযোগ্য।

১৫.সবচেয়ে বেশি ব্যবহৃত চিকিৎসা পদ্ধতি কোনটি?
উত্তরঃ এলোপ্যাথি চিকিৎসা পদ্ধতি

১৬.সার্জিক্যাল ড্রেসিং সমূহ কে কয় ভাগে বিভক্ত করা হয়েছে?
উত্তরঃ পাঁচ ভাগে বিভক্ত করা হয়েছে

১৭.ওষুধের বিরূপ প্রতিক্রিয়া কয় প্রকারের?
উত্তরঃ পাঁচ প্রকারের

১৮.পুরা জায়গাতে কি কি লাগানো যাবে?
উত্তরঃ চিনি, রান্না তেল, আলুর রস, ডিম, চর্বি লাগানো যাবে।

১৯.হাড়ভাঙ্গা সাধারণত কত প্রকার?
উত্তরঃ দুই প্রকার

২০.বাংলাদেশে ১ থেকে ৫ বছরের শিশুদের মধ্যে সকল মৃত্যুর শতকরা কত ভাগ পানিতে ডুবে মারা যায়?
উত্তরঃ ৪৩ ভাগ শতকরা পানিতে ডুবে মারা যায়।

২১.মাদক নিয়ন্ত্রণ আইন কত সালে পাশ করা হয়?
উত্তরঃ ১৯৯০ সালে পাশ করা হয়।

২২.মেডিকেশন কে কয়টি ভাগে বিভক্ত করা হয়েছে?
উত্তরঃ পাঁচটি ভাগে

২৩.বাংলাদেশে কয়টি ইউনানী ডিপ্লোমা কলেজ আছে?
উত্তরঃ১১ টি ইউনানী ডিপ্লোমা কলেজ আছে।

২৪.বাংলাদেশে কয়টি হোমিওপ্যাথিক ডিপ্লোমা কলেজ আছে?
উত্তরঃ ৩৮ টি ডিপ্লোমা হোমিওপ্যাথিক কলেজ আছে।

২৫.বাংলাদেশে কয়টি আয়ুর্বেদ ডিপ্লোমা কলেজ আছে?
উত্তরঃ সাতটি কলেজ আছে।

২৬.পেশি তন্ত্রের প্রধান কাজ কি?
উত্তরঃপেশি তন্ত্রের প্রধান কাজ হল, নড়াচড়া ও চলনে সহায়তা করা।

২৭.কোষের মোট কয়টি অংশ আছে?
উত্তরঃ তিনটি অংশ আছে।

২৮.কঙ্কালতন্ত্র কি নিয়ে গঠিত?
উত্তরঃ শরীরের হাড় সমূহ নিয়ে কঙ্কালতন্ত্র গঠিত।

২৯.কোষ আবরণী কি?
উত্তরঃ কোষ আবরণী বহিঃস্থ আবরণ।

৩০.দেহ গঠনের এবং কার্যকারিতার একক কে কি বলে?
উত্তরঃ দেহ গঠনের এবং কার্যকারিতার একককে কোষ বলা হয়।

৩১.ওভারি ও অন্যান্য অঙ্গ নিয়ে কাদের প্রজনন তন্ত্র গঠিত হয়?
উত্তরঃ মহিলাদের প্রজনন তন্ত্র গঠিত হয়।

৩২.টেস্টটিস ও অন্যান্য প্রয়োজন অন অঙ্গসমূহ নিয়ে কাদের প্রজনন তন্ত্র গঠিত হয়?
উত্তরঃ পুরুষদের

৩৩.অন্তঃক্ষরা গ্রন্থিগুলো কি কি?
উত্তরঃঅন্তঃক্ষরা গ্রন্থী সমূহ যেমন, থায়রয়েড গ্রন্থি,পিটুইইটারি গ্রন্থি,প্যারাথাইরয়েড গ্রন্থি, এড্রেনাল গ্রন্থি ইত্যাদি।

৩৪.শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে আমাদের শরীরে অক্সিজেন সরবরাহ কোন তন্ত্রের কাজ?
উত্তরঃ শ্বাসতন্ত্রের কাজ

৩৫.রেচন তন্ত্র কি কি অঙ্গ নিয়ে গঠিত?
উত্তরঃ কিডনি, মূত্রথলি, ও মূত্রনালী এগুলো নিয়ে রেচনতন্ত্র গঠিত।

৩৬.শ্বাসতন্ত্র কাদের সমন্বয়ে গঠিত/
উত্তরঃ নাক, শ্বাসনালী, ট্রাকিয়া, ফুসফুস, আলভিদের সমন্বয়ে গঠিত।

৩৭.মানবদেহে কয়টি তন্ত্র নিয়ে গঠিত?
উত্তরঃ নয়টি তন্ত্র নিয়ে গঠিত।

৩৮.কোষ হল দেহের গঠন ও কার্যক্রমের কি?
উত্তরঃ কোষ হলো দেহের গঠন ও কার্যক্রমের একক।

৩৯.রক্ত ও রক্ত সংবহন তন্ত্রের বিভিন্ন ধরনের রক্তনালী কয়টি?
উত্তরঃ তিনটি রক্তনালী।

৪০.কোন কর্মী দ্বারা ঔষধ ডিস্পেন্সিং করার যাবে না?
উত্তরঃ সংক্রামক রোগে আক্রান্ত যেমন, চুলকানি, যক্ষা, কুষ্ঠ, রোগী কর্মী দ্বারা ঔষধ ডিসপেন্সিং করা যাবে না।

৪১.মডেল ফার্মেসিতে কি কি যন্ত্রপাতি ও উপকরণ থাকতে হয়?
মডেল ফার্মেসিতে কিছু উপকরণ থাকা একান্তই উচিত যেমন, কাউন্টিং, ট্রে, ইস্পাসুলা, ওষুধ মাপার যন্ত্র, হামানদিস্তা, ও নোরা, শরীরের ওজন মাপার যন্ত্র ইত্যাদি।

ঔষধ কোম্পানিতে পরিক্ষার প্রশ্ন

ঔষুধ কোম্পানিতে চাকরি করতে হলে অবশ্যই পরিক্ষা বা ভাইবা দিয়ে উত্তির্ন হলে তার পরে আপনাকে নিয়োগ দিবে। ঔষুধ কোম্পানিতে ভাইবা বা পরিক্ষাতে কিধরনের প্রশ্ন করা হয় তা নিচে দেওয়া হলো-
  • আপনার বর্তমান চাকরীর কি পছন্দ বা অপছন্দ করেন?
  • আপনার কাজের কোন অংশটি আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন?
  • ওভারটাইম কাজ করার ক্ষেত্রে আপনার মনোভাব কি?
  • আপনার নেতৃত্বের গুণাবলি সম্পর্কে কিছু বলুন?
  • আপনার সবচেয়ে বড় অর্জন কি?
  • এই কলমটি আমার কাছে বিক্রি করুন আপনার সবচেয়ে বড় শক্তি এবং দুর্বলতা কী?
  • কিসের তাড়না আপনাকে রাতে জাগিয়ে রাখে?
  • আপনার আগের কোম্পানিতে আপনি কীভাবে উন্নতি করেছিলেন?
  • যদি আপনি রঙ হতেন, কোন রঙ হতেন?
  • আপনি কতদিন আমাদের কোম্পানির সাথে থাকতে চান?
  • আপনি কীভাবে মেজর প্রজেক্ট এর কাজগুলো করেন?
  • আপনি কীভাবে স্ট্রেস সামলান
  • আপনার চাকরির প্রথম ৯০ দিনে আপনি কী করবেন?
  • আপনার কি কোন প্রশ্ন আছে?
চাকরির ভাইবা দিতে গেলে আপনাকে এই ধরনের প্রশ্ন করবে। অবশ্যই আপনে ভেবে চিন্তা করে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কারন ভাইবাতে উর্ত্তীর্ন হলে আপনাকে সিলেক্ট করবে।

ঔষধ কোম্পানিতে চাকরির বেতন

ইতোমধ্যে আমরা ঔষধ কোম্পানিতে চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা কত হবে, কোন কোন বিষয়ে অবগত হতে হবে এবং ঔষধ কোম্পানির চাকরির ভবিষ্যৎ সম্পর্কে বিস্তারিত জেনেছি। তবে কথা হচ্ছে একজন মানুষ যদি ওষুধ কোম্পানিতে কর্মচারী হিসেবে নিযুক্ত হয় তাহলে সে মোটামুটি কত হাজার টাকা বেতন পাবেন?

এর উত্তরে বলা যায় ঔষধ কোম্পানির বেতন সর্বনিম্ন ১৬ হাজার থেকে শুরু করে ৩৫ হাজার পর্যন্ত। তবে আপনি যদি সিনিয়র কর্মচারী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে বেতনের পরিসীমাটা হয়তো আরেকটু বৃদ্ধি পেতে পারে। তবে শুরুর দিক থেকে একজন ঔষধ কোম্পানির ফার্মাসিস্ট মূলত ১৫ হাজার বেতন পায়।

বাংলাদেশের সেরা ঔষধ কোম্পানি গুলোর নাম কি কি?

বর্তমানে আমাদের দেশে সেরা ওষুধ কোম্পানিগুলো হিসেবে ১৫ টি অবস্থান করছে। সেগুলো হলো-

  1. স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড
  2. ওরিয়ন ফার্মাসিটিক্যাল লিমিটেড
  3. হেল্থকেয়ার ফার্মাসিউটিকাল লিমিটেড
  4. অ্যাপোলো ফার্মাসিটিক্যাল লিমিটেড
  5. জেনিথ ফার্মাসিটিক্যাল লিমিটেড
  6. পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড
  7. এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড
  8. জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেড
  9. এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড
  10. ল্যাবএইড ফার্মাসিউটিক্যাল লিমিটেড
  11. ওয়ান ফার্মাসিটিক্যাল লিমিটেড
  12. ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড
  13. আমুলেট ফার্মাসিটিক্যাল লিমিটেড
  14. জেনিথ ফার্মাসিটিক্যাল লিমিটেড
  15. জিসকা ফার্মাসিউটিক্যাল লিমিটেড

লেখকের মন্তব্য

স্মার্টফোন ইউজারদের জন্য আমাদের এন্ড্রয়েড এপে সবার আগে সরকারি ও বেসরকারি চাকরির খবর প্রকাশ করা হয় ও নোটিফিকেশন এলার্ট দেয়া হয়। এছাড়া আপনি আমাদের এপ থেকে চাকরির পত্রিকাসহ সকল বিজ্ঞপ্তি ইমেজ আকারে ডাউনলোড করতে পারবেন। এখুনি গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করুন। 
আমাদের পোষ্টটি পড়ে আপনাদের ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে সেয়ার করবেন প্লিজ কারন তারা ও পরে উপকৃত হবে। ভালো থাকবেন।

আরর্টিকেল নিয়ে কিছু ছোট প্রশ্ন ও উত্তর জেনে নিন

*কোন দেশে সবচেয়ে বেশী ঔষধ কোম্পানি আছে?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রতে।

সার্বধিক ঔষধ কোথায় উৎপাদিত হয়?
উত্তরঃ
ইন্ডিয়াতে ৪৮%
চায়নাতে ১৩%
আমেরিকানে ১০% ঔষধ উৎপাদিত হয়।

*খাবার খাওয়ার কতক্ষন পর ঔষধ খাওয়া উচিত?
উত্তরঃ খাবার খাওয়ার ১০ মিনিট পর ঔষধ খাওয়া উচিত।

*কোন ফার্মা কোম্পানির সুবিধা সবচেয়ে বেশি ?
উত্তরঃ জি এস কে ফার্মা কোম্পানির সুবিধায় সবচেয়ে বেশি

*ওষুধ কোম্পানির বেতন কত?
উত্তরঃ সাধারণ একজন কর্মচারীর বেতন ১০ হাজার, ডিপ্লোমা ফার্মাসিদের বেতন ১০ থেকে ৩০ হাজার এবং হাসপাতাল গুলিতে কাজ করে থাকে এরকম কর্মীদের বেতন ৩০ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা হয়ে থাকে।

*ঔষধ কোম্পানিতে কি হয়?
উত্তরঃ ঔষধ কোম্পানিগুলোতে নিয়মিত অধ্যায়ন করা হয়, গবেষণা করে এবং রেগুলারই জন্য নতুন নতুন ঔষধ আবিষ্কার করা হয়।

*নতুন ঔষধ কোথা থেকে আসে?
উত্তরঃ গাছপালা আজও গুরুত্বপূর্ণ। তবে বেশিরভাগ ঔষধ এখন ফার্মাসিউটিকালের বিজ্ঞানীদের দ্বারা একটি পরীক্ষা করে তৈরি করা হয়।

*বছরে কতগুলো ওষুধ অনুমোদন করে?
উত্তরঃ বছরে প্রায় 43 টি বেশি নতুন ওষুধ অনুমোদন করে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

msta2z.comব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url