মোবাইল ফোন গরম হয়ে যাচ্ছে জানুন কারণ ও প্রতিকার - ২০২৪ | Msta2z

মোবাইল ফোন গরম হয়ে যাচ্ছে জানুন কারণ ও প্রতিকার - ২০২৪

আসসালামু আলাইকুম বন্ধুরা। নিশ্চয় আল্লাহর রহমতে ভালোই আছেন সকলেই। আজ আমরা আপনাদের জন্য কিছু উপকারি কথা লিখলাম এই পোষ্টে। মোবাইল ফোন গরম হয়ে যাচ্ছে জানুন কারণ ও প্রতিকার সম্পর্কে। তো চলুন বন্ধুরা জানা যাক মোবাইল ফোন গরম হওয়ার কারন ও প্রতিকারগুলো। পড়তে থাকুন।
মোবাইল ফোন গরম হয়ে যাওয়ার কারন ও প্রতিকার

যারা মোবাইলফোন ব্যাবহার করে তাদের প্রত্যেককে মোবাইল নিয়ে কোন না কোন সমস্যায় পড়তে হয়। মোবাইলে চার্জ দেয়ার সময় বা গেম খেলার সময় মোবাইল গরম হয়ে যায়। মোবইল গরম কিসের জন্য হয় বা এর প্রতিকার অনেকেই হয়তো জানে না।

ভৃামিকা

মোবাইল ফোন বর্তমান বিশ্বে সকলের কাছেই একটি প্রয়োজনীয় ডিভাইস। মোবইল ফোন ইউজারদের মোবাইল ব্যাবহার করতে করতে যখন মোবাইল গরম হয় তখন তাদের মাথা নষ্ট হয়ে যায়। তাদের জন্য এই আরটিকেল টি। তো বন্ধুরা আর দেরী করি না। মুল কথায় যাওয়া যাক। আরর্টিকেল টি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ থাকলো।

মোবাইল হঠাৎ বন্ধ হয়ে যায়

আপনার মোবাইল হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল সেটা বোঝার জন্য কিছু গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে। মোবাইল বন্ধ হওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ তুলে ধরলাম।
  • মোবাইল যদি অধিক পরিমাণে গরম হয়।
  • মোবাইলের ব্যাটারি দুর্বল হলে।
  • মোবাইলে অতিরিক্ত ভাইরাস থাকলে।
  • ইন্টারনেট গেম খেললে বা ভিডিও দেখলে।
  • কোন কারনে পাওয়ার বাটন আটকে থাকলে।
  • মাদারবোর্ডের সমস্যা হলে।
  • মেমোরিতে ও পর্যাপ্ত পরিমাণে অডিও-ভিডিও থাকলে।
  • মোবাইলে নেটওয়ার্কের সমস্যা হলে।
  • মোবাইলে সফটওয়্যার এর সমস্যা হলে।
  • মোবাইলে অধিক তাপমাত্রা বেরে গেলে।
  • এবং ব্যাটারি খারাপ হয়ে গেলে বা মোবাইলের সমস্যা থাকলে মোবাইল চালাতে চালাতে হঠাৎ করে বন্ধ হয়ে যায়।

স্মার্টফোন গরম হয়ে গেলে কি করবেন

স্মার্টফোন গরম হওয়ার প্রথম কারণ হলো প্রসেসের গরম হওয়া। আপনারা হয়তো জানেন না স্মার্টফোনের মূল হার্ট হলো প্রসেসর। প্রসেসর এমন একটি ডিভাইস যা সব সময় মোবাইলে কাজ করে। এই প্রসেসর স্মার্টফোনের বডির সাথে লাগানো থাকে ফলে তাপ অনুভব হয়।
  • স্মার্টফোন মানেই প্রচুর পরিমাণে ইন্টারনেটের ব্যবহার। ইন্টারনেট খারাপ হলে ফোন সহজেই গরম হয়ে যায়।
  • স্মার্ট ফোন চার্জ দেয়ার সময় ব্যবহার করলে বেশি গরম হয়ে যায়।
  • স্মার্টফোনের অতিরিক্ত কভার বা কেস ব্যবহার করবেন না। এতে ফোন গরম হয়ে গেলে ফোন থেকে গরম বাইরে বের হয় না। ফোন যদি অতিরিক্ত গরম হয় তবে এই ধরনের কেস যা কভার খুলে ফেলুন। সবসময় খেয়াল রাখবেন ফোনে যেন চার্জ থাকে। একসাথে ওয়াইফাই ব্যবহার করা থেকে বিরত থাকুন। পাশাপাশি সব সময় ডাটা চালু রাখা উচিত নয়।
  • খারাপ ব্যাটারির কারনেও ফোন গরম হয় এই জন্য খারাপ ব্যাটারি বদলে ফেলতে হবে।

মোবাইল ফোন গরম হয়ে যাচ্ছে জানুন, কারণ ও প্রতিকার

মোবাইল ফোন গরম হওয়ায় এটা একটি স্বাভাবিক ব্যাপার ।মোবাইল ফোন গরম হতেই পারে ।কারণ এটা ইলেকট্রিক দিয়ে চার্জ দেওয়া হয়। তবে স্বাভাবিক মাত্রার চেয়ে অতিরিক্ত গরম হয়ে গেলে তবে আপনার ফোনের জন্য এটা খুবই ক্ষতিকর কারণ। আপনার ফোনের ব্যাটারির সমস্যা হতে পারে। ব্যাটারির লাইভ টাইম কমে যেতে পারে। আবার প্রসেসারের সমস্যা হতে পারে। এসব কারনের জন্য মোবাইল গরম হয়।

মোবাইল গরম হওয়ার কারন

বন্ধুরা মোবাইল গরম হওয়ার অনেকগুলো কারণ আছে। ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণে চার্জ না থাকায় বা মোবাইলে প্রসেসর দুর্বল হয় বা পুরাতন মোবাইল ব্যবহারে কারণে মোবাইল গরম হতে পারে। বা বিভিন্ন নেটে ভিডিও বা অডিও চালানোর জন্য মোবাইল গরম হতে পারে। মোবাইল গরম হওয়ার কারণগুলো নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

প্রসেসর দুর্বল হওয়ার জন্য
মোবাইল গরম হওয়ার প্রথম কারণ হলো মোবাইলের প্রসেসর যদি দুর্বল হয় তাহলে মোবাইল গরম হয়ে যায়। সাধারণত অল্প দামের মোবাইল ফোনে কম দামি প্রসেসর লাগানো থাকে। এই প্রসেসর গুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। বর্তমানে বিশ্বে যত মোবাইল তৈরি হয় প্রায় প্রত্যেকটি মোবাইলে প্রসেসর ব্যবহার করা হয়। তাই প্রসেসর হল মোবাইলের হার্ট।

ব্যাটারীতে চার্জ না থাকা
প্রত্যেকটা মোবাইলের একটা ধারণ ক্ষমতা থাকে। মোবাইল ফোন গরম হওয়ার গুরুত্বপূর্ণ এবং অন্যতম কারণ হলো ব্যাটারীতে চার্জ না থাকা। আপনি যদি দীর্ঘদিন যাবত মোবাইল ব্যবহার করেন, তাহলে একটা জিনিস বা বিষয়ে আপনি অবশ্যই লক্ষ্য করে থাকবেন যে মোবাইলে যখন চার্জ পরিপূর্ণ থাকে তখন এর পারফরম্যান্স তুলনামূলকভাবে ভালো হয়ে থাকে ।

পক্ষান্তরে যখন এর ব্যাটারি চার্জ কমতে থাকে প্রায় শেষ হয়ে যায় তখন থেকে মোবাইলের পারফরমেন্সের মোবাইল ফোন গরম হওয়ার প্রধান এবং প্রথম কারণে হচ্ছে ব্যাটারীতে পর্যাপ্ত পরিমাণে চার্জ না থাকা।

অনেক সময় ধরে মোবাইল ব্যবহার করা
অনেকে আছে মোবাইলে দীর্ঘ সময় ধরে গেম খেলে, ভিডিও দেখে, বা কথা বলে, এসবের কারণেও মোবাইল গরম হয়ে যায়। অনেক দামী দামী মোবাইল গরম হয়ে যায় যার অন্যতম প্রধান কারণ হলো অনেক সময় ধরে মোবাইল ব্যবহার করা। অনেক সময় ধরে মোবাইল ব্যবহার করলে এতে মোবাইলের প্রসেসরের উপরে বাড়তি চাপ পড়ে যায়। যার ফলে মোবাইল গরম হয় এবং ঠান্ডা হতে সময় লাগে।

মোবাইল পুরাতন হয়ে গেলে
মোবাইল পুরাতন হয়ে গেলে বা একটা মোবাইল দীর্ঘদিন ব্যবহার করার ফলে মোবাইলের ব্যাটারি ডাউন হয়ে যায়। যার ফলে মোবাইলে চার্জ দিলে বা ব্যবহার করলে মোবাইল অতিরিক্ত গরম হয়ে যায়। আর পুরাতন মোবাইল গরম হওয়াটাই স্বাভাবিক। এক পর্যায়ে মোবাইল ফোনটি নষ্ট হয়ে যায়। এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার কোন প্রকার উপায় নাই।
এছারাও আরো অনেক কারন আছে মোবাইল গরম হওয়ার যেমন,
  • মোবাইলে অরিজিনাল চার্জার ব্যবহার না করলে
  • ডাটা অন করে মোবাইল চার্জে দিলে
  • মোবাইল চার্জে থাকা অবস্থায় ব্যবহার করলে
  • মোবাইল বালিশের নিচে বা বিছানার উপরে চার্জে দিলে
  • মোবাইলে অতিরিক্ত অ্যাপ্লিকেশন বা ডকুমেন্ট রাখলে
  • বিদ্যুতের ভোল্টেজ উঠানামা করলে মোবাইল গরম হয়
  • চার্জারের সমস্যা থাকলে
  • এবং ১০০% চার্জ হয়ে গেলে মোবাইল চার্জ থেকে না খললে মোবাইল গরম হয়ে যায়
মোবাইল ফোন গরম হওয়া থেকে বাচানোর উপায়
মোবাইল গরম হওয়া থেকে বাচানো

উপরের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে মোবাইল চার্জে দিলে কি কি কারনে মোবাইল গরম হয়। আসল কারণ কি বুঝতে পেরেছি। মোবাইলের ব্যাকগ্রাউন্ড অতিরিক্ত চালু থাকা, ডাটা চালু থাকা অবস্থায় ফোন প্যান্টের পকেটে, ব্যাগের মধ্যে রাখা অবস্থায় মোবাইল গরম হয়ে যায়।
  • অনেকেই ফোনের মোটা কভার কেস ব্যবহার করে থাকেন। যার ফলে মোবাইল গরম হয়ে যায়। আশা করি আপনারা ফোনের মোটা কভার কেস ব্যবহার করবেন না। এতে আপনার ফোন ভালো থাকবে ফোন অতিরিক্ত গরম হলে আপনার ফোনের কভার পরিবর্তন করতে পারেন।
  • মোবাইল সারারাত চার্জে দিয়ে রাখবেন না। মোবাইল চার্জে দিয়ে নির্দিষ্ট সময়ে চার্জ থেকে মোবাইল খুলে ফেলুন।
  • মোবাইল চার্জ দিয়ে মোবাইলে গেম ভিডিও বা অন্যান্য কিছু চালু করবেন না ।এতে মোবাইলের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এবং মোবাইল গরম হয়ে যায়।
  • ফোন যখন চার্জে দিবেন তখন কোন টেবিলের উপরে বা কোন ভালো জায়গায় চার্জে দিবেন। সোফার উপরে অথবা বেডের উপরে ফোন চার্জে দিবেন না।
  • ফোনে নির্দিষ্ট পরিমাণ চার্জ থাকা অবস্থায় ফোন চার্জে দিবেন ফোনের চার্জ একেবারে ২০% থেকে ১০% হয়ে গেলে তখন ফোন চার্জে দিলে ফোন গরম হয়ে যায়।
  • যখন দেখবেন বিদ্যুতের ভোল্টেজ ওঠানামা করছে তখন মোবাইল চার্জে দিবেন না।
  • নষ্ট চার্জার বা সস্তা চার্জার দিয়ে ফোন চার্জে দিবেন না। অরিজিনাল চার্জার দিয়ে ফোন চার্জে দেয়ার চেষ্টা করবেন।
  • মোবাইলে অতিরিক্ত ডকুমেন্টস বা অ্যাপ্লিকেশন রাখবেন না। মোবাইলে ভাইরাস থাকলেও ফোন গরম হয়ে যায়।

মোবাইল ঠান্ডা করার সফটওয়্যার

আমাদের আর্টিকেলে আপনাদের জন্য এমন কিছু জনপ্রিয় মোবাইল ঠান্ডা রাখার সফটওয়্যার সম্পর্কে জানাবো যা ব্যবহার করে আপনার মোবাইল অতিরিক্ত গরমের হাত থেকে সুরক্ষিত থাকতে পারবে। আমাদের দেখানো প্রতিটি এন্ড্রয়েড মোবাইল ঠান্ডা রাখার সফটওয়্যার গুলো একদম বিনামূল্যে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা আর দেরি নয় চলুন জেনে নেয়া যাক মোবাইল ঠান্ডা রাখার সফটওয়্যার গুলো কি কি।

DU battery server - মোবাইল ঠান্ডা করার সফটওয়্যার
আপনারা যারা নিজের এন্ড্রয়েড মোবাইলের ব্যাটারি ভালো রাখতে চান তাহলে এই সফটওয়্যার আপনার জন্য অনেক ভালো হবে। বর্তমান সময় অনেক জনপ্রিয় এই সফটওয়্যার। এই সফটওয়্যার আপনি গুগল থেকে ইন্সটল করতে পারেন।

Cooling master -মোবাইল ঠান্ডা করার সফটওয়্যার
মোবাইল ঠান্ডা রাখার জন্য Cooling master খুব কার্যকরী একটি সফটওয়্যার। এই সফটওয়্যার ফাইভ স্টার রিভিউ রয়েছে আপনি ইন্সটল করে আপনার এন্ড্রয়েড ফোনটি কয়েক সেকেন্ডের মধ্যে ঠান্ডা করে ফেলতে পারবেন। মোবাইল অতিরিক্ত মাত্রায় গরম হয়ে গেলে অ্যাপটি ব্যবহার করে একটা ক্লিকে আপনার মোবাইল ফোন কে শীতল করতে পারবেন।

Cooler master -মোবাইল ঠান্ডা করার সফটওয়্যার
Cooler master app টি আপনি ফ্রিতে softonic থেকে ডাউনলোড করতে পারছেন যার সাহায্যে আপনার ফোনে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি স্বয়ংক্রিয়ভাবে এই সফটওয়্যার দিয়ে মোবইল ঠান্ডা করতে পারবেন।

CPU master -মোবাইল ঠান্ডা রাখার সফটওয়্যার
মোবাইল ঠান্ডা রাখার জন্য CPU master সফটওয়্যার ব্যবহার করতে পারেন। মোবাইলের অতিরিক্ত ক্যাচি ফাইল গুলো খুঁজে সহজেই সেগুলো রিমুভ করে দিতে পারে। মোবাইল ঠান্ডা রাখার জন্য মাত্র ১৫ মেগাবাইটের সফটওয়্যার ব্যবহার করতে পারেন। CPU master মোবাইল ঠাণ্ডা রাখার সফটওয়্যার এর বৈশিষ্ট্য সমূহ নিচে দেওয়া হল।
  • ব্যাটারি সংক্রান্ত তথ্য দেখাতে পারবে
  • সিপিইউ ইনফরমেশন পাওয়া যাবে
  • সার্জের হিস্টরি দেখা যাবে
  • মোবাইলের যাবতীয় সকল তথ্য দেখতে পাবেন
  • একটি ব্যবহার করে ব্যাটারি অপটিমাইজ করতে পারবেন
  • গেম স্পিড বুস্ট করার জন্য গেম বক্স রয়েছে
Super cleaner - মোবাইল ঠান্ডা রাখার সফটওয়্যার

মোবাইল ঠান্ডা রাখার জন্য মাত্র ৪ মেগাবাইটের এই সফটওয়্যারটি অনেক বেশি কার্যকর। নিয়মিত মোবাইল ব্যবহার করলে মোবাইলের মধ্যে কিছু টেম্পোরারি ফাইল তৈরি হয়ে যায়। যার ফলে দীর্ঘদিনে থাকার জন্য ফোন অনেক বেশি স্লো হয়ে যায়। Super cleaner সফটওয়্যারটি এসব ফাইলগুলো সহজে রিমুভ করতে পারে। এই সফটওয়্যারটির কিছু বৈশিষ্ট্য আছে নিচে দেওয়া হল।
  • মোবাইলের ক্যাচ ফাইল গুলো রিমুভ করে
  • একটি মোবাইলে থাকা টেম্পোরারি ফাইল দূর করে দেয়
  • মোবাইলের ram bousting করতে পারে
  • ফোনের প্রসেসর পরিষ্কার করে যার ফলে মোবাইল গরম হবে না

মোবাইল ফ্রিজে রাখলে কি হয়

যদি আপনার ফোন ইতিমধ্যেই গরম থাকে, তাহলে এটি অ্যাপগুলি বন্ধ করে ছায়ায় রাখতে সাহায্য করতে পারে। কিন্তু ডিভাইসটিকে রেফ্রিজারেটর বা ফ্রিজারে রাখার কথাও বিবেচনা করবেন না। প্রচণ্ড ঠাণ্ডা আপনার ফোনের ক্ষতি করতে পারে এবং হঠাৎ করে তাপমাত্রা কমে গেলে ডিভাইসের ভিতরে ঘনীভূত হতে পারে।


বন্ধুরা আমরা এই পোষ্টে মোবাইল সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আমাদের এই পোষ্টটি পড়ে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই পরিচিতদের মধ্যে সেয়ার করবেন। আর কোন ধরনের মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা তার উত্তর দিতে চেষ্টা করব। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

msta2z.comব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url