অনার্সে কমার্সের সাবজেক্ট গুলো কি কি? বিস্তারিত জানুন | Msta2z

অনার্সে কমার্সের সাবজেক্ট গুলো কি কি? বিস্তারিত জানুন

বাংলাদেশের ছাত্রছাত্রীরা অষ্টম শ্রেণী পাস করার পরে নবম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার শুরুতে তারা নির্দিষ্ট তিনটি বিভাগের মধ্যে একটি বিভাগ নির্বাচন করে থাকেন। এই তিনটি বিভাগের মধ্যে কমার্স বিভাগ অন্যতম বলা যায়। এইজন্য সেই সব ছাত্র- ছাত্রীদের জন্য কমার্সে কি কি বই আছে তা জানা প্রয়োজন।এসএসসি, এইচএসসি, এবং অনার্সে কমার্সের সাবজেক্ট গুলো কি কি তা নিচে দেওয়া হলো।

কমার্স সাবজেক্ট গুলো

যে সকল ছাত্র- ছাত্রীরা বিভাগ নির্বচন করতে পারছেন না এবং কি কি সাবজেক্ট আছে তা বুঝতে পারছেন না তাদের জন্য আমাদের এই আরর্টিকেলটি।

ভৃমিকা

আজকে আমরা এই পোষ্টে জানব এসএসসি, এইচএসসি, এবং অনার্সে কমার্সের সাবজেক্ট গুলো কি কি। লেখাপড়ার জন্য যে তিনটি বিভাগ রয়েছে তার মধ্যে কমার্স একটি অন্যতম বিভাগ।বন্ধুরা কমার্সের বিষয়ে সবকিছু জানতে আগ্রহী হলে অবশ্যই পোষ্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ থাকলো। চলুন শুরু করা যাক-

কমার্স বিভাগ নিয়ে সংক্ষিপ্ত ধারনা

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সাধারণত তিনটি বিভাগে ভাগ করা হয়েছে। নিচে তিনটি বিভাগের নাম দেয়া হলো।
  • বিজ্ঞান বিভাগ (সায়েন্স)।
  • ব্যবসায়ী শিক্ষা বিভাগ (কমার্স)।
  • মানবিক বিভাগ (আর্টস)।
আমাদের এই আর্টিকেলটি লেখা হয়েছে মূলত এসএসসি, এইচএসসি এবং অনার্সে কমার্সের কি কি বিষয় আছে শেষ সম্পর্কে।

কমার্স
কমার্স শব্দের অর্থ বলা হয় বাণিজ্য বা পণ্য বিনিময় করা ইত্যাদি ।তাই খুব সহজে আমরা অনুমান করতে পারি কমার্সে বাণিজ্যিক অর্থ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত পড়াশোনা করা হয়। কমার্সে মার্কেটের অবস্থা, পণ্যের অবস্থা, ব্যবসা-বাণিজ্য আমদানি রপ্তানি বিভিন্ন উচ্চতর শিক্ষা প্রদান করা হয়। তাই কমার্সের প্রতিটি বিষয় বাণিজ্য সম্পর্কিত।

এসএসসি কমার্সের সাবজেক্ট গুলো কি কি?

প্রিয় বন্ধুরা আজকে এই আর্টিকেলে জানব যে, এসএসসিতে কমার্সের সাবজেক্ট গুলো কি কি। এবং সেই বিষয়গুলো সম্পর্কে এসএসসিতে কমার্সের সাবজেক্ট মোট তিনটি রয়েছে। এসএসসির কমার্সের সাবজেক্টগুলো হল-
  1. ফিন্যান্স ও ব্যাংকিং
  2. হিসাববিজ্ঞান
  3. ব্যবসায়ী উদ্যোগ
তো বন্ধুরা এসএসসিতে কমার্সের এই তিনটি সাবজেক্ট আছে। বাংলা, ইংরেজী, ও তথ্যপ্রযুক্তি সাবজেক্ট গুলো দেওয়া হয়নি কারন এই সাবজেক্ট গুলো প্রত্যেক বিভাগেই থাকে।

এইচএসসি তে কমার্সের সাবজেক্ট গুলো কি কি?

এইচ এস সি মানে ইন্টারমিডিয়েট সাধারণত দুই বছর হয়। একাদশ শ্রেণি মানে প্রথম বর্ষ বলে অন্যদিকে দ্বাদশ শ্রেণী মানে দ্বিতীয় বর্ষ বলা হয়ে থাকে।

প্রথম বর্ষের কমার্সের সাবজেক্ট গুলো
  1. হিসাব বিজ্ঞান - প্রথম পত্র
  2. ব্যবসায়ের সংগঠন ও ব্যবস্থাপনা - প্রথম পত্র
  3. ব্যাঙ্কিং ফিনান্স ও বিমা - প্রথম পত্র
  4. উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন - প্রথম পত্র

দ্বিতীয় বর্ষের কমার্সের সাবজেক্ট গুলো
  1. হিসাববিজ্ঞান - দ্বিতীয় পত্র
  2. ব্যবসায়ের সংগঠন ও ব্যবস্থাপনা - দ্বিতীয় পত্র
  3. ফিন্যান্স ও ব্যাংকিং - দ্বিতীয় পত্র
  4. উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন - দ্বিতীয় পত্র
উপরের যেই সাবজেক্ট গুলো আছে সেগুলো এইচএসসির কমার্সের। বাংলা, ইংরেজী, ও তথ্যপ্রযুক্তি সাবজেক্ট গুলো দেওয়া হয়নি কারন এই সাবজেক্ট গুলো প্রত্যেক বিভাগেই থাকে।

অনার্সে কমার্সের সাবজেক্ট গুলো কি কি?

বাংলাদেশের সকল প্রাইভেট ও পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিচের উল্লেখিত যেকোনো বিষয়ে আপনি অনার্স কমপ্লিট করতে পারবেন অনার্সে কমার্সের সাবজেক্ট গুলো নিছে দেওয়া হল

অনার্সে কমার্সের সাবজেক্ট গুলো হলো
  1. হিসাববিজ্ঞান
  2. মার্কেটিং
  3. ফিন্যান্স
  4. ম্যানেজমেন্ট
  5. ব্যবসায় প্রশাসন
  6. ব্যাংকিং ও বীমা
  7. হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট
  8. অর্গানাইজেশন স্ট্রাটেজি এন্ড লিডারশিপ
  9. ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
  10. ইন্টারন্যাশনাল বিজনেস
  11. ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম
বন্ধুরা আরো একটা কথা হলো যে, কমার্সের ছাত্র এবং ছাত্রীরা অনার্সে সাইন্সের সাবজেক্ট ছাড়া যে কোন সাবজেক্ট নিয়ে অনার্স করতে পারবে। একজন কমার্সের ছাত্র-ছাত্রী অনার্সে কমার্সের সাবজেক্ট নিয়ে অনার্স করতে পারবে এবং আর্টস এর সাবজেক্ট নিয়ে অনার্স করতে পারবে। কিন্তু সাইন্সের ছাত্র-ছাত্রী সাবজেক্ট নিয়ে অনার্স করতে পারবে না। কমার্সের কয়েকটা সাবজেক্ট আছে, ম্যানেজমেন্ট, হিসাববিজ্ঞান, এবং মার্কেটিং এসব বিষয় নিয়ে আপনি অনার্স করতে পারবেন।

কমার্সের সেরা সাবজেক্ট গুলো

কমার্সের সেরা সাবজেক্ট গুলো হলো-
  • অ্যাকাউন্টিং
  • ম্যানেজমেন্ট
  • মার্কেটিং
  • ফিন্যান্স

কমার্স নিয়ে পড়লে কি হওয়া যায়

কমার্স নিয়ে লেখাপড়া করলে আপনি বিভিন্ন ধরনের সেক্টরে চাকরি করতে পারবেন। কমার্স নিয়ে পড়ে আপনি কোন কোন সেক্টরে চাকরি করতে পারবেন তা নিচে দেওয়া হল-

ব্যাংকে চাকরি
কমার্স নিয়ে যদি আপনি পড়েন তাহলে যেকোনো সরকারি এবং বেসরকারি ব্যাংকে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। এখন ব্যাংকে অন্য ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রী নিয়োগ দেয়া হয়। কিন্তু তাদের মধ্যে অনেকেই ব্যাংকের কাজ সম্পর্কে বুঝতে পারে না। কমার্সের ছাত্র-ছাত্রীরা ভালো বুঝতে পারে।

বিভিন্ন মার্কেটিং প্রতিষ্ঠান
যেকোনো ধরনের মার্কেটিং প্রতিষ্ঠানে আপনার চাকরি হতে পারে। যদি আপনি কমার্স নিয়ে পড়েন। বাংলাদেশে এমন এমন মার্কেটিং প্রতিষ্ঠান আছে যেখানে কমার্সের ছাত্র-ছাত্রীদের প্রয়োজন হয়।

বীমা কোম্পানি
আমাদের দেশে প্রতিদিনই প্রতিনিয়ত বীমা কোম্পানি যেগুলো আছে সেগুলো সংখ্যা বেড়েই চলছে। আর এই সমস্ত বীমা কোম্পানিগুলোতে কমার্সের ছাত্র-ছাত্রীদের নিয়োগ দেয়া হচ্ছে। এবং তাদের কে বেশি অগ্রধিকার দেওয়া হচ্ছে।

বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান চাকরি
বর্তমান বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানে বড় বড় পদে নিয়োগ দেওয়া হচ্ছে। তারা বেশিরভাগ কমার্সের ছাত্র-ছাত্রী নিয়ে থাকে। একটা শিল্প প্রতিষ্ঠানকে কিভাবে চালাতে হবে এবং কিভাবে শ্রমিকদের মজুরি দিতে হবে তা কমার্সের ছাত্রছাত্রীরা ভালো জানে। এই জন্য শিল্প প্রতিষ্ঠানগুলোতে কমার্সের পড়া ছাত্রছাত্রীদেরকে নিয়োগ দেওয়া হয়ে থাকে।

ব্যবসা-বাণিজ্য
আপনি যদি কমার্সে লেখাপড়া করে অন্য কোন প্রতিষ্ঠানে চাকরি করতে না পারেন বা না ইচ্ছা না থাকে তাহলে আপনি নিজস্বভাবে ব্যবসা-বাণিজ্য করতে পারেন। কারণ ব্যবসা-বাণিজ্য সঠিকভাবে করা শুধুমাত্র একটা কমার্সে পড়া ছাত্রছাত্রীরা জেনে থাকে।

প্রিয় বন্ধুরা আপনারা জানতে চেয়েছেন যে কমার্স বা ব্যবসায়িক শিক্ষা নিয়ে পড়লে কি চাকরি পাওয়া যায় বা কি কি হওয়া যায় নিচে সেগুলো বিস্তারিত দেওয়া হল। 
  • বিসিএস ক্যাডার হওয়া যায়
  • ব্যাংকে চাকরি করা যায়
  • মন্ত্রণালয়ে চাকরি করা যায়
  • হিসাব রক্ষক হওয়া যায়
  • বিভিন্ন কোম্পানির চাকরি করা যায় এবং
  • শিক্ষক ও হওয়া যায়
  • প্রোডাক্ট ম্যানেজার
  • সেলস ম্যানেজার
  • ফিনান্সিয়াল প্লানার
  • ভেঞ্চার ক্যাপিটালিস্ট
  • এগ্রিকালচার
  • ইকোনমিক্স

লেখকের মতামত

বন্ধুরা ব্যাবসায় শিক্ষা, মানবিক বিভাগ হোক বা বিজ্ঞান বিভাগ হোকসব বিভাগ থেকে আপনি লেখাপড়া করলে ভালো ভালো চাকরি পাবেন। কারন চাকরির ক্ষেত্রে চাকরি দাতা চাকরি গ্রহিতার লেখাপড়া র বিভাগ নিয়ে কোন চিন্তা ভাবনা মনে হয় করে না। ভালো থাকবেন। ধন্যবাদ।

কমার্স বিভাগ নিয়ে কিছু ছোট প্রশ্ন উত্তর জেনে নিন

* কমার্সে কোন সাবজেক্ট ভালো?
উত্তরঃ কমার্সের ভালো সাবজেক্ট গুলো হলো - অর্থনীতি, ব্যবসায় অধ্যয়ন, অ্যাকাউন্টিং, ফিনান্স এবং কম্পিউটার বিজ্ঞান ।

*কমার্সের সর্বোচ্চ কোর্স কোনটি?
উত্তরঃ কমার্সের সর্বোচ্চ কোর্স টি হলো-চার্টার্ড অ্যাকাউন্টেন্সি (CA)।

*কমার্স থেকে কি বিসিএস দেওয়া যায়?
উত্তরঃ হ্যা আপনি কমার্স থেকে বিসিএস দিতে পারবেন। আপনি কমার্স নিয়ে পরে ভবিষ্যতে মেকানিক্যাল ইন্জিনিয়ারি হতে পারবেন। কিন্তু কঠিন অধ্যাবসায় করতে হবে আপনাকে।

*কমার্স এর কি কি বিষয়?
উত্তরঃ কমার্সের বিষয় গুলো হলো নিচে দেওয়া হলো-
  • হিসাববিজ্ঞান, ফিন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট , অর্থনীতি, পরিসংখ্যান।
  • হিসাববিজ্ঞান , ম্যানেজমেন্ট পড়তেই হয়।
  • কিছু কলেজ এ ফিন্যান্স, মার্কেটিং, পরিসংখ্যান, অর্থনীতি ৪র্থ বিষয় থাকে। ...
  • ৪র্থ বিষয় হিসেবে অর্থনীতি ও পরিসংখ্যান এর মাঝে একটা নেয়ার সুযোগ আছে।

*ব্যাবসা বলতে কি বুঝায়?
উত্তরঃ ব্যক্তির মুনাফা পাওয়ার আশায় পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি এবং মানুষের বস্তুগত ও অবস্তুগত অভাব পূরণের লক্ষ্যে সেগুলো বণ্টন এবং এর সহায়ক সবরকম বৈধ, ঝুঁকিবহুল ও ধারাবাহিক কার্যকে ব্যবসা বলে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

msta2z.comব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url