কোন বিভাগে পড়লে কি হওয়া যায় বিস্তারিত জানুন | Msta2z

কোন বিভাগে পড়লে কি হওয়া যায় বিস্তারিত জানুন

ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক পর্যায়ের লেখাপড়া শেষ করার পরে চিন্তিত হয়ে থাকেন এই ভেবে যে ভবিষ্যতে কোন বিভাগে পড়লে কি হওয়া যায়। ( সাইন্স, আর্টস, কমার্স) এই তিনটি বিভাগ নিয়ে ছাত্র- ছাত্রীরা বেশ ভাবনায় পরে যায়।আমাদের এই আজকের আরর্টিকেল ছাত্র- ছাত্রীদের ভাাবনা দুর করার আরর্টিকেল। পড়তে থাকুন বন্ধুরা শুরু থেকে ‍শেষ পর্যন্ত।
কোন বিভাগে পড়লে কি হওয়া যায়

আমাদের বাংলাদেশের চাকরির বাজার খুব একটা ভালো পর্যয়ে নেই। এই জন্য ছাত্র-ছাত্রীদের লেখাপড়া নিয়ে এত হয়রানি হতে হয়। কারন লেখাপড়ার একটাই মুল উদ্দেশ্য ভালো একটা চাকরি করার।

ভৃমিক

যে ছাত্র- ছাত্রীরা বিজ্ঞান ও ব্যাবসায় শিক্ষা বিভাগে লেখাপড়া করে তাদের জন্য লক্ষটা মোটামুটি ভালো জানা থাকে। আর যে মানবিক বিভাগে লেখাপড়া করে তাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। তো বন্ধুরা কোন বিভাগে লেখাপড়া করে কি হওয়া যায তা নিয়ে আজকে আমরা এই আরর্টিকেলে আলোচনা করব । শুরু থেকে শেষ পর্যন্ত পরার অনুরোধ থাকলো।

প্রত্যেক বিভাগের সাথে পরিচিত লাভ

বন্ধুরা আমাদের বাংলাদেশে সাধারণত লেখাপড়ার জন্য তিনটি বিভাগ রয়েছে। যেমন, (সাইন্স আর্টস কমার্স)। এই তিনটি বিভাগ নিয়ে আমাদের কিছু আলোচনা আছে বিশেষ করে এই তিনটি বিভাগের সাথে পরিচিত লাভ করার প্রয়োজন আছে। পড়াশোনার বিভাগ সমূহকে তিনটি প্রধান বিভাগে বিভক্ত করা হয়েছে। নিচে এই বিভাগ গুলোর নাম দেওয়া হল-

মানবিক বিভাগ- আর্টস
বাংলায় বলা হয় মানবিক বিভাগ । এবং ইংরেজীতে আর্টস বলা হয়।

ব্যাবসায় শিক্ষা- কমার্স
বাংলায় বলা হয় ব্যাবসায় শিক্ষা বিভাগ। এবং ইংরেজীতে বলা হয় কমার্স।

বিজ্ঞান বিভাগ- সাইন্স
বাংলায় বলা হয় বিজ্ঞান বিভাগ। এবং ইংরেজীতে বলা হয় সাইন্স।

এই তিনটি বিভাগের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হলো

মানবিক বিভাগঃ এটা আর্টস বিভাগ। এই বিভাগের সমাজ সরকার ব্যবস্থা ইত্যাদি নিয়ে পড়াশোনা করা হয়।
ব্যবসায়ী শিক্ষাঃ এই কমার্স বিভাগে বিশ্ব বাণিজ্য ব্যবস্থা নিয়ে পড়াশোনা করা হয়।

বিজ্ঞান বিভাগঃ এই বিজ্ঞান বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে লেখাপড়া করা হয়।

মানবিক বিভাগের বিষয়গুলো

নিচে মানবিক বিভাগের বিষয় গুলো যেমন, এস এসসি, এইচএসসি এবং অনার্সের বিষয় গুলোর নাম দেওয়া হলো।

এসএসসির বিষয়গুলো
  • পৌরনীতি ও নাগরিকতা
  • ভূগোল ও পরিবেশ
  • বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা
  • অর্থনীতি
এইচএসসির বিষয়গুলো
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র - ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র
  • পরিসংখ্যান প্রথম পত্র - পরিসংখ্যান দ্বিতীয় পত্র
  • সমাজকর্ম প্রথম পত্র - সমাজকর্ম দ্বিতীয় পত্র
  • কৃষি শিক্ষা প্রথম পত্র - কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র
  • ইতিহাস প্রথম পত্র - ইতিহাস দ্বিতীয় পত্র
  • ইসলাম শিক্ষা প্রথম পত্র - ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র
  • মনোবিজ্ঞান প্রথম পত্র - মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র
  • যুক্তিবিদ্যা প্রথম পত্র - যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র
  • ভূগোল প্রথম পত্র - ভূগোল দ্বিতীয় পত্র
  • অর্থনীতি প্রথম পত্র - অর্থনীতি দ্বিতীয় পত্র
  • পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র - পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র
অনার্সের বিষয়গুলো
  • বাংলা
  • ইংরেজি
  • আরবি
  • ফারসি ভাষা ও সাহিত্য
  • উর্দু- সংস্কৃতি
  • পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ
  • ইতিহাস
  • দর্শন
  • ইসলামিক স্টাডিজ
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
  • তথ্যবিজ্ঞান ও গ্রন্থগার ব্যবস্থাপনা
  • থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ
  • ভাষা বিজ্ঞান
  • সংগীত
  • বিশ্বধর্ম ও সাংস্কৃতিক
  • নৃত্যকলা
  • অর্থনীতি
  • রাষ্ট্রবিজ্ঞান
  • আন্তর্জাতিক সম্পর্ক
  • সমাজবিজ্ঞান
  • লোক প্রশাসন
  • গনযোগাযোগ ও সাংবাদিকতা
  • নৃবিজ্ঞন
  • শান্তি ও সংঘর্ষ অধ্যায়ন
  • পপুলেশন সাইন্স উইমিন এন্ড জেন্ডার স্টাডিস
  • টেলিভিশন চলচিত্র ও ফটোগ্রাফি
  • উন্নয়ন অধ্যায়নক্রিমিনোলজি
  • কমিউনিকেশন ডিসঅর্ডারস ( যোগাযোগ বৈকল্য)প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ
  • জাপানিজ স্টাডিস
  • আইন
  • মনোবিজ্ঞান
  • ভূগোল ও পরিবেশ
  • সমাজ কল্যাণ
  • স্বাস্থ্য অর্থনীতি
  • শিক্ষা বি এডডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ

ব্যাবসায়ি শিক্ষা বিভাগের বিষয় গুলো

নিচে ব্যাবসায়ি শিক্ষা বিভাগের বিষয় গুলো যেমন, এস এসসি, এইচএসসি এবং অনার্সের বিষয় গুলোর নাম দেওয়া হলো।

এসএসসির বিষয়গুলো
  • হিসাব বিজ্ঞান
  • ব্যাবসায় উদ্যেগ
  • ফিন্যাস ও ব্যাংকিং
এইচ এসসির বিষয়গুলো
  • হিসাববিজ্ঞান প্রথম পত্র - হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র
  • ফিন্যান্স ও ব্যাংকিং প্রথম পত্র - ফিন্যান্স ব্যাংকিং ও দ্বিতীয় পত্র
  • ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র - ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র
  • উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র -উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র
অনার্সের বিষয়গুলো
  • হিসাববিজ্ঞান
  • ব্যবস্থাপনা
  • মার্কেটিং
  • ফিন্যান্স এন্ড ব্যাংকিং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
  • হিউমান রিসোর্স ম্যানেজমেন্ট
  • ব্যবসায় প্রশাসন
  • ইন্টারন্যাশনাল বিজনেস
  • ব্যাংকিং ও বীমা
  • ম্যানেজমেন্ট ইনফর্মেশন সিস্টেম
  • অর্গানাইজেশন স্টাডি এন্ড লিডারশীপ

বিজ্ঞান বিভাগের বিষয়গুলো

নিচে বিজ্ঞান বিভাগের বিষয় গুলো যেমন, এস এসসি, এইচএসসি এবং অনার্সের বিষয় গুলোর নাম দেওয়া হলো।

এসএসসি বিষয়গুলো
  • রসায়ন জীববিজ্ঞান
  • পদার্থবিজ্ঞান
  • উচ্চতর গণিত
  • বাংলাদেশ ও বিশ্বপরিচয়
এইচএসসির বিষয়গুলো
  • পদার্থবিজ্ঞান প্রথম পত্র - পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র
  • রসায়ন প্রথম পত্র - রসায়ন দ্বিতীয় পত্র
  • জীববিজ্ঞান প্রথম পত্র - জীব বিজ্ঞান দ্বিতীয় পত্র
  • উচ্চতর গণিত প্রথম পত্র - উচ্চতর গণিত দ্বিতীয় পত্র
অনার্সের বিষয়গুলো
  • রসায়ন
  • প্রাণ রসায়ন
  • গণিত পদার্থবিজ্ঞান
  • পরিসংখ্যান
  • প্রাণিবিদ্যা
  • উদ্ভিদবিদ্যা
  • মনোবিজ্ঞান
  • ভূগোল ও পরিবেশ
  • পরিবেশ মৃত্তিকা বিজ্ঞান
  • কম্পিউটার বিজ্ঞান
  • গার্হস্থ্য অর্থনীতি ও অন্যান্য সাবজেক্ট

মানবিক বিভাগ (আর্টস) থেকে পড়ে কি হওয়া যায়

মানবিক বিভাগ থেকে পড়ে কি হওয়া যায় এ নিয়ে ছাত্রছাত্রীদের জানার এবং আগ্রহের শেষ নেই। আমরা তাই সবার প্রথমে আমরা আপনাদেরকে জানাবো মানবিক বিভাগ থেকে লেখাপড়া করে আপনি কি কি হতে পারবেন।
  • বিসিএস ক্যাডার হতে পারবেন
  • ব্যারিস্টার
  • সেনাবাহিনী ও পুলিশে যোগ দিতে পারবেন
  • শিক্ষক হতে পারবেন
  • কোম্পানির সব ধরনের জব করতে পারবেন
  • রেলের বিভিন্ন পদে চাকরি করতে পারবেন
  • সড়ক ও জনপদে চাকরি করতে পারবেন ও অফিসার হতে পারবে
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন
  • কর ও ডাক বিভাগে চাকরি করতে পারবেন
  • বাংলাদেশে উচ্চশিক্ষা নিতে পারলে দেশের বাইরে গিয়েও আপনি চাকরি করতে পারবেন
  • সরকারি বেসরকারি সকল ধরনের চাকরি করতে পারবেন এই মানবিক বিভাগ থেকে লেখাপড়া করে।

ব্যাবসায় শিক্ষা (কমার্স) নিয়ে পড়লে কি হওয়া যায়

প্রিয় বন্ধুরা আপনারা জানতে চেয়েছেন যে কমার্স বা ব্যবসায়িক শিক্ষা নিয়ে পড়লে কি চাকরি পাওয়া যায় বা কি কি হওয়া যায় নিচে সেগুলো বিস্তারিত দেওয়া হল।
  • বিসিএস ক্যাডার হওয়া যায়
  • ব্যাংকে চাকরি করা যায়
  • মন্ত্রণালয়ে চাকরি করা যায়
  • হিসাব রক্ষক হওয়া যায়
  • বিভিন্ন কোম্পানির  চাকরি করা যায় এবং
  • শিক্ষক ও হওয়া যায়

বিজ্ঞান বিভাগ (সাইন্স) নিয়ে পড়লে কি হওয়া যায়

বিশ্ববিদ্যালয় সাইন্স নিয়ে পড়লে সাইন্স এর বিভিন্ন সাবজেক্ট আছে তবে ক্যারিয়ারের জন্য চাহিদা সম্পন্ন ভালো চাকরি সুযোগ রয়েছে এমন বিষয়গুলোর সম্পর্কে নিচে আলোচনা করা হলো।

বাংলাদেশে সায়েন্স নিয়ে লেখাপড়া করলে ভবিষ্যতে ভালো চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এদেশের প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরি খোঁজে নামে পড়ছে রাস্তায় বা বিভিন্ন প্রতিষ্ঠানে। সে অনুপাতে দেশের চাকরির সুযোগ বা নেই। আপনার দক্ষতা অনুযায়ী সঠিক বিষয় নির্বাচন করে কঠোর অধ্যবস্যায় করতে পারলে অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে।
  • ডাক্তার
  • ইঞ্জিনিয়ার
  • ফার্মে সি ইউ টোক্যালস সেক্টরগুলোতে চাকরির সুযোগ রয়েছে
  • ফার্মেসি কেমিক্যাল
  • বহি বিশ্বের উন্নত দেশেও এ বিষয়ে চাকরির সুযোগ রয়েছে
  • ডায়াগনস্টিক ল্যাব
  • ফরেন সি ক্লাব
  • কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ
  • ওষুধ কোম্পানিমেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করা যায়।
  • বিভিন্ন মাইক্রো কন্ট্রোলিং বেসড কোম্পানী
  • বহির্বিশ্বে চাকরিসহ শিক্ষকতা করা যায় এ বিষয়ে পড়ে
  • এছাড়াও বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকে ও শিক্ষকতায় ও এ বিষয়ে বহু কাজের সুযোগ রয়েছে।
  • কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
  • মৃত্তিকা গবেষনা ইন্সটিটিউট সহ বিভিন্ন কৃষি
  • শস্য বিষয়ক গবেষনা কেন্দ্রে চাকরি করা যায়।
সাইন্স নিয়ে পড়লে বন্ধুরা সব ধরনের চাকরি পাওয়া যায়। কিন্তু আমাদের দেশে বাংলাদেশের লেখাপড়া শেষ করেও চাকরির গন্ধ ও পাওয়া যায় না। চাকরি করতে হলে লক্ষ লক্ষ টাকার দরকার, মামার দরকার।
এগুলো যাদের আছে তাদের জীবনে চাকরি আছে। বন্ধুরা যাদের চাকরি হবে তাদের ঠিকমতো পড়া লাগে না। কমসম রেজাল্টেই চাকরি হয়ে যায়। 

আর যারা ভালো রেজাল্ট করে বসে আছেন তাদের তো কোন খোজ নেই। তো বন্ধুরা হতাশা হওয়ার কোন দরকার নাই । মনযোগ দিয়ে লেখাপড়া চালিয়ে যান কোন না কোন একটা চাকরি মিলবে। ইনশাল্লাহ। ভালো থাকবেন।

আরর্টিকেল সম্পর্কিত ছোট প্রশ্ন এবং উত্তর

মানবিক শাখা থেকে ডিপ্লোমা করা যায় কি?
উত্তরঃ মানবিক শাখা থেকে যে সকল বিষয়ে ডিপ্লোমা করতে পারবেন সেগুলো হলো-
  • মেকানিক্যাল
  • ইলেকট্রিক্যাল
  • টেক্সটাইল
  • কম্পিউটার
  • ইলেকট্রনিক্স
  • সিভিল সিরামিকস
  • এবং টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্ক
কমার্সে সবচেয়ে সহজ কোর্চ কোনটি?
বিকম (এইচ) (ব্যাচেলর অফ কমার্স অনার্স)

লোক প্রশাসন বিষয়ে লেখা পড়া করলে কোথায় চাকরি পাওয়া যায়?
উত্তরঃ এনজিও,  ও ব্যাংকে চাকরি পাওয়া যায়।

কোন বিভাগ থেকে পড়লে ইন্জিনিয়ার হওয়া যায়?
উত্তরঃ বিজ্ঞান বিভাগ থেকে পড়লে ইন্জিনিয়ারি হওয়া যায়।

ইংরেজী বিষয়ে পড়ালেখা করে কি চাকরি পাওয়া যায়?
উত্তরঃ প্রায় সব ধরনের চাকরি পাওয়া যায়।

লেখকের মন্তব্য

বন্ধুরা আজ এই পোস্টে কোন বিভাগে পড়লে কি হওয়া যায়। তা আপনারা ভালো করে জানলেন। আমাদের এই পোষ্টটি ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর কোন ধরনের মতামত থাকলে তাও জানাবেন। প্লিজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

msta2z.comব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url