বাংলালিংক মিনিট লোন নেওয়ার কোড জেনে নিন | Msta2z

বাংলালিংক মিনিট লোন নেওয়ার কোড জেনে নিন

চাকরির নিয়োগবাংলালিংক মিনিট লোন নেওয়ার কোড যদি আপনারা জেনে না থাকেন তাহলে মনে হয় আপনারা সঠিক পোষ্টে চলে এসেছেন। রবি সিম এবং গ্রামীণ সিমের মতো বাংলালিংকে ও ১০ মিনিট এবং ৫০ এমবি ডাটা ফ্রির অফার নিয়ে হাজির হয়েছে এই বাংলালিংক সিম। বাংলালিংক সিমে যদি সঠিক পদ্ধতিতে মিনিট লোন পেতে চান তাহলে পড়তে থাকুন।
বাংলালিংক মিনিট লোন নেওয়ার কোড

দেশ ব্যাপি যাতায়াতের উপর বিধিনিষেধ অরোপের কারনে গ্রাহকরা মোবইল এ্যাকাউন্ট রিচার্জের জন্য বিভিন্ন অসুবিধার সম্মুখীন হওয়ায় বিশেষ এই সুবিধা দিয়েছেন বাংলালিংক কোম্পানি। বাংলালিংক মিনিট লোনের ব্যাপারে জানার জন্য বন্ধুরা পোষ্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রাইলো।

বাংলালিংক এমবি লোন নেওয়ার কোড

প্রিয় বন্ধুরা আশা করি সকলেই অনেক অনেক ভালোই আছেন। বন্ধুরা আপনারা যারা বাংলালিংক সিম ব্যাবহার করেন তাদের জন্য আমার এই পোষ্টটি খুবই গুরুত্বপূর্ন বাংলালিংক এমবি লোন নেওয়ার কোড
সম্পর্কে আইডিয়া দিবে। অনেকেই জানে না যে বাংলালিংক সিমে কিভাবে ইমার্জেন্সি লোন নিতে হয়। যারা এই বিষয়ে জানেন না তারা এই পোষ্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন তাহলে জানতে পারবেন।

তো বন্ধুরা বাংলালিংক সিমে ইমার্জেন্সি লোন নেওয়ার জন্য আপনাদের কে ছোট একটা কোড ডায়াল করতে হবে। এর জন্য আপনারা ফোনের ডায়াল বারে চলে আসবেন।ডায়াল বারে চলে আসার পরে বন্ধুরা এখানে আপনাদেরকে ছোট একটা কোড তুলে বাংলালিংক সিমে এ্যাট করতে হবে। তো কোডটি হল *৮৭৫# এই কোডটা তুলে আপনাদের যে বাংলালিংক সিম আছে সেই বাংলালিংক সিমে ডায়াল করে দিবেন। 


ডায়াল করার সাথে সাথে banglalink সিম থেকে আপনাদেরকে ৪০ এমবি থেকে ৭৫ এমবি পর্যন্ত লোন দিয়ে দিবে। এটা মূলত আপনাদেরকে বাংলালিংক সিম থেকে লোন দেওয়া হবে। আপনারা যেরকম রিসার্চ করে থাকবেন সেরকম রিচার্জ এর উপরেই লোন দেয়া হয়। অনেকেই হয়তোবা ৪০ এমবি ইন্টারনেট লোন দিবেন নয় টাকা দিয়ে তিন দিন। 

আর অনেকে ৯ টাকা দিয়ে ৭৫ এমবি লোন দিবেন যেটার মেয়াদ থাকবে তিন দিন ।এভাবেই কিন্তু আপনাদেরকে ইমারজেন্সি সিমে লোন দেওয়া হবে। তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি নিশ্চয়ই যে, কিভাবে বাংলালিংক সিমে এমবি লোন দেওয়া হয়।

বাংলালিংক মিনিট লোন নেওয়ার কোড

বন্ধুরা আজকের এই পোস্টটি লিখেছি যে বাংলালিংক সিমে কিভাবে মিনিট লোন নিবেন এ বিষয়ে এবং মিনিট লোন নেওয়ার কোড। কিভাবে বাংলালিংক সিমে মিনিট লোন নেওয়া যায় এবং মিনিট লোন নেওয়ার কোড জানতে চাইলে আপনি পোস্টটি করতে থাকুন। এর আগে কখনো শোনা যায়নি যে বাংলালিংক সিমে মিনিট লোন নেওয়া যায়। 

তো বন্ধুরা আজকের এই পোস্টে আমি বলব বাংলালিংক সিমে কিভাবে মিনিট লোন নিতে হয়। বাংলালিংক সিমে ইমারজেন্সি মিনিট লোন নেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে ডায়াল বাটনে। আপনারা সরাসরি মিনিট লোন চাহালে পাবেন না ।এজন্য আপনাদেরকে আগে ইমার্জেন্সি লোন নিতে হবে ঐ টাকা দিয়ে আপনি মিনিট লোন নিতে পারবেন। 

কারন বাংলালিংক কোম্পানি বলেছেন সরাসরি বাংলালিংক সিমে মিনিট লোন নেওয়া যায় না। বাংলালিংক মিনিট লোন নেওয়ার জন্য আপনাদের যে কোড ডায়াল করতে হবে সেটা হলো *874# তুলে ডায়াল করলে ইমার্জেন্সি মিনিট লোন চলে আসবে।

বাংলালিংক মিনিট অফার

বাংলালিংক সিমে কত টাকায় কত মিনিট দিচ্ছে তা নিচের দেওয়া টেবিল থেকে সম্পর্ন জানতে পারবেন। এবং তার সাথে কোড, মুল্য এবংমেয়াদ সম্পর্কে দেয়া আছে। পড়তে থাকুন-

          মিনিট 

                  মূল্য 

            মেয়াদ

            কোড

১৯মিনিট

১২টাক

২দিন

*১২১*১২#

২৮ মিনিট

১৭ টাকা

২দিন

*১২১*১৭#

৪৫মিনিট

২৭টাকা

৩ দিন

*১২১*২৭#

৫৫মিনিট 

৩৭টাকা

৪দিন

*১২১*৩৭#

৯০মিনিট 

৫৭টাকা

৭দিন

*১২১*৫৭#

১২০মিনিট

৭৪টাকা

৭দিন

*১২১*৭৪#

১৭৫মিনিট

১০৭ টাকা

১৫দিন

*১৬৬*১৭৫#

২৫০ মিনিট

১৫৭ টাকা

৩০ দিন

*১২১*১৫৭#

৩০০ মিনিট

১৯৭ টাকা

৩০ দিন

*১২১*১৯৭#

৩৪০ মিনিট

২০৭ টাকা

৩০ দিন

*১২১*২০৭#

৪৬০ মিনিট

২৯৭ টাকা

৩০ দিন

*১২১*২৯৭#

৫১০ মিনিট

৩০৭ টাকা

৩০ দিন

*১২১*৩০৭#

৩৫ মিনিট

৩৮ টাকা

৭ দিন

*১২১*৩৮#

৮০ মিনিট

৯৮ টাকা

৭ দিন

*১২১*৯৮#

২৭০ মিনিট+ ৫১২ এমবি

১৬৮ টাকা

৩০ দিন

*১২১*১৬৮#

১৯০ মিনিট+ ১ জিবি+ ৩০এসএমএস

১৯৮ টাকা

৩০ দিন

*১২১*১৯৮#

৩৬০ মিনিট

২১৮ টাকা

৩০ দিন

*১২১*২১৮#

৫৪৫ মিনিট+ ১ জিবি

৩২৮ টাকা

৩০ দিন

*১২১*৩২৮#

৬৭৫ মিনিট+ ১ জিবি

৪০৭ টাকা

৩০ দিন

*১২১*৪০৭#

বাংলালিংক এসএমএস কেনার কোড

বাংলালিংক সিম ব্যবহারকারীরা এস এম এস কেনার কোড ব্যবহার করে সকল প্রকার এসএমএস প্যাক ক্রয় করার উপভোগ করতে পারবেন। নিশ্চিন্তে আপনারা বাংলালিংক সিমে এসএমএস অফার গুলি সক্রিয় করতে আপনাদের জন্য অনেকগুলো ইউ-এস-এস-ডি কোড সংগ্রহ করেছি। যে কোড গুলো সংগ্রহ করা হয়েছে সেগুলো আপনাদের উপকারে আসবে আমি মনে করি। 


অবশ্যই আপনাদের কে আমার এই পোস্টে দেওয়া সঠিক কোড গুলোর ডায়াল করে এসএমএস প্যাকটিক ক্রয় করতে হবে।

বাংলালিংক ৩০ এস এম এস প্যাক ৩ টাকা
বাংলালিংক এসএমএস প্যাক ক্রয় করার জন্য প্রতিটি অফার সম্পর্কে এই পোস্টে বিস্তারিত ভাবে আলোচনা করব। আপনারা পড়তে থাকুন। এখন ৩০ টি এসএমএস পাচ্ছেন মাত্র এই ৩ টাকায়। এটি বাংলালিংক এর একটি খুব ভালো অফার। এই ৩০ টি এসএমএস এর সাহায্যে আপনারা বন্ধুদের সাথে যোগাযোগ করতে সহজ হবে। 

আপনি ইচ্ছে করলে বাংলালিংক ৩০এসএমএ প্যাক কিনতে পারেন। এই সম্পর্কে সমস্ত প্রয়োজনীয় তথ্যগুলো নিচে দেওয়া হল
  • বাংলালিংকের এই অফারটি পেতে ডায়াল করতে হবে*166*330#
  • এই প্যাক্টির মেয়াদ পাবেন ৩ দিন।
  • এই প্যাকটি আপনারা একাধিকবার কিনতে পারবেন।
  • বাংলালিংকের সকল প্রিপেইড গ্রাহকগণ এই অফারটি কিনতে পারবেন।
বাংলালিংক ৭০ এসএমএস প্যাক ৭ টাকা
বাংলালিংকের একটি দুর্দান্ত অফার আছে ৭০ এসএমএস প্যাক মাত্র ৭ টাকায় ক্রয় করা যায় ।এই অফারটি সমস্ত বাংলালিংক গ্রাহকরা কিনতে পারবেন। তাই দেরি না করে আপনারা এ অফারটি কিনুন। এই অফারটির মূল্য মাত্র ৬০ টাকা এই অফারটির সম্পর্কে নিচে বিস্তারিত দেওয়া হল-
  • এই প্যাকটি মেয়াদ পাবেন ৭ দিন।
  • বাংলালিংকের এই অফারটিভ ডায়াল করুন*166*770#
  • এই প্যাকটি আপনারা একাধিকবার ক্রয় করতে পারবেন।
  • যেকোনো নাম্বারে এসএমএস পাঠাতে পারবেন।
  • বাংলালিংকে সকল প্রিপেইড গ্রাহকরা এই অফারটি কিনতে পারবেন সহজেই।
বাংলালিংক ১০০ এসএমএস ৫ টাকায়
  • বাংলালিংকে ১০০ এসএমএস ৫ টাকায় ক্রয় করতে *২২২*৮# ডায়াল করুন
  • মূল্য ৩ টাকা ৯৯ পয়সা
  • মেয়াদ ১ দিন
বাংলালিংক এর ২০০ এসএমএস এর প্যাক ১৫ টাকা
  • বাংলালিংক এর ২০০ এসএমএস এর প্যাক ১৫ টাকা *১৬৬*১৫# ডায়াল করুন।
  • অফার টির মেয়াদ ১৫ দিন
  • যে কোন নাম্বারে এসএমএস পাঠাতে পারবেন।
  • এই অফার টি খুবই ভালো। কারন যেকোন নাম্বারে এসএমএস পাঠাতে পারবেন।
বাংলালিংক ৫০০ এসএমএস ৩০ টাকায়
  • বাংলালিংক ৫০০ এসএমএস ৩০ টাকায় কিনতে ডায়াল করুন *১৬৬*৩০৫#
  • এই অফারটির মেয়াদ পাবেন ৩০ দিন।
  • এই অফারটি কিনতে গেলে আপনার মূল অ্যাকাউন্ট থেকে ৩০ টাকা কেটে নিবে।
  • যে কোন অপারেটরে ব্যাবহার করতে পারবেন এই এসএমএস গুলো।

বাংলালিংক এ এমবি কেনার নিয়ম

প্রিয় বন্ধুরা আমরা যারা বাংলালিংক সিম ব্যবহার করি অনেকেই জানে না যে কিভাবে বাংলালিংক সিমে এমবি কিনতে হয়। এ বিষয়ে আজ আমরা আলোচনা করব ।তো বন্ধুরা আমি এই পোস্টে সমস্ত বিষয়গুলো বিস্তারিত ভাবে দেখে দিব। আপনারা পড়তে থাকুন আমরা প্রথমেই ডায়াল বাটনের যাই। আপনারা ইচ্ছা করলে অ্যাপস থেকেও কিনতে পারবেন। 

ডায়াল বাটনে গিয়ে *121# দিয়ে ডায়াল করে দিবেন। তারপরে একটি ইন্টার পেজ চলে আসবে সেখানে দেখতে পাবেন ৪ নম্বারে Amar offer দেখতে পাবেন।আমার অফারে ঢুকলে আপনি দেখতে পাবেন ইন্টারনেটের কি কি অফার আছে।আপনি সেখান থেকে অফার কিনতে পারবেন।
এছারাও বাংলালিংকের ৭ দিনের অফার গুলো দেওয়া হলো-

            ডাটা

          মেয়াদ

            টাকা

          কোড

100 এমবি

7 দিন

20

*5000*522#

160 এমবি

7 দিন

30

*5000*501#

500 এমবি

7 দিন

100

*5000*582#

1 জিবি

7 দিন

76

*5000*76#

3 জিবি

7 দিন

99

*5000*799#

5 জিবি

7 দিন

10

*5000*108#

10 জিবি

7 দিন

199

*5000*199#

বাংলালিংক সিমে টাকা দেখার নিয়ম

বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করার নিয়ম অনেক সহজ। আপনারা চাইলে খুব সহজে আপনার বাংলালিংক সিম ব্যালেন্স চেক করতে পারবেন।
  • ব্যালেন্স চেক: 124#
  • সিম নম্বর দেখান: *511#
  • প্যাকেজ চেক: *125#
  • মিনিট চেক: *1242#
  • এসএমএস চেক: 1243#
  • এমএমএস চেক: 1242#
  • ডেটা (এমবি) চেক: 1245#, 2223#
  • আমাকে কল ব্যাক: 126 নম্বর#

বাংলালিংক সিমে টাকা ধার নেওয়ার নিয়ম

এখন জানাবো কীভাবে বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়া যায়। বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নিতে *884# ডায়াল করুন। এরপর ইমারজেন্সি ব্যালেন্স আপনার সিমে জমা হবে এবং আপনি চাইলে তখন সেগুলো ব্যবহার করে কথা বলতে পারবেন।বন্ধুরা ইমারজেন্সি ব্যালেন্স পেতে হলে 
আপনাদেরকে *884# ডায়াল করতে হবে এবং যদি ১০ টাকা নিতে চান তবে *884*10# ডায়াল করা লাগবে।বন্ধুরা একটা কথা সবসময় মাথায় রাখবেন একবার ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার পর তা পরিশোধ করা অবধি দ্বিতীয়বার ইমারজেন্সি ব্যালেন্স দেওয়া হয় না।

বাংলালিংক সিমের মালিকানা পরিবর্তন

আপনি যদি মৃত বাংলালিংক সিম ব্যবহারকারীর মালিকানা পরিবর্তন করতে চান তবে সেই মৃত ব্যক্তির মৃত্যু সনদ, জাতীয় পরিচয় পত্র, উত্তরাধীকারীর জাতীয় পরিচয় পত্র এবং উত্তরাধীকারীর প্রসংসা পত্র নিয়ে আপনাকে বাংলালিংক এর অফিসে যেতে হবে।এবং বাংলালিংক সিমের মালিকানা পরিবর্তন করার পরবর্তী কাজ গুলো সেখানে করা হবে।

বি:দ্র: বাংলালিংক সিমের মালিকানা পরিবর্তন করার জন্য আপনাকে কোনো চার্জও প্রদান করতে হবে না।

বাংলালিংক এর কিছু গুরুত্বপূর্ন কোড

বাংলালিংক ব্যবহারকারী হিসেবে অনেকেই অনেক কিছু জানেন না। যার কারণে অনেক সময় আপনারা অনেক কিছু মিস করেন। এখন আমরা আপনাদের কিছু গুরুত্বপূর্ন কোড সমূহ দেখাতে যাচ্ছি যেটা আপনাদের অনেক উপকারে আসবে।মূল ব্যালেন্স চেক করার কোড
  • বাংলালিংক গ্রাহকরা তাদের মূল ব্যালেন্স চেক করতে তাদের মোবাইলে ডায়াল অপশনে গিয়ে *124# এই কোডটি ডায়াল করুন।মোবাইল নম্বর চেক করার কোড
  • আমাদের সকলের কাছেই এটি অনেক বড় একটি সমস্যা। এ সমস্যায় ভোগেননি এমন মানুষ খুব কমই আছে। সিম নম্বরটি বের করার জন্য কোড ডায়াল করতে হয়। এটা খুব কম মানুষই জানে। আপনি আপনার বাংলালিংক নম্বরটি বের করতে হলে মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *511# এই কোডটি ডায়াল করুন।মিনিট ব্যালেন্স চেক করার কোড
  • বিভিন্ন প্যাকেজের মধ্যে আমরা মিনিট কিনে থাকি। সেই মিনিট ব্যালেন্স এর তথ্য জানতে আমাদের মোবাইলে ডায়াল অপশনে গিয়ে *124*2# এই কোডটি ডায়াল করতে হবে।এসএমএস ব্যালেন্স চেক করার কোড
  • যারা এসএমএস কিনে ব্যাবহার করেন তাদের জন্য এটি একটি প্রয়োজনীয় কোড। আপনার বাংলালিংক সিমের মিনিট ব্যালেন্স জানতে মোবাইলে ডায়াল অপশনে গিয়ে *124*3# এই ইউএসএসডি কোড ডায়াল করুন।বিভিন্ন ধরনের প্যাকেজ চেক করার কোড
  • একটি সিমে বিভিন্ন ধরনের প্যাকেজ থাকে। সকল প্যাকেজ চেক করতে আপনার মোবাইল এ ডায়াল অপশনে গিয়ে *125# ইউএসএসডি কোড ডায়াল করুন।

শেষ কথা

প্রিয় বন্ধুরা আমাদের এই পোষ্ট থেকে আপনারা বাংলালিংক সিমের যাবতীয় বিষয় গুলো সম্পর্কে জানতে পেরেছেন। আমাদের এই পোষ্টটি পড়ে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্যদের মাঝে সেয়ার করবেন প্লিজ। ভালো থাকবেন। ধন্যবাদ

আরর্টিকেল সম্পর্কিত কিছু ছোট প্রশ্ন ও উত্তর জেনে নিন

কোন অ্যাপ দিয়ে ফ্রি ইন্টারনেট পাওয়া যায়?
গিগাটো অ্যাপ দিয়ে ফ্রি ইন্টারনেট পাওয়া যায়।

বাংলালিংক সিমের নাম্বার দেখে কিভাবে?
বাংলালিংক সিমে নাম্বার দেখার জন্য *৫১১# দিয়ে কল বাটুন চাপলে বাংলালিংক সিমের নাম্বার দেখা যাবে।

বাংলালিংক এর ব্যালেন্স দেখে কিভাবে?
বাংলালিংক এর ব্যালেন্স দেখে *124# দিয়ে কল বাটুন চাপুন।

বাংলালিংক মিনিট চেক করে কিভাবে?
মিনিট চেক করতে ডায়াল করুন *১২১*৬#

বাংলালিংক কিভাবে টাকা লোন নেয়?
যেকোনো মুহূর্তে ২০০ টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালেন্স পেতে ডায়াল করুন *874#

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

msta2z.comব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url