টিকটকে কত লাইক কত টাকা - টিকটক কত ফলোয়ার কেমন আয়
আসসালামু আলাইকুম বন্ধুরা। নিশ্চয় আল্লাহর রহমতে ভালোই আছেন সবাই। প্রিয় ভাই ও বন্ধুরা আজ আমি এই পোষ্টে লিখেছি টিকটকে কত লাইক কত টাকা ও টিকটক কত ফলোয়ার কেমন আয়। নিশ্চয় নতুন টিকটক ইউজার রা এই বিষয়ে ভালো করে জ্ঞান নেই। তাদের উদ্দেশে মুলত আমার এই পোষ্টটি।
টিকটক থেকে টাকা আয় করার একটা জনপ্রিয় মাধ্যম হয়ে দাড়িয়েছে বর্তমান বিশ্বের মানুষের। শুধু টিকটক মিডিয়া নই সকল সোশ্যাল মিডিয়া থেকে মানুষ এখন অনলাইনে লাখ লাখ টাকা আয় করছে।
ভৃমিকা
বিশ্বের প্রায় কিছু মানুষ বাদে সকল মানুষই জানে যে টিকটক থেকে টাকা আয় করা যায়। বর্তমানের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ। ফেসবুক চ্যানেলের পর টিকটকে ইনকামের ধুম পরে গেছে সারা বিশ্ব জুরে। এই টিকটক চ্যানেল থেকে মানুষ দিনে প্রয় ৩০০ থেকে শুরু করে ২০০০ টাকা ইনকাম করছে। যারা টিকটক থেকে টাকা ইনকাম করতে চায় তারা পোষ্ট টি ভালো করে পড়ুন।
টিকটক কত ফলোয়ার কেমন আয় করা যায়
TikTok এ ১লক্ষ ফলোয়ার হলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। তারপর থেকে আপনি আপনার অ্যাকাউন্টটি থেকে ইনকাম করার সুযোগ পাবেন। এরপরে মাস শেষে আপনার টাকা একাউন্টে চলে আসবে। আর টিকটক থেকে আয় করা অত্যন্ত সোজা ব্যাপার। কারণ tiktok এর মধ্যে রয়েছে লক্ষ্য লক্ষ্য ইউজার। যার ফলে প্রতিটি ভিডিওতে প্রথম দিন থেকে এই ভিজিটর চলে আসে।
এর ফলে ভিডিও আপলোড করলেই প্রচুর ভিজিটর ভিডিও ভিজিট করে এবং আমাদের ইনকাম হয়। বাংলাদেশের অসংখ্য মানুষ বর্তমান সময়ে টিকটকে ভিডিও কনটেন্ট তৈরি করে ইনকাম করছে। তবে ভালো মানের কনটেন্ট তৈরি না করলে আপনি ফেঁসে যেতে পারেন। বিশেষ করে আপনার ইনকাম টা ভালো আসবে না এবং ইনকাম হতে বেশ সময় লাগবে।
তাই আমার পরামর্শ থাকবে ভালো মানের কন্টেন্ট তৈরি করে আয় করার। টিকটক কত ফলোয়ার কেমন আয়। টিকটক কত ফলোয়ার কেমন আয়।
টিকটকে কত লাইক কত টাকা ইনকাম করা যায়
facebook বা youtube যেমন বিজ্ঞাপনে আয়ের একটি অংশ ভিডিও নির্মাতারা পেয়ে থাকেন। কিন্তু টিকটকে এরকম কোন সুযোগ সুবিধা নেই। এর বদলে ক্রিয়েটর ফান্ড গঠন করেছে প্রতিষ্ঠানটি। অন্তত এক লাখ লাইক বা ফলোয়ার অনুসারী আছে এমন tiktok ব্যবহারকারীরা তাদের ভিডিওর জন্য ওই তহবিল থেকে অর্থ পেয়ে থাকেন।
টিক টক কখনো লাইক বা ভিউতে কোন টাকা প্রদান করা হয় না। একটি tiktok একাউন্টে যতই লাইক থাকুক বা না থাকুক টিকটক কোম্পানি অর্থ প্রদান করে না সরাসরি। টিকটক থেকে কোন বিজ্ঞাপন কোন ভিডিওতেও দেখানো হয় না। এ কারণে ঠিক তো কোম্পানির কখনোই সরাসরি কোন ভিডিও নির্মাতাদের টাকা প্রদান করতে পারে না।
বন্ধুরা আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যে টিকটকের লাইকের উপর ভিত্তি করে কোন টাকা দেয়া হয় না। আসলে ভিডিও নির্মাতার ভিডিওর ইমপ্রেসের উপর নির্ভর করে টাকা দেয় ক্রিয়েটিভ ফান্ড। টিকটকে কত লাইক কত টাকা। টিকটকে কত লাইক কত টাকা।টিকটকে কত লাইক কত টাকা ইনকাম করা যায়।
টিকটকে কত ভিউতে কত টাকা ইনকাম করা যায়
টিকটক তাদের প্ল্যাটফর্মে আপলোড করা ভিডিও -তে আসা প্রতি ১,০০০ ভিউয়ের জন্য প্রায় ০.০২ থেকে ০.০৪ ডলার টাকা অফার করে থাকে। অর্থাৎ ভারতীয় মূল্যে প্রায় ১.৬৬ টাকা থেকে ৩.৩১ টাকা প্রদান করা হয়। কনটেন্ট ক্রিয়েটররা অর্জিত টাকা ‘টিকটক ক্রিয়েটিভিটি প্রোগ্রাম’ বা ‘ক্রিয়েটর ফান্ড’ -এর মাধ্যমে পেয়ে যান।
আর আগেই যেমনটা বলেছিলাম, অর্জিত টাকার পরিমাণ নির্ভর করে ভিডিও -এর ভিউ এবং এনগেজমেন্ট রেটিংয়ের উপর।প্রসঙ্গত জানিয়ে রাখি, ক্রিয়েটিভিটি প্রোগ্রামকে সর্বপ্রথম ২০২১ সালে চালু করা হয়েছিল।টিকটকে কত ভিউতে কত টাকা ইনকাম করা যায়?
টিকটকে কি টাকা ইনভেস্ট করা লাগে
বন্ধুরা টিকটকে টাকা ইনকাম করার জন্য কোন টাকা পয়সা ইনভেস্ট করা লাগে না। আরো ভালো ভালো ভিডিও টিকটকে ছারলে আপনি টাকা পাবেন। সম্পর্ন ফ্রিতে অ্যাকাউন্ট খুলে ভালো ভালো ভিডিও বানিয়ে আপলোড করলে আরো টিকটক থেকে ভালো মানের ইনকাম হয়।টিকটকে কি টাকা ইনভেস্ট করা লাগে
টিকটক থেকে কত টাকা ইনকাম করা যায়
টিকটকে আপনে কত টাকা আয় করবেন, একজন কনেটেন্ট ক্রিয়েটর এর কাজের উপর নির্ভর করে।কারন আপনার ভিডিও তে কত ভিউ কত লাইক, কত ভিজিটর, পেমেন্টের ভিডিওর পরিমান, কত ফলোয়ার তার উপর নির্ভর করবে আপনার ইনকাম। তবে প্রত্যেক মাসে ইনকাম হলেও আপনার প্রত্যেক মাসের ইনকামের টাকার পরিমান সমান আসবে না।
একজন টিকটকারের পেজে ভালো ফলোয়ার, ভালো লাইক, ভালো ভিজিটর আসলে সে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে। তবে একজন নতুন ক্রিয়েটরের জন্য টিকটক থেকে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা বেশ কঠিন কাজ। যারা শীর্ষস্থানীয় কনটন্টে ক্রিয়টর ( টিকটক ক্রিয়টর ফান্ড) এর মাধ্যমে প্রতি ১০০০ ভিউপিছু ২-৫% রেভেনিউ লাভ করে।
হিসাব করে দেখলে হচ্ছে প্রতি ১ মিলিউন ভিউএর জন্য ২০ ডলার থেকে তারা ৪০ ডলার পর্যন্ত উপার্জন করতে পারে।টিকটক থেকে কত টাকা ইনকাম করা যায়।
টিকটক থেকে টাকা আয় করার ৮ টি সহজ উপায়
টিকটক থেকে টাকা বিভিন্ন ভাবে ইনকাম করা যায়। টিকটক থেকে টাকা ইনকাম করার ৮ টি সহজ উপায় নিচে দেওয়া হলো।
১.ফলোয়ারদের কাছে প্রোডাক্ট বিক্রি করে টাকা আয়ঃ শুনতে একটু অবিশ্বাস্য হতেই পারে। তবে, আপনি হয়তো টিকটক এ এমন ভিডিও দেখেছেন, যেখানে মানুষ বিভিন্ন পন্য বিক্রি করছে। আপনার যদি কোনো ই-কমার্স বা এফ-কমার্স শপ থাকে, তবে আপনার শপের কিংবা আপনার ফিজিক্যাল শপ এর পন্য টিকটক এ বিক্রি করতে পারবেন।
এজন্য, আপনাকে আপনার পন্যগুলোর ভিডিও তৈরি করতে হবে। এরপর, এসব ছোট ভিডিও টিকটকে আপলোড করতে হবে।টিকটক ব্যবহার করে এমন অনেক মানুষ রয়েছে আমাদের দেশে। তাহলে একবার ভেবে দেখুন, কোনো টাকা খরচ না করেই কত মানুষের কাছে আপনার পন্যের বিজ্ঞাপন দিতে পারছেন।
টিকটক ব্যবহার করে ভিডিও বানানোর মাধ্যমে আপনার পন্যের ভিডিও অনেকেই দেখবে। এরপর, তারা আপনার পন্য অর্ডার করলে আপনি সেসব পন্য বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন।
২.টিকটক ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটর ফান্ড প্রোগ্রামে যোগ দিয়ে টাকা ইনকামঃ টিকটক ক্রিয়েটর ফান্ড থেকে টাকা আয় করার জন্য, আপনাকে অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে। এগুলো হচ্ছে-আপনার অবশ্যই টিকটকে ১০,০০০ এর বেশি ফলোয়ার এবং ১০০,০০০ এর বেশি ভিউ থাকতে হবে।
আপনার অবশ্যই টিকটকের কমিউনিটি গাইডলাইনস মেনে চলতে হবে।যদি আপনি এই শর্তগুলি পূরণ করেন, তাহলে আপনি টিকটক ক্রিয়েটর ফান্ডের জন্য আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়াটি খুব সহজ। আপনাকে টিকটকের ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। আবেদন ফর্মটি পূরণ করার পরে, আপনাকে আপনার টিকটক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত করতে হবে।
৩.অ্যাফিলিয়েট মার্কেটার করে টাকা ইনকামঃ আপনি যদি একজন টিকটকার হন, তবে টিকটকে যেকোনো ই-কমার্স ওয়েবসাইটের পন্যের রিভিউ করে সেই পন্য ক্রয় করার লিংক কমেন্ট বক্স বা ডেসক্রিপ্শন এ দিলে, অন্যরা যদি সেই লিংক ব্যবহার করে কোনো পন্য ক্রয় করে, তবে আপনি নির্দিষ্ট পরিমাণে টাকা পাবেন। এভাবে করে অনেকেই ফেসবুক এবং ইউটিউব এ ভিডিও বানিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা উপার্জন করে।
অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করার জন্য অনেকেই ওয়েবসাইট তৈরি করে থাকে। কিন্তু, আপনি ফ্রিতেই টিকটকে ভিডিও বানিয়ে সেখানে থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা উপার্জন করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং করে টিকটক থেকে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে নিশ্চয়ই জানতে পেরেছেন।
৪.লাইভ স্ট্রিম করুন এবং ভার্চুয়াল গিফ্ট সংগ্রহ করে টাকা ইনকামঃ লাইভ স্ট্রিমিং টিক টকের প্রাথমিক উপার্জন পদ্ধতিটি হ’ল, আপনি ইমোজিগুলি অর্জন করে অর্থ উপার্জন করতে পারবেন। টিক টকে একটি লাইভ স্ট্রিম বিকল্প রয়েছে যা আপনি 1000 ফলোয়ার থাকার পরে পেতে পারেন। আপনার লাইভ হিসাবে আপনার ফলোয়ার বা ভক্তরা আপনাকে ইমোজি পাঠায়। প্রতিটি ইমোজিগুলির জন্য আপনি কিছু কয়েন পাবেন যা থেকে আপনি টাকা ইনকাম বা অর্থ উপার্জন করতে পারেন।
৫.ইন-ফিড অ্যাড তৈরি করে টাকা ইনকামঃ টিকটক থেকে টাকা ইনকাম করার উপায় গুলির মধ্যে আরেকটি হলো, “ইন-ফিড এড”। আপনারা যারা টিকটকে নিজেদের প্রোফাইলকে অর্গানিক মাধ্যমে মনিটাইজ করে অর্থ উপার্জন করতে চান, তারা ‘টিকটক অ্যাড ম্যানেজার’ ফিচার ব্যবহার করে ইন-ফিড অ্যাড তৈরী করতে পারেন।
৬.ভিউয়ারদের থেকে টিপস সংগ্রহ করে টাকা ইনকামঃ আপনারা কি জানেন যে, ফলোয়ারদের যদি কোনো ক্রিয়েটরের কনটেন্ট পছন্দ হয়ে থাকে তাহলে তারা টিকটকের মধ্যেই ক্রিয়েটরদের টিপস বা অনুদান পাঠাতে পারেন।
৭.ফ্যান সাবস্ক্রিপশন অফার করে টাকা ইনকামঃ ক্রাউডফান্ডিং হল বড়সড় একটি প্রকল্প স্বরূপ, আর টিপস হল টিকটক থেকে ঝটপট টাকা ইনকামের অত্যতম সেরা হাতিয়ার। কিন্তু এই দুটি বিকল্প ছাড়াও, নিয়মিত অর্থ উপার্জনের আরেকটি দুর্দান্ত তথা সুরক্ষিত পন্থা আছে। আপনারা টিকটকে নিজেদের ভিউয়ারদের জন্য ‘ফ্যান সাবস্ক্রিপশন’ প্ল্যান চালু করতে পারেন।
৮.ব্যান্ড পার্টনারশিপঃ টিকটক থেকে টাকা আয়ের আরেকটি সেরা উপায় হল, একজন ইনফ্লুয়েন্সার হিসেবে নামিদামি ব্র্যান্ডের সাথে অংশীদারিত্ব করা। এমনটা করলে মোটা টাকা রোজগার গ্যারেন্টেড! তবে হ্যাঁ, এক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা অবশই প্রয়োজন হবে।এটি টিকটক থেকে ইনকাম করার সবচেয়ে সেরা উপায়গুলির মধ্যে একটি হলেও, ‘কানেকশন’ যার বেশি সেই এই পন্থার সদ্ব্যবহার করতে পারবেন।
টিকটক কেন টাকা দিচ্ছে
সকল টিকটক ক্রিয়েটর রা টাকা ইনকাম করেন টিকটকের ads Sponsorship থেকে তারা টাকা ইনকাম করেন। বড় বড় কোম্পানি গুলো তাদের কোম্পানির মালামাল গুলো সহজেই বিক্রয় করার জন্য Sponsorship করে এসব বড় বড় App গুলি কে। যারা টাকা দেন তাদের এই ads বা Sponsorship থেকে অনেক পরিমান কাস্টমার পান তা থেকে তারা প্রডাক্ট সহজেই বিক্রয় করতে পারেন এবং লাভবান হন।
বন্ধুরা শুধু টিকটক চ্যানেল নয় সব চ্যানেল গুলো যেমন, ফেসবুক,গুগল, অ্যাপস, বাকি সব ওয়েবসাইড এ ads থেকে টাকা ইনকাম করেন। আশা করি বন্ধুরা আপনারা এবার সহজেই বুঝতে পারলেন যে টিকটক কোম্পানি কেন টাকা দিচ্ছে। টিকটক কেন টাকা দিচ্ছে
টিকটক থেকে বেশি টাকা ইনকাম করার উপায়
টিকটক থেকে টাকা ইনকাম কম হোক বা না হোক টাকা ইনকাম করতে হলে আপনাকে কিছু নিয়ম মানতে হবে। সেটা হলো স্পন্সর। স্পন্সরের মাধ্যমে বেশী টাকা ইনকামের কোন বিকল্প আর নেই। যারা কনটেন্ট নির্মাতা আছেন তারা তাদের মধ্যে এক লক্ষ বা তার বেশি ফলোয়ার আছে তাদের কে বিভিন্ন কোম্পানি তাদের পণ্য প্রচারের জন্য বিভিন্ন স্পন্সর দিয়ে থাকে যেখান থেকে তাদের একটা মোটা টাকা ইনকাম হয়।
ন্ধুরা আপনারা যদি নতুন টিকটকার হন তাহলে এভাবেই ইনকাম করতে পারেন।আগামি দিনের সাথে তাল মিলিয়ে টিকটক কর্তপক্ষ ইউটিউব, ফেসবুকের মতো ভিডিওতে ভিউর পরে টাকা দিয়ার সিস্টেম চালু করতে পারে।
লেখকের মতামত
বন্ধুরা আমি আশা করি আমাদের এই পোষ্ট টি পড়ে আপনারা টিকটক থেকে আয় করার উপায় জেনে গেছেন এবং কত লাইকে কত টাকা আয় করা যায় এবং কতো ফলোয়ারে কত আয় হয় তা আপনারা সঠিক ধারনা পেয়ে গেছেন। বন্ধুরা এই পোষ্ট টি পড়তে পড়তে কোন ভুল পেলে ক্ষমা করে দিবেন। পোষ্টটি পড়ে ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো থাকবেন। ধন্যবাদ
আরর্টিকেল সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর জেনে নিন
টিকটক থেকে টাকা আয় করতে কত লাইক লাগে?
টিকটক থেকে টাকা আয় করতে ৫০,০০০ এর বেশী লাইক লাগে।
টাকা পেতে টিকটকে কতজন ফলোয়ার লাগবে?
টাক পেতে অন্তত 10,000 অনুসরণকারী এবং গত 30 দিনে কমপক্ষে 100,000 ভিডিও দেখা হলে, আপনার অর্থ উপার্জন শুরু করার সম্ভাবনা রয়েছে৷
Tiktok থেকে আয় করা যায়?
আবশ্যই ১০০% গ্যারান্টি সহকারে টিকটক থেকে প্রচুর টাকা আয় করা যায়।
কিভাবে ফ্রি টিকটক পাওয়া যায়?
অ্যান্ড্রয়েডে, গুগল প্লে স্টোর খুলুন। সার্চ বারে "TikTok" লিখুন। "ইনস্টল করুন" এ আলতো চাপুন ।
টিকটকে 10 মিলিয়ন ভিউ কত টাকা দেয়?
TikTok-এ 10 মিলিয়ন ভিউ সহ প্রায় $400 উপার্জন করতে পারেন।
একাধিক টিকটক অ্যাকাউন্ট থাকা কি খারাপ?
না খারাপ না। TikTok এর একটি ডিভাইস থেকে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি আছে।
msta2z.comব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url