টিকটক আইডির নাম চেঞ্জ করে কিভাবে বিস্তারিত জানুন
টিকটক আইডির নাম চেঞ্জ করে কিভাবে? এই বিষয়ে অনেক ভাই বোনদের হয়তো জানা নেই। বন্ধুরা যাদের এই বিষয়ে জানা নেই তাদের উদ্দেশে আমার এই আরর্টিকেল টি। টিকটক আইডি খুলতে হলে অবশ্যই একটি নাম দিয়ে আইডি খুলতে হবে। নাম ছারা আইডি খুলা যায় না।
আবার টিকটক আইডির নাম পরিবর্তন করা যায়। অনেক টিকটক ব্যাবহার কারি প্রফাইলে থাকা নাম পরিবর্তন করতে চান। কেউ তার ইউজার নাম ও পরিবর্তন করতে চায়। আপনি চাইলে টিকটকে থাকা ইউজার নাম এবং প্রফাইল পরিবর্তন সহজেই করতে পারবেন। এই জন্য আরর্টিকেল টি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ থাকলো। পড়তে থাকুন-
টিকটকে ফলোয়ার বাড়ানোর উপায়
টিকটকে ফলোয়ার বাড়ানোর উপায় আমাদের বিশ্বের অন্যতম শর্ট ভিডিও তৈরির প্লাটফর্ম হয়েছে tiktok. টিকটক করে সব ভিডিও ও শেয়ার করার পাশাপাশি এখান থেকে টাকা ও ইনকাম করছে ইউজাররা। ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়সে মানুষ পর্যন্ত এই টিকটক এর পিছনে ঝুঁকে পড়েছ। টিকটক অ্যাপ একটি চিনা অ্যাপস। টিকটক বিভিন্ন দেশের নিষিদ্ধ হওয়ার ফলেও tiktok এর জনপ্রিয়তা কখনো কমেনি। বর্তমানে টিকটক ব্যাবহার কারির সংখ্যা প্রায় ১০০ কোটির ও বেশি।
বন্ধুরা আমরা যারা টিকটক করি তারা অনেক কষ্ট করে tiktok ভিডিও বানায়। কিন্তু tiktok ভিডিও বানানোর পরে সেগুলো ভাইরাল হয় না বা ভাইরাল হতে সময় লাগে। তাই আমরা আজ জানব টিকটকে ফলোয়ার কিভাবে বাড়াতে হয় এবং টিকটক কিভাবে ভাইরাল করতে হয়। এমন এক সময় আসবে যখন সকলেই tiktok এর প্রতি ঝুঁকে পড়বে এটা তখন প্রতিযোগিতামূলক হয়ে দাঁড়াবে।
আমাদের অবশ্যই জানা উচিত শুধু টিকটক ভিডিও ছাড়লেই হবে না টিকটক ভিডিওে ভাইরাল করার পদ্ধতি ও জানতে হবে ও ফলোয়ার বারানোর পদ্ধতি ও জানতে হবে। tiktok এ ফলোয়ার বাড়ানোর জন্য কয়েকটি পদ্ধতি অবশ্যই অবলম্বন করতে হবে।পদ্ধতি গুলো নিচে দেওয়া হলো-
- আপনাকে অবশ্যই নতুন নতুন ভিডিও বানাতে হবে। যে ভিডিও গুলো অন্যদের থেকে আলাদা আলাদা হবে।
- আপনাকে অবশ্যই হ্যাশট্যাগ ব্যাবহার করতে হবে।
- যারা সেলিব্রেটি হয়েছে ও জনপ্রিয় জনপ্রিয় হয়েছে তাদের আইডি ফলো দিয়ে রাখবেন। সেখানকার অন্য ফলোয়াররাও আপনার আইডি সামনে দেখলে ফলো করতে পারে।
- প্রতিদিন আপনাকে নতুন নতুন কনটেন্ট আপলোড করতে হবে।
- আপনাকে অবশ্যই ভিডিও বানিয়ে সঠিক সময়ে ভিডিওটি পাবলিশ করতে হবে।
- অন্যান্য যে সকল সোশ্যাল মিডিয়া গুলো আছে সেগুলোকে অবশ্যই ফলো করতে হবে এবং কাজে লাগাতে হবে।
- tiktok এ জনপ্রিয় ব্যক্তিদের সঙ্গে ডুয়েট ভিডিও তৈরি করুন।
- ধৈর্য্য ধারণ করে ভিডিও কন্টিনিউ করুন।
- আপনার ভিডিওর কোয়ালিটি যেন সবচেয়ে বেশি ফোকাস দেয় সেদিকে লক্ষ্য রাখবেন।
- বেশি বেশি আনন্দদায়ক ও শিক্ষামূলক ভিডিও তৈরি করতে থাকুন। এবং পাবলিশ করুন।
- আপনার ভিডিওর কালার, গ্রেডিং, এবং এডিটিং, সুন্দর করুন। প্রয়োজনে ইউটিউব দেখে টিকটক ভিডিও এডিটিং শিখুন।
প্রিয় বন্ধুরা উপরোক্ত যে সকল পয়েন্ট গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম সেই সকল পয়েন্ট গুলো আপনি ফলো করতে থাকুন। দেখবেন অবশ্যই আস্তে আস্তে আপনি tiktok এ ফলোয়ার বাড়তে থাকবে। অবশ্যই যথাযথ উপায় গুলো মেনে চলবেন। আশা করি টিকটকের ফলোয়ার বাড়ানোর উপায় গুলো আপনারা বুঝতে পেরেছেন ।অবশ্যই আপনারা উপরের যথাযথা নিয়মগুলো মেনে চলবেন। এবং পোস্টটি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করবেন।টিকটকে ফলোয়ার বাড়ানোর উপায় গুলো।
টিকটক আইডির নাম চেঞ্জ করে কিভাবে
অনেক টিকটক ইউজাররা আছে যারা ভিডিও নিয়মিত পাবলিশ করেন। তবে টিকটক একাউন্টের নাম আকর্ষণীয় না হলে অপরিচিত মানুষেরা ভিডিও দেখেন না। এর ফলে ভিডিওর দর্শক সংখ্যা কমে যায়। আর তাই টিকটক এ ভিডিওর পাশাপাশি একাউন্টের নামটাও খুবই গুরুত্বপূর্ণ। টিকটকে ব্যবহারকারীর প্রোফাইলে দুই ধরনের নাম থাকে।
একটি ইউজার নেম এবং অপরটি নিক নেম। ইউজার নাম- দিয়ে অন্যরা ট্যাগ করতে ও মেনশন করতে পারেন। অপরদিকে নিক নেম- প্রোফাইলের উপরে দেখা যায়। tiktok ইউজার নেম ও নিক নেম পরিবর্তন করা যায়। টিকটক আইডির নাম চেঞ্জ করে কিভাবে তা নিচে বিস্তারিত আলোচনা করা হলো-
ইউজার নাম পরিবর্তনঃ প্রিয় বন্ধুরা প্রথমে আপনারা ইউজার নাম পরিবর্তনের বিষয়টি জেনে নিন। এইটার নাম পরিবর্তনের জন্য প্রথমে আপনাকে tiktok অ্যাপ এ প্রবেশ করতে হবে। ইউজার নাম পরিবর্তনের জন্য Edit profile অপশন থেকে একই পদ্ধতিতে ইউজার নাম নির্বাচন করলে নতুন পর্দা চালু হবে। এবার স্বতন্ত্র অক্ষরের নতুন নাম লিখে ডান পাশের ওপরে থাকা Save অপশনে ক্লিক করলেই নতুন ইউজার নাম দেখা যাবে। মনে রাখতে হবে, টিকটকে ইউজার নাম ৩০ দিনের মধ্যে পরিবর্তন করা যায় না।
নিক নেম পরিবর্তনঃ বন্ধুরা এবার আমরা নিক নেম পরিবর্তন করা শিখব। নিকনেম পরিবর্তনের জন্য প্রথমে আপনাকে টিকটক অ্যাপের প্রোফাইল অপশন থেকে এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। এরপর নেম অপশনে ট্যাপ করে নিকনেম পরিবর্তন করা যাবে। সাত দিন পর পর নিকনেম পরিবর্তন করতে পারবেন। tiktok থেকে নিকনেম ৩০ টি অক্ষরের মধ্যে লিখতে হবে।৩০ টি অক্ষরের বেশী হলে হবে না।
টিকটক আইডি কিভাবে হ্যাক করে
টিক টক বর্তমানে সংক্ষিপ্ত ভিডিও পোস্ট করার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত অনলাইন নেটওয়ার্ক হয়ে উঠেছে। ক্রমবর্ধমান লক্ষ লক্ষ ব্যবহারকারী এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছেন। বিনা মূল্যের টিকটক হ্যাক করার জন্য কোন সিমাক্ষা ছাড়াই আপনি যে একাউন্টে হ্যাক করতে আগ্রহী তার প্রোফাইল লিংক এবং একটি ইলেকট্রনিক ডিভাইস যা থেকে আপনি ইন্টারনেট এক্সেস করতে পারবেন।
আপনার বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই এটা অনেক সহজ কাজ। বিনামূল্যের জন্য এটি করার প্রক্রিয়াটি ইন্টারনেটের সম্পাদন করা খুব সহজ। আপনি কিছু বিকল্প পাবেন যা আপনাকে জরিপ ছাড়াই হ্যাক করতে চান এমন তথ্য এক্সেস করার অনুমতি দিবে । প্রভাবশালীদের চাহিদার কারণে একাউন্টে হ্যাক করা এবং অনুগামী পেতে tiktok হ্যাক করা হয়েছে এটাই প্রবণতা।
- প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য একটি ব্রাউজার প্রয়োজন। যাতে আপনি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারেন।
- তারপরে আপনাকে অ্যাপটিতে লগইন করতে হবে এবং আপনি যে একাউন্টে হ্যাক করতে চান তা অনুসন্ধান করুন। যাতে আপনি প্রোফাইল ঠিকানা পেতে পারেন।
- একটি লিংক তৈরি করা হয় যা আপনি তারপর ব্যক্তিকে জাল লগে প্রবেশ করার জন্য পাঠান ।যখন ব্যক্তিটি জাল লিংকে প্রবেশ করে তখন আপনি অ্যাক্সেস ব্যবহারকারীর পাসওয়ার্ড বা কি পেতে সক্ষম হবেন।
tiktok বিনামূল্য এবং অনলাইনে হ্যাক করা একটি পদ্ধতি যা প্রায় আধা ঘণ্টা সময় নিতে পারে। তবে সঠিক পদক্ষেপ গুলো অনুসরণ করে আপনি এটি সন্তোষজনকভাবে অর্জন করতে পারবেন। কারন এটি পাসওয়ার্ড এর প্রয়োজন ছাড়াই হ্যাক করা সম্ভব।
টিকটক অটো ফলোয়ার
বর্তমানে বহুল ব্যবহ্রত একটি শর্ট ভিডিও প্লাটফর্ম হলো টিকটক। প্রায় সকলেই বর্তমানে tiktok ব্যবহার করে এবং tiktok ভিডিও বানায় এবং বানাতে পছন্দ করে। কিন্তু tiktok এ অনেকদিন যাবত ভিডিও তৈরি করার পরেও তেমন কোনো ফলোয়ার যদি না আসে তাহলে ব্যাপারটা কিরকম হয়ে যায়। কিন্তু আমরা অনেকেই জানিনা টিকটকে অটো ফলোয়ার নেওয়া যায়ো টিকটকে অটো ফলোয়ার কিভাবে দেয়া যায় তা নিচে দেওয়া হল।
- টিকটকে অটো ফলোয়ার নেওয়ার গোপন ট্রিকস হলো ভিডিও আপলোড এর সময় ভাইরাল হ্যাশট্যাগ গুলো (#tiktokhit #Viralvideo #Foryou #bdtiktok) ব্যবহার করতে হবে।
- বন্ধুরা প্রতিদিন নতুন টপিকে এর উপর আপনাকে ভিডিও তৈরি করতে হবে এবং প্রতিদিন একই টাইমে ভিডিও গুলো পাবলিশ করতে হবে।
- টিকটকে ভিডিও বানানোর সময় অবশ্যই ক্লিয়ার ভিডিও বানানো চেষ্টা করতে হবে।
- অবশ্যই আপনাকে ভাইরাল টপিক এ ভিডিও আপলোড করতে হবে, যে সময় যে টপিকটা ভাইরাল থাকে ওই টপিকে যদি ভিডিও আপলোড করেন তখন আপনার ভিডিও ভাইরাল হবার চান্স 90% বেড়ে যায়, এবং যখন আপনার ভিডিওগুলো ভাইরাল হবে তখন আপনার একাউন্টে ফলোয়ার সংখ্যা অনেক বৃদ্ধি পাবে।
- আপনার টিকটকে অ্যাকাউন্টটি যদি একেবারেই নতুন হয় তাহলে আপনি ফলোয়িং এবং ফলোয়ার্স থাকে শুন্য। তাহলে আপনি ভিডিও দেখার সময় যখন এমন কোন ভিডিও সামনে আসবে যে ভিডিও একেবারেই ভালো হয়নি তাহলে আপনি তার প্রোফাইলে প্রবেশ করুন।
- অর্থাৎ আপনাকে এমন কারো টিকটক প্রোফাইলে প্রবেশ করতে হবে যার ভিডিওগুলো খুব বেশি ভালো হয়নি।
- তারপর প্রোফাইলে flowing এবং flowers নামে দুটি অপশন দেখতে পাবেন আপনি flowers লেখা অপশনে প্রবেশ করুন এবার আপনি দেখতে পাবেন কারা কারা আপনাকে অনুসরণ করেছে। আপনি তাদের তালিকা দেখতে পাবেন।
- আর সেই তালিকা থেকে এক এক করে সবার প্রফাইলে প্রবেশ করুন এবং যে প্রফাইলে দেখবেন Following এর চেয়ে Followers এর সংখ্যা অনেক কম আপনি কেবলমাত্র তাদেরকেই Follow করবেন। যেমন ধরুন, কারো Following হচ্ছে ২০০০, আর তার Followers হচ্ছে মাত্র ৫০০।
- এভাবে আপনি প্রতিদিন সময় করে ৫০ থেকে ৮০টির মতো একাউন্ট ফলো করবেন তাহলে দেখবেন কমপক্ষে ৪৫ থেকে ৭০ জন আপনাকে ফলো ব্যাক করেছে আপনার অ্যাকাউন্টে।
টিকটক লেখা ভিডিও কিভাবে বানাবো
যেকোনো স্মার্টফোনে লেখা বা টেক্সট ব্যবহার করে ভিডিও তৈরি করার জন্য আপনাকে একটি text slideshow maker app-এর ব্যবহার করতে হবে। এই ধরণের বেশিরভাগ অ্যাপ গুলিতে আপনারা ভিডিও এডিটিং, ছবি দিয়ে ভিডিও তৈরি, ছবির সাথে গান লাগানো ইত্যাদি নানান কাজ গুলো করে নিতে পারবেন।
- App-গুলোতে আপনারা প্লেইন বা রঙিন ব্যাকগ্রাউন্ড সেট করে বা ব্যাকগ্রউন্ডে যেকোনো ছবি সেট করে তারপর নানান সুন্দর সুন্দর ফন্ট স্টাইল এবং ফন্ট অ্যানিমেশন ব্যবহার করার মাধ্যমে টিকটক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার জন্য লেখা দিয়ে একটি আকর্ষণীয় ভিডিও বানিয়ে নিতে পারবেন। প্রথমে প্লে স্টোর থেকে কাইনমাস্টার ভিডিও এডিটর অ্যাপটি থেকে ডাউনলোড করুন। ( টিকটক লেখা ভিডিও তৈরির জন্য আরো অনেক অ্যাপ রয়েছে তবে আমাদের কাছে এই অ্যাপটি কে অনেক সহজ মনে হওয়ার ফলে এটি আপনাদের সাজেস্ট করা।)
- এরপর ওপেন করে সকল পারমিশন এলাও করুন। সেই সাথে Create Now বাটনে ক্লিক করে 9:16 টেমপ্লেট টি নির্বাচন করুন।
- এরপর টেক্সট বাটনে ক্লিক করে আপনি যে লেখার উপর টিকটক লেখা ভিডিও তৈরি করতে চান, সেই লেখাগুলো লিখুন।
- এরপর আপনার পছন্দ অনুযায়ী টেক্সট এনিমেশন বা টেমপ্লেটের জায়গায় ছবি ব্যবহার করুন। পাশাপাশি চাইলে মিউজিক সহ ভয়েস ওভার ও যুক্ত করতে পারেন।
- সম্পূর্ণভাবে ভিডিও এডিট করার পর এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটি গ্যালারিতে সেভ করুন।
- টিকটক লেখা ভিডিও বানাতে হলে প্রথমে আপনাকে ভিডিও এডিটিং হতে হবে।
কিভাবে টিকটক আইডি খুলতে হয়
- প্রথমে আপনি প্লে স্টোর টিকটক অ্যাপস ডাউনলোড করুন।
- টিক টক অ্যাপস এ প্রবেশ করুন তারপর এগ্রি এন্ড কন্টিনিউ এর চাপ দেন।
- Choose your interested এর জায়গায় skip চাপুন তারপর আবার skip চাপুন।
- Start washing এ ৭ দিন পরে অ্যাপসটি চালু হয়ে যাবে।
- তারপরে প্রোফাইলে ঢুকুন।
- Use phone or email চাপ দিন তারপর দেখবেন
- আপনার জন্ম তারিখ দিতে বলবে সেখানে আপনার জন্ম তারিখ দিবেন। মনে রাখবেন আপনার জন্ম তারিখ যেন ১৬ বছর থেকে বা তার উপরে দিতে হবে অন্যথায় আপনি tiktok আইডি খুলতে পারবেন না। আপনার জন্ম তারিখ দেয়ার পর Next লেখাটিতে গোলাপি রঙের আবরণ আসবে তারপর আবার Next দিন।
- আপনার টিকটক আইডি কি মোবাইল নাম্বার দিয়ে খুলতে চান, নাকি ইমেইল দিয়ে খুলতে চান, সেটা আপনার বিষয়। কিন্তু মেইল বা নাম্বার যেটা দিয়ে খোলেন না কেন সকল প্রসেস একই। নাম্বার বা ইমেইল দিলে দেখবেন তার একটু নিচে send code
- গোলাপি রং ধারণ করবে।
- Password দিন আর password এ ৮ টি নাম্বার দিন একটি ইংরেজি বড় হাতের অক্ষর দিন আরেকটা ছোট হাতের আরেকটা সিম্পল যেমন, হ্যাশ চিহ্ন বা অন্য যেকোনো চিহ্ন দিতে পারেন পাসওয়ার্ডটা যেন কঠিন হয়। কঠিন না হলে যে কেউ হ্যাক করে ফেলতে পারে।
- তারপরে দিবেন যে কোন একটি সুন্দর দেখে টিকটক আইডির নাম। উপরের নিয়ম অনুযায়ী আপনার আইডিটি প্র দেখাবে না। আর এই ইউজার নাম এর মাধ্যমে কিন্তু টিকটক সার্চ দিলে আপনার আইডি সহজে যে কেউ খুঁজে পাবে। তাই ইউজার নাম খুবই গুরুত্বপূর্ণ।
- এরপরে টিকটক কোম্পানি আপনাকে একটা কোড দিবে। আপনি যেই নাম্বার টিকটক কোম্পানি দিবেন ঠিক সেই নাম্বার টি ৬ বা ৮ ডিজিটের একটা কোড। তাছাড়া এই কোডটি অটোমেটিক মোবাইল দেখে দেয়া হয় যদি না দেই তাহলে আপনি নিজে কপি করে পোস্ট করে দিবেন ।
- এর পরে টিকটক আইডি ভেরিফাই হয়ে যাবে। যার মাধ্যমে আপনি টিকটক আইডি খুলে ফেললেন।
টিকটক আইডি ডিলিট করার নিয়ম
টিকটক আইডি ডিলিট করার নিয়ম সুন্দর করে নিচে দেওয়া হলো। নিম্নোক্ত উপায়ে আপনি টিকটক আইডি ডিলিট করতে পারবেন।
- প্রথম এ অ্যাপটা ওপেন করুন। নিচে ডানের দিকে প্রোফাইল অপশনে ক্লিক করুন। প্রথম স্ক্রিনশট
- সেটিং এন্ড প্রাইভেসি তে ক্লিক করুন
- ম্যানেজ অ্যাকাউন্টে এ ক্লিক করুন।
- এবার নিচের দিকে দেখেন ডিলিট অপশন আছে। ঐটাই ক্লিক করুন।
- অ্যাকাউন্ট ডিলিট করার আগে ডেটা ডাউনলোড করারও সুযোগ দেওয়া হবে। চাইলে আপনি ডেটা ডাউনলোড করে রাখতে পারেন। এরপরই acknowledgment বাটনে ট্যাপ করে অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন।
- অ্যাকাউন্ট ডিলিট করার পর চাইলে ৩০ দিনের মধ্যে তা আবার ফিরিয়ে আনতে পারবেন। কিন্তু ৩০ দিনের মধ্যে না ফিরিয়ে আনলে তা সম্পূর্ণ রূপে ডিলিট করে ফেলতে অ্যাপ কর্তৃপক্ষ। তখন চাইলেও আর অ্যাকাউন্ট ফেরাতে পারবেন না।
- ডিলিট করা অ্যাকাউন্ট ফেরানোর জন্য “Reactivate” বাটনে ক্লিক করে cancel the deletion process ট্যাপ করুন।
- এবার কেন টিকটক ছেড়ে চলে যেতে চান সেটা উল্লেখ করুন।না করলেও সমস্যা নেই।স্কিপ করুন।এর পরের এগ্রি অপশনে ক্লিক করে ডিলিট করে দিন।
লেখকের মন্তব্য
প্রিয় বন্ধুরা আপনাদের জন্য আমার এই পোষ্টটি। আমার পোষ্টটি পড়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর পোষ্টের মধ্যে কোন ভুল থাকলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ভালো থাকবেন ধন্যবাদ।
টিকটক সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর জেনে নিন
টিকটক ব্যবহার করতে আপনার কি 18 বছর হতে হবে?
TikTok এর নিয়ম অনুসারে, ব্যবহারকারীদের অবশ্যই 18 বছর হতে হবে
পুরনো টিকটক কিভাবে ডিলিট করব?
TikTok অ্যাপটি খুলুন এবং প্রোফাইল বোতাম > মেনু বোতাম > সেটিংস এবং গোপনীয়তা > অ্যাকাউন্ট > অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা মুছুন > স্থায়ীভাবে অ্যাকাউন্ট মুছুন-এ আলতো চাপুন।
Tiktok কালার কি?
TikTok রঙের প্যালেটটি গোলাপী, অ্যাকুয়া এবং কালো নিয়ে গঠিত।
ডিলিট হওয়া টিকটক কিভাবে পুনরুদ্ধার করব?
ফোল্ডারটি অ্যাক্সেস করুন এবং পছন্দসই ভিডিওটি নির্বাচন করুন ৷
টিকটক অ্যাকাউন্ট ডিলিট হলে কিভাবে বুঝবেন?
যদি তাদের অ্যাকাউন্ট মুছে ফেলা হয় বা নিষ্ক্রিয় করা হয়, আপনি তাদের প্রোফাইল ছবি এবং ব্যবহারকারীর নাম ফাঁকা দেখতে পাবেন, তবে আপনার সমস্ত বার্তা এখনও সেখানে রয়েছে ।
টিকটকে 1000 কয়েন কত?
একটি TikTok কয়েনের বর্তমান মূল্য হল 1.3 সেন্ট, এবং 1,000 টিকটক কয়েনের মূল্য $13.5 , যা পরিবর্তন সাপেক্ষে।
টিকটকে 1000 ভিউ কি ভালো?
1000-3000 ভিউ সহ ভিডিওগুলি নির্দেশ করে যে আপনার একটি মধ্য-স্তরের অ্যাকাউন্ট রয়েছে ৷
msta2z.comব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url