ঔষধ কোম্পানিতে ডেলিভারি ম্যান চাকরি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
ঔষধ কোম্পানিতে ডেলিভারি ম্যান চাকরি। প্রিয় পাঠক আপনি কি চাকরি খুঁজছেন, তাহলে আমাদের পোষ্ট টা ভালো করে পড়তে থাকুন তাহলে কোন না কোন চাকরির সন্ধান পেয়ে যাবেন। বর্তমান যুগে চাকরি খুব মূল্যবান সম্পদ। সহজে কোন চাকরি হতে চাচ্ছে না। কিন্তু আমাদের পোষ্টে যে চাকরির খবর গুলো খবর গুলো লেখা হয় সেখান থেকে আপনি চেষ্টা করলে কোন একটি চাকরি পেয়ে যাবেন। নতুন নতুন চাকরির খবর পেতে আমাদের পোষ্ট নিয়মিত ভিজিট করুন।
ঔষধ কোম্পানিতে ডেলিভারি ম্যান চাকরি। বর্তমান বাংলাদেশে প্রায় ২৫৭ টি ঔষধ কোম্পানি আছে। সেই ঔষধ কোম্পানি গুলো প্রায় প্রতিমাসে বা ২-৩ মাস পর পর চাকরির নিয়োগ দিয়ে থাকেন। আপনাদের জন্য আমরা আজ ঔষধ কোম্পানিতে ডেলিভারি ম্যান চাকরির খবর জানানোর চেষ্টা করবো। তার সাথে আরো কোন কোন কোম্পানিতে ডেলিভারি ম্যান নিয়োগ করবে সে বিষয়ে ও বিস্তারিত জানাবো আমরা আজকের পোষ্টে।
পেজ সূচিপত্রঃ ঔষধ কোম্পানিতে ডেলিভারি ম্যান চাকরি
ভৃমিকা
আজকের পোষ্টে শুধু ঔষধ কোম্পানিতে ডেলিভারি ম্যান চাকরির খবরি জানাবো না তার সাথে অন্যান্য যে কোম্পানী গুলো তে ডেলিভারি ম্যান লাগবে সে বিষয়ে জানাবো। এবং চাকরির অবস্থান কোথায়, চাকরির বেতন কত, চাকরির করতে কি যোগ্যতা লাগবে সে বিষয়ে আমরা বিস্তারিত জানাবো আজকের এই পোষ্টে। আপনারা যদি ২০২৪ সালে কোন ডেলিভারি ম্যানের চাকরি করতে চান তাহলে আমাদের পোষ্ট খানা শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন।
প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা আমাদের এই পোষ্ট খানা পড়ে চাকরির আবেদন করতে চাচ্ছেন বা চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই ওয়েবসাইডের মালিকের কাছে ফোন না দিয়ে প্রত্যেকটা নিয়োগের নিচে ফোন নাম্বার দিয়া থাকবে সেই নাম্বারে ফোন দিয়ে সকল বিষয়ে বিস্তারিত জেনে নিবেন। তার পর চাকরির জন্য আবেদন করবেন। আর অবশ্যই এসব চাকরির জন্য কোন প্রকার টাকার লেনদেন করবেন না দয়া করে। টাকা লেনদেন করলে এতে ওয়েবসাইডের মালিক দায়ি থাকবে না।
ঔষধ কোম্পানিতে ডেলিভারি ম্যান চাকরি
ঔষধ কোম্পানিতে ডেলিভারি ম্যান চাকরি ২০২৪ সালে আমরা এক খবর নিয়ে হাজির হলাম সকল চাকরি প্রয়োজন ভাই ও বোনদের মাঝে। যারা ঔষধ কোম্পানীতে ডেলিভারি ম্যান পদে চাকরি করতে আগ্রহী তারা অবশ্য আমাদের পোষ্ট ভালো করে পড়ে আবেদন করার চেষ্টা করবেন। ঔষধ কোম্পনীতে ডেলিভারি ম্যান পদে চাকরির জন্য সৎ ও পরিশ্রমীদের জব দেওয়া হবে। আপনার যারা আগ্রহী তারা নিম্নের নম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারবেন।
- প্রতিষ্ঠানের নামঃ রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড
- পদ সংখ্যাঃ নির্ধারিত নয়।
- শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি স্তর পর্যন্ত ।
- চাকরির ধরনঃ ফুল টাইম।
- প্রার্থীর ধরনঃ আগ্রহী নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
- প্রার্থীর বয়সঃ ২৫-৩০ বছরের মধ্যে হতে হবে।
- কাজের জায়গাঃ দেশের যে কোন জায়গায় হতে পারে।
- বেতনঃ আলোচনা সাপেক্ষে।
- অভিজ্ঞতাঃ ৩ বছর থাকতে হবে।
- অন্যান্য সুবিধাঃ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবধা দেওয়া হবে।
প্রিয় ভাই ও বোনেরা আপনারা যদি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে চান তাহলে আগ্রহী প্রর্থীগন আপনাদের জীবন বৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, সকল শিক্ষগত যোগ্যতার ফটোকপি এবং নিজের হাতের লেখা আবেদন পত্র নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সরাসরি সাক্ষাৎ করার জন্য অনুরোধ করা হলো। সাক্ষাৎ এর সময়, ৬,৭ এবং ৮ মে ২০২৪ তারিখ সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত।
রাজারবাগে জয়েন করুন ডেলিভারি ম্যান হিসাবে
রাজারবাগে জয়েন করুন ডেলিভারি ম্যান হিসাবে। আপনি কি কোন কোম্পানীতে ডেলিভারি ম্যানের চাকরি করতে চাচ্ছেন তাহলে আমাদের এই পোষ্ট পড়ুন এবং জানুন তাহলে আপনি বিভিন্ন কোম্পানীর ডেলিভারি ম্যান পদে চাকরির খবর পাবেন সহজেই। আর আপনি চাকরি করতে চাইলে রাজারবাগে আর্কষনীয় বেতনে ডেলিভারি ম্যান পদে চাকরি করতে পারবেন। আগ্রহী প্রার্থী গন আবেদন করতে পারবেন।
- চাকরির অবস্থানঃ মালিবাগ
- নিয়োগকারীঃ chaldal Ltd
- চাকরির ধরনঃ ফুল টাইম।
- মাসিক বেতনঃ ১২,০০০ থেকে ১৫,০০০
- নিজস্ব বাইক থাকলেঃ ১৭,০০০ টাকা বেতন দেওয়া হবে।
- প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাঃ প্রাইমারি স্কুল/ পিএসসি হলেই হবে।
- চাকরির প্রয়োজনীয় অভিজ্ঞতাঃ লাগবে না।
- আবেদনের সময়সীমাঃ 30-05-2024
- নিয়োগকারীর মোবাইল নাম্বারঃ 01401153402
চাকরির অন্যান্য সুবিধা সমূহ গুলোঃ
- ছয় মাস পর পর বেতন বাড়বে।
- বছরে দুই ঈদে উৎসব ভাতা দেওয়া হবে ।
- ৬ মাস পর থেকে বছরে ১৪ দিন অসুস্থতা জনিত ছুটি দেওয়া হবে।
- ৬ মাস পর থেকে বছরে ১১ দিন উৎসব ছুটি দেয়া হবে।
- ৬মাস পর থেকে বছরে ১২ দিন বেতনভোগী ছুটি দেয়া হবে।
- ৬মাস পর থেকে বছরে দশ দিন নৈমিত্তিক ছুটি দেয়া হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহঃ
- পাসপোর্ট সাইজের ৫ কপি ছবি।
- জন্ম নিবন্ধন ২৪ বছর পর্যন্ত।
- এক কপি বায়োডাটা।
- নাগরিক সনদপত্র (শুধুমাত্র জন্ম নিবন্ধন সাবমিট করলে)
- একজন নমুনীর জাতীয় পরিচয় পত্র লাগবে।
আবেদন করার আগে অবশ্যই আপনাকে উপরের মোবাইল নাম্বারে যোগাযোগ করে চাকরি ও কোম্পানী বিষয়ে সকল কিছু বিস্তারিত জেনে আবেদন করবেন। আগ্রহী প্রার্থীগন অবশ্যই আবেদন করতে পারবেন। আর এই চাকরির জন্য কোন ধরনের জামানতের প্রয়োজন নেই। কারো কথায় কোন জামানত বা টাকা পয়সা লেনদেন করবেন না। রাজারবাগে জয়েন করুন ডেলিভারি ম্যান হিসাবে।
বরিশালে ডেলিভারি ম্যান নিয়োগ
বরিশালে ডেলিভারি ম্যান নিয়োগ করা হবে। আজকের পোষ্টে আমরা বরিশালে ডেলিভারি ম্যান নিয়োগের খবর তুলে ধরবো আপনাদের মাঝে। বাইসাইকেল এবং স্মার্টফোন থাকলে যোগাযোগ করুন । বরিশাল সিটির ভিতরে কিছু হোম ডেলিভারি ম্যান দরকার। ৯০০০ টাকা থেকে সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত ইনকামের সুযোগ আছে। অফিসের ঠিকানা- হযরত কালুশা সড়ক সালেহা মঞ্জিললের পাশে। বিস্তারিত জানতে নিচে পড়ুন-
- চাকরির অবস্থানঃ সদর রোড।
- নিয়োগকারীঃ Awesome Services
- রোলঃ ফুড ডেলিভারি রাইডার।
- চাকরির ধরনঃ পার্ট টাইম।
- মাসিক বেতনঃ ৯,০০০ - ২০,০০০ পর্যন্ত। কমিশন ভিত্তিক করতে পারবেন।
- শিক্ষাগত যোগ্যতাঃ এস এসসি/ও লেভেল।
- প্রয়োজনীয় অভিজ্ঞতাঃ ১ বছর।
- আবেদনের সময়সীমাঃ 25-05-2024
- নিয়োগকারীর মোবাইল নাম্বারঃ 01913867371
- অফিসের ঠিকানাঃ হযরত কালুশা সড়ক সালেহা মঞ্জিললের পাশে।
প্রিয় ভাই ও বোনেরা চাকরি করার আগে অবশ্যই উরোক্ত নাম্বারে ফোন দিয়ে চাকরি এবং কোম্পানি সম্পর্কে ভালো করে জেনে নিবেন। আর এই চাকরির জন্য কোন প্রকার জামানত নেওয়া হবে না। তাছারাও কোন প্রকার টাকা পয়সার লেনদেন করবেন না। আগ্রহী প্রর্থীগন অবশ্যই আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য উপরোক্ত নাম্বারে ফোন দিয়ে আবেদনের বিষয়ে জেনে নিন।
নিউমার্কেট হাজারীবাগ এলিফ্যান্ট রোড আর্জেন্ট ডেলিভারি ম্যান আবশ্যক
নিউমার্কেট হাজারীবাগ এলিফ্যান্ট রোড আর্জেন্ট ডেলিভারি ম্যান আবশ্যক। কেউ যদি নিউ মার্কেট হাজারীবাগ এলিফ্যান্ট রোড ডেলিভারি ম্যান পদে চাকরি করতে চান তাহলে অবশ্যই আবেদন করতে পারবেন। নিউ মার্কেট হাজারীবাগ এলিফ্যান্ট রোড ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে ডেলিভারি ম্যান অবশ্যক। অফিসের ঠিকানা- বোর্ড অফিস,বকসি বাজার।কাজের এরিয়া- পুরাতন ঢাকা,নীল ক্ষেত, নিউমার্কেট, লালবাগ, আজিমপুর, শাহবাগ, এর আশে পাশে।চাকরির বিস্তারিত জানুন-
- চাকরির অবস্থানঃ লালবাগ।
- নিয়োগ করিঃ basok courier limited
- রুলঃ কুরিয়ার ডেলিভারি রাইডার
- চাকরির ধরনঃ ফুল টাইম
- মাসিক বেতনঃ ১৬ হাজার থেকে ১৮ হাজার পর্যন্ত
- প্রয়োজনীয় অভিজ্ঞতাঃ ১ বৎসর
- শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/ ও লেভেল
- আবেদনের তারিখঃ ২০২৪-০৫-৩১
- নিয়োগ কারীর মোবাইল নাম্বারঃ ০১৭১১৪৪৪৯৬৫ - ০১৬২১৩৯০৭৩৬
- অফিসের ঠিকানাঃ বোর্ড অফিস,বকসি বাজার
কাজের বিবরণঃ
- হাফ থেকে নির্দিষ্ট এরিয়াতে ডেলিভারি কাজ করতে হবে।
- হাফ ম্যানেজার থেকে পার্সেল বুঝে নিয়ে ডেলিভারি করতে হবে।
- প্রতিটি পার্সেল কাস্টমারকে কল দিয়ে ঠিকানায় পৌছিয়ে দিতে হবে বা যেতে হবে।
- পার্সেল এ কোন সমস্যা হলে মার্চেন্ট এবং হাফ ম্যানেজারকে তৎক্ষণিক জানাতে হবে।
- ক্যান্সেল হলে অবশ্যই মার্চেন্ট কে জানিয়ে ক্যান্সেল করতে হবে।
- রাইডারকে অবশ্যই হাজারীবাগ, লালবাগ, আজিমপুর, পুরান ঢাকা, এরিয়ার তে কাজ করতে হবে। নিউমার্কেট হাজারীবাগ এলিফ্যান্ট রোড আর্জেন্ট ডেলিভারি ম্যান আবশ্যক।
প্রয়োজনীয় কাগজপত্রঃ
- একটা সিভি এবং ভোটার আইডি কার্ড।
- নিজস্ব সাইকেল বা বাইক থাকতে হবে।
- একজন লোকাল অভিভাবককে জামিনদার হতে হবে।
- বেতন কমিশন ভিত্তিক ২৫ টাকা করে। মাসে ১৬০০০ থেকে ১৮ হাজার পর্যন্ত। অন্যান্য সুযোগ সুবিধা আলোচনা সাপেক্ষে। যোগাযোগ- বাসা নম্বর ২২, খাজে দেওয়ান দ্বিতীয় লেন, পঞ্চায়েত এর সামনে, বকশিবাজার, লালবাগ ১ । নিউমার্কেট হাজারীবাগ এলিফ্যান্ট রোড আর্জেন্ট ডেলিভারি ম্যান আবশ্যক।
প্রিয় ভাই ও বোনেরা চাকরি করার আগে অবশ্যই উরোক্ত নাম্বারে ফোন দিয়ে চাকরি এবং কোম্পানি সম্পর্কে ভালো করে জেনে নিবেন। আর এই চাকরির জন্য কোন প্রকার জামানত নেওয়া হবে না। তাছারাও কোন প্রকার টাকা পয়সার লেনদেন করবেন না। আগ্রহী প্রর্থীগন অবশ্যই আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য উপরোক্ত নাম্বারে ফোন দিয়ে আবেদনের বিষয়ে জেনে নিন।
মনসুরাবাদে আকর্ষনীয় বেতনে জয়েন করুন ডেলিভারি ম্যান হিসাবে
মনসুরাবাদে আকর্ষনীয় বেতনে জয়েন করুন ডেলিভারি ম্যান হিসাবে। সকাল ৭ঃ০৯ঃ০০ টায় এবং ১০: ৪৫থেকে শিফট। ১২ ঘন্টা ডিউটি। তিনদিন পরপর একদিন মাসে ৮ দিন ছুটি। সাইকেলিস্ট হিসেবে গড়ে দৈনিক মাত্র ১০ থেকে ১৫ কিলোমিটার রাইড। বাইকার হিসেবে ৩০ থেকে ৩৫ কিলোমিটার রাইড। মাসিক মোবাইল বিল প্রদান করা হবে। ঢাকার বাইরে থেকে আসলে অফিসের আশেপাশে অন্যান্য ডেলিভারি ম্যান এর সাথে থাকা খাওয়া ব্যবস্থা আছে।
- চাকরির অবস্থানঃ আগ্রাবাদ।
- নিয়োগ করিঃ Chaldal Ltd
- রুলঃ গ্রেসারি ডেলিভারি রাইডার
- চাকরির ধরনঃ ফুল টাইম
- মাসিক বেতনঃ ১২,০০০ থেকে ১৫,০০০ টাকা।
- প্রয়োজনীয় অভিজ্ঞতাঃ লাগবে না।
- শিক্ষাগত যোগ্যতাঃ প্রাইমারি স্কুল/ পিএসসি।
- আবেদনের তারিখঃ ২০২৪-০৫-৩0
- নিয়োগ কারীর মোবাইল নাম্বারঃ 01401153402
- অফিসের ঠিকানাঃ বোর্ড অফিস,বকসি বাজার
অন্যান্য সুবিধা গুলোঃ
- ৬ মাস পর বেতন বৃদ্ধি পাবে।
- বছরে দুইবার উৎসব ভাতা প্রদান করা হবে।
- ৬ মাস পর থেকে বছরে ১৪ দিন অসুস্থতা জনিত ছুটি দেয়া হবে।
- ছয় মাস পর থেকে বছরে ১১ দিন উৎসব ছুটি দেয়া হয়।
- ৬ মাস পর থেকে বছরে ১২ দিন বেতনভোগী ছুটি দেয়া হয়।
প্রয়োজনীয় কাগজপত্র সমূহঃ
- পাসপোর্ট সাইজের পাঁচ কপি ছবি।
- জন্ম নিবন্ধন (২৪ বছর পর্যন্ত)
- এক কপি বায়োডাটা
- নাগরিক সনদপত্র (শুধুমাত্র জন্ম নিবন্ধন সাবমিট করলেই হবে)
- একজন নমিনির জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
প্রিয় ভাই ও বোনেরা চাকরি করার আগে অবশ্যই উরোক্ত নাম্বারে ফোন দিয়ে চাকরি এবং কোম্পানি সম্পর্কে ভালো করে জেনে নিবেন। আর এই চাকরির জন্য কোন প্রকার জামানত নেওয়া হবে না। তাছারাও কোন প্রকার টাকা পয়সার লেনদেন করবেন না। আগ্রহী প্রর্থীগন অবশ্যই আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য উপরোক্ত নাম্বারে ফোন দিয়ে আবেদনের বিষয়ে জেনে নিন।
পুরান ঢাকা লালবাগ আজিমপুর এরিয়াতে ডেলিভারি ম্যান অবশ্যক
পুরান ঢাকা লালবাগ আজিমপুর এরিয়াতে ডেলিভারি ম্যান অবশ্যক। পুরান ঢাকা, লালবাগ, নীলক্ষেত, শাহবাগ, আজিমপুর, কামরাঙ্গিরচর এরিয়াতে ডেলিভারি ম্যান অবশ্যক। অফিসের ঠিকানা- বোর্ড অফিস বকশি বাজার। কাজের এরিয়া- পুরানা ঢাকা, নীলক্ষেত, নিউমার্কেট, লালবাগ, আজিমপুর, শাহবাগ, কামরাঙ্গীরচর এবং আশেপাশের এলাকা।পুরান ঢাকা লালবাগ আজিমপুর এরিয়াতে ডেলিভারি ম্যান অবশ্যক। বিস্তারিত জানতে নিচে পড়ুন-
- চাকরির অবস্থানঃ মিরপুর
- নিয়োগ ক্যারিঃ basok courier limited
- রুলঃ কুরিয়ার ডেলিভারি রাইডার।
- জবের ধরনঃ ফুলটাইম
- মাসিক বেতনঃ ১৮০০০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত
- প্রয়োজনীয় অভিজ্ঞতাঃ এসএসসি / ও লেভেল
- প্রয়োজনীয় অভিজ্ঞতাঃ এক বছর
- আবেদনের সময়সীমাঃ ২০২৪-০৫-৩১
- নিয়োগ কারীর মোবাইল নম্বরঃ ০১৭১১৪৪৪৯৬৫
- অফিসের ঠিকানা- বোর্ড অফিস বকশি বাজার।
প্রয়োজনীয় কাগজপত্রঃ
- একটি সিভি এবং ভোটার আইডি কার্ড।
- নিজস্ব সাইকেল অথবা বাইক থাকতে হবে।
- একজন লোকাল অভিভাবককে জামিনদার হতে হবে।
- বেতন কমিশন ভিত্তি ২৫ টাকা করে মাসে ১৮ হাজার থেকে ২০ হাজার টাকা অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।
- যোগাযোগঃ ইত্তেফাক মোড় মতিঝিল, বড় অফিস বকশিবাজার পঞ্চায়েত এর আশেপাশে অফিস থেকে।
প্রিয় ভাই ও বোনেরা চাকরি করার আগে অবশ্যই উরোক্ত নাম্বারে ফোন দিয়ে চাকরি এবং কোম্পানি সম্পর্কে ভালো করে জেনে নিবেন। আর এই চাকরির জন্য কোন প্রকার জামানত নেওয়া হবে না। তাছারাও কোন প্রকার টাকা পয়সার লেনদেন করবেন না। আগ্রহী প্রর্থীগন অবশ্যই আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য উপরোক্ত নাম্বারে ফোন দিয়ে আবেদনের বিষয়ে জেনে নিন।
কুরিয়ার ডেলিভারি রাইডার অবশ্যক- নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
কুরিয়ার ডেলিভারি রাইডার অবশ্যক। জরুরী ভিত্তিতে বাইক এবং সাইকেল ডেলিভারি রাইডার প্রয়োজন। কোম্পানির নাম- taratari express. কাজের ধরন- পার্সেল ডেলিভারি। জব লোকেশন- খুলনা। পদের নাম- ডেলিভারি রাইডার। নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে। নিজস্ব সাইকেল থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা থাকলে প্রধান্য পাবে। বাংলায় এবং ইংরেজি পড়তে জানতে হবে। আরো বিস্তারিত জানুন-
- চাকরির অবস্থানঃ খুলনা সদর।
- নিয়োগকারীঃ taratari express.
- রোলঃ কুরিয়ার ডেলিভারি রাইডার
- চাকরির ধরনঃ ফুল টাইম
- মাসিক বেতনঃ ৯,০০০ থেকে ১০,০০০ টাকা।
- শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি
- অভিজ্ঞতাঃ লাগবে না।
- আবেদনের তারিখঃ 26-05-2024
- নিয়োগকারীর মোবাইল নাম্বারঃ 01929521859-01309663889-01329684525
- বাসা খুলনা সদরে হতে হবে।
- বিভিন্ন ঠিকানায় পার্সেল ডেলিভারি করতে হবে।
প্রিয় ভাই ও বোনেরা চাকরি করার আগে অবশ্যই উরোক্ত নাম্বারে ফোন দিয়ে চাকরি এবং কোম্পানি সম্পর্কে ভালো করে জেনে নিবেন। আর এই চাকরির জন্য কোন প্রকার জামানত নেওয়া হবে না। তাছারাও কোন প্রকার টাকা পয়সার লেনদেন করবেন না। আগ্রহী প্রর্থীগন অবশ্যই আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য উপরোক্ত নাম্বারে ফোন দিয়ে আবেদনের বিষয়ে জেনে নিন।
মিরপুরে ডেলিভারি ম্যান অবশ্যক-নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
মিরপুরে ডেলিভারি ম্যান অবশ্যক। আগ্রহী প্রার্থীগণ ২০২৪ সালে মে মাসে আবেদন করতে পারেন এবং নিম্নোক্ত মোবাইল নাম্বারে ফোন দিয়ে চাকরি এবং কোম্পানির বিষয়ে জেনে নিয়ে আবেদন করতে পারেন। মিরপুর ডেলিভারি ম্যান অবশ্যক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হলো-
- চাকরির অবস্থানঃ মিরপুর
- নিয়োগকারীঃ গ্রীন ফুড
- রোলঃ grocery delivery Rider
- চাকরির ধরনঃ ফুল টাইম
- মাসিক বেতনঃ ১০ হাজার থেকে ১২ হাজার টাকা।
- প্রয়োজনীয় যোগ্যতাঃ এসএসসি/ ও লেভেল।
- প্রয়োজনীয় অভিজ্ঞতাঃ ১ বছর
- আবেদনের তারিখঃ 05-05-2024
- নিয়োগ কারীর মোবাইল নম্বর ০১৩০৩১৩২৮১- ০১৮১৫২৭৩৯১৯
মিরপুর ডেলিভারি ম্যান চাকরিতে যে সকল সুবিধা পাওয়া যাবেঃ
- নির্ধারিত বেতনের সাথে ডেলিভারি বোনাস।
- মোটরসাইকেল কোম্পানি থেকে দেওয়া হবে।
- মোটরসাইকেলের সমস্ত খরচ কোম্পানির।
- ডিউটির সময় সকাল ১০ থেকে ১২ ঘন্টা পর্যন্ত।
- সপ্তাহে একদিন ছুটি থাকবে।
- ছুটির দিন কাজ করলে ওটি দেওয়া হবে।
- মাসে মোবাইল বিল প্রদান করা হবে।
- ডেলিভারি না থাকলেও নির্ধারিত বেতন পাবেন।
- লাঞ্চ ও নামাজের টাইম দেয়া হবে।
- অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে।
- মোটরসাইকেল চালাতে পারেন এমন প্রার্থী আবেদন করতে পারবেন।
- নির্ধারিত ডেলিভারির জন্য বোনাস দেওয়া হয়।
অন্যান্য সুবিধা গুলোঃ
- ছয় মাস পরে বেতন বাড়তে থাকবে।
- বছরে দুইবার উৎসব ভাতা।
- দুই ঈদের ছুটি সুবিধা।
প্রয়োজনীয় কাগজপত্রঃ
- দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
- এন আইডি কার্ডের ফটোকপি।
- নমিনির জাতীয় পরিচয় পত্র।
- বায়োডাটা এক কপি।
প্রিয় ভাই ও বোনেরা চাকরি করার আগে অবশ্যই উরোক্ত নাম্বারে ফোন দিয়ে চাকরি এবং কোম্পানি সম্পর্কে ভালো করে জেনে নিবেন। আর এই চাকরির জন্য কোন প্রকার জামানত নেওয়া হবে না। তাছারাও কোন প্রকার টাকা পয়সার লেনদেন করবেন না। আগ্রহী প্রর্থীগন অবশ্যই আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য উপরোক্ত নাম্বারে ফোন দিয়ে আবেদনের বিষয়ে জেনে নিন।
লেখকের শেষ কথাঃ ঔষধ কোম্পানিতে ডেলিভারি ম্যান চাকরি
বর্তমান যুগে চাকরির প্রচুর অভাব। সকল শিক্ষিত মানুষ চাকরি করতে চায়। আসলে সরকার সকলকে চাকরি দিতে পারবে না। চাকরির নামে অনেকেই প্রতরনার শিকার হচ্ছে। চাকরি নিতে যায়ে কত মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা আপনাদের উদ্দেশে বলছি, উপরের যে চাকরির নিয়োগ দেওয়া আছে সেগুলো চাকরির আবেদন করার আগে নিয়োগে দিয়া নাম্বার গুলোতে আগে ফোন দিয়ে কোম্পানীর সমস্ত বিষয়ে জানবেন। জানার পর আবেদন করবেন। কোন সমস্যা হবে না।
আর অবশ্যই এই সব চাকরির জন্য কোন টাকা পয়সা লেনদেন করবেন না। নিজে সর্তক থাকুন এবং অন্যদের কে সর্তক করুন। আমাদের পোষ্ট খানা ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে সেয়ার করবেন। আর পোষ্টের মধ্যে কোন ভুল থাকলে ক্ষমা করে দিবেন। আপনারা চাকরি ছারাও ঘরে বসে কিছু অ্যাপস থেকে মাসে ১৫.০০০ থেকে ২০,০০০ টাকা ইনকাম করতে পারবেন। ঘরে বসে কিভাবে ইনকাম করবেন সে বিষয়ে জানতে ভিজিট করুন msta2z.com ওয়েবসাইড। সকলেই ভালো থাকবেন।ধন্যবাদ।
msta2z.comব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url