২২ ক্যারেট রুপা চেনার উপায়- চান্দি রুপার ভরি কত?
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। নিশ্চয় আল্লহর রহমতে সকলেই ভালোই আছেন। আজ আমরা এই পোষ্টে ২২ ক্যারেট রুপা চেনার উপায় ও চান্দি রুপার ভরি কত এবং রুপার ক্যারেট চেনার উপায় নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। অগেকার দিনে চান্দি রুপা বিক্রি হয়েছে কোন হলমার্ক ছারাই। কিন্তু বর্তমান সময়ে চাদি ও রুপা ক্যারেট হিসাবে বিক্রি হচ্ছে। ২২ ক্যারেট রুপা চেনার উপায় জানতে হলে আরর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।
২২ ক্যারেট রুপা চেনার উপায় এবং চান্দি রুপার ভরি। রুপার বাজারে রুপা কিনতে গিয়ে আগেকার দিনে যাচাই বাছাই করা যেত না কিন্তু এখন বর্তমানে সোনার সঙ্গে মিল রেখে রুপার ও ১৮,২১, ও ২২, ক্যারেটের হলমার্কিং করা হয়েছে রুপার গহনাতে। আর রুপা কিনতে গিয়ে কেও ঠকবে না। কিন্তু রুপা কিনার আগে রুপার ক্যারেট গুলো চিনতে হবে এবং হলমার্কিং গুলো ভালো করে চিনতে হবে। চলুন জেনে নেওয়া যাক ২২ ক্যারেট রুপা চেনার উপায় কি।
চান্দি রুপার ভরি কত?
চান্দি রুপার ভরি কত? চান্দি রুপা এবং সোনা প্রতিনিয়তই দাম বেড়েই চলছে। যেন কমার অবকাশ নেই। চান্দি রুপার অতিরোক্ত দাম হওয়ার কারনে মানুষ জন তাদের চাহিদা পূরণ করছেন সিটি গোল্ড বা ইমুটেশন দিয়ে। বর্তমানে চান্দি ও রুপার ভরি কত তা জনতে হলে আমাদের আরর্টিকেল টি শুরু শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো। বর্তমানে বিভিন্ন ক্যারেটের চান্দি রুপার দাম কত তা নিচে বিস্তারিত দেওয়া হলো-
প্রিয় পাঠক আপনারা যারা ভালো রুপা চিনতে পারছেন না তাদের কে বলছি, আপনারা রুপা কিনলে ২২ ক্যারেটের রুপার গহনা বানাবেন। কারন ২২ ক্যারেট রুপা বিশুদ্ধ এবং খাটি রুপা। আর রুপা কিনার সময় অবশ্যই কোন পরিচিত দোকান থেকে রুপা কিনবেন এবং রশিদ নেবেন। কারন পরবর্তিতে রুপার গহনার কোন সমস্যা হলে রুপা বিক্রেতাকে ধরতে পারবেন। ধন্যবাদ সবাইকে।
রুপার ক্যারেট চেনার উপায়?
রুপার ক্যারেট চেনার উপায়? হাজার হাজার টাকা দিয়ে রুপা কিনবেন অবশ্যই খাটি এবং বিশুদ্ধ রুপা কিনবেন। কিন্তু কিভাবে খাটি রুপা চিনবেন তা তো আপনি জানেন না। প্রিয় পাঠক আপনি যদি রুপার ক্যারেট চিনতে চান মানে খাটি রুপা কি রকম হয় তা বুঝতে চান তাহলে আমাদের আরর্টিকেল টি ভালো করে পড়তে থাকুন। চলুন জেনে নেওয়া যাক রুপার ক্যারেট চেনার উপায় কি? তিনটি উপায় দেখে আপনারা রুপা কিনবেন।
হলমার্কিং দেখে রুপার ক্যারেট চেনার উপায়
অনেক কাস্টমার আছেন যারা আজও পর্যন্ত জানেন না যে রুপার ক্যারেট চেনার জন্য হলমার্ক দেওয়া থাকে। নামকরা দোকান থেকে কিনলে অবশ্যই রুপার ক্যারেট সহজেই চিনতে পারবেন। রুপার ক্যারেট চেনার জন্য রুপার গায়ে লেখা থাকে 925 সংখ্যা খোদাই করা থাকে। কিন্তু এই হলমার্ক খালি চোখে দেখা যায় না। আতশকাচের মাধ্যমে রুপার হলমার্ক দেখতে পারবেন। নামকরা দোকান হলে অবশ্যই সেই দোকানে আতশকাচের ব্যাবস্থা থাকবে। রুপার ক্যারেট চেনার উপায়।
চুম্বুক দিয়ে রুপার ক্যারেট চেনার উপায়
মনে রাখবেন আসল রুপা চুম্বুকের ধানে কাছে নিয়ে গেলে চুম্বুক কে কখনোও আর্কষন করে না। আর যদি কোন রুপা চুম্বুকের দিকে নিয়ে গেলে আর্কষন করে তাহলে মনে করবেন যে । ঐ রুপাই কোন খাদ মেশানো আছে। রুপার ক্যারেট এবং খাটি রুপা চেনার জন্য এই উপায় টা বেশ সহজ একটা উপায়।
সাদা কাপর দিয়ে মুছে খাটি রুপা চেনার উপায়
আসল রুপা চেনার জন্য একটা সুতি সাদা কাপর নিবেন এবং রুপা ঘষে ঘষে মুছবেন। মুছার পরে কাপরের গায়ে যদি কারচে রঙ্গের দাগ লেগে যায় তাহলে বুঝবেন সেই রুপা আসল এবং খাটি রুপা। রুপার ক্যারেট চেনার উপায়।