২১ ক্যারেট সোনা চেনার উপায়-২২ ক্যারেট সোনা চেনার উপায়
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। নিশ্চয় আপনারা আল্লাহর রহমতে সকলেই ভালোই আছেন। আজ আমরা এই আরর্টিকেলে আপনাদের জন্য ২১ ক্যারেট সোনা চেনার উপায় ও ২২ ক্যারেট সোনা চেনার উপায় নিয়ে বিস্তারিত জানাবো। অনেকেই সোনার দোকানে গিয়ে খাটি সোনা চিনতে পারে না তো তাদের জন্য এই আরর্টিকেল। আপনারা ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট, ২৪ ক্যারেট এবং খাটি সোনা কিভাবে চিনবেন তা জানতে হলে আমাদের আরর্টিকেল টি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।
২১ ক্যারেট সোনা চেনার উপায়- সোনার দাম যতই হোক না কেন। সকল মেয়েরাই সোনা পড়তে চায় । কিন্তু বাজারে সোনা কিনতে গিয়ে অনেকেই ঠকে। আসল নকল বুঝতে পারে না। তো বন্ধুরা আমাদের আরর্টিকেল টি মনোযোগ সহকারে পড়তে থাকুন তাহলে আপনি সকল ক্যারেটের সোনা সহজেই চিনতে পারবেন। ২১ ক্যারেট সোনা চেনার উপায়-২২ ক্যারেট সোনা চেনার উপায়।
১৮ ক্যারেট সোনা চেনার উপায়
১৮ ক্যারেট সোনা চেনার উপায়? সোনা তো দামিই হয়। কিন্তু সেই দামি সোনা সঠিক ভাবে না চিনতে পারলে সহজেই ঠকে যাবেন স্বর্নের বিক্রেতার কাছে। ১৮ ক্যারেট সোনা কিরকম হয় তা আমরা আপনাদের বিস্তারিত জানাবো। ১৮ ক্যারেট সোনা কিরকম তা আপনি এই আরর্টিকেল টি পড়লেই সহজেই ১৮ ক্যারেট সোনা চিনতে পারবেন। চলুন দেরি না করে জেনে নেওয়া যাক ১৮ ক্যারেট সোনা চেনার উপায়।
১৮ ক্যারেট সোনায় ২৫ শতাংশ তামা ও রুপা মেশানো থাকে এবং ৭৫ শতাংশ সোনা থাকে। ১৮ ক্যারেট সোনা দিয়ে সকল ধরনের ভারি-পাতলা গহণা তৈরী করা যাবে। ২১,২২,২৪ ক্যারেট সোনার তুলনায় ১৮ ক্যারেট সোনার মূল্য তুলনামুলকভাবে অনেক কম হয়ে থাকে। ১৮ ক্যারেট সোনার রং অন্য সোনার রং এর চেয়ে একটু গাড়ো লাল রঙ্গের হয়। তাছারাও ১৮ ক্যারেট সোনার গায়ে থাকবে 18K, 18Kt, 18k এরকম ছাপ দেওয়া থাকবে যা দেখলে আপনি সহজেই বুঝে নিবেন এই সোনা ১৮ ক্যারেটের। মাঝে মাঝে ১৮ ক্যারেট সোনার গায়ে এরক লেখা ও থাকে যেমন, 750, 0.75.
১৮ ক্যারেট সোনার দাম ২০২৪
১৮ ক্যারেট সোনার দাম ২০২৪- ২০২৪ সালে একভরি ১৮ ক্যারেট সোনার দাম ৯৬,৮৩৫ টাকা মাত্র। আর ২০২৩ সালে ছিল ৯৫,৬৯১ টাকা মাত্র। ২০২৩ থেকে ২০২৪ সালে এক ভরি সোনার দাম বেড়েছে ১,১৪৪ টাকা। এখন আমরা আপনাদের সুবিধার জন্য ১৮ ক্যারেট সোনার প্রতি আনার মূল্য তালিকা নিচে দিয়ে দিলাম। ১৮ ক্যারেট সোনার দাম ২০২৪?
- এক আনা সোনার দাম---৬,০৫২= টাকা
- দুই আনা সোনার দাম--- ১২,১০৪ =টাকা
- তিন আনা সোনার দাম---১৮,১৫৬= টাকা
- চার আনা সোনার দাম---২৪,২০৮= টাকা
- পাঁচ আনা সোনার দাম---৩০,২৬০= টাকা
- ছয় আনা সোনার দাম---৩৬,৩১৩= টাকা
- সাত আনা সোনার দাম---৪২,৩৬৫= টাকা
- আট আনা সোনার দাম---৪৮,৪১৭= টাকা
- নয় আনা সোনার দাম---৫৪,৪৫৯= টাকা
- দশ আনা সোনার দাম---৬০,৫২১= টাকা
- এগার আনা সোনার দাম---৬৬,৫৭৪= টাকা
- বারো আনা সোনার দাম---৭২,৬২৬= টাকা
- তেরো আনা সোনার দাম---৭৮,৬৭৮= টাকা
- চৌদ্দ আনা সোনার দাম---৮৪,৭৩০= টাকা
- পনের আনা সোনার দাম---৯০,৭৮২= টাকা
- ষোল আনা সোনার দাম---৯৬,৮৩৫= টাকা
২১ ক্যারেট সোনা চেনার উপায়
২১ ক্যারেট সোনা চেনার উপায়? অনেকেই আছেন যে ২১ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনা একই মনে করেন। কিন্তু তা কখনো ও নয়। ২১ ও ২২ অবশ্যেই আলাদা আলাদা ক্যারেটের সোনা। ২১ ক্যারেট সোনা চেনার উপায় হলো সোনার গায়ে লেখা থাকবে, 21k==875 এই রকম লেখা থাকবে খুব ছোট অক্ষরে। ২১ ক্যারেট সোনার গায়ে যদি 21k লেখা না থাকে তাহলে দেখবেন 875( আট শত পঁচাত্তর) লেখা থাকবে তাহলে আপনি ধরে নিবেন যে সেই সোনা ২১ ক্যারেট সোনা।
২১ ক্যারেট সোনার দাম ২০২৪
২১ ক্যারেট সোনার দাম ২০২৪ - বর্তমান ২০২৪ সালে ২১ ক্যারেট সোনার দাম কত তা আমরা হয়তো অনেকেই সঠিক জানি না। আমাদের এই আরর্টিকেলে ২১ ক্যারেট সোনার সঠিক দাম তুলে ধরা হবে। চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এর নির্ধারিত রেট অনুযায়ী ২১ ক্যারেট সোনার দাম দেখে নিন।
- এক পয়েন্ট সোনার দাম--- ১১৭.৬৮=টাকা
- এক রতি সোনার দাম---১,১৭৬.৮৫=টাকা
- এক আনা সোনার দাম---৭,০৬১.০৯=টাকা
- দুই আনা সোনার দাম---১৪,১২২.১৯=টাকা
- চার আনা সোনার দাম---২৮,২৪৪.৩৮=টাকা
- আট আনা সোনার দাম---৫৬,৪৮৮.৭৫=টাকা
- এক ভরি সোনার দাম---১১২,৯৭৭.৫০=টাকা
২২ ক্যারেট সোনা চেনার উপায়
২২ ক্যারেট সোনা চেনার উপায়? বর্তমান বাজারে ২২ ক্যারেট সোনার মূল্য অনেক। অন্য সোনার চেয়ে ২২ ক্যারেট সোনা তুলুনামূলক ভাবে বেশি চলছে বর্তমান বাজারে। ১০০ শতাংশ ২২ ক্যারেট সোনার মধ্যে 8.33 রৌপ্য, ধাতু, নিকেল এবং অন্যান্য ধাতু মিশ্রিত থাকে। আর 91.67 শতাংশ বিশুদ্ধ সোনা। ২২ ক্যারেট সোনার রং একটু উজ্জল ঝকঝকে হয়ে থাকে। বিভিন্ন ধাতু মিশ্রিত থাকে বলে এই সোনা শক্ত পুক্ত হয়। কোন গহনা বানালে টেকশই হয় ভালো।
২২ ক্যারেট সোনার গায়ে লেখা থাকবে 22K. আর 22K. না থাকলে 916 লেখা থাকবে। এই লেখা গুলো থাকলেই আপনি মনে করবেন যে এই সোনা ২২ ক্যারেট সোনা। চলুন এই বার জেনে নেওয়া যাক ২০২৪ সালে ২২ ক্যারেট সোনার বাজার মূল্য কত দাড়িয়েছে।
২২ ক্যারেট সোনার দাম ২০২৪
২২ ক্যারেট সোনার দাম ২০২৪- বর্তমানে ২০২৪ সালে এক ভরি ২২ ক্যারেট সোনার দাম ১,১৬,৯৫৫ টাকা। আর ২০২৩ সালে ২২ ক্যারেট সোনার দাম ছিল ১,১৫,৮৮২ টাকা মাত্র। এক ভরিতে এক বছরে দাম বেড়েছে ১,০৭৩ টাকা মাত্র। চলুন জেনে নেওয়া যাক প্রতি আনায় সোনার দাম কত?
- এক আনা সোনার দাম---৭,৩১২= টাকা
- দুই আনা সোনার দাম--- ১৪,৬২৪= টাকা
- তিন আনা সোনার দাম---২১,৯৩৬= টাকা
- চার আনা সোনার দাম---২৯,২৪৮= টাকা
- পাঁচ আনা সোনার দাম---৩৬,৫৬০= টাকা
- ছয় আনা সোনার দাম---৪৩,৮৭৩= টাকা
- সাত আনা সোনার দাম---৫১,১৮৫= টাকা
- আট আনা সোনার দাম---৫৮,৪৯৭= টাকা
- নয় আনা সোনার দাম---৬৫,৮০৯= টাকা
- দশ আনা সোনার দাম---৭৩,১২১= টাকা
- এগার আনা সোনার দাম---৮০,৪৩৪= টাকা
- বারো আনা সোনার দাম---৮৭,৭৭৪= টাকা
- তেরো আনা সোনার দাম---৯৫,০৫৮= টাকা
- চৌদ্দ আনা সোনার দাম---১,০২,৩৭০= টাকা
- পনের আনা সোনার দাম--১,০৯,৬৮২=টাকা
- ষোল আনা সোনার দাম---১,১৬,৯৫=টাকা
২৪ ক্যারেট সোনা চেনার উপায়
২৪ ক্যারেট সোনা চেনার উপায়? ২৪ ক্যারেট সোনা একে বারেই ১০০ শতাংশ বিশুদ্ধ এবং খাটি সোনা। এই সোনার দাম তুলুনা মূলক ভাবে অন্যান্য সোনার চেয়ে বেশি। ২৪ ক্যারেট সোনার রং উজ্জল চকচকে হয়ে থাকে। ২৪ ক্যারেট সোনার রং পুরাতন হলেও নষ্ট হবে না। ২৪ ক্যারেট সোনার ঘনত্ব কম থাকায় এই সোনা বেশ নরম হয়। তাই ২৪ ক্যারেট সোনা দিয়ে অলংকার তৈরী হয় না। সাধারনত ২৪ ক্যারেট সোনা বিনিয়োগের কাজেই ব্যাবহত হয়ে থাকে।
২৪ ক্যারেট সোনার চেয়ে ২২ ক্যারেট সোনাই বেশি টিকশই হয়। ২৪ ক্যারেট সোনার গায়ে যদি ৯৯৯ লেখা থাকে তাহলে সেই সোনাই হবে ২৪ ক্যারেট সোনা। ২৪ ক্যারেট সোনা চেনার উপায় ৯৯৯ থাকলে। এখন আমরা এই পোষ্টে আলোচনা করবো হোয়াইট গোল্ড চেনার উপায় কি?
হোয়াইট গোল্ড চেনার উপায়
হোয়াইট গোল্ড চেনার উপায়? সাধারনত হোয়াইট গোল্ড সোনা 18k অথবা 18KT হয়ে থাকে। এই সোনা সাদা রঙ্গের উজ্জল চকচকে হয়ে থাকে। হোয়াইট গোল্ড সোনায় এমন একটি অংশে স্ক্রাচ করুন যা সহজেই লক্ষনীয় হবে না। হোয়াইট সোনার আসল টুকরো হলে স্ক্র্যাচিং করলে নীচের হলুদভাব সোনার স্তরটি প্রকাশ করবে। এর রঙ এবং উজ্জ্বলতা বজায় রাখতে, এটি প্রতি কয়েক বছর পর পর ডুবিয়ে রাখতে হবে।
এটি টেকসই ধাতুর সংমিশ্রণে বেশিরভাগ সোনার তৈরি। 18 ক্যারাটে সোনা 75% খাঁটি এবং 14 ক্যারেটে 58.3% খাঁটি। হোয়াইট গোল্ড এর গায়ে যদি 585 লেখা থাকে তাহলে বুঝবেন যে সেটা আসল হোয়াইট সোনা। আর 835 লেখা থাকলে সেই সোনা হবে হলুদ সোনা। তাহলে বন্ধুরা আপনারা এই আরর্টিকেলে জানতে পারলেন হোয়াইট গোল্ড সোনা কিভাবে চিনতে হবে। এই আরর্টিকেলে জানতে পারবেন খাটি সোনা কত ক্যারেটের হয়।
খাঁটি সোনা কত ক্যারেট
খাঁটি সোনা কত ক্যারেট? খাটি সোনা কত ক্যারেটের হয় এইটা হয়তো অনেক সোনা ক্রেতারই অজানা। আজ জানবেন যে খাটি সোনা কত ক্যারেট হয়। সোনা ক্যারেটে মাপা হয়। ২৪ ক্যারেট সোনাই হলো আসল এবং খাটি সোনা। আর দোকানে ২২ ক্যারেট সোনা দিয়ে গহনা তৈরী করা হয়। ২৪ ক্যারেট সোনা দিয়ে খুব কমই গহনা তৈরী করা হয়। আপনি যখন সোনা নিবেন তখন স্পেকটোমিটার মেশিনে গহনা দিলেই বলে দিবে কত ক্যারেটের সোনা আপনাকে দিয়েছেন। কোন ক্যারেটে কত % সোনা থাকে তা নিচে দেওয়া হলো-
- ১০ ক্যারেট = ৪১.৭% সোনা আছে।
- ১৪ ক্যারেট = ৫৮.৫% সোনা আছে।
- ১৮ ক্যারেট = ৭৫.০০% সোনা আছে।
- ২১ ক্যারেট = ৮৭.৫০% সোনা আছে।
- ২২ ক্যারেট = ৯১.৬০% সোনা আছে।
- ২৪ ক্যারেট = ৯৯.৯৯% সোনা আছে।
এই তালিকাটি আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি। আপনারা কেও সোনা কিনতে গেলে অবশ্যই সোনার গায়ে লেখা দেখে কিনবেন। কোন লেখা কত ক্যারেট হতে পারে তা দিয়ে দেওয়া হলো-
- ২৪ ক্যারেট সোনার গায়ে লেখা থাকবে= ৯৯৯
- ২২ ক্যারেট সোনার গায়ে লেখা থাকবে= ৯১৬
- ২১ ক্যারেট সোনার গায়ে লেখা থাকবে= ৮৭৫
- ১৮ ক্যারেট সোনার গায়ে লেখা থাকবে= ৭৫০
সোনা যত ক্যারেটই কিনেন না কেন উপরের দেওয়া নাম্বার গুলো ভালো করে দেখে কিনবেন। আর এই নাম্বার গুলো না থাকলে বুঝবেন সেই সোনা ভালো সোনা হবে না। সোনা এ পিঠ ও পিঠ ভালো করে খোদাই করা দেখে সোনা কিনলে কখনোও ঠকবেন না। খাটি সোনা কত ক্যারেট জানলেন এই আরর্টিকেল থেকে। এখন আমরা জানবো স্বার্ণ কত প্রকার হয়।
স্বর্ণ কত প্রকার
স্বর্ণ কত প্রকার? স্বর্ণ কত প্রকার আমাদের কে এই বিষয়টা জানতে হবে। কারন কম বেশি সকল মহিলারাই সোনা ব্যাবহার করেন। সোনা কিনতে গেলে সোনা কত প্রকার জেনে রাখলে ভালো হয়। এবং তার সাথে জানতে হবে কোন ক্যারেট সোনাই কত % সোনা থাকে। চলুন জেনে নেওয়া যাক স্বর্ণ কত প্রকার- সোনা সাধারনত ৭ প্রকার।
- ২৪ ক্যারেট = 100% ২৪ ক্যারেট সোনা বিশুদ্ধ এবং খাটি সোনা।
- ২২ ক্যারেট = 91.7 % স্বর্ণ
- ২১ ক্যারেট= 9০.7 % স্বর্ণ
- ১৮ ক্যারেট = 75.0 % স্বর্ণ
- ১৪ ক্যারেট = 58.3 % স্বর্ণ
- ১২ ক্যারেট= 50.0 % স্বর্ণ
- ১০ ক্যারেট = 41.7 % স্বর্ণ
গিনি সোনা কত ক্যারেট
গিনি সোনা কত ক্যারেট? গিনি সোনা ১৮ ক্যারেটের হয়। গিনি সোনার গহনা দেখলেই বোঝা যাবে যে এটা গিনি সোনার গহনা। গিনি সোনার রং একটু গাড়ো হয় এবং অনুজ্জল হয়। এবং এই সোনাতে ময়লা বেশি পড়ে। বেশি ব্যাবহারে এই সোনার রং পরিবর্তন আসে। গিনি সোনা চেনার উপায় হলো এই সোনার গায়ে ৭৫০ লেখা থাকবে তা না থাকলে 18K লেখা থাকবে। গিনি সোনা দিয়ে ভারি গহনা তৈরী করা যায়। এই সোনার দামএকটু কম আছে। গিনি সোনা ১৮ ক্যারেট হয়।
সিটি গোল্ড চেনার উপায়
সিটি গোল্ড চেনার উপায়? বর্তমানে সোনার দাম বেশি হওয়াতে সিটি গোল্ডের ব্যাবহার বেশি করছেন। সোনার পরিবর্তে সিটি গোল্ড ব্যাবহার করছেন। এমন এমন সিটি গোল্ড সেট বানানো হয় যে দেখে বোঝাই যাবে না যে সোনা না সিটি গোল্ড। কিন্তু অনেক সময় আমাদের সিটি গোল্ড চেনার প্রয়োজন পড়ে। তাই আমাদের সিটি গোল্ড চেনার উপায় গুলো জেনে রাখা প্রয়োজন। চলুন জেনে নেওয়া যাক সিটি গোল্ড চেনার উপায় কি?
- সিটি গোল্ড হাতে নিলে লোহা এবং সোনার চেয়ে হালকা লাগবে।
- সিটি গোল্ড এর উপর আলোর ফোকাস দিলে উজ্জল কম হলে মনে করবেন সেটা সিটি গোল্ড হবে।
- কোন শক্ত জায়গাতে সিটি গোল্ড জোরে ঘসা দিলে দেখবেন রং উঠে সাদা কালার বের হবে।
- আর সিটি গোল্ড এর জিনিস সোনার থেকে মোটা মোটা হয়। সোনার গহনা যেমন দেখতে পাতলা লাগে কিন্তু সিটি গোল্ড মোটা লাগবে।
স্বর্ণ নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর জেনে নিন
10 ক্যারেট সোনা মানে কি?
উত্তরঃ 10 ক্যারেট সোনার রং ফ্যাকাসে হয়। 10 ক্যারেট সোনায় 41.7% স্বর্ণ থাকে এবং 58.3% খাদ থাকে। এই সোনা টা ততটা ভালো মানের হয় না।
৯৯৯ সোনা মানে কি?
উত্তরঃ ৯৯৯ সোনাই হলো ২৪ ক্যারেট সোনা। যেখানে বিশুদ্ধতার পরিমান থাকে ৯৯.৯০ শতাংশ। ৯৯৯ সোনাকে পাকা সোনাও বলা হয়।
সোনা কত প্রকার?
উত্তরঃ সোনা মোট ৭ প্রাকার।তার মধ্যে ২৪ ক্যারেট সোনা খাটি সোনা এবং জনপ্রিয় হলো ১৮, ২১, ২২, এবং ২৪ বেশি প্রচালিত।
এক ভরি সোনা কত গ্রাম হয়?
উত্তরঃ আন্তর্জাতিক পর্যায়ে ১ ভরি = ১১.৬৬ গ্রাম (প্রায়)।
খাঁটি সোনা চেনার উপায় কি?
উত্তরঃ খাটি সোনা চেনার সহজ উপায় হলো সোনার গায়ে লেখা থাকবে ৯৯৯. এইটা ২৪ ক্যারেট সোনায় লেখা থাকে। যে সোনার গায়ে হলমার্কিং করা থাকবে সেই সোনা খাটি হবে।
সোনা ২২ ক্যারেট না ২৪ ক্যারেট কিভাবে বোঝা যাবে?
উত্তরঃ সহজেই ভালো সোনা সনাক্ত করা যাবে। ২২ ক্যারেট সোনার গায়ে খোদাই করা থাকবে ৯১৬ এবং ২৪ ক্যারেট সোনার গায়ে খোদাই করা থাকবে ৯৯৯। আর সোনার রং উজ্জল চকচকে দেখলেই বুঝতে পারবেন সহজেই খাটি সোনা।
লেখকের শেষ কথাঃ ২১ ক্যারেট সোনা চেনার উপায়?
প্রিয় পাঠক আজ আমরা এই পোষ্ট থেকে স্বর্ণ বিষয়ে অনেক কিছুই জানতে পারলাম। জানতে পারলাম, ১৮ ক্যারেট সোনা চেনার উপায়, ১৮ ক্যারেট সোনার দাম ২০২৪, ২১ ক্যারেট সোনা চেনার উপায়, ২১ ক্যারেট সোনার দাম ২০২৪, ২২ ক্যারেট সোনা চেনার উপায়, ২২ ক্যারেট সোনার দাম, ২৪ ক্যারেট সোনা চেনার উপায়, হোয়াইট গোল্ড চেনার উপায়, খাঁটি সোনা কত ক্যারেট, স্বর্ণ কত প্রকার, গিনি সোনা কত ক্যারেট, সিটি গোল্ড চেনার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। সোনা, চাদি রোপা নিয়ে ভালো ভালো পোষ্ট পেতে এই ওয়েবসাইড টি ভিজিট করুন। ধন্যবাদ সবাইকে।
msta2z.comব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url