নন বিকাশ নাম্বারে টাকা চলে গেলে ফেরত পেতে করণীয় | Msta2z

নন বিকাশ নাম্বারে টাকা চলে গেলে ফেরত পেতে করণীয়

নন বিকাশ নাম্বারে টাকা চলে গেলে ফেরত পেতে করণীয় জেনে নিন আমাদের এই পোষ্ট থেকে। অনেক মানুষের টাকা ভুলবশত অন্য নাম্বারে চলে যায় তখন সেই টাকা ফেরত পেতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। দ্রুত পদক্ষেপ নিলে আপনার টাকা সহজেই ফেরত পেতে পারেন। এই জন্য এই পোষ্টে নন বিকাশ নাম্বারে টাকা চলে গেলে ফেরত পেতে করণীয় কি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।
নন-বিকাশ-নাম্বারে-টাকা-চলে-গেলে-ফেরত-আনতে-করনীয়

বিকাশ টাকা পাঠানোর জন্য একটি খুব সহজ এবং দ্রুত একটি মাধ্যম। কিন্তু টাকা যদি ভুল করে নন বিকাশ নাম্বারে চলে যায় তখন তাদের বড় বিপদ হয়ে যায়। এই অবস্থায় কি করবেন তা হয়তো অনেকেরেই সঠিক জানা নেই। তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক নন বিকাশ নাম্বারে টাকা চলে গেলে ফেরত পেতে করণীয়? বিকাশ সম্পর্কে আরো অন্য বিষয় নিয়ে জানতে হলে পুরো পোষ্ট শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।

নন বিকাশ নাম্বারে টাকা চলে গেলে ফেরত পেতে করণীয়?

নন বিকাশ নাম্বারে টাকা চলে গেলে ফেরত পেতে করণীয়? বিকাশে ভুল করে টাকা চলে গেলে হতাশা হওয়ার দরকার নেই। কারন নন বিকাশ নাম্বারে টাকা চলে গেলে কিছু নিয়ম আছে যেগুলো মানলে আপনি সহজেই টাকা আবার ফেরত পাবেন। নন বিকাশ নাম্বারে টাকা চলে গেলে ফেরত পেতে যে নিয়ম গুলো মেনে চলতে হবে তা নিচে দেওয়া হলো-

১. বিকাশ থেকে যদি নন বিকাশ নাম্বারে টাকা চলে যায় তাহলে আপনি দেরি না করে সাথে সাথে সেন্ড ম্যানি ( Send Money) অপশনে যাবেন। সেখানে গেলে আপনি নন বিকাশ নাম্বারে টাকা পাঠানোর রিকুয়েস্ট গুলো সহজেই দেখতে পাবেন। তার পাশে Cancel লিখা থাকবে । এই Cancel লিখা অপশনে ক্লিক করবেন। নন বিকাশ নাম্বারে যে টাকা চলে যাবে তা সাথে সাথে রিফান্ড হয়ে যাবে।


২. টাকার পরিমান যদি বেশি হয়ে থাকে তাহলে আপনি সাথে সাথে উপরের পক্রিয়াতে কাজ করবেন এবং থানায় গিয়ে একটা জিডি করবেন। জিডি করা শেষ হলে সেই জিডির একটা কপি নিয়ে সরাসরি কাস্টমার কেয়ারে গিয়ে দেখা করতে হবে। জিডিতে নন বিকাশ নাম্বার এবং টাকার পরিমান টা উল্লেখ থাকতে হবে। তার পর বিকাশ এজেন্ট আপনার সকল তথ্য সঠিক হলে আপনার টাকা ফেরত আনতে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করবেন। যদি আপনার টাকা নন বিকাশ নাম্বারের মালিক উঠিয়ে নেয় তাহলে সেই টাকা ফেরত পেতে কষ্ট হতে পারে। এমন কি টাকা ফেরত নাও পেতে পারেন।

৩. নন বিকাশ নাম্বারে টাকা চলে গেলে আপনি সাথে সাথে সেই নন নাম্বারে ফোন দিবেন এবং রিকুয়েস্ট করবেন টাকা ফেরত পেতে। সে যদি ভালো এবং দয়াবান লোক হয় তাহলে ফেরত অবশ্যই দিবেন।এই ছিল নন বিকাশ নাম্বারে টাকা চলে গেলে ফেরত পেতে করণীয় কাজ। নন নাম্বারে যেন টাকা না যায় অবশ্যই সেদিকে লক্ষ রেখে খুব সাবধানে টাকা পাঠাতে হবে এবং সঠিক নাম্বার বার বার চেক করে টাকা পাঠাবেন।

বিকাশ কাস্টমার কেয়ার কোথায় কোথায় আছে?

বিকাশ কাস্টমার কেয়ার কোথায় কোথায় আছে? বর্তমান বিশ্বে মোবাইল ব্যাংকিং করার জন্য বিকাশ একটি জনপ্রিয় মাধ্যম। বিকাশে টাকা লেনদেন করাতে কোন সমস্যা হলে তা সমাধান করার জন্য আমরা সকলেই প্রায় বিকাশ কাস্টমার কেয়ার বা কাস্টমার কেয়ারের নাম্বার খোজাখুজি করি। তো বন্ধুরা আমরা এই পোষ্টে বিকাশ কাস্টমার কেয়ারের স্থান এবং নাম্বার প্রদান করেছি সেখান থেকে আপনারা খুজে বের করে নেন। বিকাশ কাস্টমার কেয়ার কোথায় কোথায় আছে?

  • বিকাশ কাস্টমার কেয়ার মহাখালী-ঢাকা
  • বিকাশ কাস্টমার কেয়ার বাংলামোটর-ঢাকা
  • বিকাশ কাস্টমার কেয়ার যাত্রাবাড়ী-ঢাকা
  • বিকাশ কাস্টমার কেয়ার গাজীপুর-ঢাকা
  • বিকাশ কাস্টমার কেয়ার টাঙ্গাইল -ঢাকা
  • বিকাশ কাস্টমার কেয়ার চট্টগ্রাম আগ্রাবাদ
  • বিকাশ কাস্টমার কেয়ার ময়মনসিংহ
  • বিকাশ কাস্টমার কেয়ার চট্টগ্রাম মুরাদপুর
  • বিকাশ কাস্টমার কেয়ার সিলেট
  • বিকাশ কাস্টমার কেয়ার কুমিল্লা
  • বিকাশ কাস্টমার কেয়ার খুলনা
  • বিকাশ কাস্টমার কেয়ার বরিশাল
  • বিকাশ কাস্টমার কেয়ার রংপুর
  • বিকাশ কাস্টমার কেয়ার রাজশাহীবিকাশ কাস্টমার কেয়ার ফরিদপুর
  • বিকাশ কাস্টমার কেয়ার বগুড়া
  • বিকাশ কাস্টমার কেয়ার যশোর

বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার?

বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার? আপনার যদি বিকাশ এ্যাকাউন্ট বা বিকাশের টাকা লেনদেনের কোন সমস্যা হয় তাহলে কি ঘরে বসেই কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে সরাসরি কথা বলতে চান তাহলে আমাদের এই পোষ্ট ভালো করে পড়ুন। যদি আপনার বিকাশ কাস্টমার কেয়ার প্রতিনিধির নাম্বার জানা থাকে তাহলে সহজেই কথা বলতে পারবেন এবং সকল সমস্যার সমাধান করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার।

 *বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার হলো- ০২-৫৫৬৬৩০০১ অথবা ১৬২৪৭

বিকাশ হেল্পলাইন মোবাইল নাম্বার?

বিকাশ হেল্পলাইন মোবাইল নাম্বার। অনেক সময় বিকাশ এ্যাকাউন্টের সমস্যা দেখা দেয় অথবা যে কোন ধরনের সমস্যা দেখা দেয় সে সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বিকাশ হেল্পলাইন মোবাইল নাম্বারের প্রয়োজন হয়। তখন আমরা খুব খুজাখুজি করি মোবাইল নাম্বার পাওয়ার জন্য। বন্ধুরা আজ আমরা এই পোষ্টে আপনাদের সুবিধার জন্য বিকাশ হেল্পলাইন মোবইল নাম্বার সহজেই পাবেন। নিচের দেওয়া নাম্বারে ফোন দিয়ে বিকাশের সকল সমস্যার সমাধান করতে পারবেন।

*বিকাশ হেল্পলাইন নাম্বারঃ ১৬২৪৭ এবং ০২-৫৫৬৬৩০০১
*ইমেইল : support@bkash.com

বিকাশ কাস্টমার কেয়ার হেড অফিস

বিকাশ কাস্টমার কেয়ার হেড অফিস। কোন ধরনের সমস্যা হলে যদি কোন কাস্টমার কেয়ারে সমস্যা সমাধান করতে না পারেন তাহলে আপনি বিকাশ কাস্টমার কেয়ার হেড অফিসে যোগাযোগ করে সমস্যা সমাধান করতে পারবেন। কোন তথ্য শেয়ার করতে হলে ইমেইল করার মাধ্যমে যোগাযোগ করতে পারেন। কর্পোরেট ঠিকানা: স্বাধীনতা টাওয়ার, ১ বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা -১২০৬.

*ফ্যাক্সঃ ০০৮৮-০২-৯৮৯৪৯১৬
*ইমেইল : support@bkash.com

বিকাশে ব্যালেন্স চেক করার নিয়ম?

বিকাশে ব্যালেন্স চেক করার নিয়ম। আপনি কি আপনার বিকাশ নাম্বার চেক করতে চান তাহলে একটি নির্দিষ্ট নাম্বার ডায়াল করে চেক করে নিতে পারবেন। সেখান থেকে আপনি পরবর্তি বিষয় গুলো অনুসরন করে অন্যান্য বিষয় গুলো সহজেই জানতে পারবেন। যেমন,সেন্ট ম্যানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, ইত্যাদি বিষয় গুলো জানতে পারবেন।

*বিকাশ ব্যালেন্স চেক করার কোড হলো-* ২৪৭#

যে কোন মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকলে সেই মোবাইলে *২৪৭# দিয়ে ডায়াল করবেন তাহলে আপনি দেখতে পারবেন My bkash লেখা থাকবে।যত নাম্বারে My bkash লেখা থাকবে ঠিক তত মোবাইলে লিখে send করতে হবে। send করার পর দেখবেন কত নাম্বারে Balance enquary লেখা আছে তত নাম্বার আবার মোবাইলে তুলে সেন্ড করবেন তার পর আপনার পিন নাম্বার চাইবে পিন নাম্বার দিলে বিকাশ ব্যালেন্স দেখতে পারবেন। বিকাশে ব্যালেন্স চেক করার নিয়ম।

বিকাশ ক্যাশ আউট করার নিয়ম?

বিকাশ ক্যাশ আউট করার নিয়ম? বিকাশ এ্যাকাউন্টে যদি পরিমান মতো টাকা থাকে তাহলে আপনি ক্যাশ আউট করতে পারবেন।  বিকাশ ক্যাশ আউট করার জন্য *২৪৭# ‍দিয়ে ডায়াল করে বিকাশ এজেন্ট থেকে ক্যাশ আউট করতে হয়। আর ক্যাশ আউট করার সময় এজেন্টের নাম্বার সঠিক ভাবে দিতে হবে। নাম্বার ভুল হয়ে গেলে টাকা অন্য কারো নাম্বারে চলে যাবে। এই জন্য খুব সাবধানতার সাথে এজেন্ট নাম্বার তুলতে হবে। বিকাশ ক্যাশ আউট যেভাবে করবেন তা নিচে বিস্তারিত দেওয়া হলো-

  • প্রথমে আপনাকে যে কোন বিকাশ এজেন্ট এর দোকানে যেতে হবে।
  • দোকানে গিয়ে এজেন্টকে ক্যাশ আউট করবেন বিকাশ থেকে তা জানাতে হবে।
  • এজেন্ট জানান কত টাকা বিকাশ থেকে ক্যাশ আউট করবেন এবং এজেন্ট নাম্বার টা নিয়ে নিবেন।
  • তারপর *২৪৭# ডায়াল করবেন।
  • ক্যাশ আউট সিলেক্ট করতে ৫ লিখে রিপ্লাই করবেন।
  • তারপরে এজেন্ট এর কাছ থেকে ক্যাশ আউট করতে 1 লিখে রিপ্লাই করবেন।
  • তার পর এজেন্ট নাম্বার লিখে রিপ্লাই করবেন।
  • কত টাকা ক্যাশ আউট করবেন সেই টাকার পরিমান লিখতে হবে।
  • বিকাশ পিন নাম্বার দিবেন। তাহলে আপনার ক্যাশ আউট হয়ে গেল।
আর সবসময় মাথায় রাখবেন এজেন্ট নাম্বার যেন ভুল না হয়। এজেন্ট নাম্বার ভুল হলে কিন্তু টাকা অন্য মোবাইলে চলে যাবে। এতে কোন পক্ষ দায়ী থাকবে না। এই জন্য ক্যাশ আউট করার সময় এজেন্ট নাম্বার বার বার চেক করে নিবেন। বিকাশ ক্যাশ আউট করার নিয়ম?

বিকাশ সেন্ড মানি করার নিয়ম?

বিকাশ সেন্ড মানি করার নিয়ম? ইউএসএসডি মেন্যু ও বিকাশ অ্যাপ ব্যাবহার করে বিকাশ সেন্ড ম্যানি করতে হয়। কিভাবে বিকাশ সেন্ড মানি করতে হয় তা নিচে বিস্তারিত দেওয়া হলো-

*২৪৭# দিয়ে সেন্ড মানি করার নিয়ম জেনে নিনঃ-
  • *২৪৭# ডায়াল করুন এবং মোবাইল মেনুতে যান।
  • সেন্ড মানি করতে ১লিখে রিপ্লাই করবেন।
  • যে নাম্বারে টাকা পাঠাতে চান সে নাম্বার টি প্রদান করবেন।
  • টাকার পরিমান বসাতে হবে।
  • রেফারেন্স হিসাবে যে কোন একটি বার্তা প্রদান করবেন।
  • তার পর বিকাশ পিন দিবেন। তাহলে সেন্ট মানি প্রক্রিয়াটি সম্পর্ন হয়ে যাবে।
বিকাশ সেন্ড মানি করা হয়ে গেলে যে টাকা পাঠাবে এবং যে টাকা পাবে দুজনের কাছে একটি এসএমএস/ নোটিফিকেশন পাবে। এস এমএস গেলে বুঝবেন বিকাশ সেন্ড মানি সঠিক কাজ সম্পর্ন হয়েছে।

বিকাশ থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম?

বিকাশ থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম? এখানে কোড ডায়াল করে বিকাশ থেকে মোবাইল রিচার্জের নিয়ম দেখানো হলো। কিভাবে বিকাশ থেকে মোবাইল রিচার্জ করতে হয় তা নিচে বিস্তারিত ভাবে দেওয়া হলো-
  • প্রথমে *২৪৭# দিয়ে ডায়াল করবেন। তার পরে দেখবেন Mobile Recharge লেখা অপশন টি ৩ নাম্বারে আছে। তার পর ৩ লিখে সেন্ড করবেন।
  • ৩ লিখে সেন্ড করার পর দেখবেন গ্রামীন, বাংলালিংক, রবি, এয়ার টেল, লেখা থাকবে। আপনি কোন সিমে টাকা রিচার্জ করবে সেই নাম্বার লিখে সেন্ড করবেন।
  • তার পর Prepaid অপশন সিলেক্ট করবেন। Prepaid অপশন 1 নাম্বারে থাকায় 1 লিখে SEND করবেন-
  • এর পর টাকার পরিমান দিতে হবে। যদি আগে লোন নেওয়া থাকে তাহলে টাকা রিচার্জ হওয়ার সাথে সাথে কেটে নিবে।
  • টাকার পরিমান দিয়ার পর পিন নাম্বার দিতে হবে।
  • পিন নাম্বার দিলে আপনার মোবাইল রিচার্জ কাজ সম্পন্ন হলো।
এই ভাবে আপনি বাড়িতে বসে মোবাইলে বিকাশ থেকে টাকা রিচার্জ করতে পারবেন। কোন এজেন্টের কাছে যাওয়া লাগবে না। নিজের মোবাইলে বিকাশ থেকে যেভাবে টাকা রিচার্জ করবেন সে ভাবে অন্য মোবইলে টাকা দিতে পারবেন। শুধু যার মোবাইলে দিবেন তার নাম্বার টা দিতে হবে তাহলেই টাকা ফেক্সিলোড দিয়া হবে। বিকাশ থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম?

বিকাশ একাউন্টের সুবিধা?

বিকাশ একাউন্টের সুবিধা গুলো কি আজ আপনারা এই পোষ্ট থেকে জানতে পারবেন। বিকাশ টাকা লেনদেনের বেশ কার্যকর মাধ্যম। হাাজর হাজার মানুষ বিকাশে টাকা লেনদেন করছেন। এতে মানুষের অনেক সুবিধা হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক বিকাশ একাউন্ট ব্যাবহার করলে কি কি সুবিধা গুলো পাওয়া যায়।

  • ক্যাশ আউট করার সুবিধা পাওয়া যায়।
  • সেন্ড মানি করা যায়।
  • মোবাইল রিচার্জ করা যায়।
  • লোন নেওয়া যায়।
  • অনলাইনে কেনাকাটা করলে বিকাশ থেকে পেমেন্ট করা যায়। যদি বিকাশ একাউন্টে টাকা থাকে তাহলে।
  • ব্যাংক থেকে এড মানি করা যায়।
  • বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স দেশে রিসিভ করা যায়।
  • সরকারি,বেসরকারি ফি জামা দেয়া যায় বিকাশ থেকে।
  • বিকাশ থেকে কার্ডে টাকা ট্রান্সফার করা যায়।
  • বিদ্যাৎ বিল, শিক্ষা প্রতিষ্ঠানের বিল প্রদান করা যায়। এত গুলো বিষয়ে আমরা বিকাশ একাউন্ট থেকে সুবিধা পেয়ে থাকি।

বিকাশ একাউন্ট নিয়ে কিছু শর্ট প্রশ্ন

বিকাশ থেকে সর্বনিম্ন কত টাকা রিচার্জ করা যায়?
উত্তরঃ বিকাশ থেকে সর্বনিম্ন ১০ টাকা এবং সর্বচ্চো যত টাকা রিচার্জ করতে পারবেন। আপনার ইচ্ছা।

বিকাশে একদিনে কত টাকা ক্যাশ আউট করা যায়?
উত্তরঃ বিকাশে এক দিনে সর্বোচ্চ ৩০,০০০ টাকা ক্যাশ আউট করা যায়।

বিকাশে 1000 টাকা কত টাকা লাগে?
উত্তরঃ *২৪৭# ডায়াল করে বিকাশে হাজারে ১৪ টাকা খরচ হয়।

বিকাশ পার্সোনাল নাম্বারে একদিনে কত টাকা ক্যাশ ইন করা যায়?
উত্তরঃ একজন বিকাশ গ্রাহক তার বিকাশ একাউন্ট থেকে প্রতিদিন সর্বোচ্চ ২৫,০০০ টাকা এবং প্রতি মাসে সর্বোচ্চ ১৫০,০০০ টাকা পর্যন্ত টাকা তুলতে পারবেন।প্রতি লেনদেনে সর্বনিম্ন পেমেন্টের পরিমাণ
 ১টাকা।


বিকাশে একদিনে কত টাকা পাঠানো যায়?
উত্তরঃ বিকাশে ১ দিনে সর্বোচ্চ ৩০,০০০ টাকা পাঠানো যায়।বিকাশ সর্বোচ্চ কত টাকা লোন দেয়?
উত্তরঃ বর্তমানে বিকাশের গ্রাহকেরা ঋণমানের ভিত্তিতে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন।

বিকাশ ব্যালেন্স চেক কোড কত?
উত্তরঃ বিকাশ ব্যালেন্স কোড *২৪৭# দিয়ে ডায়াল করলে বিকাশ ব্যালেন্স চেক করা যায়।

বিকাশ মার্চেন্ট একাউন্ট কিভাবে খুলতে হয়?
উত্তরঃ বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট খুলতে কোনো ট্রেড লাইসেন্স এর প্রয়োজন নেই। আবেদনকারী তার ব্যক্তিগত বিকাশ একাউন্ট এর পাশাপাশি একই জাতীয় পরিচয়পত্রের বিপরীতে নতুন মােবাইল নাম্বার দিয়ে পার্সোনাল রিটেইল একাউন্ট খুলতে পারবেন।

আমাদের শেষ কথাঃ নন বিকাশ নাম্বারে টাকা চলে গেলে ফেরত পেতে করণীয়?

বিকাশ আমাদের কে এত সুবিধা দিয়েছি যে , আমাদের এত ব্যাস্ততার মধ্যে ও অনেক কাজ সম্পর্ন করতে পারি বিকাশ এ্যাকাউন্ট থেকে। তো বন্ধুরা আজ আমরা এই পোস্ট থেকে জানতে পারলাম, নন বিকাশ নাম্বারে টাকা চলে গেলে ফেরত পেতে করণীয়, বিকাশ কাস্টমার কেয়ার কোথায় কোথায় আছে, বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার, বিকাশ হেল্পলাইন মোবাইল নাম্বার, বিকাশে ব্যালেন্স চেক করার নিয়ম, বিকাশ ক্যাশ আউট 

করার নিয়ম, বিকাশ সেন্ড মানি করার নিয়ম, বিকাশ থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম, এবং বিকাশ একাউন্টের সুবিধা। তো বন্ধুরা আমাদের এই আরর্টিকেল টি পড়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ওয়েবসাইড ভিজিট করুন তাহলে আরো বিভিন্ন বিষয়ে আরর্টিকেল পাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

msta2z.comব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url