মরিয়ম ফুল খেলে কি বাচ্চা হয় - মরিয়ম ফুল খাওয়ার নিয়ম
আসসালামু আলাইকুম আমাদের প্রিয় পাঠক গণ। আজ আমরা এই পোষ্টে আলোচনা করবো মরিয়ম ফুল খেলে কি বাচ্চা হয়? আসলে কথটা কতটা সত্য তা আমরা বিস্তারিত জানাবো আপনাদেরকে। এই পোস্টে আজ আমরা মরিয়ম ফুল খেলে কি বাচ্চা হয়-মরিয়ম ফুল খাওয়ার নিয়ম সহ মরিয়ম ফুলের আরো অনেক বিষয় নিয়ে আজ আমরা বিস্তারিত জানাবো আপনাদেরকে। তাহলে চলুন জেনে নেওয়া যাক মরিয়ম ফুল খেলে কি বাচ্চা হয়-মরিয়ম ফুল খাওয়ার নিয়ম।
মরিয়ম ফুলের বৈজ্ঞানিক নাম হলো ফ্লেক্সা। এই ফুল টি শুকিয়ে গেলেও অনেক উপকার করে। মরিয়ম ফুল শুকিয়ে গেলে পানিতে ভিজিয়ে রাখলে আবার তাজা হয়ে যায়। মরিয়ম ফুল পৃথিবীর বিভিন্ন দেশে পাওয়া যায়। মরিয়ম ফুল প্রয় সকল দেশের মানুষের কাছে বেশ জনপ্রিয়।
পেজ সূচিপত্রঃ মরিয়ম ফুল খেলে কি বাচ্চা হয়?
ভৃমিকা
অন্য সকল ফুলের মতো মরিয়ম ফুল না। এই ফুলের কোন নেতিবাচক পার্শ্বপ্রতিক্রিয়া নেই। মরিয়ম ফুলে রয়েছে প্রচুর পরিমানে ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, লোহা এবং দস্তা। এই ফুল পানিতে নিয়মিত ভিজিয়ে খেলে শরীরের ক্যালসিয়াম ঘাটতি পূরন করবে সহজেই। তো বন্ধুরা আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক মরিয়ম ফুল খেলে কি বাচ্চা হয়-মরিয়ম ফুল খাওয়ার নিয়ম কি? জানতে হলে পুরো পোষ্ট মনোযোগ সহকারে পড়তে থাকুন-
মরিয়ম ফুল সম্পর্কে হাদিস
মরিয়ম ফুল সম্পর্কে হাদিস। মরিয়ম ফুলকে নিয়ে আমাদের সমাজের কিছু মানুষ অন্ধ বিশ্বাস করে থাকে। অনেক মানুষ হজ করতে গিয়ে এই মরিয়ম ফুল কিনে নিয়ে আসে আরব দেশ থেকে। সেই ফুল যাদের বাচ্চা হয় না তাদের কে মরিয়ম ফুল ভেজানো পানি খাওয়াই যাতে বাচ্চা হয়। আবার বাচ্চা প্রসব কালীন সময়ে মরিয়ম ফুল শুকাই যাতে প্রসব ব্যাথা না হয়। অনেকেই আবার মনে করেন মরিয়ম ফুল শুকেই মারইয়াম (আঃ) গর্ভে সন্তান লাভ করেছিলেন।মরিয়ম ফুল সম্পর্কে হাদিস।
আসলে এই কথাগুলো পবিত্র কোরআন মাজীদ এবং নবী (সাঃ) এর হাদিসে কোথাও কোন মিল পাওয়া যায় নি। ইসলাম কখনো আমাদের কে তা করতে বলে নি যা করার ক্ষমতা মানুষ হিসাবে আমাদের নেই। মানুষের জীবনের কি করলে কল্যান বয়ে আসবে তা সব কিছুই ইসলামি শরিয়তে বর্ণানা করেছেন মহান আল্লাহ পাক। তাই নিষিদ্ধ গর্হিত ও শিরক হয় এমন সব পদ্ধতি ব্যাতীত বৈধ পদ্ধতিতে চিকিৎসা করা কোন নিষেধ নেই। চিকিৎসা হিসাবে মরিয়ম ফুল ব্যাবহার করা যাবে।
মরিয়ম ফুল খেলে কি বাচ্চা হয়
মরিয়ম ফুল খেলে কি বাচ্চা হয়? আজ আমরা এই পোষ্টে সঠিক তথ্য জানবো যে, মরিয়ম ফুল খেলে কি সত্যিই মেয়েদের বাচ্চা হয়। মরিয়ম ফুল ভেজানো পানি খেলে বাচ্চা হয় এই কথাটি আমাদের সমাজের মেয়েরা ও কিছু ছেলেরা দীর্ঘদিন যাবৎ অন্ধ বিশ্বাস করে আসছেন। মরিয়ম ফুলের সাথে মেয়েদের পেটে বাচ্চা জন্ম নেওয়ার কোন সম্পর্ক নেই। মরিয়ম ফুল ভেজানো পানি খেয়ে কোন বাচ্চা হয় না।এই ফুল টি শুকনো অবস্থায় গর্ভধারী মেয়েদের পেটের মতো দেখা যায়। অনেক সময় দেখা যায়
এই ফুলের পানি পান করার কিছুদিন পর যদি গর্ভবতী হয় তাহলে মানুষ মনে করে যে মরিয়ম ফুলের জন্য সে গর্ভবতী হয়েছে। এই জন্যই আদিম যুগ থেকেই মরিয়ম ফুল নিয়ে অন্ধ বিশ্বাস চলে আসছে আমাদের সমাজে। আসলে বাংলাদেশের মানুষ মরিয়ম ফুল কে প্রচুর বিশ্বাস করে। আসলে সঠিক এবং বাস্তব কথা হলো মরিয়ম ফুলে কোন গর্ভধারনকারী উপাদান নেই। গর্ভধারনের জন্য একজন সঠিক বয়সের ছেলের শুক্রানু এবং একজন সঠিক বয়সের মেয়ের ডিম্বানুর মিলন প্রয়োজন।
মরিয়ম ফুল খাওয়ার নিয়ম
মরিয়ম ফুল খাওয়ার নিয়ম। সাধারনত মরিয়ম ফুল মরু অঞ্চলে জন্মে। এই ফুলের গাছ বছরের পর বছর ধরে শুকনো গাছ মাটি আকরে থাকে। শুকনো ফুলের গাছটি একটু বৃষ্টি পেলে বংশ বিস্তার করে। এই ফুল থেকে সাধারনত ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লোহা ও দস্তা এক সঙ্গে পেশি সংকোচন করে। তাই ঔষধি গাছ হিসাবে এই ফুল বেশ উপকার করে। শরীরের ক্যালসিয়াম পূরনের জন্য এবং ম্যাগনেসিয়াম ও পটাসিয়ামের জন্য অবশ্যই এই ফুল ব্যাবহার করতে পারেন।
মরিয়ম ফুল খাওয়ার নিয়ম। মরিয়ম ফুল যেহেতু আয়োর্বেদিক সেহেতু এই ফুল রাতে এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখে সকালে খেয়ে নিতে হবে। এই ফুল পানি থেকে তুলে রাখলে আবার আগের মতো হয়ে যাবে। এই ফুল একাধিক বার ব্যাবহার করা যায়।এই ফুলের ব্যাবহারে চোখের জ্যেতি ভালো থাকবে, পেটের ব্যাথা কমবে এবং শরীরের অন্য সব উপাদান গুলো পূরণ হবে। তাই বলে এটা ভাবা যাবে না যে, এভাবে খেলে বাচ্চা জন্ম হবে। ছেলে মেয়ে উভয়েই খেতে পারবে মরিয়ম ফুল ভেজানো পানি।
মরিয়ম ফুলের দাম কত?
মরিয়ম ফুলের দাম কত? পৃথিবীর প্রায় সকল দেশেই এই ফুলের ব্যাবহার আছে। এই ফুল টি যে কোন দোকানে কিনতে পাওয়া যাবে না। যদি কারো একান্তই মরিয়ম ফুলের দরকার হয় তাহলে উক্ত Daraz অথবা Ajkerdeal ওয়েব সাইড থেকে কিনতে পারবেন। এই ফুল টির চাহিদা যেমন বেশি তেমনি এই ফুলটির দামটাও একটু বেশি। বর্তমানে একটা মরিয়ম ফুলের দাম ৫০০-৬০০ টাকা পর্যন্ত। তবে হজ্ব করতে গিয়ে ক্রয় করলে একটু দাম কম পাবেন। কারন সেখানেই ফুল উৎপাদিত হয়।
মরিয়ম ফুল গাছ
মরিয়ম ফুল গাছ। মরিয়ম ফুলের গাছ মরু অঞ্চলে উৎপাদিত হয়। শুকনো গাছ মাটিতে আকরে থাকে। মরুভূমির অত্যান্ত গরমের মধ্যে এই গাছটি জীবিত থাকে। অতিরোক্ত গরম পড়লে কোন কোন গাছ মারা যায়। ঝর বৃষ্টি হলে এই গাছের ফল মাটিতে পরে বংশ বিস্তার করে। বীজ গুলো থেকে কয়েক ঘন্টার মধ্যে চারা গজায়। আর ৪-৫ সপ্তাহের মধ্য নতুন পাতা গজায়, তারপর ফুল ও ফল হয়। মরিয়ম ফুলের গাছ প্রায় ৬-৭ ইঞ্চি লম্বা হয়। নিচে মরিয়ম ফুল গাছের ছবি দেওয়া হলো-
মরিয়ম ফুল প্রায় ৭ বছর পর একবার ফুল ফোটে ৭দিন থাকে।। কয়েক শতাব্দী ধরে উত্তর আফ্রিকা, সৌদি আরব, ইরান, পাকিস্তান এবং মালয়েশিয়ায় ব্যবহার করে আসছে। এটি এই অঞ্চলে ভেষজ প্রতিকারে ব্যবহৃত হয়, তবে প্রথাগতভাবে প্রসবের সময় চাক্ষুষভাবে ফোকাস করার মতো কিছু হিসাবে ব্যবহৃত হয়। প্রায় সব দেশেই ফুলের ব্যাবহার আছে।এখন আমরা এই পোষ্টে জানবো মরিয়ম ফুল খাওয়ার উপকারিতা? জানতে হরে পড়তে থাকুন-
মরিয়ম ফুল খাওয়ার উপকারিতা
মরিয়ম ফুল খাওয়ার উপকারিতা? মরিয়ম ফুল এবং শেকরে রয়েছে প্রচুর ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, লোহা, এবং দস্তা আছে। যা আমাদের শরীরের জন্য খুবই উপকারি। মরিয়ম ফুল ভেজানো পানি খেলে চোখের জোত্যি ভালো হয়, পেটের ব্যাথা কমে যায়। আবার কেউ কেউ বলে এই ফুল ভেজানো পানি খেলে পেটে বাচ্চা জন্ম নেয়। আসলে এই কথাটি সত্য নয়। যেহেতু মরিয়ম ফুল দুর প্রবাসে থাকে মানে আরব দেশে সেহেতু এই ফুলের ব্যাবহার সবাই করতে পারে না।
যারা হজ্ব করতে যায় তারাই অনেকে এই ফুল আরব দেশ থেকে নিয়ে আসে। আর উপকারিতা লাভ করে। এই ফুল যেহেতু গুনবতী সেহেতু এই ফুলের দাম টাও একটু বেশি। যারা বাচ্চা কন্সিভ করতে চান তারা মরিয়ম ফুলের পাপড়ি ভেজানো পানি তাহাজ্জদের তাহাজ্জদ নামাজের আগে নিয়ত করে খেতে হবে। যেহেতু আদি কাল থেকে সকলেই বিশ্বাস করে আসছেন সেহেতু এই গাছ বাচ্চা জন্মাতে কোন কোন উপকার করতেই পারে।
মরিয়ম ফুল কোথায় পাওয়া যায়
মরিয়ম ফুল কোথায় পাওয়া যায়? মরিয়ম ফুল কোথায় পাওয়া যায় এ বিষয়ে অনেকেই জানেন না। আবার কেউ কেউ জানে যে মরিয়ম ফুল শুধু আরব দেশেই পাওয়া যায়। আসলে ডিজিটাল যুগ এখন এক দেশের পণ্য সব দেশেই পাওয়া যায়। অনেক মানুষ হজ্বে গিয়ে এই মরিয়ম ফুল নিয়ে আসেন। আরবীয় মরুভূমিসহ মধ্যপ্রাচ্যে ব্যাপকভাবে পাওয়া যায়। তাছারাও যারা নিজ দেশ থেকে মরিয়ম ফুল কিনতে চান,
তারা অবশ্যই বিভিন্ন ওয়েবসাইডে খোজ করবেন তাহলে মরিয়ম ফুল ক্রয় করতে পারবেন। ওয়েবসাইড গুলো হলো Daraz অথবা Ajkerdeal এই ওয়েবসাইড গুলোতে খোজ করলে আপনি মরিয়ম ফুল পেয়ে যাবেন। তবে ফুল টি কেনার জন্য ভালো করে যাচাই বাছাই করে কিনবেন।
পাঠকদের জন্য কিছু প্রশ্ন ও উত্তর
মরিয়ম ফুল সৌদি আরব কোথায় পাওয়া যায়?
উত্তরঃ অনেক মানুষ হজ্বে গিয়ে এই মরিয়ম ফুল নিয়ে আসেন। আরবীয় মরুভূমিসহ মধ্যপ্রাচ্যে ব্যাপকভাবে পাওয়া যায়।
মরিয়ম ফুল কত বছর পর পর ফুটে?
উত্তরঃ মরিয়ম ফুল প্রায় ৭ বছর পর একবার ফুল ফোটে ৭দিন থাকে।
মরিয়ম কিসের ফুল?
উত্তরঃ মরিয়মের ফুল একটি হাতিয়ার মিডওয়াইফরা কয়েক শতাব্দী ধরে উত্তর আফ্রিকা, সৌদি আরব, ইরান, পাকিস্তান এবং মালয়েশিয়ায় ব্যবহার করে আসছে। এটি এই অঞ্চলে ভেষজ প্রতিকারে ব্যবহৃত হয়, তবে প্রথাগতভাবে প্রসবের সময় চাক্ষুষভাবে ফোকাস করার মতো কিছু হিসাবে ব্যবহৃত হয়
মরিয়ম ফুল সম্পর্কে ইসলাম কি বলে?
উত্তরঃ নিষিদ্ধ, গর্হিত ও শিরক হয় এমন সব পদ্ধতি ব্যতীত বৈধ পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করায় কোনো বাধা-নিষেধ রাখেনি ইসলাম। সুতরাং ডাক্তারি পরামর্শের ভিত্তিতে চিকিৎসা হিসেবে 'মরিয়ম ফুল' ব্যবহার করা যাবে। কিন্তু এর ধর্মীয় বিশেষ কোনো তাৎপর্যে বিশ্বাস করা যাবে না। কেননা এটাকে ধর্মীয় চিকিৎসা মনে করা শিরকি।
মরিয়ম ফুল কি কি কাজ করে?
উত্তরঃ ঐতিহ্যবাহী ধাত্রীরা শত শত বছর ধরে প্রসবকালীন সময়ে মায়ের ব্যথা লাঘব করার জন্য এই ফুলের ব্যবহার করছেন। এই ফুলকে হযরত ঈসা আঃ এর মায়ের নাম নামানুসারে 'মরিয়ম ফুল বা মরিয়ম বুটি', নবী (সাঃ) এর কন্যা ফাতিমার নামানুসারে।
মরিয়ম ফুল কিভাবে খেলে বাচ্চা হয়?
উত্তরঃ মরিয়ম ফুল খেয়ে বাচ্চা হয় এই কথাটা সত্য নয়। মরিয়ম ফুলের মধ্যে বাচ্চা উৎপাদনের কোন উপাদান নেই। তাই এই ফুল আপনি কাচা চিবিয়ে খান বা পানিতে ভিজিয়ে খান, ফুল খায়ে কোন বাচ্চা হয় না।
লেখকের শেষ কথাঃ মরিয়ম ফুল খেলে কি বাচ্চা হয়
প্রিয় পাঠক আজ আমরা এই পোষ্ট থেকে মরিয়ম ফুল সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। যে সব বিষয়ে জানলাম সেগুলো হলো, মরিয়ম ফুল সম্পর্কে হাদিস, মরিয়ম ফুল খেলে কি বাচ্চা হয়, মরিয়ম ফুল খাওয়ার নিয়ম, মরিয়ম ফুলের দাম কত, মরিয়ম ফুল গাছ, মরিয়ম ফুল খাওয়ার উপকারিতামরিয়ম ফুল কোথায় পাওয়া যায় এই বিষয় গুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারলাম। আমাদের এই পোষ্ট পড়ে যদি ভালো লেগে থাকে তাহলে পরিচিতদের মধ্যে সেয়ার করে দিবেন।
কারন অনেকেই কুসংস্কারের মধ্যে এখনো ডুবে আছে। সকলেই ভালো থাকবেন ধন্য বাদ। আর ভালো ভালো পোষ্ট পেতে এই ওয়েবসাইড ভিজিট করুন।
msta2z.comব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url