২২ ক্যারেট রুপা চেনার উপায়- চান্দি রুপার ভরি কত?
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। নিশ্চয় আল্লহর রহমতে সকলেই ভালোই আছেন। আজ আমরা এই পোষ্টে ২২ ক্যারেট রুপা চেনার উপায় ও চান্দি রুপার ভরি কত এবং রুপার ক্যারেট চেনার উপায় নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। অগেকার দিনে চান্দি রুপা বিক্রি হয়েছে কোন হলমার্ক ছারাই। কিন্তু বর্তমান সময়ে চাদি ও রুপা ক্যারেট হিসাবে বিক্রি হচ্ছে। ২২ ক্যারেট রুপা চেনার উপায় জানতে হলে আরর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।
২২ ক্যারেট রুপা চেনার উপায় এবং চান্দি রুপার ভরি। রুপার বাজারে রুপা কিনতে গিয়ে আগেকার দিনে যাচাই বাছাই করা যেত না কিন্তু এখন বর্তমানে সোনার সঙ্গে মিল রেখে রুপার ও ১৮,২১, ও ২২, ক্যারেটের হলমার্কিং করা হয়েছে রুপার গহনাতে। আর রুপা কিনতে গিয়ে কেও ঠকবে না। কিন্তু রুপা কিনার আগে রুপার ক্যারেট গুলো চিনতে হবে এবং হলমার্কিং গুলো ভালো করে চিনতে হবে। চলুন জেনে নেওয়া যাক ২২ ক্যারেট রুপা চেনার উপায় কি।
চান্দি রুপার ভরি কত?
চান্দি রুপার ভরি কত? চান্দি রুপা এবং সোনা প্রতিনিয়তই দাম বেড়েই চলছে। যেন কমার অবকাশ নেই। চান্দি রুপার অতিরোক্ত দাম হওয়ার কারনে মানুষ জন তাদের চাহিদা পূরণ করছেন সিটি গোল্ড বা ইমুটেশন দিয়ে। বর্তমানে চান্দি ও রুপার ভরি কত তা জনতে হলে আমাদের আরর্টিকেল টি শুরু শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো। বর্তমানে বিভিন্ন ক্যারেটের চান্দি রুপার দাম কত তা নিচে বিস্তারিত দেওয়া হলো-
প্রিয় পাঠক আপনারা যারা ভালো রুপা চিনতে পারছেন না তাদের কে বলছি, আপনারা রুপা কিনলে ২২ ক্যারেটের রুপার গহনা বানাবেন। কারন ২২ ক্যারেট রুপা বিশুদ্ধ এবং খাটি রুপা। আর রুপা কিনার সময় অবশ্যই কোন পরিচিত দোকান থেকে রুপা কিনবেন এবং রশিদ নেবেন। কারন পরবর্তিতে রুপার গহনার কোন সমস্যা হলে রুপা বিক্রেতাকে ধরতে পারবেন। ধন্যবাদ সবাইকে।
রুপার ক্যারেট চেনার উপায়?
রুপার ক্যারেট চেনার উপায়? হাজার হাজার টাকা দিয়ে রুপা কিনবেন অবশ্যই খাটি এবং বিশুদ্ধ রুপা কিনবেন। কিন্তু কিভাবে খাটি রুপা চিনবেন তা তো আপনি জানেন না। প্রিয় পাঠক আপনি যদি রুপার ক্যারেট চিনতে চান মানে খাটি রুপা কি রকম হয় তা বুঝতে চান তাহলে আমাদের আরর্টিকেল টি ভালো করে পড়তে থাকুন। চলুন জেনে নেওয়া যাক রুপার ক্যারেট চেনার উপায় কি? তিনটি উপায় দেখে আপনারা রুপা কিনবেন।
হলমার্কিং দেখে রুপার ক্যারেট চেনার উপায়
অনেক কাস্টমার আছেন যারা আজও পর্যন্ত জানেন না যে রুপার ক্যারেট চেনার জন্য হলমার্ক দেওয়া থাকে। নামকরা দোকান থেকে কিনলে অবশ্যই রুপার ক্যারেট সহজেই চিনতে পারবেন। রুপার ক্যারেট চেনার জন্য রুপার গায়ে লেখা থাকে 925 সংখ্যা খোদাই করা থাকে। কিন্তু এই হলমার্ক খালি চোখে দেখা যায় না। আতশকাচের মাধ্যমে রুপার হলমার্ক দেখতে পারবেন। নামকরা দোকান হলে অবশ্যই সেই দোকানে আতশকাচের ব্যাবস্থা থাকবে। রুপার ক্যারেট চেনার উপায়।
চুম্বুক দিয়ে রুপার ক্যারেট চেনার উপায়
মনে রাখবেন আসল রুপা চুম্বুকের ধানে কাছে নিয়ে গেলে চুম্বুক কে কখনোও আর্কষন করে না। আর যদি কোন রুপা চুম্বুকের দিকে নিয়ে গেলে আর্কষন করে তাহলে মনে করবেন যে । ঐ রুপাই কোন খাদ মেশানো আছে। রুপার ক্যারেট এবং খাটি রুপা চেনার জন্য এই উপায় টা বেশ সহজ একটা উপায়।
সাদা কাপর দিয়ে মুছে খাটি রুপা চেনার উপায়
আসল রুপা চেনার জন্য একটা সুতি সাদা কাপর নিবেন এবং রুপা ঘষে ঘষে মুছবেন। মুছার পরে কাপরের গায়ে যদি কারচে রঙ্গের দাগ লেগে যায় তাহলে বুঝবেন সেই রুপা আসল এবং খাটি রুপা। রুপার ক্যারেট চেনার উপায়।
৯২৫ রুপা কত ক্যারেট?
৯২৫ রুপা কত ক্যারেট? অনেক মানুষ জানেন না যে ৯২৫ রুপা ও আছে। আসলে ৯২৫ রুপা হলো আসল এবং খাটি রুপা চেনার হলমার্ক। এই হলমার্ক যে রুপায় থাকবে সে রুপা খাটি রুপা হবে। ৯২৫ রুপাই হলো ২২ক্যারেট রুপা। আর আপনারা যদি রুপার কোন গহণা তৈরী করেন তাহলে ৯২৫ রুপা মানে ২২ ক্যারেট রুপা দিয়ে গহণা তৈরী করবেন। এই রুপাই কোন খাদ থাকে না, রং সহজে নষ্ট হয় না। আর ৯২৫ রুপা দেখতে হলে আতশকাচের সাহায্যে দেখতে হবে।
২২ ক্যারেট রুপা চেনার উপায়?
২২ ক্যারেট রুপা চেনার উপায়? এখন কার রুপা বিক্রেতারা ১৮-১৯ ক্যারেট রুপাকে ২২ ক্যারেট বলে বিক্রি করছেন। আবার অনেকেই ইমিটিশান কে রুপা বলে বিক্রি করছেন ক্রেতার কাছে। ক্রেতারা ১৮ ক্যারেট রুপা এবং ২২ ক্যারেট রুপার তফাৎ টা বুঝতে না পারায় তারা প্রতিনিয়তই রুপা কিনতে গিয়ে ঠকছেন। প্রিয় পাঠক আর ঠকার দিন নেই। এখন থেকে রুপা কিনতে গেলে অবশ্যই রুপার ক্যারেট দেখে কিনবেন কখনো ও ঠকবেন না। আসুন জেনে নেওয়া যাক ২২ ক্যারেট রুপা চেনার উপায়?
১ নাম্বার উপায়ঃ ২২ ক্যারেট রুপার গায়ে 925 সংখ্যা খোদাই করা থাকবে । এই 925 খোদাই দেখতে হলে আতশকাচের প্রয়োজন হবে। আতশ কাচের সাহায্যে ২২ ক্যারেট রুপা সহজেই চিনতে পারবেন। যেই দোকানে রুপা কিনবেন সেই দোকানে বা কোন বড় স্বর্ণকারের দোকানে আতশকাচ অবশ্যই থাকবে।
২ নাম্বার উপায়ঃ একটা লেবু চিপে রস বের করে নিবেন তাতে সামান্য হলুদ এবং পানি মিশেয়ে তাতে রুপার গহনা ডুবিয়ে রাখবেন ২-৩ ঘন্টা। ২২ ক্যারেট রুপা হলে আরো চকচকে হয়ে যাবে আর খাদ যুক্ত রুপা হলে রং নষ্ট হয় কালো হয়ে যাবে।২২ ক্যারেট রুপা চেনার উপায়।
৩ নাম্বার উপায়ঃ ২২ ক্যারেট রুপা চেনার আরো একটি সহজ উপায় হলো চুম্বুক। রুপার গহনাকে চুম্বুকের সংস্পর্শে নিয়ে যাবেন দেখবেন খাটি রুপা হলে চুম্বুক কে আর্কষিত করবে না। আর খাদ মেশানো রুপা হলে চুম্বুক কে আর্কষিত করবে। চুম্বুক দিয়ে আপনি সহজেই ২২ ক্যারেট রুপা চিনতে পারবেন। ২২ ক্যারেট রুপা চেনার উপায়।
৪ নম্বার উপায়ঃ ২২ ক্যারেট রুপার উপর বরফ দিয়ে রাখবেন। যদি সেই রুপা ২২ ক্যারেট মানে খাটি রুপা হয় তাহলে বরফ দ্রুত গলে যাবে। আর ১৮ ক্যারেট হয় তাহলে বরফ গলতে সময় লাগবে।
৫ নাম্বার উপায়ঃ ২২ ক্যারেট রুপা ১৮ এবং ১৯ ক্যারেট রুপার চেয়ে নরম হয় এবং রং উজ্জল ও চকচকে হয়। ব্যাবহার করলেও সহজে কালো হয় না। ২২ ক্যারেট রুপাতে প্রায় ৯০% রুপা থাকে। এই জন্য এই রুপার গহনা নরম হয় আর ১৮-১৯ ক্যারেট রুপার গহনা শক্ত হয় এবং ব্যাবহার করতে লাগলে অল্প দিনেই কালো হয়ে যায়।
ভারতের রুপার দাম কত?
ভারতের রুপার দাম কত? বাঙ্গালিরা সোনার অলংকারের পাশাপাশি রুপার অলংকারকেও বেশ প্রধান্য দেয়। সোনা এবং রুপা বঙ্গ জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ। তবে আর্থনৈতিক প্রবাহের কারনে যোগান এবং চাহিদার উপর ভিত্তি করে ভারতের রুপার দাম ২০২৪ সালে কম বেশি হয়ে থাকে। ২৮ জুন ২০২৪ সালে ভারতের প্রতি কেজি রুপার বাটের দাম ৮৭,১৫০ টাকা। আর খূচরো রুপার প্রতি কেজি রুপার বাটের দাম ৮৭,২৫০ টাকা। গত দিনের তুলনায় ১০০ টাকা বেড়ে গেছে। চলুন জেনে নেওয়া যাক ২০২৪ সালের ২০ জুন থেকে ২৭ জুন পর্যন্ত ভারতের রুপার দাম কত?
নতুন রুপার চুরির ডিজাইন
নতুন রুপার চুরির ডিজাইন। প্রিয় বোনেরা আপনারা অনেকেই হয়তো রুপার চুরির নতুন ডিজাইন খুজছেন। আমাদের এই আরর্টিকেল থেকে নতুন নতুন রুপার চুরির ডিজাইন খুব সহজেই পায়ে যাবেন। চলুন এক নজরে দেখে নিন কয়েকটি ২২ ক্যারেট রুপার চুরির ডিজাইন গুলো-
রুপার কানের দুলের ডিজাইন
রুপার কানের দুলের ডিজাইন। আমাদের এই আরর্টিকেলে ২২ ক্যারেট রুপার কানের দুলের ডিজাইন গুলো দেখানো হলো। সুন্দর সুন্দর কানের দুলের ডিজাইন গুলো আপনারা রুপা দিয়ে তৈরী করে নিতে পারবেন। চলুন এক নজরে দেখে নিন কয়েকটি ২২ ক্যারেট রুপার কানের দুলের ডিজাইন গুলো-
রুপার আংটির ডিজাইন
রুপার আংটির ডিজাইন। আমাদের এই আরর্টিকেল থেকে ছেলেদের এবং মেয়েদের ২২ ক্যারেট রুপার আংটির ডিজাইন সহজেই পেয়ে যাচ্ছেন। এই রকম রুপার আয়টি বানিয়ে হাতে পড়লে হাতের সৌন্দর্য বেড়ে যাবে। আর দেরি না করে বানিয়ে ফেলুন ২২ ক্যারেট রুপার আংটি। চলুন এক নজরে দেখে নিন কয়েকটি রুপার আংটির ডিজাইন গুলো-
রুপার মালার ডিজাইন
রুপার মালার ডিজাইন। প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা রুপার মালা পড়তে পছন্দ করেন বা সুন্দর ডিজাইন খুজছেন রুপার মালার তারা আমাদের এই আরর্টিকেল থেকে রুপার মালার ডিজাইন গুলো দেখে মালা বানিয়ে নিতে পারবেন। এখানে আপনাদের জন্য কয়েকটি সুন্দর সুন্দর রুপার মালার ডিজাইন দেওয়া হলো-
FAQ। ২২ ক্যারেট রুপা চেনার উপায়?
বাংলাদেশে ২২ ক্যারেট রুপার দাম কত?
উত্তরঃ বর্তমান বাংলাদেশে ২২ ক্যারেট রুপার দাম হলো ২০৯৯ টাকা।
রূপা কি সোনার ক্ষতি করে?
উত্তরঃ কখনোও না। এই কথা টা যারা বলে ভুল বলে। চিন্তা করবেন না, যেহেতু রৌপ্য একটি প্রতিক্রিয়াশীল ধাতু এবং সোনা অ-প্রতিক্রিয়াশীল, তাই দুটি একসাথে পরলে ক্ষয় বা মরিচা হওয়ার সম্ভাবনা নেই ।
রুপার আংটি ব্যবহার করলে কি হয়?
উত্তরঃ রুপোর আংটি পরলে সূর্য ও শনির অশুভ দশা কেটে যায়। আঙুলে রুপোর আংটি পরলে জাতক ভাগ্যের সহায়তা লাভ করেন। এর ফলে রাহু দশাও কেটে যায় এবং মন ও মাথা শান্ত হয়। কারোর হাতের পাতায় শুক্র পর্বত নীচু হলে, সেই ব্যক্তি রুপোর আংটি ধারণ করলে উপকার পাবেন।
রুপা না সাদা সোনা চিনবো কিভাবে?
রুপাই খোদাই করা থাকবে ৯২৫ সংখ্যা। সাদা সোনাতে খোদাই করা থাকবে ৫৮৫ এই সংখ্যা গুলো দেখলেই সোনা ও রুপা চিনতে পারবেন। তাছারাও সোনা তো উজ্জল ও চকচকে রঙ্গের হয়। দেখলেই চেনা যায়।
সবচেয়ে ভালো রুপো কোন দেশে তৈরি হয়?
উত্তরঃ সবচেয়ে ভালো রুপা ২০২৩ সালে ছিল মেক্সিকো ২০২৪ সালে আমেরিকা সবচেয়ে ভালো রুপা তৈরীতে জনপ্রিয়তা লাভ করেছেন।
লেখকের শেষ কথাঃ ২২ ক্যারেট রুপা চেনার উপায়?
প্রিয় পাঠক আজ আমরা এই আরর্টিকেল থেকে জানতে পারলাম, চান্দি রুপার ভরি কত, রুপার ক্যারেট চেনার উপায়, ৯২৫ রুপা কত ক্যারেট, ২২ ক্যারেট রুপা চেনার উপায়, ভারতের রুপার দাম কত, ভারতের রুপার দাম কত, নতুন রুপার চুরির ডিজাইন,রুপার কানের দুলের ডিজাইন, রুপার আংটির ডিজাইন, রুপার মালার ডিজাইন। আরর্টিকেল টি পড়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে পরিচিতদের মধ্যে সেয়ার করে দিবেন এবং ভালো ভালো পোষ্ট পেতে এই ওয়েবসাইড টি ভিজিট করুন। ধন্যবাদ।
msta2z.comব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url