গর্ভাবস্থায় নাপা এক্সটেন্ড খাওয়া যাবে কি? | Msta2z

গর্ভাবস্থায় নাপা এক্সটেন্ড খাওয়া যাবে কি?

আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। নিশ্চয় আপনারা আল্লাহর রহমতে সকলেই ভালোই আছেন।আমরা আবারো হাজির হলাম নতুন একটি আরর্টিকেল নিয়ে। গর্ভাবস্থায় নাপা এক্সটেন্ড খাওয়া যাবে কি? প্রশ্নটা অনেকেই করে থাকেন। গর্ভাবস্থায় নাপা এক্সটেন্ড খাওয়া যাবে কি? তা নিয়ে আজ আমরা এই আরর্টিকেলে বিস্তারিত জানাবো। জানতে হলে অবশ্যই পুরো আরর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।
গর্ভাবস্থায়-নাপা-এক্সটেন্ড-খাওয়া-যাবে-কি?

এই আরর্টিকেলে গর্ভাবস্থায় নাপা এক্সটেন্ড খাওয়া যাবে কি, নাপা এক্সটেন্ড এর কাজ কি, Napa Extend খাওয়ার নিয়ম, নাপা এক্সটেন্ড এর দাম, নাপা এক্সটেন্ড এর পার্শ্বপ্রতিক্রিয়া, Napa Extend 665 mg কি কাজ করে, Napa Extend 500 এর কাজ কি ইত্যদি বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। প্রিয় ভাই ও বোনেরা আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় নাপা এক্সটেন্ড খাওয়া যাবে কি?
পেজ সূচিপত্রঃ গর্ভাবস্থায় নাপা এক্সটেন্ড খাওয়া যাবে কি?
সর্তকতা

গর্ভাবস্থায় নাপা এক্সটেন্ড খাওয়া যাবে কি?

গর্ভাবস্থায় নাপা এক্সটেন্ড খাওয়া যাবে কি? গর্ভবস্থায় অনেক সময় পেট ব্যাথা, কোমর ব্যাথা, বা হাত পা ব্যাথা করে এই জন্য নাপা এক্সটেন্ড খেতে পারবে কি না বা এই ঔষধ কতটা নিরাপদ। যখন গর্ভের বয়স হয়ে যায় তখন দিনে দিনে এই রকম ব্যাথা হবেই এটাই স্বাভিক। এই রকম ব্যাথায় ঘন ঘন নাপা এক্সটেন্ট খাওয়া ঠিক হবে না। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নাপা এক্সটেন্ড খেতে হবে। চলুন জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় নাপা এক্সটেন্ড খাওয়া যাবে কি?

গর্ভবস্থায় এপিডেমিওলজিকাল গবেষনায় প্রস্তাবিত মাত্রায় নাপা, প্যারাসিটামল বা নাপা এক্সটেন্ড সেবনে কোন খারাপ প্রভাব দেখা যায় নি। তবে রোগীদের উচিত ডাক্তারের পরামর্শ মেনে ঔষধ গ্রহণ করা। প্যারাসিটামল বুকের দুধে নির্গত হয় কিন্তু চিকিৎসাগত ভাবে অতিরোক্ত পরিমানে খাওয়া নিষেধ। তবে স্তন্য দান কালে মায়ের নাপা এক্সটেন্ড খাওয়া যাবে। গর্ভবস্থায় নাপা এক্সটেন্ড খেতে হলে ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে এবং সন্তান জন্মের পরে স্তন্য দান কালে মায়ের নাপা এক্সটেন্ড খাওয়া যাবে।

নাপা এক্সটেন্ড এর কাজ কি?

নাপা এক্সটেন্ড এর কাজ কি? নাপা এক্সটেন্ড ট্যাবলেট জ্বরনাশক এবং ব্যাথানাশক ঔষধ এবং আরো বিভিন্ন ধরনের চিকিৎসায় ব্যাবহত হয় নাপা এক্সটেন্ড। নাপা এক্সটেন্ড বাংলাদেশের একটি জনপ্রিয় ঔষধ। যা সহজেই ওভার দ্যা কাউন্টার (OTC) পাওয়া যায়। নাপা এক্সটেন্ড প্যারাসিটামল নামক একটি উপাদান দিয়ে তৈরী হয়েছে যা সেবনে মস্তিস্কের উপর প্রভাব ফেলে ব্যাথা দ্রুত ভালো করে এবং শরীরের তাপমাত্রা কমিয়ে জ্বর ভালো করে দেয়। নাপা এক্সটেন্ড এর কাজ কি চলুন জেনে নেই।

  • হালকা থেকে তীব্র জ্বরে কাজ করে।
  • সর্দিজ্বর কাজ করে।
  • ইনফ্লুয়েন্স কাজ করে।
  • মাথা ব্যাথায় কাজ করে।
  • দাঁত ব্যাথায় কাজ করে।
  • কানের ব্যাথায় কাজ করে।
  • শরীর ব্যাথায় কাজ করে।
  • স্নায়ু প্রদাহ জনিত ব্যাথায় কাজ করে।
  • মুচকে যাওয়া ব্যাথায় কাজ করে।
  • ঋতুচাপ জনিত ব্যাথায় কাজ করে।
  • পিঠে ব্যাথা বা মেরুদন্ডের ব্যাথায় কাজ করে।
  • অস্ত্রপাচার পরবর্তি ব্যাথায় কাজ করে।
  • প্রসব পরবর্তি ব্যাথায় কাজ করে।
  • প্রদাহ জনিত ব্যাথা এবং
  • শিশুদের টিকা পরবর্তি ব্যাথায় বেশ কার্যকরি।
  • এটি বাথ জনিত এবং অস্টিওআত্রাইটিসজনিত ব্যাথাই বেশ কার্যকর।

Napa Extend খাওয়ার নিয়ম?

Napa Extend খাওয়ার নিয়ম? নাপা এক্সটেন্ড খাওয়ার নিয়ম নিচে দেওয়া হলোঃ-

প্রাপ্ত বয়স্কদের জন্যঃ
  • হালকা জ্বর বা ব্যাথায়ঃ দিনে ৩ বার সকাল, দুপুর এবং রাতে একটি করে ট্যাবলেট খেতে পারবেন।
  • তীব্র ব্যাথা বা জ্বরেঃ ১-২ টি ট্যাবলেট ৪-৬ ঘন্টা পরপর দিনে সর্বোচ্চ ৮ টি ট্যাবলেট খেতে পারবেন।
  • আহারের পরে খেতে হবে খালি পেটে খাওয়া যাবে না।

শিশুদের জন্যঃ
  • ৬-১২ বছর শিশুদের জন্য দিনে ৩ বার সকাল, দুপুর এবং রাত একটি করে বা অর্ধেক করে খেতে পারবে।

নাপা এক্সটেন্ড সিরাপ শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্যঃ
  • তিন মাসের শিশুদের জন্য ১০ মি.গ্রা.করে দিনে ৩-৪ বার খাওয়ানো যাবে।
  • এক বছর শিশুদের জন্য ১ চামুচ করে দিনে ৩-৪ বার খাওয়ানো যাবে।
  • পাঁচ বছর শিশুদের জন্য ১/২ চামুচ করে দিনে ৩-৪ বার খাওয়ানো যাবে।
  • ৬-১২ বছর শিশুদের জন্য ১-২ চামুচ করে দিনে ৩-৪ বার খাওয়ানো যাবে।
  • এবং প্রাপ্ত বয়স্কদের জন্য ৪-৮ চামুচ করে দিনে ৩-৪ বার খাওয়ানো যাবে।

নাপা এক্সটেন্ড এর দাম?

নাপা এক্সটেন্ড এর দাম? নাপা এক্সটেন্ড বাজারের যে কোন ফার্মেসিতে পাওয়া যাবে। নাপা এক্সটেন্ড বর্তমানে সবচেয়ে বেশি ব্যাবহত হয় এবং সর্বপেক্ষা নিরাপদ এবং দ্রুত কার্যকরী একটি ট্যাবলেট এবং সিরাপ।নাপা এক্সটেন্ড সিরাপ এবং ট্যাবলেট দুটো আকারে পাওয়া যায়। নাপা এক্সটেন্ড ট্যাবলেটটি অধিক পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত। নাপা এক্সটেন্ড প্রতি পিচ ট্যাবলেটের দাম ২ টাকা করে এবং একপাতা ট্যাবলেটের দাম ২৪ টাকা করে এবং এক প্যাকেটের দাম ২৮৮ টাকা।

নাপা এক্সটেন্ড এর পার্শ্বপ্রতিক্রিয়া?

নাপা এক্সটেন্ড এর পার্শ্বপ্রতিক্রিয়া? নাপা এক্সটেন্ড সেবনে তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে। রক্তের উপাদানের উপর সামান্য পরিমান প্রভাব পরলেও তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না এই ট্যাবলেটে। তবে কিছু কিছু ক্ষেত্রে চামরায় ফুসকুরি, এলার্জি এবং অগ্নাশয়ের প্রদাহ দেখা দিতে পারে। নাপা এক্সটেন্ড এর এরকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

নাপা এক্সটেন্ড সেবনে কি ক্ষতি হতে পারে?

নাপা এক্সটেন্ড সেবনে কি ক্ষতি হতে পারে? যারা অতিরোক্ত ১০ গ্রাম বা তার বেশি নাপা এক্সটেন্ড সেবন করেছেন তাদের যকৃতের মারাত্বক ক্ষতি হতে পারে। ৫ গ্রাম বা তার বেশি নাপা এক্সটেন্ড সেবন করলে কিডনি বা লিভারের ক্ষতি হতে পারে।

নাপা এক্সটেন্ড ওভার ডোজের লক্ষণ?

নাপা এক্সটেন্ড ওভার ডোজের লক্ষণ? আপনি যদি নাপা এক্সটেন্ড ওভার ডোজ করে ফেলেন তাহলে ২৪ ঘন্টার মধ্যে এর কিছু লক্ষণ দেখতে বা বুঝতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক নাপা এক্সটেন্ড ওভার ডোজের লক্ষণ গুলো কি কি?

  • চেহারা ২৪ ঘন্টার মধ্যে ফ্যাকাসে হয়ে যাবে।
  • বমি বমি ভাব হবে
  • বমি হবে
  • ক্ষুধা মন্দা এবং পেট ব্যাথা করবে।
  • ১২-৪৮ ঘন্টা পরে লিভারের ক্ষতি স্পষ্ট হতে পারে।এবং
  • রক্ত ক্ষরন সহ মৃত্যুর দিকে অগ্রসর হতে পারে।
যাদের লিভার রোগ আছে এবং কিডনির সমস্যা আছে তাদের জন্য নাপা এক্সটেন্ড সেবন করা খুবই ঝুকি। তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নাপা এক্সটেন্ড সেবন করবেন। নির্ধারিত মাত্রা গ্রহন করতে হবে। অতিরোক্ত গ্রহন করা যাবে না। নাপা এক্সটেন্ড শুধু মাত্র সেই রোগীদের সেবন করা উচিত যাদের প্রতি নির্দেশিত হয়েছে।

নাপা এক্সটেন্ড কোন কোম্পানীর?

নাপা এক্সটেন্ড বেক্সিমকো কোম্পানীর ঔষধ। এর বানিজ্যিক নাম নাপা এক্সটেন্ড এবং জেনারিক নাম প্যারাসিটামল। এই ট্যাবলেটটি বাংলাদেশে পাওয়া যায়। এর ধরন ট্যাবলেট এবং নাপা এক্সটেন্ড এর পরিমাপ হলো Napa Extend 665mg.

নাপা এক্সট্রা?

নাপা এক্সট্রা? নাপা এক্সাট্রা প্যারাসিটামল ক্যাফেইনের একটি সমন্বিত ঔষধ। প্যারাসিটামলের ব্যাথানাশক এবং জ্বর উপশমক গুনবলির সাথে কিছুটা প্রদহবিরোধি কার্যকারিতা রয়েছে। নাপা এক্সট্রা বেক্সিমকো কোম্পানীর ট্যাবলেট। এর বানিজ্যিক নাম নাপা এক্সট্রা এবং জেনারিক নাম প্যারাসিটামল+ক্যাফেইন। এই ট্যাবলেটটি বাংলাদেশে পাওয়া যায়। এর ধরন ট্যাবলেট এবং নাপা এক্সট্রা এর পরিমাপ হলো 500mg+65mg.
নাপা-এক্সট্রা-ট্যাবলেট

নাপা এক্সট্রা কি কাজ করে?

নাপা এক্সট্রা কি কাজ করে? নাপা এক্সট্রা ট্যাবলেট এর প্রধান কাজ হলো ব্যাথা এবং জ্বরের সামগ্রিক চিকিৎসা প্রদান করে। চলুন জেনে নেওয়া যাক নাপা এক্সট্রা কি কাজ করে?
  • জ্বর
  • সাধারন সর্দিজ্বর
  • মাইগ্রেনের ব্যাথা
  • কন্ঠ নালীর প্রদাহ
  • কান ব্যাথা
  • দাঁত ব্যাথা
  • পিঠ ব্যাথা
  • বাথ ও মাংসপেশির ব্যাথা
  • স্নায়ুবিক যন্ত্রনার ব্যাথা এবং
  • ঋতুস্রাব জনিত ব্যাথা সহজেই ভালো করে দেয়।

গর্ভবস্থায় বা স্তন্যদানকালে নাপা এক্সট্রা খাওয়া যাবে কি?

গর্ভবস্থায় বা স্তন্যদানকালে নাপা এক্সট্রা খাওয়া যাবে কি? উত্তরঃ হ্যা, গর্ভবস্থায় বা স্তন্যদানকালে নাপা এক্সট্রা খাওয়া নিরাপদ। তারপরেও ডাক্তারের পরামর্শ নিয়ে খেলে ভালো হবে।

নাপা এক্সট্রা পার্শ্বপ্রতিক্রিয়া?

নাপা এক্সট্রা পার্শ্বপ্রতিক্রিয়া? যাদের কিডনি সমস্যা এবং লিভারের সমস্যা আছে তাদের জন্য নাপা এক্সট্রা সেবনে ঝুকি হতে পারে। এই জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে। তাছারা নাপা এক্সট্রা সেবনে তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। বেশি মাত্রায় সেবন করলে অস্বত্তি, পেটের ব্যাথা, ত্বকের সংক্রামন, মাথা ঘোরা ইত্যাদি হতে পারে।

নাপা এক্সট্রা খাওয়ার নিয়ম?

নাপা এক্সট্রা খাওয়ার নিয়ম? নাপা এক্সট্রা ৫০০ মিলিগ্রাম+৬৫মিলিগ্রাম খাওয়ার নিয়ম নিচে দেওয়া হলো-
  • প্রাপ্ত বয়স্কদের জন্য দিনে ৪-৬ ঘন্টা পরপর ১/২ টা ট্যাবলেট খাবেন।
  • এবং ১২ বছর বয়সের কম শিশুদের জন্য নাপা এক্সট্রা নির্দেশিত নেই।

নাপা ট্যাবলেট কত বছর বয়সে খাওয়া যায়?

নাপা ট্যাবলেট ৬-৮ বছর বয়স হলেই সেই শিশুদের নাপা ট্যাবলেট খাওয়ানো যাবে। সেক্ষেত্রে অবশ্যই একটি ট্যাবলেট অর্ধেক করে খাওয়াতে হবে।
নাপা-ট্যাবলেট-কত-বছর-বয়সে-খাওয়া-যায়?

অতিরোক্ত নাপা ট্যাবলেট খাওয়া কি ক্ষতিকর?

উত্তরঃ হ্যা, অতিরোক্ত নাপা ট্যাবলেট খেলে শরীর ফ্যাকাসে হবে, বমি বমি ভাব হবে এবং বমি হবে তাছারাও লিভারের মারাত্বক ক্ষতি হবে। এই জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে যে কোন ঔষধ খাওয়ার চেষ্টা করবেন।

নাপা, নাপা এক্সট্রা, নাপা এক্সটেন্ড এবং নাপা র‌্যাপিড কিসের ঔষধ?

নাপা, নাপা এক্সট্রা, নাপা এক্সটেন্ড এবং নাপা র‌্যাপিডদ্রুত কার্যকরী এবং নিরাপদ বেদনানাশক যা চিহ্নিত অ্যান্টিপাইরেটিক বৈশিষ্ট্যযুক্ত । এটি রোগীদের জন্য বিশেষভাবে উপযুক্ত । নাপা, নাপা এক্সট্রা, নাপা এক্সটেন্ড এবং নাপা র‌্যাপিড এই ট্যাবলেট গুলোর কাজ হলো-


জ্বর, মাথা ব্যাথা, মাইগ্রেনের ব্যাথা, ঠান্ডা লাগা, কানের ব্যাথা, পিঠের ব্যাথা, দাঁত ব্যাথা, জয়েন্ট ব্যাথা, ক্লান্তি, স্নায়বিক ব্যথা, অপারেশন পরবর্তি ব্যাথা, বাথ ও মাংসপেশির ব্যাথা. মাসিকের ব্যাথা ইত্যাদি চিকিৎসায় ভালো কাজ করে।

নাপা ট্যাবলেটের দাম কত?

নাপা ট্যাবলেট বেক্সিমকো কোম্পানীর। যে কোন ফার্মেসিতে নাপা ট্যাবলেট পাওয়া যাবে। নাপা সিরাপ ও পাওয়া যায়। যা শিশুদের জন্য। নাপা একটি ট্যাবলেটের দাম ১টাকা ২০ পয়সা।

নাপা কতটুকু খাওয়া উচিত?

ট্যাবলেট: প্রাপ্তবয়স্ক: প্রতিদিন ১-২ ট্যাবলেট প্রতি ৪ থেকে ৬ ঘন্টা সর্বোচ্চ ৪ গ্রাম (৮ ট্যাবলেট) পর্যন্ত। শিশু (৬-১২ বছর): ½ থেকে ১ ট্যাবলেট প্রতিদিন ৩ থেকে ৪ বার।

লেখকের শেষ কথাঃ গর্ভাবস্থায় নাপা এক্সটেন্ড খাওয়া যাবে কি?

প্রিয় পাঠক, আমরা এই আরর্টিকেল থেকে বিস্তারিত জানতে পারলাম, নাপা এক্সটেন্ড এর কাজ কি,গর্ভাবস্থায় নাপা এক্সটেন্ড খাওয়া যাবে কি?, Napa Extend খাওয়ার নিয়ম, নাপা এক্সটেন্ড এর দাম, নাপা এক্সটেন্ড এর পার্শ্বপ্রতিক্রিয়া, নাপা এক্সটেন্ড সেবনে কি ক্ষতি হতে পারে?, নাপা এক্সটেন্ড ওভার ডোজের লক্ষণ?, নাপা এক্সট্রা , নাপা এক্সট্রা কি কাজ করে?, নাপা এক্সট্রা পার্শ্বপ্রতিক্রিয়া?, নাপা এক্সট্রা খাওয়ার নিয়ম?, নাপা ট্যাবলেট কত বছর বয়সে খাওয়া যায়?, 

অতিরোক্ত নাপা ট্যাবলেট খাওয়া কি ক্ষতিকর?, নাপা, নাপা এক্সট্রা, নাপা এক্সটেন্ড এবং নাপা র‌্যাপিড কিসের ঔষধ? , নাপা ট্যাবলেটের দাম কত?, নাপা কতটুকু খাওয়া উচিত? ইত্যাদি সম্পর্কে আমরা ভালো করে বিস্তারিত জানতে পারলাম। তো বন্ধুরা আমাদের আরর্টিকেল ভালো লাগলে পরিচিতদের মধ্যে সেয়ার করে দিবেন এবং আরো ভালো ভালো আরর্টিকেল পেতে msta2z.com ওয়েবসাইড ভিজিট করুন। আরর্টিকেল টি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

msta2z.comব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url