টাফনিল ঔষধের কাজ- টাফনিল কোন রোগের ঔষধ (বিস্তারিত জানুন)
আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। নিশ্চয় আপনারা আল্লাহর রহমতে সকলেই ভালোই আছেন। টাফনিল ঔষধের কাজ এবং টাফনিল কোন রোগের ঔষধ তা অনেকেই জানতে চায়। তো বন্ধুরা আপনাদের উদ্দেশে আজ আমরা, টাফনিল ঔষধের কাজ এবং টাফনিল কোন রোগের ঔষধ, টাফনিল কি এন্টিবায়েটিক, টাফনিল ট্যাবলেট খাওয়ার নিয়ম ও টাফনিল ট্যাবলেটের দাম কত ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানাবো এই আরর্টিকেলে।
টাফনিল ঔষধ সম্পর্কে ভালো করে জানতে হলে আমাদের আরর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন। টাফনিল এর জেনারিক নাম হলো টলফেনামিক এসিড। এই ট্যাবলেটে ২০০ মিলি গ্রাম টলফেনামিক এসিড আছে। টাফনিল ট্যাবলেটটি বাজারের যে কোন ফার্মেসিতে পাওয়া যাবে। টাফনিল ঔষধটি বাজারে ট্যাবলেট আকারেই শুধু পাওয়া যাবে সিরাপ আকারে পাওয়া যায় না। চলুন দেরি না করে জেনে নেওয়া যাক টাফনিল ঔষধের কাজ কি?
পেজ সূচিপত্রঃ টাফনিল ঔষধের কাজ- টাফনিল কোন রোগের ঔষধ?
সর্তকতা
টাফনিল ঔষধের কাজ কি, টাফনিল কোন রোগের ঔষধ এবং টাফনিল খাওয়ার নিয়ম ইত্যাদি বিষয় এই পোষ্ট থেকে বিস্তারিত জানতে পারবেন আপনারা। আপনাদের শরীরের যে কোন সমস্যায় যে কোন ওয়েবসাইড ভিজিট করে ঔষধের নাম দেখে সেই ঔষধ সেবন করে থাকেন। আসলে এই ভাবে যে কোন রোগের ঔষধ সেবন করাটা ঠিক নয়। মনে রাখবেন, যে কোন রোগের ঔষধ সেবন করার আগে অবশ্যই কোন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করার চেষ্টা করবেন। তাতে আপনারা উপকৃত হবেন। আমরা ওয়েবসাইড গুলোতে বিভিন্ন রোগের ঔষধের নাম, কি কাজ করে, খাওয়ার নিয়ম এবং দামকত সব কিছুই বিস্তারিত জানাই ঠিক আছে। কিন্তু আপনাদের কাছে অনুরোধ আপনারা ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে রোগের ঔষধ খাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ
টাফনিল কোন রোগের ঔষধ?
টাফনিল কোন রোগের ঔষধ? টাফনিল ঔষধের নাম অনেকেই শুনেছেন। কিন্তু অনেকেই জানেন না যে, টাফনিল কোন রোগের ঔষধ। আজ আপনারা এই আরর্টিকেল থেকে জানতে পারবেন টাফনিল কোন রোগের ঔষধ। চলুন জেনে নেওয়া যাক টাফনিল কোন রোগের ঔষধ।
মাইগ্রেনের আক্রমনের চিকিৎসায় ডাক্তারের প্রতিটি প্রেসক্রিপশনে লিখিত হয় এবং সর্বাধিক ব্যাবহত হয় এই টাফনিল ট্যাবলেট। টাফনিল সেবনের ফলে আপনার সবরকম মাথা ব্যাথা দ্রুত কমিয়ে আনবে। প্রতিটি ট্যাবলেটে আছে টলফেনামিক এসিড ২০০ মি.গ্রা। টাফনিল এক পিচ ট্যাবলেটের দাম ১০ টাকা করে। স্টেপ প্রাইজ ১০০ টাকা করে। মাথা ব্যাথায় একটি ট্যাবলেট খেলে ১০-১৫ মিনিটের মধ্যে মাথা ব্যাথা কমে যায়
এবং ৩০-৪০ মিনিটের মধ্যে মাথা ব্যাথা ৯০ শতাংশ কমিয়ে দেয়।টাফনিল ট্যাবলেট বিশেষ ভাবে মাইগ্রেন জনিত মাথা ব্যথা, পোস্ট-অপারেটিভ ব্যথা, বেদনানাশক ও জ্বরে বেদনাশক হিসাবে নির্দেশিত। টাফনিল হলো এইসব রোগের মহা ঔষধ। চলুন জেনে নেওয়া যাক টাফনিলের কাজ কি এবং টাফনিল খাওয়ার নিয়ম গুলো।
টাফনিল ঔষধের কাজ?
টাফনিল ঔষধের কাজ? টাফনিল ট্যাবলেট ব্যাথা নাশক হিসাবে একটি উৎকৃষ্ট মানের ঔষধ। প্রচন্ড মাথা ব্যাথা হলে টাফনিল একটা পিচ ঔষধ খেলে ১০-১৫ মিনিটের মধ্যে মাথা ব্যাথা কমিয়ে দেয়। এবং ৩০-৪০ মিনিটের মধ্যে মাথা ব্যাথা ৯০ শতাংশ কমে যায়। শুধু মাথা ব্যাথাই নয় টাফনিল বিভিন্ন ধরনের রোগ নিরাময়ে টনিকের মতো কাজ করে। চলুন জেনে নেওয়া যাক টাফনিল ঔষধের কাজ কি?
- তীব্র থেকে হালকা মাথা ব্যাথায় টাফনিল কাজ করে।
- মাইগ্রেনের ব্যাথা( সাধারনত মাথার একপাশে যে ব্যাথা হয়)
- পেশিতে ব্যাথা হলে
- আঘাত জনিত যে কোন ব্যাথা ভালো করে
- জ্বর জনিত ব্যাথা ভালো করে
- অপারেশন পরবর্তি ব্যাথা ভালো করে
- বেদনানাশক হিসাবে দ্রুত কাজ করে
টাফনিল কি এন্টিবায়োটিক?
টাফনিল কি এন্টিবায়োটিক? উত্তরঃ না, টাফনিল এন্টিবায়োটিক ঔষধ না। অনেকেই এই ঔষধ কে এন্টিবায়েটিক মনে করেন। টাফনিল একটি ব্যাথা নাশক ঔষধ। মাথা ব্যাথা সহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাাথা এবং মাইগ্রেন জনিত ব্যাথা নাশক হিসাবে কাজ করে টাফনিল।
টাফনিল খাওয়ার নিয়ম?
টাফনিল খাওয়ার নিয়ম? টাফনিল ট্যাবলেট টি মূলত মাইগ্রেনের ঔষধ। মাইগ্রেনের জন্য টাফনিল বেশ কার্যকরি একটি ঔষধ। আপনার যদি তীব্র মাথা ব্যাথা হয় তাহলে একটি ট্যাবলেট সেবনে দ্রুত মাথা ব্যাথা ভালো হয়ে যাবে। যারা টাফনিল ঔষধ খাওয়ার নিয়ম জানেন না তারা নিম্ন লিখিত নিয়ম অনুযায়ি টাফনিল ঔষধি টি খেতে পারবেনেএতে আপনাদের মাইগ্রেনের ব্যাথা ভালো হয়ে যাবে। চলুন জেনে নেওয়া যাক টাফনিল খাওয়ার নিয়ম?
আরো পড়ুনঃ কোমরের ব্যাথা কমানোর ক্যালসিয়াম ট্যাবলেট
- তীব্র মাইগ্রেনের ব্যাথা হলে টাফনিল ২০০ মি.গ্রা. দিনে তিন বার খাওয়া যাবে।
- হালকা থেকে মাঝারি ব্যথা হলে 100-200 মিলিগ্রাম দিনে দুই বার খাওয়া যাবে।
- রেনাল বৈকল্য: ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে।
- কিডনির সমস্যা থাকলে টাফনিল এরিয়ে চলবেন। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে।
- শিশুদের জন্য টাফনিল এর সঠিক ডোজ এখনো প্রতিষ্ঠিত হয় নি।
- টলফেনামিক অ্যাসিড খাবারের সঙ্গে নিতে হবে। খাওয়ার সময় বা সাথে সাথে পানি পান করুন।
- টাফনিল খাওয়ার পর অবশ্যই প্রচুর পরিমানে পানি পান করতে হবে।
টাফনিল ২০০ দাম কত?
টাফনিল ২০০ দাম কত? বাজারের যে কোন ফার্মেসিতে টাফনিল ট্যাবলেট কিনতে পাবেন। টাফনিল ঔষধটি বাজারে ট্যাবলেট আকারে কিনতে পাওয়া যায়। এটি সিরাপ আকারে বিক্রি হয় না। টাফনিল ট্যাবলেটের জেনারিক নাম হলো টলফেনামিক অ্যাসিড ২০০ মিলিগ্রাম । এক পাতা টাফনিলের দাম ১০০ টাকা এবং এক পিচ টাফনিলের দাম ১০ টাকা। ইউনিট মূল্য: ৳ ১০.০০ (৬ x ১০: ৳ ৬০০.০০) স্ট্রিপ মূল্য: ৳ ১০০.০০.
টাফনিল খেলে কি ঘুম হয়?
টাফনিল খেলে কি ঘুম হয়? ১. টাফনিল ট্যাবলেট খাওয়ার পরে শরীরে টাইরামিনের ঘাটতি তৈরী করতে পারে। যা সেরোটোনিন নামক ঘুমের হরমোনের উৎপাদন বাড়িয়ে দেয়। ২. টাফনিল ট্যাবলেট খাওয়ার ফলে ব্যাথা দ্রুত ভালো করে যার ফলে ঘুমাতে সাহায্য করে। ৩. টাফনিল খাওয়ার পরে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন, ক্লান্তি, মাথা ঘোরা, শরীর দুর্বলতা ইত্যাদি ঘুমের কারন হতে পারে। তো বন্ধুরা এখন উপরের বিষয় গুলো পড়ে নিঃসন্দেহে বুঝা যায়, টাফনিল খেলে ঘুম হয়।
মনে রাখবেনঃ
- টাফনিল খেলে ঘুমের কারন হওয়ার সম্ভবনা কম থাকে।
- টাফনিল খেয়ে যদি প্রচুর ঘুম হয় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন।
- ঘুমের আরো অনেক কারণ থাকতে পারে যেমন, অনিদ্রা, চাপ, অবসাদ, উদ্বেগ, এবং শ্বাসকষ্টের সমস্যা থাকলে টাফনিল খেলে প্রচুর ঘুম পায়।
কিছু টিপ্ সঃ
- টাফনিল খাওয়ার পরে যদি আপনার ঘুম পায় তাহলে রাতে টাফনিল খাওয়া এরিয়ে চলুন।
- টাফনিলের সাথে ক্যাফিনযুক্ত পানীয় পান করা এরিয়ে চলুন কারন, ক্যাফিন ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।
- টাফনিলের সাথে অন্য কোন ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন।
টাফনিল খেলে কি ক্ষতি হয়?
টাফনিল খেলে কি ক্ষতি হয়? প্রত্যেকটা ঔষধ বেশি মাত্রায় সেবনে ক্ষতিকর দিক আছে। তেমনি টাফনিল ঔষধ ও অতিরোক্ত খাওয়ার ফলে ক্ষতি হতে পারে। যে কোন ঔষধ নিয়ম মেনে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। আর দেরি না করে জেনে নেওয়া যাক টাফনিল খেলে কি ক্ষতি হয়।
- অতিরোক্ত টাফনিল খেলে শরীর নেশা খাওয়ার মতো হয়ে যাবে।
- শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে।
- মাথা ব্যাথা ব্যাথা অনুভব হবে। টাফনিল না খেলে ভালো হবে না। অভ্যাসে পরিনত হয়ে যাবে।
- শরীর অসুস্থ্য হয়ে যাবে এবং নাক -মুখ দিয়ে রক্ত পড়ার সম্ভবনা থাকবে।
- হেপাটাইটিস রোগ হতে পারে তার সাথে খিচুনি রোগ ও হতে পারে।
- পাতলা পায়খানা ও আমাশা হবে এবং শরীর দিনে দিনে ঝিমিয়ে যাবে।
- সারাক্ষন বমি বমি ভাব হবে এবং পেটের ভিতরে বিভিন্ন সমস্যা লেগেই থাকবে।
বেশি মাত্রায় টাফনিল খাওয়ার ফলে উপরের দেওয়া ক্ষতিগুলো শরীরে লক্ষণ পাবে। তাই যে কোন ঔষধ খাওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ করে খাবেন। ডাক্তার যে নিয়মে ঔষধ খাইতে বলবে ঠিক ঐ নিয়মে ঔষধ খাওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন ধন্যবাদ।
টাফনিল এর পার্শ্বপ্রতিক্রিয়া?
টাফনিল এর পার্শ্বপ্রতিক্রিয়া? প্রত্যেকটা রোগের ঔষধের উপকারি এবং ক্ষতি কর দিক আছে। টাফনিল ট্যাবলেট যারা সেবন করে তাদের কে অবশ্যই টাফনিল এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো আগে ভালো করে জানতে হবে তার পর টাফনিল নিয়ম করে খেতে হবে। চলুন জেনে নেওয়া যাক টাফনিল এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?
- ঘুম ঘুম ভাব লেগে থাকবে
- মাথা ঘুরবে
- কাঁপুনি অনুভব হবে
- শিহরণ
- শরীর ক্লান্তি লাগবে
- বমি বমি ভাব হবে
- পেট ব্যাথা হতে পারে
- ডায়রিয়া হতে পারে
- এপিগ্রাস্ট্রিক ব্যাথা হবে
- খুদা মন্দা দেখা দিতে পারে
- কানের ভেতরে ভু ভু শব্দ হবে
- সারাক্ষণ হালকা মাথাব্যথা লেগেই থাকবে
- শ্বাস প্রনালীর সমস্যা হতে পারে।
- শিহরণ সমস্যা হতে পারে
- উত্তেজনা
- কমা
- তিব্র বিষক্রিয়ার ক্ষেত্রে বৃক্ক বৈকল্য এবং যকৃতের ক্ষতি হতে পারে।
টাফনিল ট্যাবলেটের সুবিধা ও অসুবিধা?
টাফনিল ট্যাবলেটের সুবিধা ও অসুবিধা? টাফনিল ট্যাবলেটের সুবিধা এবং অসুবিধা গুলো নিচে দেওয়া হলো-
আরো পড়ুনঃ দ্রুত পেটের গ্যাস কমানোর উপায়
টাফনিল ট্যাবলেটের সুবিধাঃ
- রোগ নিরাময়ে টাফনিল ট্যাবলেট দ্রুত কাজ করে
- এই ট্যাবলেটটি বেশির ভাগ মানুষের জন্য নিরাপদ
- এটি অন্যান্য ঔষধের সাথে মিথিস্ক্রিয়া করে না
টাফনিল ট্যাবলেটের অসুবিধাঃ
- এই ট্যাবলেটটি বেশি দিন সেবন করলে কিডনির ক্ষতি এবং লিভারের সমস্যা সহ আরো বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে।
- গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের জন্য টাফনিল ট্যাবলেট নিরাপদ নয়
- টাফনিল ট্যাবলেট এ্যালকোহলের সাথে সেবন করা উচিত নয়।
FAQ । টাফনিল ঔষধের কাজ- টাফনিল কোন রোগের ঔষধ?
টাফনিল ট্যাবলেট কোন কোম্পানীর?
উত্তরঃ টাফনিল ট্যাবলেটি এস কে এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড
টাফনিল ট্যাবলেট কেন খাবেন?
উত্তরঃ মাইগ্রেনের ব্যাথা কমানোর জন্য, জ্বরে ব্যাথানাশক এবং অপারেশন পরবর্তি ব্যাথা নাশকের জন্য টাফনিল ট্যাবলেট ডাক্তার প্রেশক্রেপশন করে থাকে।
মাইগ্রেনের সবচেয়ে ভালো ঔষধ?
উত্তরঃ Triptans. প্রেসক্রিপশনের ওষুধ যেমন সুমাট্রিপ্টান (ইমিট্রেক্স, টোসিমরা) এবং রিজাট্রিপটান (ম্যাক্সাল্ট, ম্যাক্সাল্ট-এমএলটি) মাইগ্রেনের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় কারণ তারা মস্তিষ্কে ব্যথার পথ অবরুদ্ধ করে।
টাফনিল ট্যাবলেট কি কিডনির জন্য ক্ষতিকর?
উত্তরঃ দীর্ঘদিন যাবৎ টাফনিল ট্যাবলেট সেবন করলে কিডনির ক্ষতি, লিভারের গুরুতর ক্ষতি হওয়ার সম্ভবনা থাকে। তার সাথে শরীরের বিভিন্ন সমস্যা হতে পারে।
অতিরোক্ত টাফনিল খেলে গুরুতর কি কি পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে?
উত্তরঃ কিছু কিছু ক্ষেত্রে টাফনিল সেবনে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে যেমন, স্ট্রোক হতে পারে, পেটে আলসার হতে পারে, কিডনি ও লিভারের ক্ষতি হতে পারে, এবং এ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে।লেখকের শেষ কথাঃ টাফনিল ঔষধের কাজ- টাফনিল কোন রোগের ঔষধ?
প্রিয় পাঠক আজ আমরা এই আরর্টিকেল থেকে জানতে পারলাম, টাফনিল কোন রোগের ঔষধ, টাফনিল ঔষধের কাজ, টাফনিল কি এন্টিবায়োটিক, টাফনিল খাওয়ার নিয়ম, টাফনিল ২০০ দাম কত, টাফনিল খেলে কি ঘুম হয়, টাফনিল খেলে কি ক্ষতি হয়, টাফনিল এর পার্শ্বপ্রতিক্রিয়া?, টাফনিল ট্যাবলেটের সুবিধা ও অসুবিধা?, টাফনিল ট্যাবলেট কোন কোম্পানীর?, টাফনিল ট্যাবলেট কেন খাবেন?, মাইগ্রেনের সবচেয়ে ভালো ঔষধ?,
টাফনিল ট্যাবলেট কি কিডনির জন্য ক্ষতিকর?, অতিরোক্ত টাফনিল খেলে গুরুতর কি কি পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে? ইত্যাদি নিয়ে আমরা বিস্তারিত জানতে পারলাম। আমাদের এই আরর্টিকেল টি পড়ে ভালো লেগে থাকলে অবশ্যই পরিচিতদের মধ্যে সেয়ার করে দিবেন এবং আরো ভালো ভালো আরর্টিকেল পেতে msta2z.com ওয়েবসাইড ভিজিট করুন। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ
msta2z.comব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url