ইসলামী ব্যাংক সরকারি চাকরিজীবীদের লোন (বিস্তারিত জানুন) | Msta2z

ইসলামী ব্যাংক সরকারি চাকরিজীবীদের লোন (বিস্তারিত জানুন)

ইসলামী ব্যাংক সরকারি চাকরিজীবীদের লোন - আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। নিশ্চয় আপনারা আল্লাহর রহমতে ভালোই আছেন। আজ আপনারা এই পোষ্ট থেকে বিস্তারিত জানতে পারবেন ইসলামী ব্যাংক সরকারি চাকরিজীবীদের লোন, ইসলামী ব্যাংকের লোনের সুদের হার কত, ইসলামী ব্যাংক ব্যবসায়ী লোন, ইসলামী ব্যাংক প্রবাসী লোন পদ্ধতি, ইসলামী ব্যাংক হোম লোন পদ্ধতি, ইসলামী ব্যাংক কৃষি লোন পদ্ধতি ইত্যাদি বিষয় নিয়ে।
ইসলামী-ব্যাংক-সরকারি-চাকরিজীবীদের-লোন

ইসলামী ব্যাংক থেকে আপনি কি লোন নিতে চাইছেন তাহলে এই পোষ্ট টি ভালো করে পড়ুন তাহলে আপনি জানতে পারবেন ইসলামী ব্যাংক কোন কোন খাতের উপরে লোন দেয় এবং কিভাবে লোন দেয় তা জানতে পারবেন। তাছারাও আপনি সরকারি চাকরি জীবি হোন তাহলে আপনি লোনের কিছু লোন সুবিধা পাবেন। একজন সরকারি চাকরি জীবিদের লোনের পরিমান নির্ধারন করা হয় তার বেতনের পরিমানের উপর।

অন্যান্য যে কোন ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংক থেকে লোন নেওয়া পদ্ধতি কিছুটা হলেও ভিন্ন। চলুন জেনে নেওয়া যাক ইসলামী ব্যাংক সরকারি চাকরিজীবীদের লোন এবং ইসলামী ব্যাংক লোনের সুবিধা গুলো কি। ইসলামী ব্যাংক লোনের ব্যাপারে জানতে হলে পুরো পোষ্ট শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।

ইসলামী ব্যাংকের লোনের সুদের হার কত?

ইসলামী ব্যাংকের লোনের সুদের হার কত? প্রিয় পাঠক আপনারা জানতে চাচ্ছেন ইসলামী ব্যাংকের লোনের সুদের হার কত। তাহলে এইটা আগে জানুন যে, ইসলামী ব্যাংক বিভিন্ন খাতে লোন দিয়ে থাকে। সেই একেকে খাতের লোনের সুদের হার একেকে রকম ধরে। খাত গুলো হলো, গ্রাহক ঋণ, হাউজিং ঋণ, কৃষি ঋণ, অটো ঋণ, SME ঋণ, কার ঋণ, এবং স্টুডেন্ট ঋণ দিয়ে থাকে। এসব খাতে ইসলামী ব্যাংক ঋণ দিয়ে থাকে। চলুন জেনে নেই প্রত্যকটা খাতে ইসলামী ব্যাংকের লোনের সুদের হার কত?

  • গ্রাহক ঋণের সুদের পরিমানঃ ৯% থেকে ১৫% পর্যন্ত।
  • হাউজিং ঋণের সুদের পরিমানঃ ১১% থেকে ১৭% পর্যন্ত।
  • কৃষি ঋণের সুদের পরিমানঃ ৯% থেকে ১৪% পর্যন্ত।
  • অটো ঋণের ‍সুদের পরিমানঃ ১২% থেকে ১৮% পর্যন্ত।
  • কার ঋণের সুদের পরিমানঃ ১৬% পর্যন্ত।
  • SME ঋণের ‍সুদের পরিমানঃ ১০% থেকে ১৬% পর্যন্ত।
  • স্টুডেন্ট ঋণের সুদের পরিমানঃ ১২.৫% পর্যন্ত।
উপরের দেওয়া ঋণের সুদের পরিমান ঋণ গ্রহনের সময় পরিবর্তন হতে পারে। কারন ইসলামী ব্যাংক বিভিন্ন ধরনের ঋণ দিয়ে থাকে। যার প্রত্যেকটির নিজস্ব শর্তাবলী এবং মুনাফার হার রয়েছে। আপনার কত টাকা ঋণ লাগবে এবং সেই ঋণের উপর কত টাকা সুদের হার ধরা হবে তা সঠিক ভাবে জানতে হলে আপনি ইসলামী ব্যাংক কর্মকর্তাদের সাথে কথা বললে তা সঠিক ভাবে জানতে পারবেন। তাছারাও ইসলামী ব্যাংকের হেল্পলাইন এবং ওয়েব সাইড আছে সেখান থেকে আপনি জানতে পারবেন।

ইসলামী ব্যাংক ঋনের সুদের হার সম্পর্কে ভালো ভাবে জানতে হলে এই ওয়েবসাইড গুলো ভিজিট করতে পারেন-
  • যে কোন ব্যাংকিং প্রশ্নের জন্য কল করুনঃ@ 16259, বিদেশ থেকে (+880)-2-8331090 ।
  • ইসলামী ব্যাংক হেল্পলাইন নাম্বারঃ 8331090
  • ইসলামী ব্যাংক ওয়েবসাইডঃ https://islamibankbd.com/index.php
  • বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইডঃ https://www.bb.org.bd/
মনে রাখবেন, ইসলামী ব্যাংক তাদের নিয়ম নীতি গুলো শরীয়ত সম্মত ভাবে কঠোর ভাবে মেনে চলে। ইসলামী ব্যাংক থেকে যারা ঋণ নেয় তাদের কেও সেই নিয়ম গুলো মেনে চলার উপদেশ দেন। এই জন্য ঋণ গ্রহণের আগে ঋণের সকল শর্তবলী গুলো আপনাকে সঠিক ভাবে জেনে নিয়ে ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিতে হবে। এখন জেনে নেই, ইসলামী ব্যাংক সরকারী চাকরিজীবীদের কোন পদ্ধতিতে লোন দেয়।

ইসলামী ব্যাংক সরকারি চাকরিজীবীদের লোন?

ইসলামী ব্যাংক সরকারি চাকরিজীবীদের লোন? কোন সরকারি চাকরিজীবী যদি ইসলামী ব্যাংক থেকে লোন নিতে চায় তাহলে চাকরির বয়স সর্বনিম্ন ১-২ বছর হতে হবে। লোন নিতে হলে আপনি যেই সরকারি চাকরি করেন না কেন কম পক্ষে ১-২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ডাক্তার, ইন্জিনিয়ার, জজ, এবং পিয়ন যে কোন লেবেলের পেশাজীবি হোক না কেন ১-২ বছর চাকরির অভিজ্ঞতা দেখাতে হবে ইসলামী ব্যাংকে। 

কারন আপনার সর্বশেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট ঋণ আবেদন এর সাথে জমা দিতে হবে। চলুন জেনে নিন, ইসলামী ব্যাংক সরকারি চাকরিজীবীদের লোন নেওয়ার পদ্ধতি।


ইসলামী ব্যাংক লোন নেওয়ার পদ্ধতিঃ ইসলামী ব্যাংক থেকে আপনি যদি লোন নিতে চান তাহলে নিচের দেওয়া নিয়ম গুলো আপনাকে জানতে হবে এবং মানতে হবে।

  • প্রথমে আপনার নিকটস্থ ইসলামী ব্যাংকে আপনাকে যেতে হবে।
  • ব্যাংকে যাওয়ার আগে আপনার চাকরির প্রমানপত্র, বেতন রশিদ, ব্যাংক স্টেটমেন্ট সাথে করে নিতে হবে।
  • আপনি কোন কাজের জন্য লোন নিতে চাচ্ছেন তা তাদের কে জানাতে হবে।
  • এবং আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি, ছবি, এবং সকল ব্যাক্তিগত কাগজ গুলো সাথে নিয়ে যাবেন।
ইসলামী ব্যাংক আপনার বেতনের উপর নির্ভর করে লোন দিবে। যেমন আপনার বেতন যদি ৫০-৬০ হাজার টাকা হয় তাহলে আপনি লোন পাবেন, ১০-১৫ লক্ষ টাকা এবং ২০-৩০ হাজার টাকা বেতন হলে আপনি লোন পাবেন ৬-৫ লক্ষ টাকা।

ইসলামী ব্যাংক পার্সোনাল লোন?

ইসলামী ব্যাংক পার্সোনাল লোন? প্রিয় পাঠক প্রথমেই বলা হয়েছে ইসলামী ব্যাংক অন্যান্য ব্যাংকের চেয়ে একটু আলাদা। ইসলামী ব্যাংক থেকে কখনোই আপনি পার্সোনাল লোন নিতে পারবেন। ইসলামী ব্যাংক কোন ব্যক্তিকে পার্সোনাল ভাবে লোন দেয় না। তবে আপনি যদি আপনার ব্যাবসার কাজে বা বাড়ি তৈরীর কাজের জন্য লোন নিতে চান তাহলে ইসলামী ব্যাংক অবশ্যই আপনাকে লোন দিবে। চলুন জেনে নেওয়া যাক বাড়ি তৈরীর লোন এবং ব্যাবসার জন্য লোন কিভাবে নিতে হবে।

ইসলামী ব্যাংক হোম লোন পদ্ধতি?

ইসলামী ব্যাংক হোম লোন পদ্ধতি? ইসলামী ব্যাংক শরীয়া সম্মতভাবে দীর্ঘ মেয়াদী হোম লোন দিয়ে থাকে। এই হোম লোনের কিছু পদ্ধতি আছে যা আপনাকে মানতে হবে। ইসলামি ব্যাংক থেকে লোন নিয়ে আপনি নতুন বাড়ি তৈরী করতে পারবেন, নতুন বাড়ি কিনতে পারবেন এবং ভাঙ্গা বাড়ি মেরামত করতে পারবেন। ইসলামী ব্যাংক থেকে হোম লোন পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে এবং কি কি ডকমেন্টস লাগবে তা নিচে দেওয়া হলো।
ইসলামী-ব্যাংক-হোম-লোন-পদ্ধতি
  • ইসলামী ব্যাংক থেকে হোম লোন নেওয়ার জন্য আপনার নিজস্ব দুইজন স্বচ্ছল আত্নীয় গ্যারান্টার লাগবে। যেন ঋণ পরিশোধে ঝামেলা হলে সেই গ্যারান্টারদের ঋণ পরিশোধ করার মতো সম্পদ থাকে। এমন দুই জন গ্যারান্টার লাগবে।
  • আপনার ভোটার কার্ড, ছবি ইত্যাদি লাগবে।
  • এনইসি লাগবে।
  • নামজারি রশিদ, ডিসি আর ও খতিয়ান নম্বর লাগবে।
  • এস এ, সিএস, বি এস খতিয়ান লাগবে।
  • এবং বায়া দলিল লাগবে।
উপরোক্ত কাগজপত্র জমা এবং ব্যাংকে আবেদন করার পর আপনি যদি লোন পাওয়ার উপযুক্ত হয়ে থাকেন তাহলে আপনি হোম লোন পাবেন। তবে আপনি নতুন বাড়ি তৈরী করার জন্য সর্বোচ্চ ৩০-৪০ লক্ষ টাকা পাবেন এবং পুরাতন বাড়ি সংস্কারের জন্য ১০-১৫ লক্ষ টাকা পাবেন ইসলামী ব্যাংক থেকে। তবে অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে আরো বেশি হোম লোন পাবেন। তবে অবশ্যই ইসলামী ব্যাংক থেকে লোন নিতে হলে আপনার কিছু যোগ্যতা থাকতে হবে। সেগুলো হলো

ইসলামী ব্যাংকে হোম লোন আবেদনের যোগ্যতাঃ
  • আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • আপনার নূন্যতম আয় থাকতে হবে।
  • আপনার চাকরির বয়স থাকতে হবে।
  • আপনি যত টাকা ঋণ নিবেন তা পরিশোধের মতো সম্পত্তি থাকতে হবে। এবং
  • ভালো ঋণ গ্রহণ এবং পরিশোধের যোগ্যতা থাকতে হবে।

ইসলামী ব্যাংক ব্যবসায়ী লোন?

ইসলামী ব্যাংক ব্যবসায়ী লোন? ইসলামী ব্যাংক ব্যাবসায়ের জন্য ঋণ দিয়ে থাকে। তবে ব্যাবসায়ের ধরন এবং জমির পরিমানের উপর ভিত্তি করে লোন দেয় ইসলামী ব্যাংক। ব্যাবসায়ের জন্য ইসলামী ব্যাংক থেকে কি কি ডকমেন্টস দিয়ে লোন নিতে হয় তা নিচে দেওয়া হলো।


  • আপনার ভোটার আইডি কার্ড এবং পার্সপোর্ট সাইজের ছবি।
  • ইসলামী ব্যাংকে একাউন্ট থাকতে হবে।
  • আপনি যে ব্যাবসার জন্য লোন নিতে চান তার সকল কাগজপত্র এবং প্রমান পত্র।
  • ব্যাবসায়ের স্থানের জমির দলিল।
  • আপনার ব্যাক্তিগত সকল ডকমেন্টস যেগুলো ব্যাংক চাইবে।
ব্যাবসায়ের লোনের জন্য প্রয়োজনীয় কাগজ পত্র এবং আবেদন পূরণ করে ব্যাংকে জমা দিতে হবে। ব্যাংক কর্তপক্ষ আপনার আবেদন যাচাই বাছাই করে আপনি যদি লোন পাওয়ার যোগ্য হোন তাহলে ব্যাংক আপনাকে লোন দিতে সম্মতি হবে।

ইসলামী ব্যাংক কৃষি লোন পদ্ধতি?

ইসলামী ব্যাংক কৃষি লোন পদ্ধতি? কৃষকদের কৃষি ব্যাবসায়ের উন্নতির জন্য ইসলামী ব্যাংক কৃষি লোন প্রদান করে থাকেন। তবে কৃষি লোন পাওয়ার জন্য সঠিক সময়ে এবং সঠিক পদক্ষেপে কৃষি লোনের আবেদন করতে হবে। এই জন্য আপনি যদি কৃষি লোন গ্রহণ করতে চান তাহলে প্রয়োজনীয় কাগজপত্র, সময়সীমা এবং ব্যাংকের নীতিমালা গুলো অনুসরন করতে হবে। ইসলামী ব্যাংকে কৃষি লোন পাওয়ার জন্য কি পদ্ধতি এবং পদক্ষেপ অনুসরন করতে হবে তা নিচে দেওয়া হলো।

  • সর্বপ্রথমে আপনাকে সঠিক লোনের ধরন নির্বাচন করতে হবে।
  • ইসলামি ব্যাংক থেকে কৃষি লোনের জন্য আপনাকে আবেদন ফরম পূরণ করতে হবে। সেই ফরম ব্যাংকেই পাবেন।
  • প্রয়োজনীয় সকল কাগজপত্র যেমন, জাতীয় পরিচয়পত্র, ছবি, জমির দলিল, কৃষি প্রকল্পের বিবরণ এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির সকল তথ্য।
প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদন জমা দেওয়ার পর ইসলামি ব্যাংক প্রক্রিয়াকরণ শুরু করে দিবে এবং সকল বিষয়ে তথ্য নিয়ে আপনার লোন দিবেন।

ইসলামী ব্যাংক প্রবাসী লোন পদ্ধতি?

ইসলামী ব্যাংক প্রবাসী লোন পদ্ধতি? প্রবাসে যাওয়ার জন্য ইসলামী ব্যাংক থেকে লোন নিতে চাইলে আপনাকে অবশ্যই কিছু তথ্য আগে ভালো করে জানতে হবে। ইসলামী ব্যাংকে প্রবাসী লোন কারা পাবেন সে বিষয়ে ভালো করে জানার পরে আবেদন করবেন। চলুন জেনে নেওয়া যাক ইসলামী ব্যাংক প্রবাসী লোন পদ্ধতি গুলো কিকি?

ইসলামী ব্যাংকে প্রবাসী লোন যারা পাবেনঃ
  • সঠিক এবং বৈধ ভিসা রেডি থাকতে হবে এবং তার সাথে সকল কাগজপত্র ঠিক থাকতে হবে।
  • ইসলামী ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টে নিয়মিত লেনদেন থাকতে হবে। তাহলে আপনাকে দ্রুত ঋণ দিবে।
  • বিদেশে থাকা অবস্থায় যদি আপনার পরিবারের কোন আর্থিক সংকট হয় তাহলে সেক্ষেত্রে আপনি লোন পাবেন। তবে আপনাকে ব্যাংকে টাকা আদান - প্রদানের শর্ত দিতে হবে।
  • দুই জন স্বচ্ছল গ্যারান্টার থাকতে হবে। যেন আপনার পরিবর্তে তারা ঋণ পরিশোধ করতে পারে।
ইসলামী ব্যাংকে প্রবাসী লোন নেওয়ার প্রয়োজনীয় কাগজপত্রঃ
  • ভিসা এবং পাসপোর্টের ফটোকপি।
  • জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
  • নতুন পাসপোর্ট সাইজের ২-৪ কপি ছবি।
  • দেশের বাইরে থেকে লোন নিতে চাইলে যে কোম্পানীতে কাজ করে সেই কোম্পানীর নিয়োগ পত্র এবং বেতন রশিদ।
  • আপনার নিকট আত্নীয় দুইজন স্বচ্ছল গ্যারান্টার লাগবে।
সকল কাগজপত্র এবং আবেদন ফরম পূরণ করে ব্যাংকে জমা দিবেন। ব্যাংক সকল কাগজপত্র যাচাই বাছাই করে আপনাকে নির্দিষ্ট একটা সময়ে লোন দিবে। এখন আমরা জানবো ইসলামী ব্যাংক থেকে স্টুডেন্ট লোন নেওয়ার নিয়ম।

ইসলামী ব্যাংক থেকে স্টুডেন্ট লোন নেওয়ার নিয়ম?

ইসলামী ব্যাংক থেকে স্টুডেন্ট লোন নেওয়ার নিয়ম? ছাত্র -ছাত্রীর কর্মজীবনকে সুন্দর করে তোলা এবং দেশের ডিগ্রির পাশাপাশি উচ্চ পর্যয়ে বিভিন্ন দেশে ডিগ্রি অর্জনের জন্য আমাদের দেশে ইসলামী ব্যাংক সহ আরো কয়েকটি ব্যাংক স্টৃডেন্ট লোন দিয়ে থাকে। ব্যাংক গুলো হলো ব্রাক ব্যাংক, প্রাইম ব্যাংক, ইসলামী ব্যাংক, গ্রামীন ব্যাংক, উত্তরা ব্যাংক, এইচএসবিসি ব্যাংক স্টুডেন্ট লোন দিয়ে থাকে। স্টুডেন্ট লোন নেওয়ার কিছু নিয়ম নিচে দেওয়া হলো।

স্টুডেন্ড লোন নেওয়ার যোগ্যতাঃ
  • ঋণ পরিশোধ করতে পারবেন এ রকম স্টুডেন্ড কে লোন দেওয়া হয়।
  • যে কোন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মজীবিকে এই লোন দেওয়া হবে।
  • বেতন মাসে ১৮-২২ হাজার টাকা পেলেই এই ঋণ দেওয়া হবে।
  • যারা ব্যাবসা করে তাদের ব্যাসায়ের আয় মাসে ৩০-৫০ হাজার টাকা আয় হতে হবে।
  • ২৫ বছর থেকে ৪৫ বছর বয়স যে কেউ যোগ্যতা অনুসারে স্টুডেন্ট ঋণ নিতে পারবেন।
স্টুডেন্ড ঋণ নেওয়ার পদ্ধতিঃ
  • স্টুডেন্ট ঋণ নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র, আয়ের উৎস, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির সনদ এবং সম্মতিপত্র সহ ব্যাংকে জমা দিতে হবে।

কোন অভিভাবক যদি সন্তানের লেখাপড়ার জন্য ইসলামী ব্যাংক থেকে লোন নিতে চায় তাহলে ইসলামী ব্যাংকের যে কোন শাখায় যায়ে মার্কেটিং/ক্রেডিট বিভাগে যোগাযোগ করতে হবে।সেখানে গেলেই আপনাকে সেখানকার কর্মকর্তারা সকল বিষয়ে বিস্তারিত জানিয়ে দিবেন। স্টুডেন্ড লোন নেওয়ার কিছু শর্ত আছে তা নিচে দেওয়া হলোঃ

এইচএসবিসি থেকে স্টুডেন্ড ঋণ নেয়ার শর্তঃ
  • মনে রাখবেন স্টুডেন্ড লোন নিতে কোন প্রকার ব্যাক্তিগত গ্যারান্টি বা নগদ অর্থ দিতে হয় না।
  • ঋন নিতে হলে পরিবারে কাউজে মাসে ১৮হাজার থেকে ২২ হাজার টাকা পর্যন্ত আয় করতে হবে।
  • স্টুডেন্ড ঋণের সুদর হার ১২.৫%.
  • কম সুদে এই ঋণ পরিশোধ করতে হয়।
  • এইচএসবিসি ৫০ হাজার টাকা থেকে ৭ লাখ ৫০ হাজার টাকা অথবা ঋণ গ্রহণকারীর মাসিক আয়ের ৪ গুণ পরিমাণ ঢাকা ঋণ দিয়ে থাকে৷

ইসলামী ব্যাংক কোন কোন খাতে লোন দিয়ে থাকে?

ইসলামী ব্যাংক কোন কোন খাতে লোন দিয়ে থাকে? বাংলাদেশে ইসলামী ব্যাংক বিভিন্ন খাতে দীর্ঘ মেয়াদী এবং স্বল্প মেয়াদী লোন দিয়ে থাকে। ইসলামি ব্যাংক কোন কোন খাতে লোন দেয় তা নিচে দেওয়া হলো-

  • গ্রাহক লোন
  • হোম লোন
  • কৃষি লোন
  • স্টুডেন্ড লোন
  • প্রবাসী লোন
  • ব্যাবসা লোন
  • ডক্টর লোন
  • গাড়ির লোন( অটো/ কার ইত্যাদি)
  • মহিলা উদোক্তা লোন
  • টান্সপোর্ট লোন
  • রিয়েল এস্টেট লোন

ইসলামী ব্যাংক লোন সুবিধা?

ইসলামী ব্যাংক লোন সুবিধা? ইসলামী ব্যাংক বাংলাদেশের একটি শরীয়ত সম্মত ব্যাংক। এই ব্যাংক অন্য সকল ব্যাংকের চেয়ে একটু ভিন্ন। ইসলামী ব্যাংক থেকে লোন নিলে আপনি অনেক কিছু সুবিধা পাবেন। ইসলামী ব্যাংকের লোন সুবিধা গুলো কি কি তা নিচে দেওয়া হলো।
ইসলামী-ব্যাংক-লোন-সুবিধা
  • লোনের আবেদন করলে অল্পদিনে মধ্যেই লোন পাশ হয়ে যায়।
  • আপনার ইনকাম বেশি থাকলে আপনি ইসলামি ব্যাংক থেকে আলাদা আলাদা খাতে লোন সহজেই নিতে পারবেন।
  • ইসলামী ব্যাংক থেকে সর্বোচ্চ বেশি টাকা লোন নিতে পারবেন।
  • লোনের টাকা পরিশোধের জন্য বিভিন্ন সুযোগ আছে।
  • খাত অনুযায়ী ডকমেন্টস দিয়ে লোন গ্রহনের সুযোগ।
  • ৭% ইন্টারেস্ট রেট প্রদান করতে হয়। এগুলো সুবিধা ছারাও আরো অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে ইসলামী ব্যাংক।

ইসলামী ব্যাংক লোন পরিশোধের নিয়ম?

ইসলামী ব্যাংক লোন পরিশোধের নিয়ম? আপনি যদি ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকেন তাহলে যে তারিখে ঋণ নিবেন তার পরের মাসে সেই তারিখে গিয়ে পরিশোধ করে আসবেন। আপনি কত টাকা লোন নিয়েছেন তার উপর নির্ভর করে প্রতিমাসে পরিশোধ করতে হবে। আর আপনি যদি বেতন লোন নিয়ে থাকেন তাহলে প্রতি মাসে বেতন থেকে নির্ধারিত টাকা কেটে নিবে। তবে সব কথার এক কথা আপনার লোন আপনি কিভাবে পরিশোধ করবেন সেটা আপনার ব্যাপার। 

তাছারাও যদি লোন পরিশোধের ব্যাপারে কোন সন্দেহ মনে হয় তাহলে আপনি ইসলামী ব্যাংক কর্মকর্তার কাছে গিয়ে ভালো করে জেনে নিবেন।

FAQ। প্রশ্ন ও উত্তর

ইসলামী ব্যাংক সর্বোচ্চ কত টাকা লোন দেয়?
উত্তরঃ ইসলামী ব্যাংক বিভিন্ন খাতে ঋণ দিয়ে থাকে। একেক খাতে একেকে পরিমানের ঋণ দেয়। আপনি কোন খাতে ঋণ নিবেন এবং আয় কি রকম তার উপর ভিত্তি করে ঋণ দেয় ইসলামী ব্যাংক। তবে ইসলামী ব্যাংক সর্বোচ্চ লোন দেয় ৫০ লক্ষ টাকা পর্যন্ত।

স্টুডেন্ট লোন নিয়ে হজে যাওয়া যাবে কি?
উত্তরঃ যারা আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্য রাখে তাদের উপরই হজ ফরজ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই পবিত্র যাত্রার ভাড়া এবং বিধানগুলি সম্পূর্ণরূপে বৈধ উপার্জন থেকে প্রাপ্ত, সম্পূর্ণরূপে বেআইনি উত্স থেকে মুক্ত; এটি সমানভাবে গুরুত্বপূর্ণ যে তারা সমস্ত বকেয়া ঋণ থেকে মুক্ত হবে।

ইসলামী ব্যাংক থেকে লোন নেওয়া কি জায়েজ?
উত্তরঃ আমাদের নবী হযরত মোহাম্মদ(সাঃ) বলেছেন, সুদ গ্রহিতা এবং সুদ দাতা, সুদের লেখক এবং সুদের সাক্ষি সকলেই জাহান্নামের আগুনে ‍পুরবে। তারা সকলেই সমান। সুতরাং ইসলাম ব্যাংক শুধু নয় অন্য কোন ব্যাংক থেকে লোন নেওয়া জায়েজ নয়। কারন লোন নিতে গেলেই সুদ দিতে হবে।

ইসলামী ব্যাংক কত পার্সেন্ট লাভ দেয়?
উত্তরঃ এই সূত্র অনুযায়ী, গ্রাহক উৎপন্ন মুনাফার ৭৫ শতাংশ এবং ব্যাংক বাকি ২৫ শতাংশ পায়। ইসলামী শরিয়া মেনে চলার কারণে ব্যাংক মুদারাবা গ্রাহককে নির্দিষ্ট রিটার্নের নিশ্চয়তা দিতে পারে না।

ইসলামী ব্যাংক কাস্টমার আইডি কিভাবে বের করব?
উত্তরঃ A/C স্টেটমেন্ট থেকে আপনার সম্পূর্ণ A/C নম্বর এবং গ্রাহক আইডি সংগ্রহ করুন বা 16259/+88028331090 এ কল করুন।

ইসলামী ব্যাংক ২৪ ঘন্টা বাংলাদেশ কাস্টমার কেয়ার নাম্বার?
যেকোনো iBanking প্রশ্নের জন্য আমাদের কল করুন @ 16259, বিদেশ থেকে (+880)-2-8331090 । যেকোনো iBanking সহায়তার জন্য support.portal@islamibankbd.com-এ ইমেল করুন।

ইসলামী ব্যাংকে একাউন্ট খুলতে কত টাকা লাগে?
উত্তরঃ ইসলামী ব্যাংকে একাউন্ট খুলতে কত টাকা লাগে নিচে একটি তালিকা দেওয়া হলোঃ
  • সেভিংস অ্যাকাউন্ট = প্রাথমিক জমা-১০০০ টাকা, এটিএম কার্ড, ১০০ টাকা
  • ইসলামী সেভিংস অ্যাকাউন্ট= প্রাথমিক জমা-১০০০ টাকা, এটিএম কার্ড, ১০০ টাকা
  • ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট= প্রাথমিক জমা-৫০,০০০ টাকা, এটিএম কার্ড, ১০০ টাকা
  • সুপার সেভিংস অ্যাকাউন্ট (SSB)= প্রাথমিক জমা-১০,০০০ টাকা, এটিএম কার্ড, ১০০ টাকা
ইসলামী ব্যাংক বাংলাদেশ এর মালিক কে?
উত্তরঃ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ প্রতিনিধিকে পরিবর্তন করা হয়েছে। বর্তমানে ইসলামী ব্যাংকের মালিক হলো এস আলম গ্রুপ।

শেষ কথাঃ ইসলামী ব্যাংক সরকারি চাকরিজীবীদের লোন?

প্রিয় পাঠক আজ আমরা এই পোষ্ট থেকে জানতে পারলাম, ইসলামী ব্যাংকের লোনের সুদের হার কত, ইসলামী ব্যাংক সরকারি চাকরিজীবীদের লোন, ইসলামী ব্যাংক ব্যবসায়ী লোন, ইসলামী ব্যাংক প্রবাসী লোন পদ্ধতি, ইসলামী ব্যাংক হোম লোন পদ্ধতি, ইসলামী ব্যাংক কৃষি লোন পদ্ধতি, ইসলামী ব্যাংক থেকে স্টুডেন্ট লোন নেওয়ার নিয়ম,ইসলামী ব্যাংক কোন কোন খাতে লোন দিয়ে থাকে?, ইসলামী ব্যাংক লোন সুবিধা? 

এবং ইসলামী ব্যাংকের লোন পরিশোধের নিয়ম। আরো ভালো ভালো পোষ্ট পেতে msta2z.com ওয়েবসাইড ভিজিট করুন এবং ভালো লাগলে পরিচিতদের মধ্যে সেয়ার করুন। সকলেই ভালো থাকবেন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

msta2z.comব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url