চুলের জন্য পেঁয়াজের উপকারিতা ও অপকারিতা (বিস্তারিত জানুন) | Msta2z

চুলের জন্য পেঁয়াজের উপকারিতা ও অপকারিতা (বিস্তারিত জানুন)

আপনার মাথার চুল কি রুক্ষ হয়ে যাচ্ছে, অকালে চুল ঝরে পরে, চুল পেকে যাচ্ছে তাহলে চুলে পেঁয়াজের রস লাগান। চুলের জন্য পেঁয়াজ কত উপকারি তা হয়তো আপনি সঠিক জানেন না। জেনে নিন এই আরর্টিকেল থেকে চুলের জন্য পেঁয়াজের উপকারিতা ও অপকারিতা এছারাও আরো জনুন, পেঁয়াজের রস কি চুল গজায়, পেঁয়াজের রস চুলে লাগালে কি হয়, পেঁয়াজের রস চুলে কিভাবে ব্যবহার করব, পেঁয়াজের রস মাথায় কতক্ষন রাখা উচিত,
চুলের-জন্য-পেঁয়াজের-উপকারিতা-ও-অপকারিতা

পেঁয়াজের রস চুলে দেওয়ার নিয়ম, চুলের যত্নে পেঁয়াজের তেল। পেঁয়াজে এতো সব গুন আছে যা আপনার চুল করবে ঘন, কালো, উজ্জল, মসৃন এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। আজ আমরা এই আরর্টিকেল থেকে জানবো চুলের জন্য পেঁয়াজের উপকারিতা ও অপকারিতা। জানতে হলে আরর্টিকেল টি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো। জেনে নিন চুলের জন্য পেঁয়াজের উপকারিতা ও অপকারিতা?

চুলের জন্য পেঁয়াজের উপকারিতা ও অপকারিতা?

চুলের জন্য পেঁয়াজের উপকারিতা ও অপকারিতা- পেঁয়াজের রস চুলের জন্য অনেক উপকারী তা হয়তো আমরা অনেকেই জানি না। পেঁয়াজের রসে রয়েছে, ভিটামিন সি, ভিটামিন এ, সালফার, পটসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, অ্যালিসিন, এবং কুইনাইন এতো সব উপাদান রয়েছে পেঁয়াজের মধ্যে। পেঁয়াজের এই সব উপাদান আমাদের চুলের জন্য বেশ উপকারি। তবে কারো কারো জন্য ক্ষতির দিক ও হতে পারে। চলুন জেনে নেওয়া যাক চুলের জন্য পেঁয়াজের উপকারিতা ও অপকারিতা?

চুলের জন্য পেঁয়াজের উপকারিতাঃ
চুলের খুসকি দুর করে
পেঁয়াজে আছে আন্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফ্যাঙ্গাল যা চুলের খুসকি দুর করতে পারে। এবং পেঁয়াজে থাকা অ্যালিসিন চুলের গোরার রক্ত সঞ্চালন করে। ‍চুলের গোড়ার রক্ত সঞ্চালন ঠিক মতো হলে চুলে খুসকি হবে না। এই জন্য চুলে খুসকি হলে পেঁয়াজ বেটে মাথায় লাগান খুসকি দুর হয়ে যাবে।
চুল পড়া কমায়
পেঁয়াজে রয়েছে অ্যালিসিন এবং সালফার যা চুল পড়া কমায়। নিয়মিত পেঁয়াজ বেটে রস বের করে মাথায় তেলের মতো করে লাগান তাহলে চুল পড়া কমে যাবে এবং চুল হবে উজ্জল কালো এবং ঘন।
চুল পাকা কমায়
পেঁয়াজের রস ঠান্ডা। অনেকেরই অকালে ‍চুল পেকে যায়। এই চুল পাকা ঠেকানোর জন্য পেঁয়াজ বেটে রস মাথায় লাগান নিয়মিত তাহলে অনেকটা উপকার পাবেন। পেয়াজে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট, যা চুলের গোড়ায় হাইড্রোজেন পার অক্সাইডের মাত্রা কমিয়ে ফেলে যার জন্য চুল পাকে না।
চুল কালো করে
পেঁয়াজে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট যা চুলের গোড়ায় হাইড্রোজেন পার অক্সাইডের মাত্রা কমিয়ে আনে যার ফলে চুল কালো করে এবং চুলের কালো ভাব ধরে রাখে।
চুলের উজ্জলতা বাড়ায়
পেঁয়াজে রয়েছে অ্যামিনো অ্যাসিড যা ব্যাবহার করলে চুলের উজ্জলতা বেড়ে যায় দিনে দিনে। পেঁয়াজের রসে থাকা অ্যামিনো অ্যাসিড চুলের কোষগুলোর পূর্নগঠন করে যার ফলে চুলের উজ্জলতা বেড়ে যায়। চুলের উজ্জলতা ধরে রাখার জন্য নিয়মিত চুলে পেঁয়াজের রস ব্যাবহার করতে হবে।
চুলের জন্য পেঁয়াজের অপকারিতাঃ
এলার্জির সমস্যা
যাদের পেঁয়াজে এলার্জি আছে, তাদের জন্য পেঁয়াজের রস ব্যাবহারে সমস্যা হলে না ব্যাবহার করাই ভালো। তবে বেশির ভাগ মানুষেরই পেঁয়াজে এলার্জি আছে। যাদের এলার্জি আছে তাদের পেয়াজের রস মাথায় লাগালে মাথার চুলকানি বেড়ে যাবে, মাথার ত্বক জ্বালা পোরা করবে, চোখ লালভাব হবে এবং হয়তো অসহ্য চুলকানি হতে পারে। এলার্জিতে পেঁয়াজের রস মাথায় লাগালে এলার্জির উপরোক্ত লক্ষণ গুলো দেখা দিতে পারে।
 চুলের গন্ধ হয়
পেঁয়াজের রস চুলে লাগালে চুলের বেশ গন্ধ হয়। অনেক সময় শাম্পু করার পরেও চুলের গন্ধ দুর হয় না। গন্ধ দুর না হলে লেবুর রস বা গন্ধ তেল ব্যাবহার করতে হবে।
রোদে বের হওয়া যায় না
মাথায় পেঁয়াজের রস লাগানোর পর রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে। কারন পেঁয়াজের রস মাথায় লাগিয়ে রোদে বের হলে মাথা গরম হয়ে যাবে এবং দুর্গন্ধ বের হবে।

পেঁয়াজের রস কি চুল গজায়?

পেঁয়াজের রস কি চুল গজায়- নতুন চুল গজানোর সাথে পেঁয়াজের রসের বৈজ্ঞানিক কোন সম্পর্ক নেই। পেঁয়াজে রয়েছে প্রচুর পরিমানে সালফার এবং কোয়ারসেটিন। পেঁয়াজের এই সালফার এবং কোয়ারসেটিন টাক পড়া মাথায় নতুন চুল গজাতে অনেকাংশে সাহায্য করে। তবে যে আগের মতো পুনরায় চুল গজাবে তা নয়। টাক মাথায় নতুন চুল গজানোর জন্য পেঁয়াজের রস নিয়মিত ব্যাবহার করতে হবে। 

নিয়মিত ব্যাবহার করলে জেদি খুসকি, অকালে চুল পেকে যাওয়া, নতুন চুল গজানো ইত্যাদি উপকার পাওয়া যাবে। পেঁয়াজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গোড়ার হাইড্রোজেন পার অক্সাইডের মাত্রা সহজেই কমায়। পেঁয়াজে রয়েছে বায়োটিন, সালফার, অ্যান্টিঅক্সিডেন্ড এবং ভিটামিন সি,বি-৬ । এগুলো উপাদাান চুলের জন্য বেশ স্বাস্থ্যকর ভৃমিকা পালন করে। এই উপাদান এর সাথে যদি কাস্টার অয়েল ও ভিটামিন ই-ক্যাপসুল মিশিয়ে চুলে দেওয়া হয়-

তাহলে চুলের উপকার হবে দ্বিগুন এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। তো বন্ধুরা শুধু পেঁয়াজের রস মাথায় লাগালে চুল গজাবে না তার সাথে মেশাতে হবে অনেক উপাদান তাহলে নতুন চুল গজানোর আশা করা যাবে। ধন্যবাদ

পেঁয়াজের রস চুলে লাগালে কি হয়?

পেঁয়াজের রস চুলে লাগালে কি হয়- আদি কাল থেকেই মানুষ চুলের যত্ন করে আসছেন বিভিন্ন উপাদান দিয়ে। তার মধ্যে পেঁয়াজের রস চুলের যত্নে অন্যতম উপাদান। পেঁয়াজের রস ব্যাবহারে চুলের একসাথে অনেক উপকার হয়। যারা জানেন না পেঁয়াজের রস চুলে লাগালে কি হয় তারা জেনে নিন পেঁয়াজ চুলের যত্নে কতটা উপকারি। দেরি না করে চলুন জেনে নেওয়া যাক পেঁয়াজের রস চুলে লাগালে কি হয়?

  • চুল পড়া কমে যায়
  • নতুন চুল গজায়
  • চুল কালো,মসৃন এবং উজ্জল করে
  • চুলের খুসকি দুর করে
  • চুলের স্বাস্থ্য ভালো রাখে
  • চুল দ্রুত বাড়তে থাকে
  • চুল পাকা রোধ করে।
তো বন্ধুরা জানতে পারলেন পেঁয়াজের রস চুলে লাগালে কি হয়। চুলের যত্নে আরো ভালো ফলাফল পেতে পেঁয়াজের রসের সাথে রোজমেরি অয়েল, কাস্টার অয়েল এবং ভিটামিন ই-ক্যাপসুল পেঁয়াজের রসের সাথে মিশিয়ে চুলে লাগালে আরো ভালো ফলাফল পাবেন। এখন জেনে নিই পেঁয়াজের রস মাথায় কতক্ষন রাখা উচিত।

পেঁয়াজের রস মাথায় কতক্ষন রাখা উচিত?

পেঁয়াজের রস মাথায় কতক্ষন রাখা উচিত- পেঁয়াজের রস মাথায় কতক্ষন রাখা উচিত এর কোন ধরা বাধা সময় নেই। তবে সর্দি কাশি অবস্থাতে বেশিক্ষন রাখা উচিত নয়। সাধারনত ২০-৩০ মিনিট রাখলেই এর গুনাগুন চুলের প্রবেশ করবে। তবে ৩-৪ ঘন্টার অধিক সময় ধরে পেঁয়াজের রস মাথায় রাখলে মাথার জ্বালা বা শুষ্কতা বেরে যেতে পারে। পেঁয়াজের রস মাথায় রাখার কিছু সাধারন বিবরণ নিচে দেওয়া হলো পড়ে নিবেন-

  • চুল গজানো বা চুলের বাড়ন্তির জন্য পেঁয়াজের রস মাথায় লাগালে ২০-৩০ মিনিট ধরে রাখুন। তার পরে শাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন নিয়ম করে দিলে ভালো ফলাফল পাবেন।
  • চুলের গোড়া মজবুত করা এবং চুল ঘন কালো করার জন্য পেঁয়াজের রস মাথায় দিলে ৩০-৪০ মিনিট ধরে রাখুন। কারন পেঁয়াজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং সালফার সরবারহ করতে সাহায্য করে।
  • মাথার খুশকি দুর করার জন্য ৪০ মিনিট পর্যন্ত রাখুন তার পরে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। যদি চুলে দেওয়া পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারেন তাহলে শাম্পু করার দরকার নেই। কারন শাম্পু না করলে আরো ভালো ফলাফল পাওয়া যাবে।
প্রিয় ভাই ও বোনেরা পেঁয়াজের মাথায় দেওয়ার পরে ৪০-৫০ মিনিটের বেশি না রাখাই ভালো। কারন মাথার ত্বকে জ্বালা পোরা হতে পারে। টাটকা পেঁয়াজ বেটে রস মাথায় দিলে ভালো উপকার পাওয়া যাবে। পেঁয়াজের রস ফ্রিজে সংরক্ষন করে মাথায় দিলে ভালো ফলাফল পাবেন না।

পেঁয়াজের রস চুলে দেওয়ার নিয়ম?

চুলের-জন্য-পেঁয়াজের-উপকারিতা-ও-অপকারিতা
পেঁয়াজের রস চুলে দেওয়ার নিয়ম- আপনার চুলের ঘনত্বর উপর নির্ভর করবে কতটা পেঁয়াজ দিতে হবে চুলে। পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে ব্লিন্ডারে অথবা পাটায় মিহি করে বেটে নিবেন। তার পরে পাতলা কাপরে অথবা ছাকনিতে ছেকে রস বের করে নিবেন। খুশকি দুর করার জন্য পেঁয়াজের রস ব্যাবহার করলে শুধু পেঁয়াজের রস ভালো করে মাথার ত্বকে মালিশ করে দিবেন। চুল গজানো, অকাল পক্কতা, ঘন কালো, দ্রুত বাড়ানো এবং 

উজ্জল মসৃন করতে চাইলে পেঁয়াজের রসের সাথে রোজমেরি অয়েল, কাস্টার অয়েল, ভিটামিন ই-ক্যাপসুল, ডিম, অথবা অ্যালোবেরা মিশিয়ে দিলে ভালো ফলাফল পাবেন। এভাবে চুলে দেওয়ার ৩০-৪০ মিনিট পরে শাম্পু দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে। তা না হলে চুল থেকে পেঁয়াজের গন্ধ বের হবে। এভাবে সপ্তাহে ২-৩ দিন দিতে হবে। পেঁয়াজের রস চুলে দেওয়ার আগে খেয়াল রাখতে হবে যে, আপনার এলার্জি আছে কি না। 

যদি এলার্জি থাকে তাহলে পেঁয়াজের রস মাথায় না দেওয়াটাই ভালো হবে। অন্যান্য উপায়ে চুলের যত্ন করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক ঘরোয়া পদ্ধতিতে পেঁয়াজের তেল তৈরীর নিয়ম?

ঘরোয়া পদ্ধতিতে পেঁয়াজের তেল তৈরীর নিয়ম?

ঘরোয়া পদ্ধতিতে পেঁয়াজের তেল তৈরীর নিয়ম- চুল ঘন কালো উজ্জল করার পাশাপাশ নতুন চুল গজাতে পেঁয়াজের তেলের ব্যাবহার করতে পারবেন। কাঁচা পেঁয়াজ রসের যা গুন থাকে তার সাথে কিছু উপাদান মিশিয়ে পেঁয়াজের তেল তৈরী করে চুলে ব্যাবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে। বাজারে পেঁয়াজের তেল কিনতে পাওয়া যায় তার সাথে পেঁয়াজের কন্ডিশনারও পাওয়া যায়। 

তেল কিনে ব্যাবহার করতে না পারলে ঘরোয়া পদ্ধতিতে পেঁয়াজের তেল তৈরী করা যায়। যে নিয়মে পেঁয়াজের তেল তৈরী করার পদ্ধতি দেওয়া আছে সে নিয়মে তেল তৈরী করে কাচের বোতলে সংরক্ষন করে অনেকদিন ব্যাবহার করতে পারবেন। কিভাবে ঘরোয়া পদ্ধতিতে পেঁয়াজের তেল তৈরী করবেন চলুন জেনে নেওয়া যাক।

পেঁয়াজের তেল তৈরী করতে যা যা লাগবেঃ
  • পেঁয়াজ ৩-৪ টি মাঝারি সাইজ
  • নারিকেল তেল ১থেকে দের কাপ
  • সরিষার তেল ১-২ কাপ
  • ভিটামিন ই-ক্যাপসুল ৫-৬ টি
  • মেথি দানা ২ চামুচ
  • রসুন ২-৩ টা
  • কারিপাতা তিন থেকে চারটা
পেঁয়াজের তেল তৈরীর নিয়মঃ
পেঁয়াজ ৩-৪ টি. রসুন দুইটি ভালো করে ছাল ছারিয়ে নিতে হবে, মেথি দানা ভিজিয়ে রাখতে হবে, কারিপাতা সবগুলো একসাথে নিয়ে ব্লিন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এরপর পরিষ্কার পাতিল বা কোন পাত্রে নারিকেল তেল এবং সরিষার তেল একসাথে হালকা আচে দিবেন তার ভিতরে ব্লেন্ড করা সব উপাদান গুলো দিয়ে দিবেন। হালকা আচে ৩০-৪০ মিনিট ধরে নারতে থাকুন তারপরে চুলা বন্ধ করে নামিয়ে নিন পেঁয়াজের তেল। 

ঠান্ডা হয়ে গেলে ছাকনিতে ছেকে তেল বের করে নিবেন এবং তাতে ভিটামিন ই-ক্যাপসুল গুলো দিয়ে দিবেন। তার কাঁচের বোতলে করে ১ বছর ধরে সংরক্ষন করে ব্যাবহার করতে পারবেন। তবে ফ্রিজে রাখলে ভালো হয়। এভাবে পেঁয়াজের তেল তৈরী করে ব্যাবহার করে দেখুন আপনার চুলের সকল সমস্যা গুলোর সমধান হয়ে যাবে। এই তেল চুলে দিয়ে ১ দিন ও রাখতে পারবেন এবং ২-৩ ঘন্টা পরেও শাম্পু করে ধুয়ে ফেলতে পারবেন। এখন জেনে নিন পেঁয়াজের তেলের উপকারিতা।

পেঁয়াজের তেলের উপকারিতা?

পেঁয়াজের তেলের উপকারিতা- পেঁয়াজের তেল ব্যাবহার করলে চুলের কি কি সমস্যা গুলো দুর হবে তা নিচে দেওয়া হলো-

  • অ্যান্টিঅক্সিডেন্ডে ভরা পেঁয়াজের তেল চুল পড়া সমস্যা দুর করে।
  • চুলের উজ্জলতা বাড়িয়ে তোলে এবং চুলকে করে ঘন কালো এবং মসৃন।
  • গোসলের আগে পেঁয়াজের তেল লাগিয়ে গোসল করলে কন্ডিশনারের মতো কাজ করে। চুলের শুষ্কতা দুর করে সহজেই।
  • পেঁয়াজের তেল সপ্তাহে ২-৩ দিন ব্যাবহার করলে খুসকি দুর হয়ে যাবে।
  • অকালে চুল পাকা বন্ধ করবে।
  • চুলের আগা ডগা ফেটে যাওয়া বন্ধ করবে পেঁয়াজের তেল।
  • এবং মাথা ঠান্ডা রাখবে।

FAQ- প্রশ্ন ও উত্তর

পেঁয়াজের তেলের দাম কত?
উত্তরঃ Onion Oil 125 ml - ৳ 430.00Original price was: ৳ 480.00.

পেঁয়াজের তেল কি চুলের জন্য ভালো?
উত্তরঃ নিঃসন্দেহে পেঁয়াজের তেল ভালো। তবে যাদের এলার্জি জাতীয় সমস্যা আছে তাদের পেঁয়াজের রস বা তেল কোনটাই ব্যাবহার করা ঠিক হবে না। পেঁয়াজের তেল ব্যাবহারে চুলের কোন ক্ষতি হয় না বরং চুলের বিভিন্ন সমস্যার সমধান করে।

চুল গজানোর জন্য পেঁয়াজের রস কতবার ব্যবহার করা উচিত?
উত্তরঃ যাদের জন্য পেঁয়াজের রস ব্যাবহার করা নিরাপদ তারা চুল গজানোর জন্য একটানা ১-২ মাস ব্যাবহার করুন। প্রতি সপ্তাহে ২-৩ দিন। চুল গজানোর জন্য শুধু পেঁয়াজের রস দিলে হবে না তার সাথে আরো কিছু মেশাতে হবে তাহলে ভালো ফলাফল পাবেন। কি মেশাতে হবে তা উপরের পোষ্টে দেওয়া আছে জেনে নিন।

চুলে পেঁয়াজের রস কিভাবে লাগাতে হয়?
উত্তরঃ পেঁয়াজের রস বের করে নিয়ে তেলের মতো করে চুলের গোড়ায় লাগাতে হবে। তার সাথে চুলে ও লাগাতে হবে। পেঁঁয়াজের রস লাগিয়ে ২০-৩০ মিনিট পর শাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে।

পেঁয়াজের রস লাগানোর আগে কি চুল ধুয়ে নেওয়া উচিত?
উত্তরঃ না। পেঁয়াজের রস লাগানোর সময় চুল শুকনো রাখতে হবে। ভেজা চুলে পেঁয়াজের রস লাগানো যাবেনা। নারিকেল তেল দেওয়া থাকলেও চুলে পেঁয়াজের রস লাগানো যাবে।

পেঁয়াজের তেল কি তৈলাক্ত মাথার জন্য ভালো?
উত্তরঃ হ্যা, পেঁয়াজের তেল তৈলাক্ত মাথার জন্য খুব ভালো। পেঁয়াজের তেল চুলের সকল ক্ষতি হওয়া থেকে রক্ষা করে এবং চুলকে ভলিউমাইজ করতে পারে।

পেঁয়াজের তেল কতদিন সংরক্ষণ করা যায়?
উত্তরঃ ঘরোয়া পদ্ধতিতে পেঁয়াজের তেল তৈরী করলে ১ বছর ধরে ফ্রিজে সংরক্ষণ করা যায়। আর বাজার থেকে কেনা তেল ২ বছর ধরে সরক্ষণ করা যায়। তবে আমার মতে পেঁয়াজের তেল ৫-৬ মাসের মধ্যে ব্যাবহার করে শেষ করে দেওয়াটাই ভালো হবে।

চুল গজানোর জন্য পেঁয়াজের তেল নাকি পেঁয়াজের রস ভালো?
উত্তরঃ চুল গজানোর জন্য পেঁয়াজের রস এবং তেল দুটোই বেশ কার্যকর। পেঁয়াজের তেল এবং পেঁয়াজের রস যেহেতু প্রাকৃতিক রস দিয়ে তৈরী সেহেতু দুটোই চুল গজানোর জন্য ভালো কাজ করে। নতুন লাল পেঁয়াজের তেল চুলের পুর্নগঠনের জন্য ভালো কাজ করে।

পেঁয়াজের তেলে কি গন্ধ হয়?
উত্তরঃ পেঁয়াজ গন্ধ যুক্ত একটি সবজি। এর তেলেরও সেরকমই গন্ধ হয়। এই জন্য পেঁয়াজের তেল চুরে দেওয়ার পরে শাম্পু করে নিতে হয়। শাম্পু করার পরেও গন্ধ যায় না।

লেখকের শেষ কথাঃ চুলের জন্য পেঁয়াজের উপকারিতা ও অপকারিতা?

প্রিয় পাঠক আমরা এই আরর্টিকেল থেকে জানতে পারলাম, চুলের জন্য পেঁয়াজের উপকারিতা ও অপকারিতা, পেঁয়াজের রস কি চুল গজায়, পেঁয়াজের রস চুলে লাগালে কি হয়, পেঁয়াজের রস মাথায় কতক্ষন রাখা উচিত, পেঁয়াজের রস চুলে দেওয়ার নিয়ম, ঘরোয়া পদ্ধতিতে পেঁয়াজের তেল তৈরীর নিয়ম, পেঁয়াজের তেলের উপকারিতা, ইত্যাদি বিষয় গুলো বিস্তারিত জানতে পারলাম।
পেঁয়াজের-তেলের-উপকারিতা
বন্ধুরা আপনারা যারা আরর্টিকেল টি পরে উপকৃত হয়েছেন পরিচিতদের মধ্যে সেয়ার করে দিবেন। আর এই সাইড থেকে ভালো ভালো আরর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইড ভিজিট করুন। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

msta2z.comব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url