বাড়ির আশেপাশে থাকা wifi password app (বিস্তারিত জানুন) | Msta2z

বাড়ির আশেপাশে থাকা wifi password app (বিস্তারিত জানুন)

বাড়ির আশেপাশে থাকা wifi password app- প্রিয় পাঠক wifi কি এবং কি কাজ করে বর্তমান যুগে ছোট বাচ্চা থেকে শুরু করে সকলেই জানেন। বিশ্বের প্রায় সকল মানুষ ওয়াইফাই এর উপর নির্ভরশীল হয়ে পরেছে। ওয়াইফাই থাকার কারনে সিমের মধ্যে আলাদা করে কোন ইন্টারনেট লোড দিয়ার প্রায়োজন হয় না। বাড়ির আশেপাশে থাকা wifi password অনেকেরই জানার আগ্রহ থাকে। কিভাবে চেষ্টা করলে বাড়ির আশেপাশে থাকা wifi password app জানা যাবে।
বাড়ির-আশেপাশে-থাকা-wifi-password-app

অনেকেই আছেন বাড়ির আশেপাশে থাকা wifi password জানার জন্য খুব আগ্রহ। এই জন্য গুগলে বিভিন্ন ওয়েবসাইড সার্চ দিয়ে জানার চেষ্টা করে কিভাবে এবং কোন অ্যাপ থেকে বাড়ির আশেপাশে থাকা wifi password জানা যাবে। আপনিও নিশ্চয় তা জানার জন্য এই ওয়েবসাইডটি পড়ছেন। তো চলুন জেনে নিই কোন অ্যাপ থেকে বাড়ির আশেপাশে থাকা wifi password জানা যাবে। জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।

বাড়ির আশেপাশে থাকা wifi password app.

বাড়ির আশেপাশে থাকা wifi password app- বাড়ির আশেপাশে থাকা wifi password জানার জন্য একটি অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে সহজেই ওয়াইফাই পাসওয়ার্ড জানা যাবে। আর দেরি না করে জেনে নেওয়া যাক কোন অ্যাপের মাধ্যমে এবং বাড়ির আশেপাশে থাকা wifi password জানা যাবে।
  • প্রথমে আপনার হাতে থাকা স্মার্ট ফোনের সেটিং অপশনে যেতে হবে।
  • সেটিং এ আসার পরে দেখবেন সেখানে কানেকশন নামের একটি অপশন আছে সেখানে ক্লিক করতে হবে।
  • ক্লিক করার পরে সেখানে দেখাবে ওয়াইফাই অপশন। ওয়াইফাই অপশনে ক্লিক করে যে ওয়াইফায়ে কানেক্ট আছে সেটা লং প্রেস করতে হবে।
  • তার পরে QR কোড আসবে সেই কোডের একটি স্কিনসর্ট নিতে হবে। সেটা অন্য মোবাইলে ও আসতে পারে।
  • গ্যালারি থেকে স্কিনসর্টটি ক্রপ করে QR কোডটি সেভ করতে হবে।
  • তারপরে গুগল প্লে ষ্টোরে যেতে হবে। প্লেষ্টোর থেকে QR কোড এবং বার কোড ডাউনলোড করুন এবং ইনস্টল করুন।
  • ইনস্টল করার পরে নতুন একটি উইন্ডো আসবে সেখানে ইমেজ অপশনে ক্লিক করে গ্যালারি থেকে যে স্কিনসর্ট সেভ করেছিলেন সেটা নিয়ে আসতে হবে। তারপরে দেখবেন বাড়ির আশেপাশে থাকা wifi password উপরে দেখা যাচ্ছে।

ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তনের নিয়ম?

ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তনের নিয়ম-প্রায় প্রত্যেকটা রাউটারের সাথে একটি করে মোবাইল অ্যাপ থাকে। মোবাইল অ্যাপ থেকেই আপনি ওয়াইফাই পাসওয়ার্ড সহজেই পরিবর্তন করতে পারবেন। তাছারাও আপনার কম্পিউটার বা ল্যাপটপ থাকলে সেখানে রাউটার সেটিং ওপেন করে ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। রাউটারের আলাদা আলাদা অ্যাপ থাকে ঠিকই কিন্তু সব রাউটারের পাসওয়ার্ড পরিবর্তনের নিয়ম একই। চলুন জেনে নিই ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তনের নিয়ম?
  • রাউটারের বক্সে লেখা থাকে রাউটারের আইপি এ্যড্রেস যেমন, 192.168.0.0
  • এবার আপনার মোবাইল বা কম্পিউটার ওয়াইফায়ের সাথে কানেক্ট করে ব্রাউজার ওপেন করুন। এবং URL- এর জায়গাতে রাউটারের আইপি এ্যাড্রেস ( 192.168.0.0)লিখুন।
  • এর পরে ইউজার নাম এবং পাসওয়ার্ডের মাধ্যমে রাউটার সের্টিংসে লগইন করুন।
  • লগইন করার পরে রাউটার সেটিংস ব্রাউজার ওপেন হলে WAN অথবা Wireless Network সেটিংস ওপেন করবেন। সেখানে দেখতে পাবেন WiFi পাসওয়ার্ড পরিবর্তন করার অপশন।
  • সেখানে আপনি নতুন পাসওয়ার্ড লেখবেন এবং কনফার্ম করবেন।
  • তারপরে Save করবেন। সেভ করার পরে রাউটার রিস্টার্ট হবে। তারপরে বদলে যাবে WiFi password.

ওয়াইফাই অটো কানেক্ট?

ওয়াইফাই অটো কানেক্ট- প্রায় সব ওয়াইফাই নেটওয়ার্ক পাসওয়ার্ড প্রটেক্টেড হলেও, রাউটার প্রস্তুত কারী কোম্পানী গুলো পাসওয়ার্ড ছারাও বিভিন্ন অ্যাপের মাধ্যমে নেটওয়ার্ক লগইন করার সুবিধা দিয়ে থাকে। তবে কারো অনুমতি ছারা নেটওয়ার্ক ব্যাবহার করা অপরাধের কাজ। এই জন্য কারো নেটওয়ার্ক অটো কানেক্ট করার আগে বা পাসওয়ার্ড ছারাই নেটওয়ার্ক ব্যাবহার করলে অবশ্যই অনুমতি নিতে হবে। কিভাবে ওয়াইফাই অটো কানেক্ট করে, চলুন জেনে নিই।
  • প্রথমে Settings এ গিয়ে কানেকশন অপশনে ক্লিক করবেন।
  • সেখানে ওয়াইফাই অপশন দেখাবে সেখানে ক্লিক করবেন।
  • ক্লিক করার পরে দেখবেন সেখানে অনেকগুলো ওয়াইফাই আছে। সেখানে থেকে উপরের দিকে লক্ষ করবেন একটি QR কোড আছে। অনেকের মোবাইলে QR কোড নাও থাকতে পারে। এই জন্য গুগল প্লেস্টোর থেকে QRকোড ইনস্টল করতে হবে।
  • QR কোডটি প্রেস করে ধরে রাখলে ক্যামেরা অন হয়ে যাবে। ক্যামেরা অন হয়ে গেলে যার ওয়াইফাই থেকে অটো কানেক্ট করবেন তার মোবাইল এ সেটিং অপশনে গিয়ে ওয়াইফাই ওপেন করে QR কোডটি বের করে ক্যামেরার সামনে ধরলে স্ক্যান হয়ে যাবে।
  • তারপরে দেখতে পাবেন পাসওয়ার্ড ছারাই অয়াইফাই অটো কানেক্ট হয়ে গেছে।

ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম?

ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম- বন্ধুরা অনেক সময় ওয়াইফাই ব্যাবহারকারীদের কাছ থেকে পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড না দিয়ে সরাসরি মোবাইলে না দেখিয়ে পাসওয়ার্ড বসিয়ে দেয়। তো বন্ধুরা ওয়াইফাই পাসওয়ার্ড বের করার ছোট্ট একটা টিক্স আছে যা সহজেই বের করতে পারবেন। চলুন সেই টিক্স বা ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম জেনে নিই।
  • প্রথমে সেটিংস অপশনে গিয়ে কানেকশন অপশনে ক্লিক করবেন।
  • এরপরে ওয়াইফাই অপশন আছে সেখানে ক্লিক করতে হবে।
  • যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে চাচ্ছি তার উপরে প্রেস করে ধরে রাখতে হবে।
  • প্রেস করে ধরে রাখার পরে একটি QRকোড দেখাবে।
  • সেই QR কোডের একটি স্কিনসর্ট নিতে হবে।
  • তারপরে গ্যালারি অপশনে চলে যেতে হবে। সেখানে স্কিনসর্ট QR কোডটি Edit করতে হবে। তারপরে ‍Save করতে হবে।
  • তারপরে যেতে হবে google play store এ। সেখানে গিয়ে সার্চ বারে QR কোড লিখে সার্চ দিলে QR কোড এবং বার কোড এর ছবি বের হবে সেটা ইনস্টল করতে হবে।
  • এবার QR কোড এ ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ইমেজের একটি আইকোন থাকবে সেখানে ক্লিক করবেন। তারপরে গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যে QR কোড স্ক্যানিন কোড আছে তার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পাবেন পাসওয়ার্ড।
তো বন্ধুরা আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে হয়। বারিতে বসে এভাবে চেষ্টা করুন তাহলে সহজেই বের করতে পারবেন আপনার ওয়াইফাই পাসওয়ার্ড।

ওয়াইফাই বিল বিকাশে দেওয়ার নিয়ম?

ওয়াইফাই বিল বিকাশে দেওয়ার নিয়ম-প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সাথে সেয়ার করলাম কিভাবে ওয়াইফাই বিল বিকাশে দিতে হয়। বিকাশের মাধ্যমে কিভাবে আপনার ওয়াইফাই বিল পেমেন্ট করবেন চলুন জেনে নেওয়া যাক।
  • প্রথমে আপনার মোবাইলে থাকা বিকাশ অ্যাপটি ওপেন করতে হবে।
  • বিকাশ অ্যাপ ওপেন করে অবশ্যই ওয়াইফাই পাসওয়ার্ড দিতে হবে।
  • পাসওয়ার্ড দেওয়ার পরে পে বিল, নামে একটি অপশন দেখাবে তার উপরে ক্লিক করবেন।
  • তারপরে দেখাবে প্রতিষ্ঠান খুজুন, মানে যে প্রতিষ্ঠানে আপনি বিল দিবেন তার নাম দিতে হবে। মানে আপনি যে নেট ব্যাবহার করছেন সেই নেটের নাম লিখে সার্চ দিবেন।
  • সার্চ দেওয়ার পরে সেখানে একটি অপশন আসবে বিল সময়সীমার। মানে আপনি কোন মাসের বিল দিতে চাচ্ছেন সেই মাসের নাম লিখতে হবে।
  • তারপরে কাস্টমার আইডি নাম্বার দিতে হবে। রাউডারের পাশে কালো বক্সে যে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বার কাস্টমার আইডি নাম্বার। কাস্টমার আইডি দেওয়ার পরে ট্রাই করে যদি না হয় তাহলে অবশ্যই অফিসে ফোন দিয়ে জেনে নিবেন।
  • নিচে লেখা থাকবে পে বিল করতে এগিয়ে যান, তার পাশে থাকবে একটি টিক তার উপরে ক্লিক করতে হবে।
  • তার পরে দেখাবে কত টাকা বিল দিচ্ছেন, তারিখ,মাস ইত্যাদি। নিচে টিকে আবার ক্লিক করবেন।
  • তারপরে দেখাবে বিকাশের পিন নাম্বারটি দিন। সেখানে বিকাশের পিন নাম্বার দিবেন। এবং ট্যাপ করবেন।
  • তারপরে পে বিলে ট্যাপ করে ২-৩ মিনিট ধরে রাখলে আপনার ওয়াইফাই বিল দেওয়া কাজ সম্পর্ন হয়ে যাবে। এভাবে আপনারা সকল ইন্টারনেটের বিল বিকাশে পেমেন্ট করতে পারবেন। ধন্যবাদ

ওয়াইফাই এর মাসিক বিল কত?

wifi-এর-মাসিক-বিল-কত
ওয়াইফাই এর মাসিক বিল কত-বাংলাদেশে অনেকগুলো ইন্টার নেট সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান আছে। ইন্টারনেটের প্যাকেজগুলো ৫ এমবিপিএস থেকে শুরু করে ১০০ এমবিপিএস পর্যন্ত হয়। এমন এক সময় ছিলো তখন কোম্পানী গুলো ইন্টারনেটের এই প্যাকেজ গুলোতে ইচ্ছেমতো দাম বসিয়ে দিতো। তখন ইন্টারনেট গ্রাহকরা বাধ্য হয়ে বেশি বিল দিত। কিন্তু এখন আর সেই দিন নেই। 

২০২১ সালের পর থেকে প্রত্যেক ইন্টারনেট কোম্পানীতে ওয়াইফাই প্যাকেজের দাম নির্দিষ্টভাবে নির্ধারিত করে দিয়েছে। ওয়াইফাই এর মাসিক বিল কতো তা নির্ভর করে কত এমবির উপর। তো দেরি না করে চলুন জেনে নেওয়া যাক ওয়াইফাই এর মাসিক বিল কত এবং কয়েকটি জনপ্রিয় ব্রডব্রান্ড কোম্পানীর কত এমবিতে কত টাকা তা জেনে নিন।

জনপ্রিয় ৮ টি ব্রডব্যান্ড কোম্পানীঃ
  1. কার্নিভাল ইন্টারনেট
  2. লিংক-থ্রি টেকনোলোজিস লিমিটেড
  3. স্বাধীন ওয়াইফাই
  4. ডট ইন্টারনেট
  5. উদয় ইন্টারনেট
  6. স্যাম অনলাইন
  7. অ্যাম্বার আইটি লিমিটেড
  8. আইসিসি কমিউনিকেশন
১.কার্নিভাল ইন্টারনেটঃ আপনি যদি কার্নিভাল ইন্টারনেট থেকে সেবা গ্রহণ করতে চান তাহলে নিচে দেওয়া ওয়াইফাই প্যাকেজের দামের একটি তালিকা পড়ে দেখুন। আপনার জন্য সুবিধা হবে।
  • ৭ এমবিপিএস ওয়াইফাই = ৫২৫ টাকা
  • ১০ এমবিপিএস= ৬৯৯ টাকা
  • ১২ এমবিপিএস=৭৯৯ টাকা
  • ১৫ এমবিপিএস= ১,০৪৯ টাকা
  • ২০ এমবিপিএস= ১,২৬০ টাকা
  • ৩০ এমবিপিএস= ১,৫৯৯ টাকা
  • ৪০এমবিপিএস= ১,৯৯৯ টাকা
  • ৫০ এমবিপিএস=২,৪৯৯ টাকা
  • ৬০ এমবিপিএস= ২,৮৯৯ টাকা
  • ৭৫ এমবিপিএস= ৩,৪৯৯ টাকা
  • ১০০ এমবিপিএস= ৪,৫৯৯ টাকা
২.লিংক-থ্রি টেকনোলোজিস লিমিটেডঃ বর্তমান বাংলাদেশের বিভিন্ন সুনামধন্য প্রতিষ্ঠান গুলোতে লিংক থ্রি ইন্টারনেট সংযোগ নিয়ে আসছে। লিংক থ্রি ওয়াইফাই এর সকল প্যাকেজের বর্তমান মূল্য তালিকা দেওয়া হলো।
  • ৫ এমবিপিএস ওয়াইফাই = ৫০০ টাকা
  • ৭ এমবিপিএস= ৬২০ টাকা
  • ১০ এমবিপিএস= ৮০০ টাকা
  • ১১ এমবিপিএস= ৮৪০ টাকা
  • ১২ এমবিপিএস= ৮৮০ টাকা
  • ১৫এমবিপিএস= ১,০০০টাকা
  • ২০ এমবিপিএস=১,২০০ টাকা
  • ২২ এমবিপিএস= ১,২৮০ টাকা
  • ২৪ এমবিপিএস= ১,৩৬০ টাকা
  • ২৫ এমবিপিএস= ১,৪০০ টাকা
  • ২৭ এমবিপিএস= ১,৪৮০ টাকা
  • ৩২এমবিপিএস= ১,৬৬০ টাকা
  • ৩৫ এমবিপিএস= ১,৮০০ টাকা
  • ৫০ এমবিপিএস= ২,৪০০ টাকা
  • ১০০ এমবিপিএস= ৪,৪০০ টাকা
৩.স্বাধীন ওয়াইফাইঃ নিচে স্বাধীন ওয়াইফাই এর সকল প্যাকেজের দাম নিচে দেওয়া হলো পড়তে থাকুন-
  • ৫ এমবিপিএস ওয়াইফাই = ১৫০ টাকা
  • ৭ এমবিপিএস= ২৫০ টাকা
  • ৬ এমবিপিএস= ৫২৫ টাকা
  • ১০ এমবিপিএস= ৬৮৫ টাকা
  • ১৬ এমবিপিএস= ৮৪০ টাকা
  • ২২ এমবিপিএস= ১,০৫০ টাকা
  • ৪০ এমবিপিএস= ১,৩৬৫ টাকা
  • ৫০ এমবিপিএস= ১,৫৫০ টাকা
  • ৬৫ এমবিপিএস= ২,১০০টাকা
  • ৯৫ এমবিপিএস= ৩,১৫০ টাকা
  • ৮০ এমবিপিএস= ২,৬৫০ টাকা
  • ১০৫ এমবিপিএস= ৩,৬৭৫ টাকা
৪.ডট ইন্টারনেটঃ ডট ইন্টারনেট ঢাকা এবং ফরিদপুরে রয়েছে। এই ইন্টারনেট প্রতিষ্ঠান সবচেয়ে কম দায়ে প্যাকেজ গুলো দিয়ে থাকে। ডট ইন্টারনেটের সকল প্যাকেজের দাম নিচে দেওয়া হলো পড়তে থাকুন-
  • ১০ এমবিপিএস= ৫২৫ টাকা
  • ১৫ এমবিপিএস= ৬৮০ টাকা
  • ২৫ এমবিপিএস= ৮৯০ টাকা
  • ৪০ এমবিপিএস= ১,০৫০ টাকা
  • ৫০ এমবিপিএস= ১,২৬০ টাকা
  • ৬০ এমবিপিএস= ১,৫৭৫টাকা
  • ৮০ এমবিপিএস= ২,১০০ টাকা
  • ৯০ এমবিপিএস= ৩,১৫০ টাকা
  • ১০০ এমবিপিএস= ৪,২০০টাকা
৫.উদয় ইন্টারনেটঃ উদয় ইন্টারনেট এডিএন টেলিকোম এর একটি প্রতিষ্ঠান। গ্রাহকদেরকে ব্রডব্যান্ডভিত্তিক ইন্টারনেট সেবা দিয়ে থাকে। উদয় ইন্টারনেটের সকল প্যাকেজের দাম কত তা নিচে দেওয়া হলো।
  • ৬ এমবিপিএস= ৫০০টাকা
  • ৮ এমবিপিএস=৫২৫টাকা
  • ৯ এমবিপিএস= ৬২০টাকা
  • ১০ এমবিপিএস= ৭০০টাকা
  • ১২ এমবিপিএস= ৮০০টাকা
  • ১২ এমবিপিএস= ৮৪০টাকা
  • ১৫ এমবিপিএস= ৯০০টাকা
  • ২০ এমবিপিএস= ১,০০০টাকা
  • ২৫ এমবিপিএস= ১,২০০টাকা
  • ২৫ এমবিপিএস= ১,২৬০টাকা
  • ৩০ এমবিপিএস=১,৩০০টাকা
  • ৩৩ এমবিপিএস= ১,৫০০টাকা
  • ৩৫ এমবিপিএস= ১,৬০০টাকা
  • ৪০ এমবিপিএস= ১,৭৫০টাকা
  • ৪৫ এমবিপিএস= ২,০০০টাকা
৬.স্যাম অনলাইনঃ স্যাম অনলাইনের ওয়াইফাই প্যাকেজ কত এমবিপিএস এর কত টাকা নিচে দেওয়া হলো।
  • ৩০ এমবিপিএস= ৭৩৫টাকা
  • ৪০ এমবিপিএস=৮৪০টাকা
  • ৫০ এমবিপিএস= ১,০৫০টাকা
  • ৬০ এমবিপিএস= ১,২৬০টাকা
  • ৭০ এমবিপিএস= ১,৫৭৫টাকা
  • ৮০ এমবিপিএস= ২,১০০টাকা
  • ৯০ এমবিপিএস= ২,৬২৫টাকা
  • ১০০ এমবিপিএস= ৩,১৫০টাকা
৭.অ্যাম্বার আইটি লিমিটেডঃ অ্যাম্বার আইটি ওয়াইফাই এর কত এমবিপিএস এর কত দাম তা নিচে দেওয়া হলো।
  • ৮ এমবিপিএস= ৫০০টাকা
  • ১০ এমবিপিএস=৬৫০টাকা
  • ১৫এমবিপিএস= ৮০০টাকা
  • ২০এমবিপিএস=১,০০০টাকা
  • ৩৫এমবিপিএস= ১,২০০টাকা
  • ৪৫এমবিপিএস= ১,৫০০টাকা
  • ৬০এমবিপিএস= ২,০০০টাকা
  • ৭৫ এমবিপিএস= ২,৫০০টাকা
  • ৯০ এমবিপিএস= ৩,০০০টাকা
  • ১২০ এমবিপিএস= ৪,০০০টাকা
৮.আইসিসি কমিউনিকেশনঃ আইসিসি কমিউনিকেশন প্রতিষ্ঠান বাংলাদেশের জনপ্রিয় ইন্টারনেট সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান। ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকা গুলোতে আইসিসি কমিউনিকেশন প্রতিষ্ঠান ইন্টারনেট সেবা দিয়ে থাকে। আইসিসি কমিউনিকেশন এর কত এমবিপিএস এর কত মূল্য তা নিচে দেওয়া হলো।
  • ৮ এমবিপিএস= ৫০০টাকা
  • ১০ এমবিপিএস=৬০০টাকা
  • ১৫এমবিপিএস= ৮০০টাকা
  • ২০এমবিপিএস=১,০০০টাকা
  • ২৫এমবিপিএস= ১,২০০টাকা
  • ৩০এমবিপিএস= ১,৫০০টাকা
  • ৪০এমবিপিএস= ২,০০০টাকা
  • ৫০ এমবিপিএস= ২,৫০০টাকা
  • ৫০ এমবিপিএস= ২,৪৯৯টাকা

ওয়াইফাই সংযোগ খরচ কত?

ওয়াইফাই সংযোগ খরচ কত- বাড়িতে নতুন ইন্টার নেট সংযোগ নেওয়ার আগে মনে প্রশ্ন জাগে ওয়াইফাই সংযোগ খরচ কত হতে পারে। তা যদি আগে থেকে জানা থাকে তাহলে সুবিধা হয়। যেহেতু ওয়াইফাই কোম্পানী অনেকগুলো সেহেতু কোন কোম্পানীর কি রকম সংযোগ খরচ হয় তা সঠিক বলা সম্ভব নয়। তবে একটি সাধারন আইডিয়া বলা যেতে পারে। ওয়াইফাই সংযোগ খরচ কত তার একটি আনুমানিক ধারনা দেওয়া হলো।
ওয়াইফাই-সংযোগ-খরচ-কত?
  • একটি রাউটার এবং অনুতে প্রায় ২০০০ থেকে ২৫০০ টাকা খরচ হয়।
  • ওয়াইফাই ইনস্টলেশন ফি ৫০০ থেকে ২০০০ টাকা
  • মাসিক চার্জ- আপনি কত এমবিপিএস ব্যাবহার করবেন তার উপর মাসিক খরচ হবে।

লেখকের শেষ কথাঃ বাড়ির আশেপাশে থাকা wifi password app

প্রিয় পাঠক আজ আমরা এই আরর্টিকেল থেকে জানতে পারলাম, বাড়ির আশেপাশে থাকা wifi password, ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম, ওয়াইফাই অটো কানেক্ট, ওয়াই ফাই পাসওয়ার্ড দেখার উপায়, ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তনের নিয়ম, ওয়াইফাই এর মাসিক বিল কত,  ওয়াইফাই বিল বিকাশে দেওয়ার নিয়ম ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানতে পারলাম। 

আরর্টিকেলটি পড়ে ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে সেয়ার করবেন এবং ইন্টারনেট বিষয়ে আরর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইড ভিজিট করুন। আরর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

পোষ্ট ট্যাগঃ 

কিভাবে ফ্রি wifi চালানো যায়, ফ্রি ওয়াইফাই পাসওয়ার্ড এন্ড হটস্পট, ফ্রি ওয়াইফাই সফটওয়্যার, বাড়ির আশেপাশে থাকা wifi password, রাউটারের পাসওয়ার্ড কি হ্যাক করা যায়, ওয়াইফাই পাসওয়ার্ড 192.168 কিভাবে বের করব, ওয়াইফাই অটোমেটিক চালু হয় কেন, ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেলে কি করনীয়, আমি কিভাবে 192.168 8.1 অ্যাডমিন অ্যাক্সেস করব।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

msta2z.comব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url