৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া (বিস্তারিত জানুন)
অনলাইন লুডু গেম খেলে টাকা ইনকাম
আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা কি ৫০ হাজার টাকায় ২৫টি ব্যবসার আইডিয়া খুজছেন। তাহলে আপনি সঠিক ওয়েবসাইডে চলে এসেছেন। বন্ধুরা অল্প পুজিতে ব্যবসার আইডিয়া না পেলে আমাদের আরর্টিকেলটি পড়ুন তাহলে মনে হয় আপনার মনের মতো ৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া খুজে পাবেন। আমাদের ওয়েবসাইডে আজ এমন ব্যবসার কথা বলবো যে আপনি ৫০ হাজার টাকা সেই ব্যবসায় বিনিয়োগ করে ভালো লাভ করবেন।
আপনি ৫০ হাজার টাকায় অনেক ব্যবসা করতে পারবেন। অনেকেই আছে বেশি টাকা ব্যবসায় করে তেমন লাভ করে না। কারন ভালো ব্যবসার আইডিয়া পায়না।আমাদের ওয়েবসাইডে সেই সব ব্যবসার কথা বলবো যেখানে আপনি অল্প টাকা বিনিয়োগ করে বেশি টাকা লাভ করবেন। তবে একটা কথা ব্যবসা করতে হলে আপনাকে সেই ব্যবসা সম্পর্কে কিছু জ্ঞান থাকতে হবে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক, ৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া গুলো কি কি?
পেজ সূচিপত্রঃ ৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া
ভূমিকা
ব্যবসার লাভ -লচ নির্ভর করবে আপনার দক্ষতার উপর। যে ব্যবসা করতে চান না কেন আপনাকে অবশ্যই সেই ব্যবসার সম্পর্কে একটু হলেও দক্ষতা বা জ্ঞান থাকতে হবে। বর্তমান যুগে চাকরির সংকট বেশ দেখা দিয়েছে। এর জন্য অনেক বেকার ছেলেরা ব্যবসার দিকে ঝুকে পরেছে। আবার অনেকের কাছে টাকা স্বল্প থাকায় তারা ব্যবসার সঠিক আইডিয়া পাচ্ছে না। এই জন্য তাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আবার অনেকেই মনে করছেন যে ব্যবসা করতে বেশি টাকা লাগবে। আসলে এই কথাটা ঠিক নয়।
আরো পড়ুনঃ অল্প পুজিতে কাপরের ব্যবসা জেনে নিন
এমন অনেক ব্যবসা আছে যেখানে অল্প টাকা যেমন ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা ইনভেস্ট করে বেশ ভালো টাকা লাভ করতে পারবেন। দিনে প্রায় ৫০০-৮০০ টাকার মতো। একটা ছোট পরিবারের জন্য এই পরিমান টাকা দিনে ইনকাম হলেই যতেষ্ট। তাই ব্যবসা করার আগে ব্যবসা সম্পর্কে কিছু মোটামুটি ধারনা অর্জন করুন। ৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া নিয়ার জন্য আমাদের আরর্টিকেল টি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন। আশা করি আপনার জন্য ভালো হবে।
৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া
প্রিয় বন্ধুরা আপনি কি ৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া খুজছেন। তাহলে আমাদের আরর্টিকেল টি ঘুরে ঘুরে পড়তে থাকুন। তো বন্ধুরা ব্যবসা যখন করতে চাচ্ছেন তাহলে কিসের ব্যবসা করতে চাচ্ছেন। সে বিষয়ে জানার জন্য নিশ্চয় বিভিন্ন ওয়েবসাইডে খুজাখুজি করছেন। তো আর কোন ওয়েবসাইডে খোজাখুজি করতে হবে না। আপনি এই ওয়েবসাইড থেকে একটা নয়, দুইটা নয়, ২৫ টি ভালো ব্যবসার আইডিয়া পাবেন। চলুন জেনে নেওয়া যাক ৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া।
১.কাপরের দোকানঃ ৫০ হাজার টাকায় আপনি গজ কাপরের ব্যাবসা করতে পারবেন। যে কাপরগুলো গজ প্রতি ৩০-৫০ টাকা গজে বিক্রি করা হয়। এই ব্যাবসা করলে আপনি দিনে ৩০০-৪০০ টাকা লাভ করতে পারবেন।
২.পান ও চায়ের দোকানঃ আপনি ইচ্ছে করলে পান ও চায়ের দোকান দিতে পারেন। এই ব্যবসা ছোট হতে পারে কিন্তু লাভ বেশি। ৫০ হাজার টাকায় এই ব্যবসা আপনি সুন্দর ভাবে করতে পারবেন।
৩.কফির দোকানঃ আপনি চাইলে চায়ের পাশাপাশি কফিশপ দিতে পারেন। অনেক মানুষ আছে যাদের প্রতিদিন কফি খেতেই হয়। কফি বিক্রি করে আপনি দিনে ৪০০-৫০০ টাকা আয় করতে পারবেন।
৪.স্যান্ডেল জুতার দোকানঃ আপনি ইচ্ছে করলে বাজারের ভিতরে ৫০ হাজার টাকায় সান্ডেল জুতার ব্যবসা করতে পারবেন। অনেক সময় দেখা যায় ২জোরা বা ৩ জোরা স্যান্ডেল ১০০ টাকায় বিক্রি হয়। এই রকম ব্যবসায় আপনি ভালো ইনকাম করতে পারবেন।
৫.ছোট বাচ্চাদের ফ্রগ বা প্যান্টের দোকানঃ ১মাস থেকে ১ বছরের বাচ্চাদের ফ্রগ প্যান্টের দোকান দিলে আপনি যতেষ্ট লাভ করতে পারবেন।
৬.গরুর ব্যবসাঃ আপনি ইচ্ছে করলে বাজার থেকে ৫০ হাজার টাকায় ২ টি গরু কিনে ১মাস ভালো খাইয়ে মোটা তাজা করে বিক্রি করলে ভালো লাভ করতে পারবেন। প্রায় গরু প্রতি ৫-৬ হাজার লাভ করতে পারবেন।
৭.ছাগলের ব্যবসাঃ আপনি ইচ্ছে করলে ৫০ হাজার টাকায় ভালো জাতের ছাগল এক হাট থেকে অন্য হাটে কেনা বেচা করলে হাট প্রতি ৪০০-৫০০ টাকা লাভ করতে পারবেন।
৮.দুধের ব্যবসাঃ আপনি ইচ্ছে করলে ৫০ হাজার টাকায় ঘোষ দের কাছ থেকে কিনে নিয়ে হোটেলে হোটেলে কেজি প্রতি ৩-৪ টাকা লাভে বিক্রি করে দিনে ২০০-৩০০ টাকা সহজেই আয় করতে পারবেন।
৯.পল্ট্রি মুরগির ব্যবসাঃ আপনি ইচ্ছে করলে বাজারে খাচায় করে পল্ট্রি মুরগির ব্যাবসা করে ভালো টাকা আয় করতে পারবেন।
১০.পলট্রি খামারঃ আপনি চাইলে আপনার বসত বাড়িতে পলট্রি খামার দিয়ে ভালো আয় করতে পারবেন। আপনি ৫০ হাজার টাকায় অনেক পলট্রি বাচ্চা কিনে ১ মাস পালন করলে বিক্রির উপযোগী হয়ে উঠবে। এতে আপনার মাসে প্রায় ১০-১২ হাজার টাকা আয় হবে।
১১.দেশি মুরগীর ব্যবসাঃ শহরের দিকে তো প্রায় দেশি মুরগী পাওয়াই যায় না। আপনি চাইলে গ্রাম থেকে সকালে দেশি মুরগী কিনে শহরের দোকান গুলো তে ভালো দামে বিক্রি করে ও টাকা আয় করতে পারবেন।
১২.ডিমের ব্যবসাঃ ৫০ হাজার টাকায় আপনি দেশি ডিম, সোনালী মুরগীর ডিম এবং পল্টি মুরগীর ডিমের ব্যবসা করে ভালো টাকা আয় করতে পারবেন।
১৩.শাক-সবজির ব্যবসাঃ আপনি চাইলে বাজারে ৫০ হাজার টাকায় শাক-সবজির ব্যবসা করতে পারবেন। শাক-সবজি মানুষের নিত্য প্রয়োজনীয় খাবার। মানুষ প্রতিদিন কিনবেন। তাই আপনি এই ব্যবসা করলে ভালো লাভবান হবেন। আশা করা যায়।
১৪.ফলের ব্যবসাঃ ৫০ হাজার টাকায় ফল কিনে আপনি ব্যবসা করতে পারেন। বাজারে ছোট একটা দোকান নিয়ে ফলেন ব্যবসা সুন্দর করতে পারবেন।
১৫.ফুলের দোকানঃ আপনি চাইলে বাজারে ফুলের দোকান দিয়ে ভালো টাকা আয় করতে পারবেন। কারন এমন এমন সময় আসে যে ফুলের ব্যাপক চাহিদা বেড়ে যায়। একটি করে গোলাপ ফুল প্রায় ১০০-২০০ টাকায় বিক্রি হয়। এতে একসিজনে ব্যবসা করলে আপনার ভালো টাকা ইনকাম হবে বলে আশা করা যায়।
১৬.মুদি খানার দোকানঃ আপনার কাছে যদি ৫০ হাজার টাকা থাকে তাহলে সহজেই সুন্দর একটা মুদি খানার দোকান দিয়ে দিনে ৫০০-৬০০ টাকা আয় করতে পারবেন।
১৭.মোবাইলে ফ্লাক্মি ব্যবসাঃ মোবাইলে ফ্লাক্মি ব্যবসা একটা খুব আরাম দায়ক এবং লাভবান ব্যবসা। এই ব্যবসা প্রায় গ্রাম-শহরে করে মানুষ ভালো টাকা ইনকাম করছেন। আপনি চাইলে এই ব্যবসা করে ভালো আয় করতে পারবেন।
১৮.বিকাশ-নগদ ব্যবসাঃ আপনার কাছে ৫০ হাজার টাকা থাকলে আপনি অনায়াসে বিকাশ ও নগদ ব্যবসা করতে পারবেন। কারন বর্তমান সময়ে প্রায় সকল মানুষই বিকাশ ও নগদে টাকা লেনদেন করছেন। এই ব্যবসা থেকে আপনি দিনে ভালো পরিমান আয় করতে পারবেন।
১৯.গির্ফট এর দোকানঃ আপনি ভালো একটা জায়গায় বিশেষ করে বাজারের ভিতরে দোকান নিয়ে গির্ফট এর পন্যর ব্যবসা করতে পারেন। কারন বিভিন্ন ধরনের অনুষ্ঠান লাগলে মানুষ খালি হাতে অনুষ্ঠান বাড়ি যায় না। গির্ফট নিয়েই যায়। আর তাতে একটু দাম বেশি হলে তাদের সমস্যা হয় না। কারন অনুষ্ঠান বাড়িতে যেতেই হবে। আর গির্ফট কিনতেই হবে।
২০.ফটোগ্রাফির দোকানঃ আপনি ৫০ হাজার টাকায় এই ব্যবসা সুন্দর করতে পারবেন। আপনার যদি ফটোগ্রাফির কাজ জানা থাকে তাহলে এই ব্যবসা শুরু করে দিন। এই ব্যবসাতে বেশ ভালো লাভ আছে।
২১.ফটোকপির দোকানঃ মানুষের দৈনন্দি জীবনে কোন না কোন কাগজ ফটোকপি করা লাগতেছে। আর দোকান টা যদি আপনার পজিশান মতো হয় তাহলে তো কথাই নেই। এই ফটোকপির দোকান থেকে আপনি দিনে যতেষ্ট ইনকাম করতে পারবেন।
২২.অনলাইনে খাবারের ব্যবসাঃ আপনি চাইলে ৫০ হাজার টাকায় অনলাইনে খাবারের ব্যবসা করতে পারবেন। আপনি যদি মুখোরোচক সুন্দর খাবার রান্না করতে পারেন তাহলে আপনি অনলাইনে খাবারের ব্যবসা এখনই শুরু করে দিন। কারন এই ব্যবসায় বেশ লাভ আছে।
২৩.জুসের দোকানের ব্যবসাঃ গরমের সময় মানুষ ঠান্ডা পানি বেশি খায়। বাজারে গেলে গরম লাগলে এক গ্লাস জুসের পানি পান করে নেই। প্রতি গ্লাস জুসের দাম ১০ টকা করে। আধাখানা লেবুর রস এবং ২ টাকার ট্যাংক এর প্যাকেট ঠান্ডা পানির সাথে মিশিয়ে দিলে প্রতি গ্লাস ১০ টকায় বিক্রি হবে। আপনি চাইলে এই ব্যবসা করতে পারবেন। এই ব্যবসায় আপনার ৫০ হাজার টাকাও লাগবে না। তার ও কম টাকা দিয়ে এই ব্যবসায় ভালো লাভ করতে পারবেন।
২৪.চাউলের ব্যবসাঃ ৫০ হাজার টাকায় আপনি চাউলের ব্যবসা সুন্দর করতে পারবেন। এই ব্যবসায় ভালো লাভ হয়। এই ব্যবসা সারা বছর চলতে থাকে। এই ব্যবসা করে আপনি মাসে ১৫-২০হাজার টাকা আয় করতে পারবেন।
২৫.দর্জির দোকানঃ আপনার যদি দর্জির কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তো কথাই নেই। এই ব্যবসায় প্রচুর লাভ। এই ব্যবসা করে দিনে প্রায় ৬০০-৭০০ টাকা ইনকাম করা যাবে। তার পাশাপশি আপনি কাপরের দোকান দিলে কাপর বিক্রি করতে পারবেন। এবং সেই কাপর আপনার দর্জির দোকানে মানুষ সেলাই করতে দিবে। এতে আপনার একটা ব্যবসার সাথে ২ টা ব্যবসা করতে পারবেন।
তো বন্ধুরা কেমন লাগলো আমাদের ওয়েবসাইডের ৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া। নিশ্চয় আমাদের কমেন্ট বক্মে কমেন্ট করে জানাবেন। আর একটা কথা যে ব্যবসা করতে যান না কেন, আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে আর দক্ষতা অর্জন করতে হবে। পরিশ্রম ছারা কোন কাজে সফলতা অর্জন করা সম্ভব হয় না। আপনি যদি চান তাহলে উপরের সকল ব্যবসায় করতে পারবেন ৫০ হাজার টাকা দিয়ে। সকলেই ভালো থাকবেন।ধন্যবাদ।
১০ হাজার টাকায় ২৫টি ব্যবসার আইডিয়া
প্রিয় বন্ধুরা উপরে আমরা ৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসায়ের আইডিয়া দিলাম। তো এখন অনেক মানুষ আছে যাদের ৫০ হাজার টাকা দিয়ে ব্যবসা করার ক্ষমতা নেই। সেক্ষেত্রে তাদের কে ১০ হাজার টাকায় ব্যবসা করতে হবে। যে বন্ধুরা ১০ হাজার টাকায় ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের এই আরর্টিকেল টি ভালো করে পড়তে থাকুন। তাহলে আপনার ১০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া পেয়ে যাবেন। তো চলুন জেনে নেওয়া যাক ১০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া।
১.অনলাইনে শিক্ষাকতা। ২. অনলাইনে বেকারি। ৩. দর্জির ব্যবসা। ৪. কাগজের ঠোঙ্গার ব্যবসা। ৫. কাস্টমাইজ জুয়েলারির ব্যবসা। ৬. ভাষা শিক্ষা দেওয়ার ব্যবসা। ৭. অনলাইনে বই খাতা কলম বিক্রির ব্যবসা। ৮. ডিজিটাল মার্কেটিং এর ব্যবসা। ৯. গ্রাফিক্স ডিজাইনের ব্যবসা। ১০. মুরগির ব্যবসা। ১১. কবুতরের ব্যবসা। ১২. ছাগলের ব্যবসা। ১৩. ফুচকার ব্যবসা। ১৪.চটপটির ব্যবসা। ১৫. কালাই এর রুটির ব্যবসা। ১৬. গ্রাউন কাপড়ের ব্যবসা ১৭. হোটেলের দুধ বিক্রির ব্যবসা।
১৮. ফুলের দোকানের ব্যবসা। ১৯. ব্যক্তিগত ব্লগ তৈরি করার ব্যবসা।২০. কোচিং সেন্টার খুলে ব্যবসা। ২১. ভাংরি দোকানের ব্যবসা ২২.মোবাইলে টাকা রিচার্জের ব্যবসা। ২৩. নার্সারির ব্যবসা। ২৪. মুদিখানা দোকানের ব্যবাস।২৫. বিভিন্ন জাতের পাখির ব্যবসা। তো বন্ধুরা এই ছিল আমাদের ১০ হাজার টাকায় ২৫ সুন্দর ব্যবসার আইডিয়া। আপনাদের কাছে ১০ হাজার টাকা পুজি থাকলে আপনারা অনায়াসে উপরের ব্যবসা গুলো করে দিনে প্রায় ৩০০-৪০০ টাকা ইনকাম করতে পারবেন।
গ্রামের ব্যবসার আইডিয়া
অনেক বেকার ছেলে গ্রামে আছে। যারা ভালো কোন ব্যবসার আইডিয়া পাচ্ছে না। তারা গ্রামে থাকেও বুদ্ধির অভাবে কিছু করতে পারছে না। এই জন্য আমাদের এই আরর্টিকেলে এমন কিছু গ্রামের ব্যবসার কথা বলা হয়েছে। আপনারা যদি সেই ব্যবসা করতে পারেন তাহলে আশা করি আপনারা লাভবান হবেন। তো বন্ধুরা কিছু ব্যবসা আছে যেগুলো শহরে ভালো চলে এবং এমন কিছু ব্যবসা আছে সেগুলো গ্রামে ভালো চলে। তো চলুন জেনে নেওয়া যাক গ্রামের ব্যবসার আইডিয়া গুলো কি কি?
১.সিজনাল ধানের ব্যবসাঃ বন্ধুরা আপনারা ইচ্ছে করলে বেকার বসে না থেকে ইরি, আমন, এবং ব্যুরো ধানের ব্যবাস করতে পারবেন। আপনারা ধানের সিজন আসলে ধান কেনা বেচা করে বেশ টাকা লাভ করতে পারবেন। এই ব্যবসা গ্রমের মানুষ করে ভালো টাকা আয় করে থাকে। গ্রামের ব্যবসার আইডিয়া।
২.গম ও সরিষার ব্যবসাঃ আপনি যদি ইচ্ছে করেন তাহলে গম ও সরিষার ব্যবসা করে ভালো টাকা আয় করতে পারবেন। গম ভেঙ্গে আটা করে ও বিক্রি করতে পারবেন আবার সরিষা ভেঙ্গে তেল করেও বিক্রি করে ভালো টাকা আয় করতে পারবেন। এই ব্যবসা গ্রামের ব্যবসার সেরা ব্যবসা বলে ধরা যায়।
৩.গরু কেনা বেচার ব্যবসাঃ বন্ধুরা আপনারা হাটে হাটে গরু নগদ টাকা দিয়ে কিনে দিনের দিন বিক্রি করে দিলে ভালো টাকা লাভ করতে পারবেন। প্রতি হাটে প্রায় ৩-৪ হাজার টাকা লাভ করতে পারবেন। এই ব্যবসা অনেকেই করে তাদের অবস্থা আজ বেশ ভালো হয়েছে।
৪.মুদি দোকানের ব্যবাসাঃ গ্রামে মুদি দোকানের ব্যবসা বেশ জনপ্রিয়। আপনার ঘরের ভিতরেও এই ব্যবসা করে লাভ করতে পারবেন। এই ব্যবসার পাশাপশি আপনারা অন্য কাজ ও করতে পারবেন।
৫.রাইস মিলের ব্যবসাঃ আপনাদের ভালো পুজি থাকলে রাইস মিলের ব্যবাস করতে পারবেন। এই ব্যবসায় একটু টাকা বেশি বিনিয়োগ করতে হবে কিন্তু ভালো টাকা আয় করতে পারবেন।
৬.নার্সারির ব্যবসাঃ আপনার বাড়ির আশে পাশে বা মাঠে নার্সারির বাগন করে সেখান থেকে বিভিন্ন ধরনের ফুলের গাছ বা ফলের গাছ বিক্রি করে ভালো টাকা আয় করতে পারবেন। এই ব্যবসা করলে নিজেকে অনেক ভালো লাগবে।
৭.মাছের ব্যবসাঃ গ্রামে পুকুর ইজারা নিয়ে আপনারা মাছ চাষ করে একটা নির্দিষ্ট সময় মাছ বাজারে বিক্রি করে ভালো টাকা আয় করতে পারবেন। আবার মাছের পোনা বিক্রি করে ও ভালো লাভ করা যায়।
৮.পলটি মুরগী বা সোনালী মুরগীর খামারঃ বন্ধুরা গ্রামের আরেকটি জনপ্রিয় ব্যবসা হলো মুরগীর খামারের ব্যবসা। এই ব্যবসা করে বর্তমানে অনেক বেকার ভাই সাবলম্বি হয়েছে। এই ব্যবসায় আপনারা মুরগি বিক্রি করতে পারবেন তার পাশাপশি ডিম ও বিক্রি করতে পারবেন। এই ব্যবসায় মানুষ হাজার হাজার টাকা লাভ করে থাকে।
৯.সার ও কীটনাশকের ব্যবসাঃ গ্রমে সার ও কীটনাশক তো জমির জন্য লাগবেই। আপনারা চাইলে এই ব্যবসা করতে পারেন। এই ব্যবাসায় বেশ লাব আছে।
১০.মিষ্টির দোকানঃ গ্রামের মানুষ ও আজকাল বেশ মিষ্টি খায়। আপনি যদি ভালো মানের মিষ্টি বানিয়ে বিক্রি করতে পারেন তাহলে আপনি তো লালে লাল হয়ে যাবেন। মিষ্টির দোকানের ব্যবসা গ্রামে একটি ভালো ব্যবসার আইডিয়া। আপনারা চাইলে এই ব্যবসা করতে পারেন। মিষ্টির পাশাপাশি দই, নিমকি, সিঙগারা, পুুরি ও পরেটার ব্যবসা করতে পারলে বেশ লাভবান হতে পারবেন।
১১.মোমবাতি তৈরীর ব্যবাসাঃ মোমবাতি বাড়িতে বানিয়ে বাজারে বিক্রি করলে বেশ লাভ করতে পারবেন।িআদি কাল থেকেই লোডসেডিং হলে তো মোমবাতির তো কথাই নাই। মোমবাতি তৈরী করে বাজারে বিক্রি করতে পারলে ভালো লাভবান হতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের গ্রামের সেরা কয়েকটি ব্যবসার আইডিয়া।গ্রামের ব্যবসার আইডিয়া।
শহরে ব্যবসার আইডিয়া
শহরে ব্যবসার আইডিয়া। কিছু ব্যবসা আছে যেগুলো গ্রামে ভালো চলে আবার কিছু ব্যবসা আছে শহরে ভালো চলে। তো বন্ধুরা আজ আপনাদের কে আমরা জানাবো শহরে কি কি ব্যবসা করতে পারবেন বা কি কি ব্যবসাতে ভালো লাভ হয়। আপনার যেরকম পুজি আছে সে রকম মাপের ব্যবসা করতে পারবেন। কিন্তু আপনার লচ হবে না আশা করি। আপনাদের সুবিধার জন্য এবং আপনাদের লাভ হতে পারে এমন কয়েকটি শহরের ব্যবসার আইডিয়া দেওয়া হলো-
১.চটপটি ও ফুচকার ব্যবসাঃ প্রিয় শহরের ভাই ও বোনেরা আপনারা চাইলে শহরে ফুচকা ও চটপটির ব্যবসা করতে পারেন। শহরে এই ব্যবসা টা বেশ জনপ্রিয়। বিভিন্ন ধরনের পার্কে বা রাস্তার ধারে এই ব্যবসা বেশ চলে। এই ব্যবসা করে মানুষ হাজার হাজার টাকা আয় করছেন।
২.কফি হাউজের ব্যবসাঃ শহরের মানুষ যেহেতু চা কফি বেশি খায় সেহেতু আপনারা কফি হাউজের ব্যবসা করে বেশ লাভবান হতে পারবেন। এই ব্যবসা ছোট হতে পারে কিন্তু বেশ ভালো লাভ আছে।
৩.ফাস্ট ফুুডের ব্যবসাঃ শহরের অলিতে গলিতে একটা দোকান নিয়ে ফাস্ট ফুডের ব্যবসা করতে পারেন। বর্তমানে সৌখিন খাবার হিসাবে ফাস্ট ফুড বেশ জনপ্রিয়। এই ব্যবসায় আপনি ভালো লাভ করতে পারবেন।
৪.মোবাইল সাভিসিং এর দোকানঃ বর্তমান ডিজিটাল যুগে ছোট বড় সকলের হাতে মোবাইল আছে। প্রত্যেকদিন প্রায় কারো না কারো মোবাইল নষ্ট হয়। এই নষ্ট মোবাইল ঠিক করার জন্য মোবাইল সার্ভিসিং দোকানে মানুষ যায়। আপনি যদি মোবাইল সার্ভিসিং দোকান দিয়ে এই ব্যবসা করেন তাহলে আপনার বেশ লাভ হবে।
৫.পার্লারের ব্যবসাঃ পার্লারের ব্যবসা শহরের বুকে একটি বেশ জনপ্রিয় ব্যবসা। বর্তমানে মেয়েরা একটু অনুষ্ঠান লাগলেই তারা পার্লারের সাজতে পছন্দ করে। পার্লারের ব্যবসা করলে আপনি বেশ লাভবান হবেন। এই ব্যবসা শহরে বেশ লাভবান ব্যবসা বলে সকলেই জানেন। আপনি যদি ইচ্ছে করেন তাহলে আপনার বাড়িতেই পার্লারের ব্যবসা করতে পারবেন।
৬.মোবাইল রিচার্জের ব্যবসাঃ মোবাইল রিচার্জের ব্যবসা প্রায় গ্রাম শহর সবজায়গাতে জনপ্রিয় ব্যবসা। এই ব্যবসা করে আপনি ভালো লাভ করতে পারবেন। শহরে ব্যবসার আইডিয়া
৭.গিফট শপঃ শহরে তো গিফট বেশি কিনে মানুষ এটা সকলেই জানেন। অনুষ্ঠান লাগলেই মানুষ গিফট কিনতে যায় গিফট শপে। এই ব্যবাস করে মানুষ হাজার হাজার টাকা ইনকাম করছেন।
৮.কাপরের ব্যবসাঃ শহরের বুকে কাপড়ের ব্যবসা তো একটি বেশ লাভবান ব্যবসা। কাপড়ের ব্যবসা করে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন ।শহরে আপনি দোকান নিয়ে অথবা রাস্তার ধারেও কাপড়ের ব্যবসা করতে পারবেন। এতে আপনি বেশ ভালো লাভ করতে পারবেন।
৯.জুতার ব্যবসাঃ নতুন জামার সাথে নতুন জুতা তো কিনতেই হবে শহরের মানষের। তাই শহরে যদি আপনি পারেন তাহলে একটি দোকান নিয়ে বা রস্তার ধারে ছোট দোকান নিয়ে আপনি ছেলে ও মেয়ে সহ উভয়ের জুতা বিক্রি করতে পারবেন এবং লাভবান হতে পারবেন। শহরে ব্যবসার আইডিয়া
খাবারের হোটেলঃ শহরে আপনি ভালো জনবহল জায়গা দেখে একটি খাবারের হোটেল দিলে বেশ ভালো চলবে। শহরে অনেক মানুষ আছে যারা হোটেলে তিন বেলা খায়। বিভিন্ন জায়গার মানুষ বেড়াতে এসে খায়। আপনি যদি পারেন ভালো কোন জায়গায় একটি হোটেল দিয়ে এই ব্যবসা করতে পারেন।
স্টক ব্যবসার আইডিয়া
স্টক ব্যবসার আইডিয়াঃ অনেকেই আছে যারা স্টক ব্যবসার আইডিয়া পায় না। তো বন্ধুরা আমরা আজ এই আরর্টিকেলে স্টক ব্যবসা সম্পর্কে আইডিয়া দিব। আমাদের আইডিয়া নিয়ে যদি আপনারা ব্যবসা শুরু করেন তাহলে বেশ লাভবান হবেন বলে আমরা আশা করি। আর একটা কথা অবশ্যই যে কোন ব্যবসা করতে গেলে পরিশ্রম তো দিতেই হবে। এমনি এমনি টাকা ইনকাম হবে না। তো যারা পরিশ্রম দিতে রাজি আছেন তারা আমাদের স্টক ব্যবসার আইডিয়া গুলো ফলো করুন।
১.ধানের স্টক ব্যবসাঃ ধানের স্টক ব্যবসা একটি অনেক লাভবান ব্যবসা। গ্রামে যখন ধান উৎপাদন করা হয় তখন আপনি এই ধানগুলো বাজার থেকে কিনে বা গ্রাম থেকে কিনে সেগুলো ভালো করে শুকিয়ে মারাই ঝারায় করে স্টক করে রাখতে পারেন। এবং পরে দাম বেশি হলে বিক্রি করে দিলে আপনি ভালো লাভবান হতে পারবেন।
২.আলুর স্টক ব্যবসাঃ আলুর সময় যদি আপনি দুই থেকে তিন লক্ষ টাকার আলু স্টক করে রাখতে পারেন তাহলে আপনি ভালো লাভবান হবেন। আলু ভালো করে গুদামজাত করুন করতে হবে এবং আলুর দাম যখন বেশি হবে তখন আপনি বাজারে বিক্রি করে ভালো লাভবান হতে পারবেন।স্টক ব্যবসার আইডিয়া।
৩.গম- সরিষার স্টক ব্যবসাঃ যখন গম ও সরিষা উৎপন্ন করা হয় তখন আপনি সেই গম ও সরিষা কিনে নিয়ে ভালো করে শুকিয়ে মারাই ঝাড়াই করে স্টক করে রাখবেন ।যখন দাম বেশি হবে তখন আপনি সেগুলো বাজারে বিক্রি করে ভালো লাভবান হতে পারবেন।স্টক ব্যবসার আইডিয়া।
৪.মসলার স্টক ব্যবসাঃ মসলা স্টক ব্যবসা করেও অনেক মানুষ হাজার হাজার টাকা লাভ করছে। মসলাযুক্ত যেগুলো খাবার সেগুলো জিরা, গরম মসলা, মেথি, পেঁয়াজ, রসুন,আদা, আরও ইত্যাদি মসলা সেগুলো যদি আপনি স্টক করে রাখতে পারেন এবং দাম বেশি হলে বাজারে বিক্রি করতে পারেন তাহলে ভালো লাভ করতে পারবেন। এ রকম আরো অনেক পন্য আছে যেগুলো স্টক করে রেখে দাম বেশি হলে বাজারে বিক্রি করলে লাভবান হতে পারবেন।
পাইকারি ব্যবসার আইডিয়া
পাইকারি ব্যবসার আইডিয়া। বন্ধুরা আপনার কি পাইকারি ব্যবসা আইডিয়া খুঁজছেন, তাহলে মনে হয় আপনারা সঠিক ওয়েবসাইটে চলে এসেছেন। প্রথমে পাইকারি ব্যবসায়ীকে ভালো পরিমাণের মাল কিনতে হবে সেই মাল ভালো করে গুদামের সংরক্ষিত করতে হবে এবং সময় মতো খুচরা ব্যবসায়ীদের কাছে পৌছে দিতে হবে। তো বন্ধুরা আর দেরি না করে পাইকারি ব্যবসায়ের নতুন নতুন আইডিয়া গুলো দেখে নিই। পড়তে থাকুন-
১.কাপরের পাইকারি ব্যবসাঃ প্রিয় বন্ধুরা আপনাদের যদি পুঁজি বেশি থাকে অর্থাৎ টাকা বেশি থাকে বিশেষ করে ৮ থেকে ১০ লক্ষ টাকা দিয়ে আপনারা কাপড়ের পাইকারি ব্যবসা করলে আপনাদের ভালো লাভ হবে। আপনি কি ধরনের কাপড়ের পাইকারি ব্যবসা করবেন তার উপরে আপনার আইডিয়া থাকতে হবে। বিশেষ করে আপনি গজ কাপড়, নাকি শাড়ির কাপড়, নাকি লুঙ্গির কাপড়, না অন্যান্য কাপড়ের পাইকারি ব্যবসা করবেন সে বিষয়ের উপরে নির্ধারণ করে আপনাকে ব্যবসা শুরু করতে হবে।
আপনাকে অবশ্যই পাইকারি ব্যবসা করতে হলে যে কাপড় কিনবেন সেই কাপড় অল্প দামে কিনে একটু বেশি দামে বিক্রি করলে আপনি যথেষ্ট লাভবান হবেন। আপনি যদি ছোট শহরে বাস করেন তাহলে আপনাকে অবশ্যই ঢাকা বা সিলেট বা অন্য কোন বড় শহর থেকে কম দামে কাপর কিনতে হবে। আর কম দামে কাপর কিনে আপনি খূচরা ব্যবসায়ীর নিকট আর একটু বেশি দামে বিক্রি করার মাধ্যমে আপনার লাভ বেরিয়ে আসবে। এই জন্য এই ব্যবসায় ৮-১০ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে।
২.চালের পাইকারি ব্যবসায়ের আইডিয়াঃ চালের ব্যবসা একটি লাভ জনক ব্যবসা। চাল কখনে পচে না। এই ব্যবসা সারা বছর করতে পারবেন। আপনি ধান কিনে সেই ধান থেকে চাল বের করে পাইকারি দামে বিক্রি করতে পারবেন। আবার ধানের গুরা ও বিক্রি করতে পারবেন। আবার চালের মিল থেকে চাল কিনে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রি করুন। আর অবশ্যই বিক্রি করার আগে চালের বাজার দর জানতে হবে। কারন দাম উঠা নামা করে।
৩.কাচামালের পাইকারি ব্যবসাঃ কাচামালের পাইকারি ব্যবসা করে আপনি ভালো লাভ করতে পারবেন। এই ব্যবসা আপনি হাতের হাত কিনে খুচরা ব্যবসায়িদের কাছে একটু বেশি দামে বিক্রি করলে ভালো লাভ করতে পারবেন। পাইকারি ব্যবসার আইডিয়া। পাইকারি ব্যবসার আইডিয়া।
৪.কেক,বিস্কুট ,চানাচুর এর পাইকারি ব্যবসাঃ প্রতিদিন কোন না কোন মানুষ কেক, বিস্কুট, চানাচুর খায়। এইজন্য এগুলো খাবারের চাহিদা বেশ রয়েছে। আপনি বাড়িতে এই সব খাবার তৈরী করে বা কোন কারখানা থেকে কিনে খুচরা ব্যবাসয়ীদের নিকট একটু দাম চরা করে বিক্রি করলে ভালো টাকা লাভ করতে পারবেন।
লেখকের শেষ কথাঃ ৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া
প্রিয় ব্যবসায়ি বন্ধুরা আপনারা আমাদের এই আরর্টিকেল থেকে ব্যবসা সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন। তো আমি বলি আপনি যে ব্যবসায় করতে চান না কেন আপনাকে আগে সেই ব্যবসা সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করতে হবে। আর কঠিন পরিশ্রম করার মনমানসিকতা থাকতে হবে। তো বন্ধুরা ইসলাম ধর্মে আল্লাহ তায়ালা ব্যবসায়ে হালাল করে দিয়েছেন। আপনারা যদি পারেন তাহলে ৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার মধ্যে যে কোন একটি ব্যবসা করতে পারবেন।
আর সেই ব্যবসা মনোযোগ দিয়ে করবেন তাহলে ভালো লাভ করতে পারবেন। কোন ব্যবসাকে ছোট মনে করা হবে না। হালাল পথে উপার্জন করতে কোন ছোট বড় কাজ বাছাই করতে হয় না। আপনার পুজি যে রকম সেরকম ব্যবসা আরম্ভ করবেন মনযোগ দিয়ে। ইনশাল্লাহ আপনার লাভ হবেই। তো বন্ধুরা আমাদের এই আরর্টিকেল টি আপনাদের ভালো লাগলে পরিচিতদের মধ্যে সেয়ার করে দিবেন। আর সকলের জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম।
msta2z.comব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url