ঠোঁটের কালো দাগ দূর করার ক্রিম ক্লোভেট সম্পর্কে বিস্তারিত জানুন
ঠোঁটের কালো দাগ দূর করার ক্রিম ক্লোভেট আজ আমরা এই পোষ্টে বিস্তারিত আলোচনা করবো। ঠোঁটের কালো দাগ দূর করার ক্রীম ক্লোভেট , ক্লোভেট ক্রিম কিভাবে ব্যাবহার করতে হয় এবং এই ক্রীমের দাম কত, ক্লোভেট ক্রীমের পার্শ্বপ্রতিক্রিয়া সহ আরো অনেক বিষয়ে এই পোষ্ট থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। ঠোঁটের কালো দাগ দূর করার ক্রিম ক্লোভেট নিয়ে জানতে হলে আমাদের এই পোষ্ট শুরু থেকে শেষ পর্যন্ত পাঠকদের পড়ার অণুরোধ রইলো।
ঠোঁটের কালো দাগ দূর করার ক্রিম ক্লোভেট ব্যাবহারে ঠোঁটের কালো দাগ সম্পর্ন দুর হয় এবং ঠোঁট হয় গোলাপী। তো বন্ধুরা আর দেরী না করে চলুন জেনে নেওয়া যাক ঠোঁটের কালো দাগ দূর করার জন্য ক্লোভেট ক্রীম এর কার্যকারিতা কি রকম। জানতে হলে মনোযোগ সহকারে পড়তে থাকুুন।
পেজ সূচিপত্রঃ ঠোঁটের কালো দাগ দূর করার ক্রিম ক্লোভেট
ভৃমিকা
প্রায়ই ছেলে-মেয়েদের ঠোঁট কালো হয়। কারো কারো ঠোঁট কুচকুচে কালো হয়। যেহেতু মুখমন্ডল গোটা শরীরের সৌন্দর্যের প্রতিক সেহেতু ঠোঁট কালো হলে মুখমন্ডল দেখতে খারাপ লাগে। যাদের ঠোঁট কালো তারা অবশ্যই ঠোঁটের কালো দাগ দূর করার উপায় খুজছেন। তাহলে মনে করুন সঠিক একটা ওয়েবসাইডে এসেছেন। আজ আমরা আপনাদের জানাবো ঠোঁটের কালো দাগ দূর করার ক্রীমের নাম এবং প্রাকৃতিক উপায়ে কিভাবে ঠোঁট গোলাপী করা যায় সে সম্পর্কে।পড়তে থাকুন-
ঠোঁটের কালো দাগ দূর করার ক্রিম ক্লোভেট
ঠোঁটের কালো দাগ দূর করার ক্রিম ক্লোভেট। ঠোঁট সৌন্দর্যের প্রতীক। ঠোঁট কালো হলে চেহারা দেখতে ভালো লাগে না। যাদের ঠোঁট কালো তারা ঠোঁটের কালো দাগ দূর করার জন্য ক্লোভেট ক্রীম সম্পর্কে জানতে চায়। ঠোঁটের কালো দাগ দূর করার ক্রিম ক্লোভেট নিয়মিত ব্যাবহার করলে ঠোঁটের কালো দাগ দূর হয়ে যায়। কিন্তু ব্যাবহার ছেরে দিলে আস্তে আস্তে ঠোঁট আবার কালো হয়ে যায়। যাদের ঠোঁট কালো এবং শুষ্ক তাদের জন্য এই ক্রিম বেশ কার্যকরী।
ক্লোভেট ক্রিম এর ব্যাবহার
- দিনে দুবার, সকালে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে ক্রিম ব্যবহার করুন।
- মুখ ভালো করে সাবান দিয়ে ধুতে হবে।
- ঠোটে ক্লোভেট ক্রিম লাগাতে হবে ভালো করে।
- সারারাত ক্রিম ঠোটে লাগিয়ে রাখতে হবে।
- সকালে যেন রোদ ঠোটে না লাগে তার আগে ধুয়ে ফেলতে হবে।
- কারন ঠোটে ক্রিম দিয়ে রোদ লাগালে ঠোটের ক্ষতি হতে পারে।
ক্লোভেট ক্রিম ব্যাবহারে উপকারিতা
- ঠোটের কুচকুচে কালো দাগ সহজেই কয়েকদিন ব্যাবহার করলে দূর হয়ে যায়।
- ঠোঁটের কালার হয় গোলাপী/লাল।
- ঠোটের ফাটা ভাব দূর হয়।
- শুষ্ক ঠোঁট মসৃন হয়ে যায়।
ক্লোভেট ক্রিম ব্যাবহারে সর্তকতা
- ক্লোভেট ক্রিম ব্যাবহার করার পর ঠোটে ময়েশ্চারাইজার ব্যাবহার করতে হবে।
- বেশি দিন ধরে এই ক্রিম টি ব্যাবহার করা যাবে না। কারন ঠোটের ত্বক পাতলা হয়ে যাবে।
- ছোট বাচ্চাদের বিশেষ করে ৬মাসের কম বয়সের বাচ্চাদের এই ক্রিম ব্যাবহার করা যাবে না।
- গর্ভবতী বা স্তন্যদান কারী মহিলাদের এই ক্রিম ব্যাবহারের আগে অবশ্যই ডাক্তারের পরমর্শ নিতে হবে।
ক্লোভেট ক্রিম এর পার্শ্বপ্রতিক্রিয়া
ক্লোভেট ক্রিম এর পার্শ্বপ্রতিক্রিয়া। যে কোন ঔষধ বা ক্রিমের কম বেশি পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। যাদের শরীরে এলার্জি আছে তাদের ক্লোভেট ক্রিম ব্যাবহার করলে অনেক সময় ঠোট জ্বালা করতে পারে বা চুলকাতে পারে। ঠোট লালভাব হয়ে যায়। ঠোটের ত্বক পাতলা হয়ে যায়। এবং ত্বকের রং পরিবর্তন ও হতে পারে। এই ধরনের সমস্যা হলে ক্রিম ব্যাবহার বন্ধ করতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে।
এই ক্রিম ব্যাবহার কালীন ঠোট গোলাপী হয় এবং ব্যাবহার ছেরে দিলে আবার কালো হয়ে যায়। এই জন্য ব্যাবহার করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যাবহার করা ভালো।
ঠোটের কালো দাগ দূর করার ক্রিম ক্লোভেট দাম
ঠোটের কালো দাগ দূর করার ক্রিম ক্লোভেট দাম? প্রতিটি পণ্যর দাম সঠিক জেনে পণ্য কেনা উচিত। অনেকেই আছেন ক্লোভেট ক্রিমের দাম জানার জন্য বিভিন্ন ওয়েবসাইডে খোজাখুজি করেন। কিছু অসাধু ব্যবসায়ীরা আছেন যারা নকল ক্রিম দিয়ে বেশি টাকা হাতিয়ে নেন। যার ফলে ক্রিম ব্যাবহার করে ঠোঁটের কালো দাগ তো উঠেই না বরং ঠোঁট আরা খারাপ হয়ে যায়। বন্ধুরা আমাদের এই পোস্টে ঠোটের কালো দাগ দূর করার ক্রিম ক্লোভেট দাম কত সে সম্পর্কে সঠিক তথ্য জানাবো আমরা। এবং তার সঙ্গে আসল ক্রীমের ছবি ও দিয়ে দিলাম।
ঠোটের কালো দাগ দূর করার ক্রিম ক্লোভেট দাম আগে ছিল প্রায় ১৯০ টাকা। বর্তমান সময়ে বিভিন্ন ক্রিম বের হওয়ার কারনে এর ক্লোভেট ক্রিমের দাম হয়েছে ১৫০ টাকা। এই ক্রিম টি যেকোন ফার্মেসিতে গেলে পাওয়া যাবে। তবে নকল হইতে সাবধান। ক্রিমটি ভালো করে দেখে কিনতে হবে। এখন আমরা এই পোস্টে জানাবো ঠোঁট গোলাপি করার প্রাকৃতিক উপায় কি?
ঠোঁট গোলাপি করার প্রাকৃতিক উপায়
ঠোঁট গোলাপি করার প্রাকৃতিক উপায়। অনেকেরই ঠোট কালো হয় তাই বলে হতাশা হওয়া যাবে না। কারো জন্ম থেকেই কালো হয় আবার কালো বিভিন্ন কারনে ঠোট কালো হয়। তবে ঠোটের কালো দূর করে ঠোঁট গোলাপি করার প্রাকৃতিক উপায় সম্পর্কে আজ আপনারা জানবেন। তাছারা ও বাজারে ঠোটের কালো দূর করার বিভিন্ন ক্রিম বের হয়েছে। তবে ক্রিমের চেয়ে প্রাকৃতিক উপায়ে ঠোটের কালো দূর করাই ভালো হবে। চলুন জেনে নেওয়া যাক ঠোঁট গোলাপি করার প্রাকৃতিক উপায় গুলো।
লেবুর রস
লেবুর কেটে লেবুর খোসায় সামান্য পেস্ট এবং চিনি দিয়ে ঠোটে ভালো করে আলতো ভাবে ঘুষতে থাকুন। এভাবে নিয়মিত কয়েকদিন লেবুর রস ঠোটে ম্যাসেজ করলে ঠোট হালকা গোলাপী হয়ে যাবে।
দুধের সর ও মধু
দুধের সর ও একটু খানি মধু মিশিয়ে ঠোটে ২০-৩০ মিনিট লাগিয়ে রাখুন। এভাবে কয়েকদিন লাগিয়ে রাখলে ঠোট আস্তে আস্তে গোলাপী হয়ে যাবে। এবং ঠোট মসৃন ও সুন্দর হবে। এই পদ্ধতিতে এলার্জি থাকলেও কোন সমস্যা হয় না।
চিনি ও বাটার
চিনি ও বাটার ব্যাবহারে ঠোট গোলাপী মসৃন ও উজ্জল হয়। এক চামুচ চিনি এবং এক চামুচ বাটার ভালো করে মিশিয়ে পেস্ট করে নিতে হবে। ফ্রিজে রেখে ২-৩ দিন ব্যাবহার করা যাবে। রাতে সোয়ার আগে বা গোসলের আগে ঠোটে লাগিয়ে রাখেতে হবে। তার পর ভালো করে ধুয়ে ফেলতে হবে। এভাবে নিয়মিত চিনি ও বাটার পেষ্ট ঠোটে লাগালে ঠোট সহজেই গোলাপী হয়ে যাবে।
শসার রস ও লেবু
শসার রস ও লেবুর রস নিয়ে ভালো করে মিশিয়ে ঠোটে লাগিয়ে রাখতে হবে। এবং হালকা করে ঘষতে হবে। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ঠোট হালকা গোলাপী হয়ে যাবে। ঠোঁট গোলাপি করার প্রাকৃতিক উপায়।
গোলাপ ফুলের রস
গোলাপ ফুলের কয়েকটি পাপরি বেটে ঠোটে লাগিয়ে হালকা করে ঘুষতে থাকুন কয়েকে দিন ব্যাবহারে ঠোট গোলাপী, মসৃন এবং উজ্জল হয়ে উঠবে। ঠোঁট গোলাপি করার প্রাকৃতিক উপায় গুলো নিয়মিত ব্যাবহার করতে হবে। নিয়মিত ব্যাবহার না করলে ঠোট গোলাপী হবে না। আর প্রাকৃতিক উপায়ে ঠোট গোলাপী করার জন্য কোন ডাক্তারের পরামর্শ নিতে হবে না। ঠোটের কালো দাগ কেন হয় জানতে হলে নিচের অংশ পড়ুন।
ঠোঁটের কালো দাগ কেন হয়
ঠোঁটের কালো দাগ কেন হয়? চোখের নিচে, ঘার, বগল ইত্যাদির মতো ঠোটের ও কালো দাগ হয়। দিনে দিনে বেড়েই যায়। মনে হয় সিগারেট খায় এরকম। আসলে বিভিন্ন কারনে ঠোটের কালো দাগ হয়। শুধু যে সিগারেট খেলেই হয় তা নয়। চলুন জেনে নেওয়া যাক ঠোঁটের কালো দাগ কেন হয় এবং এর প্রতিকার কি।
ধূমপান করলে (সিগারেট খেলে)
সিগারেট খেলে ঠোট কালো হয় এটা সবাই জানে। ছেলে অথবা মেয়ে যেই হোক না কেন সিগারেট খেলে ঠোট অটোমেটিক কালো হয়ে যায়। সিগারেটের ধোয়া এবং তাপ ঠোটে লেগে দিনে দিনে কালো হতে থাকে।
লিপিস্টিক ব্যাবহার করলে
মেয়েরা লিপিস্টিক ঠোটে দিতে পছন্দ করে। কিন্তু লিপিস্টিক ঠোটে দিলে ঠোট কালো হয় সেদিকে কারো খেয়ালই নয়। যে মেয়েরে নিয়মিত লিপিস্টিক ঠোটে দেয় তাদের ঠোট কালো হয়ে যায়। কারন ঠোটের চামরা স্পর্শকাতর লিপিস্টিকে থাকা রাসায়নিক ঠোটের চামরা সহ্য করতে পারে না।
শরীরে পানির অভাবে
শরীরে অনেক সময় পানির ঘাটতি দেখা দিলে ঠোট কালো হয়ে শুষ্ক হয়ে যায় এবং ঠোটের চামরা মরে যায়। আমাদের কে অবশ্যই শরীরের সবসময় পানির ঘাটতি পূরণ করে রাখতে হবে। শরীরে পানির ঘাটতি হলে শধু ঠোটের ক্ষতি হয় না বরং বিভিন্ন রোগ হতে পারে।
ক্যান্সারের লক্ষণ
অনেক সময় ক্যান্সার রোগে আক্রান্ত হলেও ঠোটে ছোপ ছোপ কালো দাগ পরে। ঠোটের রক্ত মরে কালো হয়ে যায়। শুধু ঠোটে নয় শরীরের বিভিন্ন জায়গায় রক্ত মরে যেতে পারে। এই জন্য ডাক্তারের চিকিৎসা নিতে হবে। তাহলে প্রিয় পাঠক এই পোষ্ট থেকে জানতে পারলেন যে, ঠোটের কালো দাগ কেন হয়।
ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়ায়
অনেক সময় দীর্ঘদিন যাবৎ ঔষধ খাওয়ার কারনেও ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়ায় ঠোট কালো হয়।
ঠোটের কালো দাগ দূর করার ক্রিম ছেলেদের
ঠোটের কালো দাগ দূর করার ক্রিম ছেলেদের। আসলে ছেলে এবং মেয়েদের ঠোটের কালো দাগ দূর করার ক্রিম আলাদা হয় না। যে সকল ক্রিম দিয়ে ঠোটের কালো দাগ দূর হয় সে সকল ক্রিম ছেলে এবং মেয়ে উভয়েই ব্যাবহার করতে পারবে। আজ আমরা এই পোষ্টে এমন কয়েকটি ক্রিমের নাম জানাবো যে গুলো ছেলে এবং মেয়ে উভয়েই ব্যাবহার করতে পারবেন। তবে ব্যাবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যাবহার করবেন। চলুন জেনে নেওয়া যাক।
MELAO লিপ স্লিপিং মাস্ক
- ওজন ২০ গ্রাম।
- এই ক্রিম ব্যাবহারের ফলে ঠোট সহজেই গোলাপী হয়।
- ঠোটের মরা চমারা দুর করে কোমল করে দেয়।
- এই ক্রিম ব্যাবহার ছেরে দিলেও ঠোট গোলাপী থাকে অনেক দিন।
- ছেলে মেয়ে সকলেই MELAO লিপ স্লিপিং ক্রিম ব্যাবহার করতে পারবে।
লিপ কেয়ার সুইট হানি ফ্লেভার লং লাস্টিং ইউজ লিপবাম 298
- এই ক্রিম টি দেখতে লিপবামের মতো।
- দীর্ঘদিনে ব্যাবহার করলেও ঠোটের কোন ক্ষতি হবে না।
- এই ক্রিম ব্যাবহারে ঠোটকে নরম ও মশৃন করে তুলে।
- এই ক্রিমের ওজন: ৪ মিলি।
NIVEA লং লাস্টিং ময়েশ্চারাইজার কেয়ার লিপবাম
- প্রিমিয়াম কোয়ালিটি।
- এই ক্রিম ব্যাবহার ছেরে দিলেও অনেক দিন ঠোট গোলাপী থাকে।
- ক্রিমের নাম নিভিয়া।( NEVIA)
- ক্রিমের পরিমান থাকে ৫.৫ মিলি।
বায়োটিক বায়ো বেরি প্লাম্পিং লিপ বাল্মের
- বায়োটিক বায়ো বেরি প্লাম্পিং লিপ ভারতের ক্রিম।
- এই ক্রিম ব্যাবহারে ঠোটের পূর্নতা রক্ষাকরে।
- ওজন ১২ গ্রাম।
ইফেক্টিভ লিপ কেয়ার স্ক্রু লিপ ক্রিম
- এই ক্রিমের ওজন ১২ গ্রাম।
- এই ক্রিম ব্যাবহারে ঠোট গোলাপী হয়।
- ব্রান্ডের নামঃ VIBRANT গ্ল্যামার।
LANEIGE লিপ স্লিপিং মাস্ক
- ওজন: 20 গ্রাম।
- তাজা ঘ্রাণ সহ 4টি ভিন্ন স্বাদ।
- Moisture Wrap™ প্রযুক্তির সাহায্যে ঠোঁটকে ময়েশ্চারাইজ করে।
- ভিটামিন সি সমৃদ্ধ বেরি মিক্স কমপ্লেক্স™ দিয়ে ঠোঁটকে পুষ্ট করে।
- বিছানায় যাওয়ার আগে অন্তর্ভুক্ত স্প্যাটুলা ব্যবহার করে ঠোঁটে সঠিক পরিমাণে প্রয়োগ করুন।
- পরের দিন সকালে টিস্যু বা কটন প্যাড দিয়ে আলতো করে আপনার ঠোঁট মুছুন।
লাইকু সাকুরা লিপ মাস্ক
- ঠোঁটের আর্দ্রতা লক করুন
- ব্র্যান্ড নাম: Laikou
- নেট: ৮ গ্রাম
- সুগন্ধি: সাকুরা
- ত্বকের শুষ্কতা উন্নত করুন
ঠোঁটের সিগারেটের কালো দাগ দূর করার উপায়
ঠোঁটের সিগারেটের কালো দাগ দূর করার উপায়? যারা সিগারেট খায় তাদের ঠোট তো কালো হবেই এটা স্বাভিক। কিন্তু সিগারেট খেয়ে যে ঠোট কালো হয় সেই কালো দাগ তোলা সহজ ব্যাপার না। যতদিন ধরে সিগারেট খেয়ে কালো দাগ ঠোটের উপর পরেছে ঠিক তত দিন ধরে সিগারেট খাওয়া বন্ধ রাখতে হবে অথবা ক্রিম বা প্রাকৃতিক উপায়ে সেই দাগ তোলার ব্যাবস্থা করতে হবে। চলুন জেনে নেওয়া যাক ঠোঁটের সিগারেটের কালো দাগ দূর করার উপায় গুলো কি কি হতে পারে।
- এক টুকরা লেবু তাতে একটু চিনি দিয়ে ঠোটের উপর আলতু ভাবে ঘুষুন নিয়মিত। ঠোঁটের সিগারেটের কালো দাগ দূর করার উপায়?
- ৪-৫ ফোটা অলিভ অয়েল তার সাথে একটু মধু নিয়ে ঠোটে ঘুষুন নিয়মিত। ঠোঁটের সিগারেটের কালো দাগ দূর করার উপায়?
- দুধের সর এবং একটু মধু এক সাথে মিশিয়ে ঠোটে নিয়মিত ঘুষুন। ঠোঁটের সিগারেটের কালো দাগ দূর করার উপায়?
- গোলপ ফুলের পাপড়ি বেটে সাথে কয়েক ফোটা গ্লিসারিন মিশিয়ে ঠোটে কয়েক মিনিট রেখে দিন নিয়মিত।
- কমলা লেবুর খোসা দিয়ে কয়েক মিনিট ঠোটে ঘষতে থাকুন। নিয়মিত। ঠোঁটের সিগারেটের কালো দাগ দূর করার উপায়?
- একটু জাফরান এবং পালংপাতা বেটে রাতে সোয়ার সময় ঠোটে লাগিয়ে রাখুন সকালে ধুয়ে ফেলুন নিয়মিত।
- শসার রস দিয়েও ঠোটের কালো দাগ দূর করতে পারবেন।
- টমেটো রস, মধু মিশিয়ে ঠোটে লাগিয়ে রাখলে ঠোট গোলাপী হয়ে যায়।
উপরোক্ত বিষয় গুলো ফলো করুন এবং যে কোন একটি নিয়ম ব্যাবহার করুন তাহলে দেখবেন একদিন আপনার ঠোঁটের সিগারেটের কালো দাগ দূর হয়ে গেছে। আর সিগারেট খাওয়া বন্ধ করুন। চা কাফি বেশি খাওয়ার পরিবর্তে পানি বেশি করে খাবেন। আর যারা লিপিস্টিক ব্যাবহার করেন তারা লিপিস্টিক আর ব্যাবহার করবেন না। তাহলে দেখবেন আপনার ঠোট সেই আগের মতো মসৃন ও উজ্জল হয়ে গেছে। সকলেই ভালো থাকবেন।
পাঠকদের কিছু প্রশ্ন ও উত্তর
ক্লোভেট ক্রিম কি কাজে ব্যবহার করা হয়?
উত্তরঃ ক্লোভেট ক্রিম ত্বকের জলন্ত, ফুসকুরি, ঠোটের কালো দাগ দূর করার জন্য ব্যাবহার করা হয়।
ঠোটের কালো দাগ দূর করার উপায় কি?
উত্তরঃ পর্যাপ্ত পানি খাওয়ার মাধ্যমে শরীর আদ্র থাকে। ভ্যাজলিন বা ক্রিম ব্যবহারের মাধ্যমে ঠোঁট আর্দ্র রাখা। আলতোভাবে এক্সফলিয়েট মৃত কোষ দূর করে যা ধীরে ধীরে দাগ কমাতে সহায়তা করে। ।
কোন ভিটামিনের অভাবে ঠোঁট কালো হয়?
উত্তরঃ সাধারনত ভিটামিন বি-১২ এর অভাব শরীরে হলে দিনে দিনে ঠোট কালো হতে থাকে। শুুধু ঠোট কালো হয় না শরীরে বিভিন্ন রোগ দেখা দেয়। তাই ভিটামিন বি-১২ জাতীয় খাবার খাইতে হবে।
ঠোটের কালো দাগ দূর করার সবচেয়ে ভালো ক্রিম কোনটি?
উত্তরঃ বিটের রস ঠোঁটের কালচে দাগ সারিয়ে ঠোঁটে গোলাপী আভা দিতে সাহায্য করবে। এজন্য বিটের রসের সাথে চিনি মিক্স করে সপ্তাহে একদিন স্ক্র্যাব করবেন। বিট পাউডার নারিকেল তেলের সাথে মিক্স করে ঠোটে প্রতিদিন দিবেন এতে করে ঠোঁটের কালচে ভাব দূর হবে সহজেই।
অ্যালকোহল খেলে কি ঠোঁট কালো হয়?
উত্তরঃ অ্যালকোহল খেলে ঠোট কালো হয় এবং ত্বকের ক্ষতিও হতে পারে।
১০-১৫ মিনিটে ঠোটের কালো দাগ দূর করার উপায় কি?
উত্তরঃ একটা অর্ধেক লেবু কেটে তাতে একটু চিনি, একটু পেষ্ট দিয়ে ঠোটে ঘুষতে থাকুন ১০-১৫ মিনিট তাহলে দেখবেন সহজেই এবং খুব দ্রুত ঠোটের কালো দাগ দূর হয়ে যাবে। আর কয়েক ফোটা লেবুর রসে একটু মধু মিশিয়ে রাতে শোয়ার আগে ঠোটে লাগিয়ে সকালে ধুয়ে ফেলুন।
লেখকের শেষ কথাঃ ঠোঁটের কালো দাগ দূর করার ক্রিম ক্লোভেট
প্রিয় পাঠক আজ আমরা এই পোষ্ট থেকে জানলাম, ঠোঁটের কালো দাগ দূর করার ক্রিম ক্লোভেট, ঠোটের কালো দাগ দূর করার ক্রিম ক্লোভেট দাম, ক্লোভেট এন ক্রিম ব্যবহারের নিয়ম, ক্লোভেট ক্রিম এর পার্শ্বপ্রতিক্রিয়া,ঠোঁটের কালো দাগ কেন হয়, ঠোটের কালো দাগ দূর করার ক্রিম ছেলেদের, ঠোঁটের সিগারেটের কালো দাগ দূর করার উপায়, ইত্যাদি সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারলাম। আমার মনে হয় কোন ক্রিম ব্যাবহার করে ঠোটের দাগ তোলার চেয়ে প্রাকৃতিক উপায়ে
ঠোটের কালো দাগ তোলাই ভালো হবে। আর ক্রিম ব্যাবহা করে কালো দাগ তুললে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যাবহার করবেন। আর ক্রিম দিয়ে কালো দাগ তুলতে হলে, ক্লোভেট ক্রিম দিয়ে ঠোটের কালো দাগ না তুলে অন্যান্য যেগুলো ক্রিমের নাম দেওয়া আছে সেগুলো র মধ্যে কোন একটা ব্যাবহার করবেন। আমাদের পোষ্ট আপনাদের ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে সেয়ার করে দিবেন। এবং কোন প্রকার ভুল থাকলে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকুন ধন্যবাদ।
msta2z.comব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url