মেটলাইফ ডিপিএস ভাঙ্গার নিয়ম- মেটলাইফ ইন্সুরেন্স বিস্তারিত জানুন
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। নিশ্চয় আপনারা আল্লাহর রহমতে ভালোই আছেন। প্রিয় পাঠক এই আরর্টিকেল থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন মেটলাইফ ডিপিএস ভাঙ্গার নিয়ম এবং মেটলাইফ ইন্সুরেন্স বিস্তারিত, মেটলাইফ ডিপিএস, মেটলাইফ শিক্ষা বীমা, মেটলাইফ স্বাস্থ্য বীমা, মেটলাইফ লোন, এবং মেটলাইফ সুদের হার ইত্যাদি। মেটলাইফ ডিপিএস ভাঙ্গার নিয়ম বিস্তারিত জানতে পড়তে থাকুন এই আরর্টিকেল।
প্রিয় পাঠক আপনি কি মেটলাইফ ইন্সুরেন্স কোম্পানীতে ডিপিএস করেছেন এবং আপনার ডিপিএস মেয়াদ শেষ, আপনি কি ডিপিএস ভাঙ্গার নিয়ম জানতে চাচ্ছেন। তাহলে আমাদের এই আরর্টিকেল ভালো করে পড়তে থাকুন। আপনি মেটলাইফ ডিপিএস ভাঙ্গার নিয়ম সহকারে আরো অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন। কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক মেটলাইফ ডিপিএস ভাঙ্গার নিয়ম?
মেটলাইফ ইন্সুরেন্স বিস্তারিত?
মেটলাইফ ইন্সুরেন্স বিস্তারিত- মেটালাইফ বাংলাদেশের সর্ববৃহৎ জীবন বীমা প্রতিষ্ঠান। মেটালাইফ প্রতিষ্ঠানে ১০ লাখের ও বেশি মানুষ সেবা পেয়ে আসছে এবং ১৬ হাজারের বেশি কর্মকর্তা এবং কর্মচারী নিয়ে এই প্রতিষ্ঠানটি। মেটালাইফ বীমা প্রতিষ্ঠানে প্রচুর মানুষকে চাকরির নিয়োগ দিয়ে থাকে। ১৯৫২ সালে এই কোম্পানী টি প্রতিষ্ঠিত হয়ে থাকে। ১৯৫২ সালে এই কোম্পানীর নাম ছিল ALICO (অ্যালিকো)।
২০১০ সালে অ্যালিকো নামটি ব্রান্ড হওয়ার পরে ২০১৫ সালে এই কোম্পানীর নাম হয় মেটালাইফ।ব্যাক্তিগত এবং গ্রূপ জীবন বিমা পলিসি, পেনশন স্কিমস, সন্তানের শিক্ষা সুরক্ষা পলিসি, শরিয়াহ্ ভিত্তিক (তাকাফুল) সেভিং স্কিমস এবং দুর্ঘটনা ও স্বাস্থ্য সংক্রান্ত পলিসির মাধ্যমে মেটালাইফ কোম্পানী বাংলাদেশের মানুষকে আর্থিক সুরক্ষা দিয়ে আসছে। বর্তমানে এই কোম্পানীর নিবন্ধিত নাম আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী।
মেটালাইফ কোম্পানীর প্রাথমিক পরিকল্পনা এবং সেবাসমূহ গুলো হলোঃ
- ব্যাক্তিগত জীবন বীমা
- দুর্ঘটনা এবং স্বাস্থ্য বীমা
- গ্রুপ লাইফ এবং স্বাস্থ্যবীমা
- এমপ্লয়ী বেনিফিট এবং
- বার্ষিক বৃত্তি ইত্যাদি।
মেটলাইফ হেড অফিসে যোগাযোগের ঠিকানঃ
- হটলাইন- ১৬৩৪৪ এবং ০৯৬৬৬৭১৬৩৪৪
- ফাক্সঃ +৮৮০২৯৫৫৮৬৮২
- ওয়েবসাইডঃwww.metlife.com.bd
- ইমেইলঃ American.life@metlife.com.bd
মেটলাইফ কোম্পানীর হেড অফিসের ঠিকানাঃ
হেড অফিস
আমেরিকান লাইফ ইন্সুরেন্স কোঃ
মেটলাইফ বিল্ডিং
১৮ -২০ মতিঝিল বা/এ পি, ও বক্স ৯
ঢাকা - ১০০০ বাংলাদেশ।
মেটলাইফ ডিপিএস?
মেটলাইফ ডিপিএস- মেটলাইফ কোম্পানীতে আপনি বীমা করলে আপনার জীবনের বিভিন্ন স্বপ্ন পূরণে সহায়তা করবে এবং আপনার পরিবারকে আর্থিক সুরক্ষা দিবে। আপনার বর্তমানকে শুধু সুরক্ষা রাখাই নয় আপনার বর্তমান জীবন যাত্রার মান বজায় রাখতে এবং ভবিষ্যৎ কে আর্থিক ভাবে সুরক্ষিত রাখতে এটি হতে পারে আপনার জন্য একটি সঠিক বীমা পরিকল্পনা এবং বীমা প্রতিষ্ঠান। যেহেতু মেটলাইফ প্রতিষ্ঠান টি জীবন বীমা প্রতিষ্ঠান।
এই প্রতিষ্ঠানে আপনি বীমা করলে বর্তমানে ও থাকবেন স্বাচ্ছন্দময় এবং আগামীতে ও থাকবেন ভাবনাহীন। মেটলাইফ জীবন বীমা প্রতিষ্ঠানে ডিপিএস সুপারের মূল সবিধা গুলো হলো-
- জীবন বীমা নিরাপত্তা
- দুর্ঘটনা জনিত অতিরোক্ত নিরাপত্তা
- মেয়াদ পূর্তি মূল্য
- প্রিমিয়াম মওকুফ সুবিধা
- মারাত্বক অসুস্থতার ক্ষেত্রে সুবিধা
জীবনবীমা নিরাপত্তঃ
বীমা চালাকালীন সময়ে আপনার হঠাৎ মৃত্যু হলে ডিপিএস সুপার আপনার পরিবারকে আর্থিক ভাবে সুরক্ষিত রাখবে । এই জন্য আপনার পছন্দমতো জীবন বীমা নিরাপত্ত বেছে নিতে পারেন। ।এই পরিকল্পনা বীমার নিরাপত্তর ক্ষেত্রে কোন সীমা নেই।
দুর্ঘটনাজনিত অতিরিক্ত নিরাপত্তাঃ
দুর্ঘটনার জনিত মৃত্যু বা দুর্ঘটনা জনিত স্থায়ী সম্পন্ন অক্ষমতার ক্ষেত্রে আপনি অতিরিক্ত দুর্ঘটনা জনিত নিরাপত্তা সুবিধা হিসাবে অভিহিত মূল্যের দ্বিগুণ অর্থ অথবা চার কোটি টাকা এবং দুটির মধ্যে যেটি কম পরিশোধ করা হবে। দুর্ঘটনা জনিত অঙ্গ হানির ক্ষেত্রে ক্ষতির ধরন ও পরিমাণের উপর নির্ভর করে অতিরিক্ত দুর্ঘটনা জনিত নিরাপত্তার পরিমাণ হবে অভিহিত মূল্যের দ্বিগুণ অর্থ অথবা চার কোটি টাকা, এ দুটির মধ্যে যেটি কম সেটি হতে পারে।
মেয়াদ পূর্তি মূল্যঃ
বীমার মেয়াদ পূর্তিতে কোন দায় থাকলে তা বিয়োজন করে আপনার একাউন্ট মূল্যের ১০০% মেয়াদী মূল্য হিসাবে পাবেন।
প্রিমিয়াম মওকুফ সুবিধাঃ
বীমা চলাকালীন সময়ে দুর্ঘটনা কিংবা অসুস্থতার কারণে আপনি যদি সাত বছরের মধ্যে স্থায়ী ও অসম্পূর্ণ অক্ষম হয়ে পড়েন তাহলে, আপনাকে পরিকল্পের অবশিষ্ট মেয়াদে আরো কোন প্রিমিয়াম প্রদান করতে হবে না। মেট লাইফ আপনার হয়ে সমস্ত প্রিমিয়াম প্রদান করবেন।
মারাত্মক অসুস্থতার ক্ষেত্রে সুবিধাঃ
বিমা চালাকালীন সময়ে নিম্ন তালিকাভুক্ত মারাত্মক রোগে ভুগলে অথবা অস্ত্র পাচার করালে অভিহিত মূল্যের ৫০% অথবা ১০০% আপনার বয়স পরিকল্পের মেয়াদ এবং পছন্দ অনুযায়ী সুবিধা প্রদান করা হবে। মারাত্মক অসুস্থতার ক্ষেত্রে এ আর্থিক সুবিধার পরিমাণ সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
মারাত্বক অসুস্থতার তালিকাঃ
- স্ট্রোক
- ক্যান্সার (ত্বকের ক্যান্সার বাতিত)
- প্রথম হার্ট অ্যাটাক
- হৃদপিন্ডের ধমনীতে শল্য চিকিৎসা
- হৃদধমনীর অন্যান্য গুরুতর রোগ
- মস্তিষ্কের ঝুঁকিবিহীন টিউমার
- হৃদযন্ত্রের ভালভ অস্ত্র পাচার
- কিডনি রোগ
মেটলাইফ ডিপিএস এর অন্যান্য সুবিধা গুলো?
মেটলাইফ ডিপিএস এর অন্যান্য সুবিধা গুলো- মেটলাইফ বীমা প্রতিষ্ঠানে বীমা করলে উপরের দেওয়া সুবিধা গুলো ছারাও আরো কয়েকটি সুবিধা দিয়ে থাকেন। চলুন জেনে নেওয়া যাক মেটলাইফ ডিপিএস এর অন্যান্য সুবিধা গুলো?
- অতিরোক্ত সময়
- ঋণ সুবিধা
- আয়কর সুবিধা
অতিরোক্ত সময়ঃ
সঠিক সময়ে যদি আপনি প্রিমিয়াম জমা দিতে ব্যার্থ হয়ে থাকেন তাহলে বকেয়া টাকা পরিশোধের জন্য এই প্রতিষ্ঠান আপনাকে ৩১ দিন সময় দিবে। অতিরোক্ত সময়ে মৃত্যুর ক্ষেত্রে মৃত্যু জনিত সুবিধা থেকে আপনার বকেয়া চার্জ কেটে নেওয়া হবে।
ঋণ সুবিধাঃ
বীমা থাকাকালীন অবস্থায় আপনি ঋণের জন্য আবেদন করতে পারবেন।যার পরিমান নীট নগদ প্রত্যাপূন্যের মূল্য সর্বোচ্চ ৮৫% হতে পারে।
আয়কর সুবিধাঃ
বাংলাদেশের আইন অনুযায়ী আপনি আয়করের প্রযোজ্য কর সুবিধা এবং কর অব্যহতির জন্য মনোনীত হবেন যা সময়ের সাথে পরবর্তিত হতে পারে। এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনি আপনার আয়কর উপদেষ্টার পরামর্শ নিন।
মেটলাইফ বীমার মেয়াদ কত বছর?
মেটলাইফ বীমার মেয়াদ কত বছর- প্রত্যেক টা বীমা প্রতিষ্ঠানের বীমার নির্দিষ্ট একটি মেয়াদ থাকে। সেই রকম মেটলাইফ বীমা প্রতিষ্ঠানের ও নিদিষ্ঠ মেয়াদ আছে। চলুন জেনে নেওয়া যাক মেটলাইফ বীমার মেয়াদ কত, মেটলাইফ প্রতিষ্ঠানে প্রিমিয়ামের ধরন, এবং প্রিমিয়ামের পরিমান কত?
- মেটলাইফ বীমার মেয়াদঃ সর্বনিম্ন ৭ বছর এবং সর্বোচ্চ ২০ বছর।
- মেটলাইফ বীমার প্রিমিয়ামের ধরনঃ বার্ষিক/ অর্ধবার্ষিক/ ত্রৈমাসিক/মাসিক।
- মেটলাইফ বীমার প্রিমিয়ামের পরিমানঃ ২ হাজার/৬ হাজার/১২ হাজার/ ২৪ হাজার পর্যন্ত।
মেটলাইফ ডিপিএস ভাঙ্গার নিয়ম?
মেটলাইফ ডিপিএস ভাঙ্গার নিয়ম- আপনি যদি মেটালাইফ ডিপিএস করে থাকেন এবং ডিপিএস এর মেয়াদ শেষ হওয়ার আগে ভাঙ্গাতে চান তাহলে অবশ্যই আপনাকে মেটলাইফ অফিসে যোগাযোগ করতে হবে। এবং ডিপিএস ভাঙ্গার আগে তাদের দেওয়া পলিসি গুলো ভালো করে পড়ে নিবেন। মেয়াদ শেষ হওয়ার আগে মেটলাইফ ডিপিএস ভাঙ্গার শর্ত রয়েছে। চলুন জেনে নিই মেটলাইফ ডিপিএস ভাঙ্গার নিয়ম?
মেটলাইফ ডিপিএস ভাঙ্গার জন্য আপনাকে কোন বকেয়া ছারা ২ বছর প্রিমিয়াম জমা দিতে হবে। বাংলাদেশের প্রত্যেক বীমা কোম্পানীর নিয়ম অনুযায়ী ২ বছর সময় পার হওয়ার পরে ডিপিএস ভাঙ্গার জন্য আবেদন করতে পারবেন। তবে আপনি মেয়াদ শেষে যে অর্থ পেতেন দুই বছর পর ভাঙ্গালে তা পাবেন না। পরিমানে অর্থ কম পাবেন।মেটলাইফ ডিপিএস খোলার পর কমপক্ষে ২ বছর বা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রিমিয়াম জমা দিতে হবে।
আরো পড়ুনঃ ৫০ হাজার টাকায় ২৫ টি ব্যাবসায়ের আইডিয়া
যদি আপনি নির্দিষ্ট সময় পর্যন্ত জমা না দেন তাহলে আপনার জমা টাকা বাজেয়াপ্ত হয়ে যেতে পারে।মেটলাইফ ডিপিএস এর পলিসি আছে সেগুলো ভালো করে পড়বেন তাহলে জানতে পারবেন। আর মেটলাইফ ডিপিএস ভাঙ্গার জন্য কোন তথ্য জানার আগ্রহ থাকলে এই নম্বারে ১৬৩৪৪ কল করুন সকল তথ্য পেয়ে যাবেন।
কিভাবে মেটলাইফ পলিসি চেক করবো?
কিভাবে মেটলাইফ পলিসি চেক করবো- মেট লাইফ পলিসি চেক করার জন্য আপনি এই ওয়েবসাইড ভিজিট করুন। তারপরে আপনার পলিসির নাম্বার এবং জন্ম তারিখ লেখে সার্চ দিন তাহলে আপনি আপনার পলিসি চেক করতে পারবেন সহজেই।
মেটলাইফ শিক্ষা বীমা?
মেটলাইফ শিক্ষা বীমা- অভিভাবকের মৃত্যু অথবা অনুপস্থিতিতে যাতে সন্তানের শিক্ষা বাধা গ্রস্ত না হয় তার জন্য মেটলাইফ সহায়তা করার জন্য ‘মাই চাইল্ড এডুকেশন প্রটেকশন প্লান’ শীর্ষ নতুন বীমা পলিসি চালু করেছেন বাংলাদেশ মেটালাইফ বীমা প্রতিষ্ঠান। অর্থনৈতিক অসুবিধার কারনে যেন আপনার সন্তানের লেখাপড়ার বাধাগ্রস্ত না হয় তার জন্য বীমা কোম্পানী বিভিন্ন সুবিধা চালু করেছেন।সঞ্চয় করার পাশাপাশি যদি আপনার হঠাৎ মৃত্যু ঘটে সেক্ষেত্রে,
এই বীমা কোম্পানী আপনার পরিবারকে নিরাপত্তা এবং সুবিধা প্রদান করবেন। শিক্ষা বীমা পলিসি করার পর অভিভাবকের যদি মৃত্যু হয় তাহলে অভিহিত মূল্যের ১০০ শতাংশ টাকা ক্ষতিপূরণ পাবে সেই পরিবার। এবং প্রিমিয়াম প্রদান করা ছারাই প্রতিমাসে ২ শতাংশ টাকা পাবে সেই পরিবার। ১২ থেকে ২০ বছর পর্যন্ত মেয়াদে মাই চাইল্ডস এডুকেশন প্রটেকশন প্ল্যান গ্রহণ করে মেটলাইফ বীমা প্রতিষ্ঠান।
মেটলাইফ স্বাস্থ্য বীমা?
মেটলাইফ স্বাস্থ্য বীমা- স্ট্রোক, ক্যান্সার, প্রথম হার্ট অ্যাটাক, হৃদপিন্ডের ধমনীতে শল্য চিকিৎসা, হৃদধমনীর অন্যান্য গুরুতর রোগ, মস্তিষ্কের ঝুঁকিবিহীন টিউমার, কিডনি রোগ সহ এরকম ৫২ প্রকারের জটিল রোগের জন্য আপনাকে সুরক্ষা প্রদান করবেন মেটলাইফ কোম্পানী। যদি আপনার মেটলাইফ স্বাস্থ্য বীমা খোলা থাকে। বিপদ কাউকে বলে আসে না। আর বিপদ যখন আসে তখন অর্থের প্রয়োজন হয়। আর সেই বিপদের সময় আর্থিক চিন্তা করতে হয় পরিবারকে।
এ রকম আর্থিক সমস্যা সমাধানে এবং অসুস্থ্যতার বিরুদ্ধে আর্থিক সুরক্ষা দেবে ৮০ বছর বয়স পর্যন্ত আপনাকে ৫২ টি অসুস্থ্যতার আর্থিক সুরক্ষা দিবে মেটলাইফ বীমা প্রতিষ্ঠান। আপনি মেটলাইফে স্বাস্থ্য বীমা করে থাকলে আপনি ৮০ বছর পর্যন্ত অসুস্থ্যতার নিরাপত্তা উপভোগ করতে পারবেন।
মেটলাইফ লোন?
মেটলাইফ লোন-মেটলাইফের ইনস্যুরেন্স ফর লোন পলিসি লোন গ্রহীতা ও দাতা উভয়ের আর্থিক ক্ষতিপূরণে সাহায্য করে। বিভিন্ন ধরণের ন ইনস্যুরেন্সের মধ্যে ব্যক্তিগত, গাড়ি, বাড়ি এবং বন্ধক অন্তর্ভুক্ত। মেটলাইফ বাংলাদেশের এই পলিসি প্রতিটি সংস্থার প্রয়োজনীয়তার সাথে মানানসইভাবে সাজানো হয়ে থাকে।
মেটালাইফ লোনের বৈশিষ্টঃ
- ঋণের ধরন অনুযায়ী বিভিন্ন বিমা সুবিধা যা বিভিন্ন ধরণের লোনের ক্ষতিপূরণ করে থাকে।
- বাংলাদেশের সবচেয়ে দক্ষ হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল টেস্ট।
- বিশেষজ্ঞ আন্ডার রাইটারদের দ্বারা সর্বোচ্চ ঝুঁকি সমাধান দেওয়া হয়।
- লেন দেন সম্পান্দনের জন্য আছে আমাদের আছে দক্ষ কর্মীবৃন্দ।
- এছাড়াও পাবেন সার্বিক দুর্ঘটনা কাভারেজ ও স্বাস্থ্য বিমা সুরক্ষা।
FAQ-প্রশ্ন ও উত্তর
মেটলাইফ অ্যানুইটির হার কত?
উত্তরঃ যারা লেভেল বেছে নেন, তাদের জন্য হার 3.75% থেকে শুরু হয় এবং 4.75% এ পৌঁছায় , যেখানে এক্সপিডিট রেট 5% থেকে 6 পর্যন্ত। যদিও আজীবন আয়ের জন্য আলাদা রেট রয়েছে।
মেটলাইফ কয়টি দেশে আছে?
উত্তরঃ মেটলাইফ ৬০ টির ও বেশি দেশে প্রায় ৯০ মিলিয়ন গ্রাহক সহ MetLife হল বীমা, বার্ষিকী এবং কর্মচারী বেনিফিট প্রোগ্রামগুলির বৃহত্তম বিশ্বব্যাপী প্রদানকারীর মধ্যে একটি।
মেটলাইফ জীবনবীমা থেকে ধার নেওয়া যায়?
উত্তরঃ আপনার যদি বীমা খোলা থাকে তাহলে আপনি মেটলাইফ কোম্পানী থেকে লোন নিতে পারবেন।
মেটলাইফ পেমেন্ট কিভাবে করব?
উত্তরঃ আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনার প্রিমিয়াম পরিশোধ করার একটি নিরাপদ উপায় প্রদান করে মেটলাইফ বীমা প্রতিষ্ঠান। মেটলাইফ বীমা প্রতিষ্ঠান টি পুরো আপডেট। আপনি বিশ্বের যেখানেই থাকুন না কেন। আপনাকে যা করতে হবে তা হল: myMetLife-এ লগ ইন করুন। আপনার প্রদর্শিত নীতিতে, "এখনই অর্থ প্রদান করুন" এ ক্লিক করুন ।
শেষ কথাঃ মেটলাইফ ডিপিএস ভাঙ্গার নিয়ম- মেটলাইফ ইন্সুরেন্স?
প্রিয় পাঠক েআমাদের এই আরর্টিকেলে মেটলাইফ কোম্পানীর সঠিক তথ্য গুলো প্রদান করা হয়েছে। এখান থেকে আপনারা জানতে পারলেন, মেটলাইফ ইন্সুরেন্স বিস্তারিত, মেটলাইফ ডিপিএস, মেটলাইফ ডিপিএস ভাঙ্গার নিয়ম, মেটলাইফ শিক্ষা বীমা, মেটলাইফ স্বাস্থ্য বীমা, মেটলাইফ লোন, কিভাবে মেটলাইফ পলিসি চেক করবো, মেটলাইফ বীমার মেয়াদ কত বছর, মেটলাইফ ডিপিএস এর অন্যান্য সুবিধা গুলো,
মেটলাইফ কোম্পানীর যোগাযোগ ঠিকানা, মেটলাইফ কোম্পানীর হেড অফিস ঠিকানা ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানতে পারলেন। আরো বিভিন্ন রকমের পোষ্ট পেতে আমাদের ওয়েবসাইড ভিজিট করুন। সকলেই ভালো থাকবেন ধন্যবাদ।
msta2z.comব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url