রাম ছাগল কত দিনে বাচ্চা দেয় বিস্তারিত জানুন

রাম ছাগল হলো বিদেশি জাতের ছাগল। রাম ছাগলের আরেকটি নাম আছে যমুনাপাড়ি ছাগল। এই রাম ছাগল কতদিনে বাচ্চা দেয় তা আমরা এই পোষ্ট থেকে জানব। রাম ছাগল মুলত মাংস ও দুধ উৎপাদনের জন্য পালন করা হয়। অন্যান্য ছাগলের চেয়ে রাম ছাগলের দাম টাও বেশী। ত বন্ধুরা আর দেরী না করে পড়তে থাকি রাম ছাগল কত দিনে বাচ্চা দেয়।
রাম ছাগল কত দিনে বাচ্চা দেয়
রাম ছাগল ভারতের উত্তর প্রদেশের যমুনা, গঙ্গা ও চম্বল নদীর মধ্যবর্তী এটোয়া জেলা এবং আগ্রা ও মথুরা জেলায় প্রচুর দেখতে পাওয়া যায়।

ভৃমিকা

বাংলাদেশের সীমান্তবর্তী এলাকয় ও রাম ছাগল প্রচুর আছে। রাম ছাগলের জাতটি খুব ভালো। এজাতের ছাগলের বাচ্চার বাজারে ব্যাপক চাহিদা রয়েছে এবং বাচ্চা ভালো দামে বিক্রি হয়। একজন ছাগল পালন খামারী কম খরচে এ জাতের ছাগল পালন করে খামারে উপার্জন বাড়াতে পারে। এই ছাগল আকারে বড় হওয়ার জন্য মাংস ও বেশী পাওয়া যায়।

রাম ছাগল পালন পদ্ধতি

রাম ছাগল বা উন্নত জাতের ছাগল কিভাবে পালন করতে হয় তা হয়তো আমাদের দেশের ছাগল পালনকারী অনেক মানুষই জানেন না। ছাগল পালন করা লাভজনক একটি ব্যাবসা। ছাগল পালন করে বা ছাগলের খামার দিয়ে আজ অনেক বেকার যুবকের কর্মসংস্থানের ব্যাবস্থা হয়েছে। আজ আমরা জেনে নিব রাম ছাগল পালন পদ্ধতি।
ছাগলের ঘর
ছাগলের ঘর সবসময় পরিষ্কার , শুকনো, উষ্ণ, দুর্গন্ধমুক্ত এবং আলো বাতাস চলাচলকারী হতে হবে। স্যাত স্যাতে জায়গায় ছাগল পালন করলে বাছাগলের ঘর করলে ছাগলের বিভন্ন অসুখ হতে পারে। যেমন, নিমেনিয়া, চর্মরোগ, একথাইমা এবং ডায়রিয়া বা পাতলা পায়খানা ইত্যাদি সংক্রামক এবং পরজীবি হতে পারে। সেই সঙ্গে ওজন কমে যাবে এবং দুধের পরিমান এবং প্রজনন ক্ষমতা সহজেই কমে যাবে।
ঘর নির্মানের জায়গা 
পূর্ব পশ্চিম লম্বালম্বি, দক্ষিণ দিকে খোলাস্থানে ঘর নির্মাণ করা উচিৎ। আর খামারের তিনদিকে ঘেরা পরিবেশ এবং উত্তর দিকে গাছ পালা লাগালে ভালো হয়। ছাগলের খামার অবশ্যেই উচু স্থানে হতে হবে। যাতে ছাগলের পেসাব পায়খানা নিষ্কাশনে সুবিধা হয়।
প্রতিটি পূর্ণবয়স্ক ছাগলের জন্য গরে ৮-১০ বর্গফুট জায়গার দরকার। প্রতিটি বাড়ন্ত বাচ্চার জন্য ৫ বর্গফুট জায়গার দরকার। ছাগলের ঘর ছন, গোলা, পাতা, খড় বা ইটের তৈরী হতে হবে। যে রকমের ঘর হোক না কেন ঘরের ভিতরে বাশের তৈরী মাচান রাখতে হবে। সেই মাচানের উপর ছাগল রাখলে ছাগলের কোন অসুখ হবে না।
পর্যাপ্ত খাবার
ছাগলকে প্রয়োজন মত পুস্টিকর খাবার সরবরাহ করতে হবে।

রাম ছাগলের খাবার কি কি

ছাগল হলো তৃনভোজী প্রাণী। রাম ছাগল বিভিন্ন ধরনের খাবার খায়। তাছারা ও রাম ছাগলেরা উচ্চ ক্যালোরী যুক্ত খাবার পছন্দ করে যাতে প্রচুর কার্বোহাড্রেড ‍থাকে। এই বর্ণনায় মানানসই অনেক গুলো বিভিন্ন খাবার রয়েছে।যা ছাগল ঠিক কি খেতে পছন্দ করে । ছাগলের খাবার গুলো নিচে দেওয়া হলো-
  • ঘাস
  • খড়
  • শাক-সবজি
  • আগাছা
  • ভাত
  • বিভিন্ন গাছের পাতা
  • দানাদার খাদ্য
  • ফল ইত্যাদি ছাগল খায়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *