সেডিল কিসের ঔষধ-সেডিল ১০ ২০ টি খেলে কি হবে
আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। নিশ্চয় আপনারা আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অনেক পাঠকেরা জানতে চেয়েছেন যে, Napadol 325 mg এর কাজ কি? আজ আমরা এই আরর্টিকেলে Napadol 325 mg এর কাজ কি? সে বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আপনাদেরকে। Napadol 325 mg এর কাজ কি? জানতে হলে পুরো আরর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইলো। চলুন জানা যাক Napadol 325 mg এর কাজ কি?
Napadol 325 mg এর কাজ কি? Napadol 325 mg ট্যাবলেটটি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানী বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের একটি ঔষধ। নাপাডল ট্যাবলেটটির জেনারিক নাম হলো প্যারাসিটামল+ট্রামাডল হাইড্রোক্লোরাইড। Napadol একটি ব্যথা উপশম ঔষধ. এটি পেশী ব্যথা, পিঠে ব্যথা, জয়েন্টে ব্যথা, মাসিক ক্র্যাম্প এবং দাঁতের ব্যথার মতো বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহৃত হয়ে থাকে। দেরি না করে জেনে নেওয়া যাক Napadol 325 mg এর কাজ কি?
পেজসূচিপত্রঃ Napadol 325 mg এর কাজ কি?
ভৃমিকা
নাপাডলের কাজ কি? নাপাডল এর পার্শ্বপ্রতিক্রিয়া, নাপাডল এর দাম কত, নাপাডল ট্যাবলেট নাপার থেকে কি বেশি শক্তিশালী, নাপাডল ট্যাবলেট খাওয়ার বয়স ইত্যাদি বিষয় নিয়ে আজ আমরা এই আরর্টিকেলে বিস্তারিত জানাবো আপনাদেরকে। Napadol 325 mg খাওয়ার আগে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। চলুন জেনে নেওয়া যাক Napadol 325 mg এর কাজ কি?
Napadol 325 mg এর কাজ কি?
Napadol 325 mg এর কাজ কি? Napadol 325 mg ট্যাবলেটটি জ্বর সহ শরীরের সকল প্রকার ব্যাথা দূর করতে ব্যাবহত হয়। এই ট্যাবলেটের কাজ হলো-
- শরীরের মাঝারী থেকে তীব্র যে কোন ব্যাথা গুলো সহজেই দূর করে। যেমন, দাঁতের ব্যাথা, মাথা ব্যাথা, মাংশপেশির ব্যাথা, মেরুদন্ডের ব্যাথা সহজেই ভালো করে দেই।
- সিজার বা অন্য কোন অপারেশনের পরে যে ব্যাথা হয় সেই ব্যাথা সহজেই দূর করে।
- আঘাত পাওয়া যে কোন ব্যাথা দূর করে।
- জ্বর হলে এই ট্যবলেট সেবন করলে সহজেই জ্বর ভালো হয়ে যায়। প্যারাসিটামল অথবা নাপার চেয়ে দ্রুত কাজ করে এই নাপাডল ট্যাবলেটটি।
- দুই রকমের এনালজেসিক কম্পাউন্ড থাকাতে শুধু প্যারাসিটামল অথবা ট্রামাডল এর থেকে দ্রুত কাজ করে ব্যাথা কমাতে নাপাডল। এই ট্যাবলেটটি খালি পেটে অথবা ভরা পেটেও খাওয়া যাবে। আমরা এই আরর্টিকেল থেকে জানতে পারলাম Napadol 325 mg এর কাজ কি?