সেডিল কিসের ঔষধ-সেডিল ১০ ২০ টি খেলে কি হবে
আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। নিশ্চয় আপনারা আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অনেক পাঠকেরা জানতে চেয়েছেন যে, Napadol 325 mg এর কাজ কি? আজ আমরা এই আরর্টিকেলে Napadol 325 mg এর কাজ কি? সে বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আপনাদেরকে। Napadol 325 mg এর কাজ কি? জানতে হলে পুরো আরর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইলো। চলুন জানা যাক Napadol 325 mg এর কাজ কি?
Napadol 325 mg এর কাজ কি? Napadol 325 mg ট্যাবলেটটি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানী বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের একটি ঔষধ। নাপাডল ট্যাবলেটটির জেনারিক নাম হলো প্যারাসিটামল+ট্রামাডল হাইড্রোক্লোরাইড। Napadol একটি ব্যথা উপশম ঔষধ. এটি পেশী ব্যথা, পিঠে ব্যথা, জয়েন্টে ব্যথা, মাসিক ক্র্যাম্প এবং দাঁতের ব্যথার মতো বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহৃত হয়ে থাকে। দেরি না করে জেনে নেওয়া যাক Napadol 325 mg এর কাজ কি?
পেজসূচিপত্রঃ Napadol 325 mg এর কাজ কি?
ভৃমিকা
নাপাডলের কাজ কি? নাপাডল এর পার্শ্বপ্রতিক্রিয়া, নাপাডল এর দাম কত, নাপাডল ট্যাবলেট নাপার থেকে কি বেশি শক্তিশালী, নাপাডল ট্যাবলেট খাওয়ার বয়স ইত্যাদি বিষয় নিয়ে আজ আমরা এই আরর্টিকেলে বিস্তারিত জানাবো আপনাদেরকে। Napadol 325 mg খাওয়ার আগে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। চলুন জেনে নেওয়া যাক Napadol 325 mg এর কাজ কি?
Napadol 325 mg এর কাজ কি?
Napadol 325 mg এর কাজ কি? Napadol 325 mg ট্যাবলেটটি জ্বর সহ শরীরের সকল প্রকার ব্যাথা দূর করতে ব্যাবহত হয়। এই ট্যাবলেটের কাজ হলো-
আরো পড়ুনঃ কোমরের ব্যাথা কমানোর ক্যালসিয়াম ট্যাবলেট
- শরীরের মাঝারী থেকে তীব্র যে কোন ব্যাথা গুলো সহজেই দূর করে। যেমন, দাঁতের ব্যাথা, মাথা ব্যাথা, মাংশপেশির ব্যাথা, মেরুদন্ডের ব্যাথা সহজেই ভালো করে দেই।
- সিজার বা অন্য কোন অপারেশনের পরে যে ব্যাথা হয় সেই ব্যাথা সহজেই দূর করে।
- আঘাত পাওয়া যে কোন ব্যাথা দূর করে।
- জ্বর হলে এই ট্যবলেট সেবন করলে সহজেই জ্বর ভালো হয়ে যায়। প্যারাসিটামল অথবা নাপার চেয়ে দ্রুত কাজ করে এই নাপাডল ট্যাবলেটটি।
- দুই রকমের এনালজেসিক কম্পাউন্ড থাকাতে শুধু প্যারাসিটামল অথবা ট্রামাডল এর থেকে দ্রুত কাজ করে ব্যাথা কমাতে নাপাডল। এই ট্যাবলেটটি খালি পেটে অথবা ভরা পেটেও খাওয়া যাবে। আমরা এই আরর্টিকেল থেকে জানতে পারলাম Napadol 325 mg এর কাজ কি?
Napadol খাওয়ার নিয়ম?
Napadol খাওয়ার নিয়ম? শিশুদের ক্ষেত্রে নাপাডল ঔষধটির নিরাপত্তা ও কার্যকারিতা এখনো নিরিক্ষা করা হয় নি। আমরা নাপাডল ট্যাবলেট কিভাবে খাবো, কখন খাবো, সেগুলো নিয়ম নিচে দেওয়া হলো। চলুন জেনে নেওয়া যাক Napadol খাওয়ার নিয়ম/ নাপাডল ব্যাবহারের নিয়ম এবং সেবনবিধি।
- সকালে এবং রাতে দিনে ২ টি করে খাওয়া যাবে। বেশি ব্যাথা হলে দিনে ৮টি ট্যাবলেট খাওয়া যাবে। ঔষধটি ভরা পেটে অথবা খাওয়ার আগে খেতে হবে এবং আগে গ্যাষ্টিকের ঔষধ খেতে হবে।
- প্রাপ্তবয়স্ক মানুষেরা দিনে সর্বোচ্চ ৮ টি ট্যাবলেট খেতে পারবে। Napadol খাওয়ার নিয়ম?
- বেশি ব্যাথা হলে ১-২ টি ট্যাবলেট একসাথে খাওয়া যাবে। তবে ৪-৬ ঘন্টা পর পর।
- দীর্ঘস্থায়ী ব্যাথা হলে নাপাডল ট্যাবলেট খাওয়া যাবে না। যেমন, কিডনির ব্যাথা, জয়েন্টের ব্যাথা, মাথা ব্যাথা, কোমর ব্যাথায় দীর্ঘমেয়াদী ব্যাথা হলে নাপাডল খাওয়ার মাধ্যমে ব্যাথা কমানোর চেষ্টা করলে হয়তো পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।
- স্বল্পমেয়াদি ব্যাথায় নাপাডল ট্যাবলেট খাওয়া যাবে। যেমন, ৫দিনের ব্যাথা বা তার কম ব্যাথায় নাপাডল ট্যাবলেটটি খাওয়া যাবে। Napadol 325 mg প্রাপ্ত বয়স্কদের জন্য শিশুদের জন্য নয়। ১৫ বছরের নিচে রোগীদের জন্য নাপাডল ট্যাবলেট নয়।
Napadol 325 mg খাওয়ার সতর্কতা?
Napadol 325 mg খাওয়ার সতর্কতা? অবশ্যই কোন ঔষধ কোন রোগের জন্য এবং কিভাবে কখন খেতে হবে সে বিষয়ে আমাদের সর্তকতা অবলম্বন করতে হবে। নাপাডল যেহেতু তীব্র ব্যাথায় স্বল্পমেয়াদী চিকিৎসার জন্য ব্যাবহত হয় সেহেতু Napadol 325 mg খাওয়ার সময় অবশ্যই সর্তকতা অবলম্বন করতে হবে। চলুন জেনে নেওয়া যাক Napadol 325 mg খাওয়ার সতর্কতা কি?
- একটি গাড়ি চালানো বা মেশিন পরিচালনার মতো জটিল কাজ করতে যে পরিমান শারিরিক ও মানসিক দক্ষতার প্রয়োজন হয় তার ব্যাঘাত ঘটাতে পারে।
- নাপাডল ট্যাবলেটটি কোন অ্যালকোহলযুক্ত কোমল পানীয়র সাথে খাওয়া যাবে না। শুধু নাপাডল নয় অন্যাণ্য ট্যাবলেট ও খাওয়ার চেষ্টা করবেন না।
- প্যারাসিটামল অথবা ট্রামাডল যুক্ত ঔষধের সাথে এবং OTC ওষুধের সাথে একসাথে নাপাডল ট্যাবলেটটি সেবন করা যাবে না।
- ট্রানকুলাইজার, হিপনোটিকস অথবা অন্যান্য অপিয়ড এনালজেসিক এর সাথে সেবন করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।
প্রিয় পাঠক, যে কোন ঔষধ সেবনে সর্তকতা অবল্বন করবেন। কারন সামান্য ভুলের জন্য বড় ক্ষতি ও হতে পারে। ঔষধ যেমন রোগ থেকে মুক্তি দেয় তেমনি সামান্য অসর্তকতার জন্য আপনার বড় ধরনের ক্ষতি ও হতে পারে এমনকি মৃত্যু ও হতে পারে। এই জন্য সকলের কাছে অনুরোধ সর্তকতা অবলম্বন করে ঔষধ সেবন করবেন। আর অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করার চেষ্টা করবেন। ধন্যবাদ।
Napadol এর পার্শ্বপ্রতিক্রিয়া?
Napadol এর পার্শ্বপ্রতিক্রিয়া? প্রত্যেক ঔষধেরই পার্শ্বপ্রতিক্রিয়া আছে। তেমনি নাপাডল ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া আছে। তবে নাপাডল সেবনে সবার জন্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা নাও দিতে পারে। তবে নাপাডল ট্যাবলেট খাওয়াই কি ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে তা নিচে দেওয়া হলো-
- পেট ব্যাথা করতে পারে।
- পেট ফাপা হতে পারে।
- ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
- বমি বমি লাগতে পারে।
- শরীর ঝিম ঝিম করতে পারে।
- মাথা ব্যাথা হতে পারে।
- শরীর থেকে অতিরোক্ত ঘাম ঝরতে পারে।
- কখনো কখনো শরীর ঠান্ডা হতে পারে।
- কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে।
- শরীর কাপুনি দিতে পারে।
- হটফ্লাস হতে পারে।
- এসথেনিয়া হতে পারে।
- অবসন্নতা দেখা দিতে পারে।
- মুখের ভিতরে শুকিয়ে যেতে পারে।
- বিচলতা দেখা দিতে পারে।
- শরীরে র্যাশ দেখা দিতে পারে।
- ঘুম কম হতে পারে।
- উৎকন্ঠ হতে পারে।
Napadol এর দাম কত?
Napadol এর দাম কত? এক পাতায় ১২ টি করে Napadol ট্যাবলেট থাকে। প্রতিপিস ট্যাবলেটের দাম ৮ টাকা করে। তাহলে মোট ১২টি ট্যাবলেটের দাম হচ্ছে ৯৬.০০ টাকা। মাঝারী এবং মাঝারী থেকে তীব্র ব্যাথায় প্রাপ্ত বয়স্কদের জন্য নাপাডল ট্যাবলেট। দিনে তিন বার এই ট্যাবলেট খেতে পারবেন। অতিরোক্ত ব্যাথায় এক সাথে ১-২ টি করে ট্যাবলেট খাওয়া যাবে। দিনে মোট ৮ টি ট্যাবলেট খাওয়া যাবে। তবে প্রতি ৪-৬ ঘন্টা পর পর।
Napadol tablet নাপর থেকে কি বেশি শক্তিশালী?
Napadol tablet নাপর থেকে কি বেশি শক্তিশালী? জ্বি হ্যাঁ। Napadol tablet টি নাপার চেয়ে বেশি শক্তিশালী। নাপা এবং নাপাডল ট্যাবলেট দুটোই Beximco কোম্পানীর। Napa ট্যাবলেটে রয়েছে (Paracetamol 500 BP) যার এক পিচ ট্যাবলেটের মূল্য ২.৫ টাকা। আর Napadol ট্যাবলেটে রয়েছে (Paracetamol 325 + Tromadol 37.5) যার এক পিচ ট্যাবলেটের মূল্য ৮ টাকা করে। তবে একটা কথা সত্যি যে, Napa ট্যাবলেটে দীর্ঘদিন খাওয়ার ফলে তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয় না।
কিন্তু Napadol ট্যাবলেট ৫-৭ দিনের বেশি খাওয়া নিষেধ। কারন এই ট্যাবলেট অতিরোক্ত খাওয়ার ফলে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। কিন্তু সবার জন্য নাও হতে পারে। প্রিয় পাঠক আমরা জানতে পারলাম যে, Napadol tablet নাপর থেকে বেশি শক্তিশালী ট্যাবলেট। এখন আমরা এই আরর্টিকেল থেকে আরো একটি বিষয় জানতে পারবো সেটা হলো নাপাডল ট্যাবলেট খাওয়ার বয়স। মানে কত বছর বয়সের রোগীকে নাপাডল ট্যাবলেট খাওয়ানো যাবে।
নাপাডল ট্যাবলেট খাওয়ার বয়স?
নাপাডল ট্যাবলেট খাওয়ার বয়স? প্রাপ্ত বয়স্ক রোগীদের জন্য Napadol 325 mg tablet. ১৫ বছরের কম বয়সের রোগীদের Napadol ট্যাবলেট খাওয়া যাবে না। Napadol 325 mg tablet শুধু প্রাপ্তবয়স্কদের জন্য কোন ছোট শিশুদের জন্য নয়।
নাপাডল ট্যাবলেট কি জ্বর ভালো করে?
নাপাডল ট্যাবলেট সামায়িক সময়ের জন্য জ্বর ভালো করে। কিন্তু জ্বর কি কারনে হচ্ছে তা চিকিৎসকের পরামর্শ নিয়ে জেনে ঔষধ খেতে হবে। তবে মনে রাখবেনে নাপাডল ট্যাবলেট জ্বরের ঔষধ নয়। অপারেশন পরবর্তি ব্যাথা, মাথা ব্যাথা, দাঁতের ব্যাথা, মাংসপেশির ব্যাথা, মাঝারি থেকে তীব্র মেরুদন্ডের ব্যাথা, ভালো করে নাপাডল ট্যাবলেট সেবনে। তবে জ্বর ও ভালো করে সামায়িক সময়ের জন্য নাপাডল ট্যাবলেট।
নাপাডল ট্যাবলেট নিয়ে কিছু ছোট প্রশ্ন ও উত্তর
নাপাডল কিসের ট্যাবলেট?
উত্তরঃ নাপাডল সাধারনত ব্যাথার ট্যাবলেট। তবে সামায়িক সময়ের জন্য নাপাডল ট্যাবলেট সেবনে জ্বর কমে যায়।
নাপাডল ট্যাবলেট কখন খেতে হবে?
উত্তরঃ নাপাডল ট্যাবলেট দিনে তিন থেকে চার বার খেতে পারবেন। ৪-৬ ঘন্টা পর পর। এই ট্যাবলেট খাওয়ার আগে ও পরে খাওয়া যাবে।
নাপাডল ট্যাবলেট প্রতিদিন কয়টি করে খাওয়া যাবে?
উত্তরঃ নাপাডল ট্যাবলেট দিনে সর্বোচ্চ ৮ টি করে খেতে পারবেন।
গর্ভবতী মহিলাদের নাপাডল খাওয়া যাবে কি?
উত্তরঃ গর্ভবতী মহিলাদের নাপাডল ট্যাবলেট খাওয়া যাবে না। তবে ব্যাথা বেশি হলে ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে।
স্তনদানকালীন মায়েদের নাপাডল ট্যাবলেট খাওয়া যাবে কি?
উত্তরঃ স্তনদানকালীন মায়েদের নাপাডল ট্যাবলেট খাওয়া যাবে না।
নাপাডল ট্যাবলেট শিশুদের খাওয়ানো যাকে কি?
উত্তরঃ নাপাডল ট্যাবলেট ১৫ বছরের নিচে শিশুদের খাওয়ানো যাবে না।
নাপাডল ট্যাবলেটের দাম কত?
উত্তরঃ নাপাডল এক পিচ ট্যাবলেটের দাম ৮ টাকা করে। এক পাতায় ১২ টা ট্যাবলেট থাকে। ১২ টা ট্যাবলেটের দাম ৯৬ টাকা মাত্র।
নাপাডল ট্যাবলেট কোন কোম্পানীর?
উত্তরঃ নাপাডল ট্যাবলেট Beximco Pharmaceuticals Ltd.
লেখকের শেষ কথাঃ Napadol 325 mg এর কাজ কি?
প্রিয় পাঠক আজ আমরা এই পোষ্ট থেকে জানতে পারলাম, Napadol খাওয়ার নিয়ম, Napadol 325 mg এর কাজ কি? Napadol এর পার্শ্বপ্রতিক্রিয়া, Napadol এর দাম কত, Napadol tablet নাপর থেকে কি বেশি শক্তিশালী, নাপাডল ট্যাবলেট খাওয়ার বয়স, Napadol tablet নাপর থেকে কি বেশি শক্তিশালী?, নাপাডল ট্যাবলেট খাওয়ার বয়স?, নাপাডল ট্যাবলেট কি জ্বর ভালো করে। আমাদের আরর্টিকেলটি পরে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে পরিচিতদের মধ্যে সেয়ার করে দিবেন। আর ভালো ভালো আরর্টিকেল পেতে msta2z.com ওয়েবসাইডটি ভিজিট করুন। ধন্যবাদ সকলেই ভালো থাকবেন।