ফ্রিল্যান্সিং কোথায় শিখবো – ফ্রিল্যান্সিং শিখতে কত টাকা লাগে বিস্তারিত জানুন

msta2z.com ব্লগ ভিজিট করুনপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ এই পোস্টে আমরা জানবো ফ্রিল্যান্সিং কিভাবে শিখে এবং কোথায় শিখতে হবে। ফ্রিল্যান্সিং শিখতে কত টাকা লাগবে। বন্ধুরা এসব বিষয়ে জানতে শুর থেকে শেষ পর্যন্ত পোষ্টটি পড়ার অনুরোধ রইলো। চলুন জেনে নেয়া যাক ফ্রিল্যান্সিং কোথায় শিখব।
ফ্রিলাংন্সিং কোথায় শিখব - ফ্রিলাংন্সিং শিখতে কত টাকা লাগে
বর্তমান সময়ে নতুন কিছু শেখার জন্য এর চেয়ে ভালো কাজ আর হবে না। ফ্রিল্যান্সিং শিখে বর্তমানে অনেক বেকার যুবক যুবতী প্রচুর পরিমানে টাকা ইনকাম করছে। ফ্রিল্যান্সিং শেখার জন্য কোন নির্দিষ্ট বয়স লাগে না।

ভৃমিকা

বন্ধুরা বর্তমান বিশ্বে ফ্রিল্যান্সিং জাদু মন্ত্রের মতো কাজ করছে। এত কম সময়ে ট্রেনিং নিয়ে প্রচুর টাকা ইনকাম করা সম্ভব এই ফ্রিল্যান্সিং শিখে। বর্তমান বাংলাদেশে শিক্ষিত ছেলে – মেয়েদের চাকরির বেশ সমস্যা। এই জন্য আমি বলবো আপনেরা যদি পারেন তাহলে ফ্রিল্যান্সিং শিখে ঘরে বসে আয় করুন।

ফ্রিল্যান্সিং শিখতে কত টাকা লাগে

অনেকেই ভেবে থাকেন যে ফ্রিল্যান্সিং শিখতে হাজার হাজার টাকা খরচ হয়। আসলে এটা কি সত্য? না বন্ধুরা। আসলে ফ্রিল্যান্সিং এর কয়েকটি সেক্টর আছে। আপনি কোন সেক্টরে কাজ শিখবেন তার উপর নির্ভর করবে আপনার টাকা খরচের বিষয়। বর্তমান বাংলাদেশে বিভিন্ন ধরনের আইটি প্রতিষ্ঠান আছে যেগুলোতে ফ্রিলাংন্সিং কোর্চ করানো হয়।
কিন্তু আইটি প্রতিষ্ঠান গুলোতে ভর্তি হওয়ার আগে আপনাকে জানতে হবে কোন আইটি ভালো। কিছু আইটি প্রতিষ্ঠান আছে যেগুলো কাজের চেয়ে নামের বাজনা বেশি। আপনি ফ্রিল্যান্সিং মোবাইল দিয়েও ঘরে বসে ও শিখতে পারবেন। তবে মোবাইল থেকে ভালো হবে যে কোন একটা ভালো আইটি প্রতিষ্ঠানে ভর্তি হওয়া। আমি ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখেছি। ‍আমি শিখেছি রাজশাহী থেকে। 
রাজশাহী তে অনেক আইটি প্রতিষ্ঠান আছে । যার মধ্যে সেরা হলো অডিনারি আইটি (odinari it) কোচিং সেন্টার। অডিনারি আইটিতে ভর্তি হয়ে আপনি ফ্রিলাংন্সিং এর সব সেক্টরের কাজ শিখতে পারবেন। তবে বন্ধুরা একটা কথা মোবাইল থেকে যত তাড়াতাড়ি ফ্রিল্যান্সিং কাজ শিখবেন তার চেয়ে আপনি অডিনারি আইটিতে ভর্তি হয়ে দ্রুত কাজ শিখতে পারবেন। 
এখানে আপনি ৩ মাসের মধ্যে কাজ শিখতে না পারলে পুরো টাকা ফেরত দিবেন তারা। আর এখানে ভর্তির সময় হাফ টাকা দিতে হয়। পরে আপনি কোর্চ চলাকালিন সময়ে টাকা পরিশোধ করতে পারবেন। এখানে ৩ মাস কোর্চ করতে ফি দিতে হয় ১৫,০০০ টাকা। এবং আপনার কাজ শিখা হয়ে গেলে আপনি এই প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন। 
সেই চাকরির বেতন দিবেন সবনিম্ন ৮,০০০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত।নিচে অডিনারি আইটির ঠিকানা দেওয়া হলো-
  • ঠিকানাঃ রাজশাহি পলিটেকনিক গেটের সামনের বিল্ডিং
  • মার্কেটিং ম্যানেজারঃ 01712-931123
  • ইনোভেশন ম্যানেজারঃ 01717-134637
  • প্রধান অ্যাডমিনঃ( হোয়াটসঅ্যাপ) 01761-060977
যদি আপনেরা শিখতে চান তাহলে এই প্রতিষ্ঠানে গিয়ে শিখতে পারেন। কারন আমিও এই প্রতিষ্ঠান থেকে শিখে ভালো টাকা আয় করছি। আপনিও করতে পারবেন।

ফ্রিল্যান্সিং কোথায় শিখবো

ফ্রিল্যান্সিং সরকারি ভাবে ছারাও শেখা যায়। কারন সরকারি ভাবে শিখতে হলে কিছু নির্দিষ্ট লোকদের বছরে প্রশক্ষন দেওয়া হয়। এখানে সবার চান্স পাওয়ার সুযোগ নেই বললেই চলে। বর্তমানে অনেক ছাত্র- ছাত্রী এবং অর্ধ বয়স্ক মানুষ এমনকি পূর্ণ বয়স্ক মানুষ এই ফ্রিল্যান্সিং এর কাজ শিখতে চায় বা শিখে হাজার হাজার টাকা ইনকাম করছে। 
যারা ফ্রিল্যান্সিং শিখতে চান তাদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ফ্রিল্যান্সিং শেখার সুযোগ করে দিচ্ছে। সেই প্রতিষ্ঠান গুলো হলো- অডিনারি আইটি, কোডারট্রাস্ট আইটি, ক্রিয়েটিভ আইটি, এবং বিআইটিএম আইটি প্রতিষ্ঠান। এছারাও আপনি মোবইলে অনলাইনে ফ্রিল্যান্সিং শিখতে পারেন। আরো অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো আপনি অনলাইনে সার্চ দিলে ভালো ভাবে জানতে পারবেন। 
এছারাও ব্যক্তিগত ভাবে অনেকেই ফ্রিল্যান্সিং শিখিয়ে থাকেন। বাংলাদেশের অনেক নামকরা বড় ফ্রিল্যান্সার আছে যারা নিজের কাজের পরিধি বাড়াতে এসব কোর্চ পরিচালনা করেন।

ফ্রিল্যান্সিং এর কোর্চ সমূহ

প্রিয় বন্ধুরা আপনারা যদি ফ্রিল্যান্সিং কাজ শিখতে চান বা ফ্রিল্যান্সিংকে জীবনের নির্ধারিত পয়েন্টর হিসাবে বেছে নিতে চান তাহলে আপনাকে আগে জানতে হবে যে, কোন কোর্স করলে আপনার জন্য ভালো হবে। কারণ ফ্রিল্যান্সিং এর বিভিন্ন কোর্স রয়েছে।সে সম্পর্কে আগে বিস্তারিত জানতে হবে এবং ভাবতে হবে। নিচে ফ্রিল্যান্সিংয়ের কোর্সর নাম এবং কোন কোর্স করতে কত সময় লাগবে তাও বিস্তারিত দেওয়া হল। পড়তে থাকুন-
  • ওয়েব ডিজাইন এন্ড ডেভলপমেন্ট কোর্স – ৬ মাস
  • সফটওয়্যার ডেভেল কমেন্ট কোর্স – ৬ মাস
  • ওয়ার্ডপ্রেস এ ডিজাইন কোর্স – ৬ মাস
  • এফিলিট মার্কেটিং কোর্স – ৬ মাস
  • ওয়েব এপ্লিকেশন ডেভেল কমেন্ট কোর্স – ৬ মাস
  • অ্যান্ড্রয়েড এপ্লিকেশন ডেভলপমেন্ট কোর্স – ৬ মাস
  • ই কমার্স এম কমার্স এফ কমার্স কোর্স – ৬ মাস
  • সফটওয়্যার ডেভলপমেন্ট কোর্স – ৬ মাস
  • ডিজিটাল মার্কেটিং কোর্স – ৩ মাস
  • ওয়েব সাইড ডিজাইন – ৩মাস
  • গ্রাফিক্স ডিজাইন- ১ বছর
  • ভিডিও এডিটিং – ৬ মাস
  • ইউটিউব ভিডিও মেকিং – তিন মাস
  • থ্রিডি আট – ৬ মাস
  • কনটেন্ট রাইটিং – ৩ মাস
  • এসইও – ৬ মাস
  • ওয়েবসাইট ডিজাইন – ৩ মাস
  • ওয়েব ডেভেলপমেন্ট – ৬ মাস
উপরের কোর্সগুলো ছাড়াও আরো অনেক কোর্স আছে। যেগুলো আপনি শিখতে পারেন। এগুলো শিখে আপনি ধৈর্য সহকারে কাজ করলে আপনার আগামী দিন সুন্দর হতে বাধ্য। ভালো থাকবেন।

সরকারি ফ্রিল্যান্সিং কোর্স গুলো

বর্তমান সরকার বাংলাদেশের মানুষের চাহিদার কথা বিবেচনা করে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য এক মিশন নিয়েছে। আর তারাই ধারাবাহিকতায় সরকারি অর্থায়নে আপনি বিনামূল্যে শিখতে পারবেন ফ্রিল্যান্সিং কোর্সসমূহ। সরকারি অর্থ লার্নিং এন্ড আর্নিং প্রোগ্রাম এর মাধ্যমে দেশের যেকোনো জেলা থেকে আপনি অনলাইনে এই কোর্সগুলো করতে পারবেন। সরকারি কোর্সের নাম গুলো নিচে দেওয়া হল-
  • গ্রাফিক্স ডিজাইনিং
  • ডিজিটাল মার্কেটিং
  • ওয়েব ডিজাইন ডেভেলপিং
  • ডাটা এন্টি
এই কোর্সগুলো সরকারি ভাবে করতে হলে আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে।

ফ্রিল্যান্সিং শিখতে কি কি প্রয়োজন হয়

আপনি যদি একজন ফ্রিল্যান্সার হতে চান এবং আপনার যদি ইচ্ছে থাকে অনলাইন থেকে ফ্রিল্যান্সিং শিখে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা তাহলে আপনাকে প্রথমেই ফ্রিল্যান্সিং সম্পর্কে ভালোভাবে অবগত হতে হবে। যারা ফ্রিল্যান্সার তাদের কাছে গিয়ে আপনি এ বিষয়ে ভালো ধারণা পেতে পারবেন। ফ্রিল্যান্সিং এর কাজ আপনি নিজের ইচ্ছামত স্বাধীনভাবে করতে পারবেন। 
এই কাজ করার কোন নির্দিষ্ট টাইম নাই এবং এই কাজ করার জন্য কারো কাছে জবাবদিহি করতে হবে না। আপনি ঘরে বসে মোবাইলে অনলাইনে শিখতে পারেন কিংবা কোন আইটিতে গিয়ে ভর্তি হয়ে কোর্স করতে পারেন। তবে ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনার কিছু জিনিসের প্রয়োজন হবে যেমন,
  • একটা ল্যাপটপ অথবা ডেক্সটপ হলেই হবে।
  • কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে।
  • বাংলায় বা ইংরেজিতে লেখালেখির দক্ষতা থাকতে হবে।
  • অনলাইন সম্পর্কে আপনার মোটামুটি জ্ঞান থাকতে হবে।
  • দিনে ৬ থেকে ৭ ঘন্টা সময় কম্পিউটারের সামনে ব্যয় করার ধৈর্য থাকতে হবে।
  • এবং ইংরেজী সম্পর্কে কিছু সাধারন বোঝার জ্ঞান থাকতে হবে।
ফ্রিল্যান্সিং শিখতে হলে আপনাকে স্মার্ট এবং চালাক হতে হবে। তাহলে আপনি ফ্রিল্যান্সিং শিখে ভালো কিছু করতে পারবেন। ধৈর্য সহকারে এই কাজ করতে পারলে আপনার জীবনে একদিন সফলতা আসবেই ইনশাআল্লাহ। আর উপরের বিষগুলোর প্রতি বেসিক জ্ঞান অবশ্যই থাকতে হবে।

একজন দক্ষ ফ্রিলান্সার হতে কত সময় লাগবে

একজন দক্ষ ফ্রিলান্সার হতে হলে আপনাকে অবশ্যই অনেক সময়, কষ্ট, ধর্য, ধরতে হবে। আপনি যদি দক্ষ ফ্রিলান্সার হতে চান তাহলে ৬ মাস থেকে ১ বছর সময় লাগবে। তবে অনেকেই আছে যারা তিনমাসে দক্ষ ফ্রিলান্সার হয়ে যায়। তবে এরকম মানুষ খুব কম আছে।আসলে এখানে ফ্রিলাংন্সিং শেখাটা আপনার উপর নির্ভর করে।

আরো পড়ুনঃ মেয়েরা ঘরে বসে আয় করুন ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা

আরো পড়ুনঃ নিষিদ্ধ ঔষধ কোম্পানির নাম জেনে নিন

আপনি যদি ধর্য ধরে কাজ করতে পারেন বুদ্ধিমত্তার সাথে তাহলে আপনার বেশী সময় লাগবে না একজন দক্ষ ফ্রিলান্সার হতে।

সরকারি ভাবে ফ্রিল্যান্সিং কোর্স করার জন্য সেরা প্রশিক্ষণ কেন্দ্রগুলো

সরকারিভাবে ফ্রিল্যান্সিং কোর্স করার জন্য সেরা প্রশিক্ষণ কেন্দ্রগুলো নিচে দেওয়া হল।
  1. এলইডিপি লারনিং এন্ড আর্নিং ডেভলপেমেন্ট প্রোগ্রাম
  2. উদ্দীপন
  3. বাংলাদেশ -কোরিয়া ট্রেনিং সেন্টার
  4. শেখ রাসেল আইটি কোর্স
  5. জনসংস্থান কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কোর্স
  6. বিটিআইএম বা শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার
  7. বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC)
1.এলইডিপি লারনিং এন্ড আর্নিং ডেভলপেমেন্ট প্রোগ্রাম
এলইডিপি এর উদ্যোগে একদম সম্পূর্ণ ফ্রিতে বাংলাদেশ সরকারের সহায়তায় ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ নিয়ে আপনি দক্ষ ফিন্যান্সর হতে পারবেন। আর সরাসরি বাংলাদেশসহ গোটা বিশ্বের সাথে কাজ করে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তবে এই প্রতিষ্ঠানে ফ্রিল্যান্সিং শিখতে হলে অবশ্যই আপনাকে ladp website এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এই আইটিতে যেসব কোর্স করানো হয় তার মধ্যে হল-
  • গ্রাফিক্স ডিজাইন
  • ডিজিটাল মার্কেটিং
  • ওয়েব ডিজাইন

2.উদ্দীপন

উদ্দীপন আইডিতে ট্রেনিং করার পরে আপনাকে সার্টিফিকেট প্রদান করবে বাংলাদেশ ব্যাংকের অধীনে। এখানে সম্পূর্ণ ফ্রিতে সরকারি খরচে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হয়। যে প্রশিক্ষণ গুলো দেয়া হয় সেগুলো হল-
  • গ্রাফিক্স ডিজাইন
  • ওয়েব ডেভেলপমেন্ট
  • ডিজিটাল মার্কেটিং
  • ওয়েব ডিজাইন
3.বাংলাদেশ -কোরিয়া ট্রেনিং সেন্টার
বাংলাদেশ কুরিয়ার ট্রেনিং সেন্টারে যারা বিদেশ প্রবাসী বিশেষ করে যারা বিদেশ যায় তাদেরকে কিছু বিশেষ সেক্টরে ট্রেনিং করানো হয়। এখানে মেয়েদেরকে ঘরের বিভিন্ন কাজ শেখানো হয়। এছাড়া ও ইলেকট্রনিক, ফার্নিচার মেকিং, হাউসকিপিং, ওয়েল্ডিং, এসব কাজ শেখানো হয়।
4.বিটিআইএম বা শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার
এই ট্রেনিং সেন্টারটি বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এই ট্রেনিং সেন্টার থেকে বাংলাদেশে প্রায় ১০ হাজারেরও বেশি ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং শিখে। এখানে ফ্রিল্যান্সিং শেখার জন্য কোন টাকা প্রদান করা হয় না। এই ট্রেনিং সেন্টারে তিন মাস ও ছয় মাস কোর্সের ফ্রিল্যান্সিং শেখানো হয়। বিটিআইএম শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারটি অবস্থিত বিটিবিএল ভবন, তৃতীয় তলা, পূর্ব পাশে 12 কাওরান বাজার, ঢাকা ১২১৫ যোগাযোগ +৮৮০৯৬ ১২৩৪২৮৬
এখানে যে কোর্সগুলো করানো হয় সেগুলো হল
  • ওয়েব ডিজাইন এন্ড ডেভলপিং
  • গ্রাফিক্স ডিজাইন
  • ইউ আই বা মোবাইল অ্যাপস ডিজাইন
  • এসইও
  • অনলাইন ডিজিটাল মার্কেটিং
  • ভিডিও এডিটিং
  • মোবাইল অ্যাপস ডেভলপমেন্ট
  • ডাটা সাইন্স এন্ড মেশিন লার্নিং
  • ওয়েব এপ্লিকেশন ডেভলপমেন্ট
  • ডিজিটাল মার্কেটিং
  • এস্টারিং ইন মেজেন্টও
  • ৩ ডি অ্যানিমেশন
  • ইউ আই ইউ এক্স ডিজাইন
5.বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC)
বাংলাদেশের সেরা সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি সরকারের ডাক ও টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় অধীনস্থ একটি সংবিধিবদ্ধ সংস্থা। এর প্রধান কর্মকাণ্ড হল আইসিটি সংক্রান্ত কর্মকাণ্ডের জন্য উৎসাহ প্রদান ও সহায়তা প্রদান করা।

মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শেখা

আসলেই কি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখে কি একজন দক্ষ ফ্রিল্যান্সার হওয়া যায়। আসলে এটা ঠিক না। মোবাইল দিয়ে কখনো দক্ষ ফ্রিল্যান্সার হওয়া যায় না। এমন কোন কারণ থাকতে পারে যে আপনি কোথাও লাইভ ক্লাস করবেন তাড়াহুড়া করে কোথাও বেড়াতে গিয়েছেন। সেখান থেকে অনলাইনে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কোর্সটা করে নিতে পারবেন। 
আপনার বাসায় বসে প্র্যাকটিস করার জন্য অবশ্যই একটা কম্পিউটার অথবা ডেস্কটপ প্রয়োজন হবে। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং না শিখে কম্পিউটার দিয়ে ফ্রিল্যান্সিং শেখাটায় উত্তম ।কারণ আপনাকে কম্পিউটার ব্যবহার করে কাজ শিখতে হবে। তাই আপনি যদি শুধু মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখতে চান তাহলে আপনি একজন দক্ষ ফ্রিল্যান্সার হতে পারবেন না।

লেখকের মন্তব্য

বর্তমান বাংলাদেশে যারা ফ্রিল্যান্সিং শিখে প্রচুর টাকা ইনকাম করতে চায় তাহলে উপরোক্ত বিষয়গুলো নিশ্চয়ই মাথায় রাখতে হবে। ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা। আমাদের তরুণ সমাজে অনেকেই আছে যারা কিছু করতে চায় এবং অনেকেই এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চায়। কিন্তু সঠিক দিক নির্দেশনার অভাবে এই সেক্টরের এসে হতাশায় ভোগে। 
আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে চান তাহলে অর্ডিনারি আইটির সাথে যোগাযোগ করুন। আপনি ভালো সাজেশন পাবেন ইনশাআল্লাহ।আমার পোষ্টটি পরে যদি আপনারা উপকৃত হন তাহলে পরিচিতদের মধ্যে শেয়ার করবেন প্লিজ। ভালো থাকবেন।

ফ্রিলান্সিং নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর জেনে নিন

১.ফ্রিল্যান্সিং এর সবচেয়ে সহজ কাজ কোনটি?
উত্তরঃ ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইন, ভিডিও এডিটিং, কপিরাইটিং, এপ্লিকেশন ওয়েবসাইট ডেভলপমেন্ট।
২.ফ্রিল্যান্সিং শিখা কি সহজ?
উত্তরঃ নিঃসন্দেহে ফ্রিল্যান্সিং শিক্ষাটা খুব একটা সহজ বিষয় নয় ।নিশ্চয়ই আপনাকে অনলাইন সম্পর্কে, কম্পিউটার সম্পর্কে, এবং ইংরেজি সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে, এবং তার সাথে আপনাকে দিনে সাত থেকে আট ঘন্টা সময় ব্যায় করতে হবে ধৈর্য সহকারে কম্পিউটারের সামনে।
৩.ভবিষ্যতে কোন ফ্রিল্যান্সিং দক্ষতা চাহিদা বেশি?
উত্তরঃ ভবিষ্যতে ওয়েব ডেভলপমেন্ট এর চাহিদা বেশি।

৪.একজন দক্ষ ফ্রিল্যান্সার হতে কত সময় লাগে?
উত্তরঃ একজন দক্ষ ফ্রিল্যান্সার হতে ৬ মাস থেকে ১ বছর সময় লাগে
৫.একজন ফ্রিল্যান্সারকে দিনে কত ঘন্টা কাজ করতে হয়?
উত্তরঃ একজন ফ্রিল্যান্সারকে দিনে ৭ থেকে ৮ ঘন্টা কাজ করতে হয়।
৬.আমি কি ফ্রিল্যান্সিং এর কাজ শুরু করব?
উত্তরঃ হ্যাঁ আপনি যদি সকল বিষয়ে বেসিক জ্ঞান থাকে এবং সময় নির্ধারণ করে কাজ করতে পারেন ধৈর্য সহকারে তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং শিখাটা ভালো হবে।
৭.ফ্রিল্যান্সিং এর অর্থ কি?
উত্তরঃ ফ্রিল্যান্সিং এর অর্থই হচ্ছে মুক্ত পেশা। আপনি দিনে বা রাতে যে কোন সময় আপনি কাজ করতে পারেন। এর কোন ধরা বাধা নিয়ম নেই বা কারো সাথে চুক্তি নেই।
৮.ফ্রিল্যান্সিং শিখে মাসে কত টাকা আয় করা যায়?
উত্তরঃ আপনি যদি দক্ষ ফ্রিল্যান্সার হতে পারেন তাহলে আপনি মাসে ২ থেকে ৩ লক্ষ টাকা আয় করতে পারবেন।
৯.ফ্রিল্যান্সিং শিখতে কত টাকা খরচ হয়?
উত্তরঃ ফ্রিল্যান্সিং এর অনেক কয়েকটি কোর্স আছে। এক এক কোর্স এক এক রকম টাকা খরচ হয়। আপনি যদি ৩ থেকে ৬ মাসের কোর্স গুলো করতে চান তাহলে ১০,০০০ থেকে ১৫,০০০ টাকা খরচ হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *