সিডিল ২০ ১০ টি খেলে কি হবে – সেডিল কিসের ওষুধ

সিডিল ২০ ১০ টি খেলে কি হবে এবং সেডিল কিসের ঔষধ। আসছালামু আলাইকুম প্রিয় পাঠক আমাদের ওয়েবসাইডে আপনাদেরকে স্বাগতম। প্রিয় ভাই ও বোনেরা নিশ্চয় আপনারা আল্লাহর রহমতে ভালোই আছেন। আজ আমরা এই পোস্টে সিডিল ২০ ১০ টি খেলে কি হবে এবং সেডিল কিসের ঔষধ সম্পর্কে বিস্তারিত জানাবো। সেডিল কিসের ঔষধ এবং কি কাজ করে তা আপনাদেরকে বিস্তারিত জানতে হবে।
সিডিল-২০-১০-টি-খেলে-কি-হবে
প্রিয় সন্মানিত ভাই ও বোনেরা আপনারা বর্তমান ডিজিটাল যুগে যে কোন ব্যাপারে জানার আগ্রহ হলে গুগলে সার্চ দিয়ে দেখেন। এই জন্য বিভিন্ন মেডিসিনের ব্যাপারে জানার জন্য গুগলে সার্চ দিয়ে জানতে হয়। তাই আপনাদের সুবিধার জন্য আমাদের এই ওয়েবসাইডে কয়েক প্রকার মেডিসিনের তথ্য, দাম এবং পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাবো। বিভিন্ন প্রকার মেডিসিনের তথ্য জানতে হলে আমাদের ওয়েবসাইড ভিজিট করুন। পড়তে থাকুন-
পেজ সূচিপত্রঃ সিডিল ২০ ১০ টি খেলে কি হবে?
ভৃমিকা
সিডিল ২০ ১০ টি খেলে কি হবে – সেডিল কিসের ওষুধ, সেডিল 5 mg এর দাম কত, সেডিল কি ঘুমের ঔষধ, ইত্যাদি বিষয়ে এই পোষ্টে আলোচনা করবো। যদি আপনারা সেডিল 5 mg সম্পর্কে জানতে চান তাহলে সঠিক পোষ্টে চলে এসেছেন। চলুন দেরি না করে জেনে নেওয়া যাক, সিডিল ২০ ১০ টি খেলে কি হবে – সেডিল কিসের ওষুধ, জানতে হলে আমাদের পোষ্ট শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।

সেডিল কিসের ওষুধ?

সেডিল কিসের ওষুধ? সেডিল বেনজোডায়াজিপাইন জাতীয় উপাদান এবং এই ট্যাবলেট টি নিরাপদ ঘুমের ঔষধ । এবং সেডিল ইনজেকশান আছে যা মৃগি রোগের জন্য খুব ব্যাবহার করে। আপনার যদি সামায়িক ভাবে ঘুম কম হয় তাহলে এই ঔষধ ডাক্তার দিয়ে থাকে। তাছারা ও আরো বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে এই ঔষধ ব্যাবহার করা হয়। যাদের ঘুম কম হয় এবং উগ্র স্বাভের রয়েছে তাদের কে এই ঔষধ দেয়া হয়। 
তাতে কিছু ঘন্টার জন্য মানসিক প্রশান্তি পায়। এছারাও যাদের খিটখিটে মেজাজ হয়, মৃগি রোগ আছে, ভীতি, অস্থিরতা, বিষন্নতা ও ঘুমের অসুবিধার জন্য এই ট্যাবলেট কাজ করে। যে কোন ওয়েবসাইড দেখে ঔষধ ব্যাবহার করলে হয়তো বিভিন্ন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ খাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। ভালো থাকবেন সাবাই।

সেডিল কি ঘুমের ঔষধ?

সেডিল কি ঘুমের ঔষধ? সেডিল ট্যাবলেট যাদের ঘুমের অসুবিধা হয়, মৃুগী রোগ আছে, খিটখিটে মেজাজ, ভীতি এবং অস্থির তাদের জন্য এই ট্যাবলেট ব্যাবহত হয়। কারো যদি মাংসপেশির খিচুনী হয় বা মৃগি রোগের খিচুনি হয় তাহলে এই ঔষধ ডাক্তার দিয়ে থাকে।কারো যদি ঘুম কম হয় তাহলে এই ঔষধ খেলে কিছু সময়ের জন্য ঘুম হবে। আবার কেউ যদি বেশি পরিমানে খেয়ে ফেলেন তাহলে ঘুম হওয়ার পাশাপাশি বমি বমি ভাব হবে 
এবং বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তাহলে এক কথায় বলা যায় সেডিল নিঃসন্দেহে ঘুমের ঔষধ। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেডিল ঔষধ খাবেন। কোন ওয়েবসাইড দেখে সেডিল ঔষধ খেয়ে কোন পার্শ্বপ্রতিক্রিয়া হলে কোন ওয়েবসাইডের মালিক দায়ি না।

সিডিল ২০ ১০ টি খেলে কি হবে?

সিডিল ২০ ১০ টি খেলে কি হবে? সেডিল ট্যাবলেট টা বেনজোডায়াজিপাইন গ্রুপের একটি ঔষধ। এই ঔষধ যাদের ঘুমের সমস্যা আছে তাদের কে ডাক্তার দিয়ে থাকে। এক কথায় সেডিল ঘুমের ঔষধ। এই ঔষধ এর কার্যক্ষমতা প্রচুর। কেউ যদি বেশি মাত্রায় খেয়ে ফেলে তাহলে তার শরীরের জন্য বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। 
অবশ্যই প্রত্যেকটা ঔষধের ব্যাপারে সঠিক তথ্য জেনে ঔষধ সেবন করতে হবে। সিডিল ২০ ১০ টি খেলে শরীরের রক্ত সরবরাহ কমে যাবে, শ্বাসকষ্টের সমস্যা দেখা দিবে, বমি বমি ভাব লাগবে, শরীর ঝিম ঝিম করবে, ডায়রিয়া হতে পারে, হ্যার্টঅ্যাটাক হতে পারে। এক কথায় সিডিল ২০ ১০ টি খেলে শরীরে বিভিন্ন সমস্যার পাশাপাশি মৃত্যু ঝুকি ও হতে পারে।

Sedil 5 mg এর কাজ কি?

Sedil 5 mg এর কাজ কি? Sedil 5 mg এর এর জেনারিক নাম ডায়াজিপাম। Sedil 5 mg ঔষধের কোম্পানীর নাম হলো স্কয়ার ফার্মাসিটিক্যালস পিএলসি লিমিটেড। এই ট্যাবলেটটির একটি প্যাকেটে ২০ টি করে ট্যাবলেট থাকে। Sedil 5 mg ২৫ স্ট্রিপ এর দাম ৩৪৫ টাকা। Sedil 5 mg ঔষধটি মাঝারি দুশ্চিন্তা, ভয়, অতি ‍উত্তেজনায়, উগ্র স্বাভের জন্য Sedil 5 mg ব্যাবহত হয়। Sedil 5 mg ট্যাবলেটটির কার্যকারিতা অনেক।
  • যাদের Sedil 5 mg খাওয়া ঠিক নয়
  • গর্ভবতী নারীদের
  • দুগ্ধ দানকারী মায়েদের
  • যাদের কিডনির সমস্যা আছে।
  • যারা নিম্ন রক্তচাপে ভুগছেন।
  • যাদের লিভারে জটিল রোগ আছে।
  • খিচুনি রোগে আক্রান্ত ব্যাক্তি।সেডিল ট্যাবলেট খাওয়ার নিয়ম?

সেডিল ট্যাবলেট খাওয়ার নিয়ম? 

সেডিল ট্যাবলেট ১৫-৩০ মি.গ্রা. দৈনিক বিভক্ত মাত্রায় সেব্য। মৃদু মানসিক উত্তেজনায় ৫ মি.গ্রা ট্যাবলেট দিনে দুইবার সেব্য। বিভিন্ন কারনে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।। আর অবশ্যই সেডিল ট্যাবলেট টি রাতে খাওয়ার পরে খাবেন। বিশেষ করে সোয়ার আধা ঘন্টা আগে খাওয়াটাই ভালো।

Sedil ট্যাবলেট এর দাম কত?

Sedil ট্যাবলেট এর দাম কত? সেডিল ট্যাবলেটের দাম নিচে দেওয়া হলো-
ডায়াজেপাম
5 মি.গ্রা
স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি
ইউনিট মূল্য: ৳ 0.69 (25 x 20: ৳ 345.00)
স্ট্রিপ মূল্য: ৳ 13.80

Sedil এর পার্শ্বপ্রতিক্রিয়া?

Sedil এর পার্শ্বপ্রতিক্রিয়া? Sedil এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো হলো শরীর ঝিম ঝিম করবে, মাথা ঘোরা, মাথা ব্যাথা, বমিবমি ভাব, পেশির দুর্বলতা, চামড়া লাল হয়ে যাওয়া, ত্বকে ফুসকুড়ি, ওজন বেড়ে যাওয়া, অ্যালার্জি হওয়া ইত্যাদি সিডিল ট্যাবলেট সেবনে পার্শ্বপ্রতিক্রিয়া গুলো হয়ে থাকে। এই রকম সমস্যা দেখা দিলে অবশ্যেই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

ঘুমের ঔষধ খেলে কি কি সমস্যা হয়?

ঘুমের ঔষধ খেলে কি কি সমস্যা হয়? কেউ যদি একটানা অনেকদিন যাবৎ ঘুমের ঔষধ খান তাহলে তার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এই জন্য বেশি দিন ধরে ঘুমের ঔষধ খাওয়া ঠিক নয়। যে ব্যাক্তি ঘুমের জন্য সেডিল বা অন্য কোন ঘুমের ঔষধ খাবে তার দিন দিন অভ্যাসে পরিনত হয়ে যাবে। এমন সময় হবে তার ঘুমের ঔষধ ছারা রাতে আর ঘুম আসবে না। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেডিল (ঘুমের ঔষধ) খেলে কি কি সমস্যা হতে পারে?
  • শরীর সবসময় ঝিম ঝিম করবে।
  • মাথা ব্যাথা করবে এবং হঠাৎ করে মাথা ঘুরবে।
  • ডায়রিয়া হতে পারে।
  • সব সময় ঘুম লেগেই থাকবে।
  • ওজন বেড়ে যাবে।
  • খাওয়ার অরুচি হবে।
  • স্মৃুতিশক্তি লোপ পাবে।
  • আত্যহত্যার প্রবনতা বেড়ে যাবে।
  • অ্যালার্জির সমস্যা হবে।
  • চিন্তাভাবনার পরিবর্তন হবে।
  • কাদের ঘুমের ঔষধ খাওয়া বারণ
সিডিল খাওয়ার পরে উপরোক্ত বিষয় গুলো শরীরে অবশ্যই লক্ষন পাবে। তবে বেশি দিন ধরে সিডিল বা অন্য কোন ঘুমের ঔষধ খাওয়া যাবে না। এর জন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে।

শেষ কথাঃ সিডিল ২০ ১০ টি খেলে কি হবে?

প্রিয় পাঠক আজ আমরা এই পোস্ট পড়ে জানতে পারলাম, সিডিল ২০ ১০ টি খেলে কি হবে?, সেডিল কিসের ওষুধ? সেডিল কি ঘুমের ঔষধ?, Sedil 10 mg এর কাজ কি? সিডিল এর দাম কত?, ঘুমের ঔষধ খেলে কি কি সমস্যা হয়? ইত্যাদি সম্পর্কে। অতিরোক্ত ঘুমের সমস্যা না হলে ঘুমের ট্যাবলেট খাওয়ার অভ্যাস করবেন না। প্রতিদিন নির্ধারিত সময়ে ঘুমানোর অভ্যাস করতে হবে এবং রাতের বেলা চা বা কফি খাওয়া যাবে না।
আর এধরনের সমস্যা থাকলে দিনের বেলা ঘুমানো যাবে না। প্রিয় পাঠক আমাদের পোষ্ট খানা ভালো লেগে থাকলে অবশ্যই অন্যদের কাছে সেয়ার করে দিবেন এবং ভালো ভালো পোষ্ট পেতে আমাদের এই ওয়েবসাইড ভিজিট করুন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *