সৌদি আরবের ভাষা কিভাবে শিখব -সৌদি আরবের কিছু তথ্য

সৌদি আরবের ভাষা কিভাবে শিখব, ভাষা শেখার জন্য এই পোষ্টটি সম্পর্ণ মনযোগ সহকারে পড়তে থাকুন। প্রিয় পাঠক,আপনাদের উদ্দেশে আমার এই পোষ্টটি লেখা। অনেক সৌদি প্রবাসি ভাই – বোনেরা আছে যারা সৌদির ভাষা জানেন না বা বুঝেন না। তাদের জন্য চলা ফেরা অন্য দের সাথে কথা বলতে গেলে খুব সমস্যা হয়ে যায়।
সৌদি আরবের ভাষা কি ভাবে শিখব
বিদেশ থাকা অবস্থায় অনেক ধরনের সমস্যা হতে পারে। তার মধ্যে একটা সমস্যা হলো এই ভাষা না জানা। সৌদি প্রবাসী ভাই ও বোনদের উদ্দেশে আপনেরা কিভাবে সৌদি আরবের ভাষা শিখবেন বা জানবেন তা নিচে দেওয়া হলো-

ভৃমিকা

প্রবাস জীবনে কাজের ধরন ও কর্মপরিবেশ বিভিন্ন ধরনের হতে পারে। অনেক ক্ষেত্রে কাজের প্রকৃতি বেশ কঠিন হতে পারে আবার সহজ ও হতে পারে। বড় বড় কোম্পানিতে কাজের একটি নিয়মতান্ত্রিক পদ্ধতি থাকে। তাই প্রবাস যাবার পূর্বেই কাজের ধরন এবং ঐদেশের ভাষা টা অবশ্যই জেনে যাওয়ার চেষ্টা করবেন।

সৌদি আরবের কিছু তথ্য

রাষ্ট্রীয় নামঃ  কিংডম অব সৌদি আরাবিয়া।
দেশের আয়তনঃ ২১,৫০,০০০ বর্গকিলোমিটার।
শাসন ব্যাবস্থ্যাঃ রাজতন্ত্র
রাষ্ট্র প্রধানঃ বাদশা
রাজধানিঃ রিয়াদ ( জনসংখ্যা ৩০ লক্ষ)
রাষ্ট্রীয় মুদ্রাঃ সৌদি রিয়াল । ( এক টাকায় বাংলাদেশী টাকা ক্রয় ১৯ টাকা বিক্রয় ২০ টাকা                        -মার্চ ২০২০ সাল)
জনসংখ্যাঃ আরব,বেদুইন, নাজবিস, এবং বিভিন্ন দেশ থেকে অভিবাসি সহ-
সময়ঃ  জিএমটি + ৩ ( বাংলাদেশ থেকে ৩ ঘন্টা পেছনে
ফোন কোডঃ  ৯৬৬
ইলেকট্রিসিটিঃ ১১০/২২০ ভাল্টে।
ওজন ও পরিমাপঃ মেট্রিক পদ্ধতি।
ধর্মঃ ইসলাম।
প্রধান শিল্পঃ তৈল, স্টিল, সিমেন্ট, এবং গম। প্রধান শিল্প কারখানার মধ্যে রয়েছে তৈল                         উৎপাদন, পেট্রো কেমিক্যাল, সিমেন্ট, স্যার, প্লাস্টিক,ও নির্মান শিল্প।
ভাষাঃ আরবি।
বাংলাদেশী শ্রমিকঃ ২৫ লক্ষ ।
বাংলাদেশ থেকে প্লেনে যেতে সময় লাগে ৫ ঘন্টা।

সৌদি আরবের ভাষা

ক্র.

বাংলায় অর্থ

বাংলা আরবি উচ্চারন

ক্র.

বাংলায় অর্থ

বাংলা আরবি উচ্চারন

১.

আমি(পুং ও স্ত্রী)

আনা

২৫.

আঙ্গুর

ইনাব

২,

সে (পুং)

হুয়া

২৬.

রবিবার

ইয়াওমুল আহাদ

৩.

কত

কাম

২৭.

সোমবার

ইয়াওমুল ইছনাইন

৪.

কেমন

কাইফা

২৮.

মঙ্গলবার

ইয়াওমুল ছুলাছা

৫.

যাও

ইযহাব

২৯.

বুধবার

ইয়াওমুল আরবেয়া

৬.

ভালো, উত্তম

খাইর/তাইয়্যিব

৩০.

বৃহস্প্রতিবার

ইয়ামুল খামিস

৭.

ধন্যবাদ

শুকরান

৩১.

শুক্রবার

ইয়ামুল জুমুআ

৮.

মাফ করবেন

আফওয়ান

৩২.

শনিবার

ইয়ামুল সাব্ত

৯.

ভাত, চাল

রুজ

৩৩.

আমি অসুস্থ্য

আনা মারিদুন

১০.

রুটি

খুবুজ

৩৪.

তাড়াতাড়ি

সুরা আতুন

১১.

দুধ 

হালিব

৩৫.

টাকা

ফুলুসুন/তাকা

১২.

ডিম

বাইদাহ

৩৬.

শহর

বালাদ

১৩.

গোস্ত,মাংস

লাহাম

৩৭.

বাজার

সুক্ক

১৪.

ডাল

আদাস

৩৮.

স্বাগতম

অহলান ওয়া সাহলান

১৫.

চিনি 

সুক্কর

৩৯.

মারহাবা

মারহাবা

১৬.

মাছ

সামাক

৪০.

  এদিকে আসুন

তায়াল হেনা

১৭.

সকাল বেলার নাস্তা

ফুতুর

৪১.

আপনার নাম কি?

মাইসমুক/ইসইসমুক?

১৮.

দিপ্রহরের আহার

গাদা

৪২.

পাসফোর্ট

জাওয়ায সফর

১৯.

রাতের আহার

আশা

৪৩.

বন্ধু

ছাদিকুন

২০.

চা

শাই

৪৪.

কাজের মেয়ে

বিনাতুল আমলি

২১.

পানি

মা/মই/মিয়া/মুয়া

৪৫.

এয়ারপোর্ট

মাত্বারুন

২২.

ফল

ফকহি

৪৬.

স্বর্ন

যাহাবুন

২৩.

কমলা

বুরতুকাল

৪৭.

ফ্যান 

মিরওয়াহাতুন

২৪.

খেজুর

তামার

৪৮.

দয়াকরে

মিন ফাদলিক

২৫.  এখানে হুনা ৪৯. মাফকরবেন আফওয়ান

৫০.

আপনি কেমন আছেন

কাইফা হালুকা

৬৬.

আমার ক্ষুধা লাগছে

আনা যা’ইউন

৫১.

আমি ভালো আছি

তাইয়্যিব

৬৭.

আমি নামাজ পড়বো

উছল্লি ছালাতান

৫২.

কোম্পানির ঠিকানা

ওনওয়ানুশ শারিকাহ

৬৮.

বাংলাদেশ টেলিফোন

করব

ইত্তাছাল তু ইলাল বাংলাদেশ বিল

৫৩.

ক্লিনিক/চিকাৎসালয়

মুসতাউসাফ

৬৯.

আমি টয়লেটে যাব

আনা আযাহাবুইলাল দাওরতিল

৫৪.

ডাক্তারি পরীক্ষা

তিব্বি

৭০.

শুভ সকাল

সাবাহাল খাইরি

৫৫.

বসবাস অনুমতি

আল ইকামাহ্

৭১.

শুভ অপরাহু

আসরাল খাইরি

৫৬.

এক 

ওয়াহেদ

৭২.

শুভ সন্ধা

মাসাযাল খাইরি

৫৭.

দুই

ইছনান/ইতনিন

৭৩.

আমি পারি

আসতাতীউ

৫৮.

তিন

তালাতাহ/ছালছা

৭৪.

বিদায়

আল বিদা

৫৯.

চার

আরবায়াহা

৭৫.

আপনি কি চান

মাযা তুরিদু

৬০.

পাঁচ 

খামসাহ্

৭৬.

লিফ্ ট

রাফউ

৬১.

ছয়

সিত্তাহ

৭৭.

প্রাথমিক চিকিৎসা সেবা

আল ইসআফ আল

৬২.

সাত

সাবআ

৭৮.

মালামাল

আল আমতেআ

৬৩.

আট

তামানিয়া/ছামানিয়া

৭৯.

ময়লার ঝুড়ি

সুবাতা

৬৪.

নয়

তিছয়া

৮০.

ট্যাকছি/অটো

তাকসী

৬৫.

দশ

আশরাহ

৮১.

ভিসা

তাশিরা

সৌদি আরবের কাজের সময় সূচি

সৌদি আরবের কর্মঘন্টা এবং সাপ্তাহিক ছুটি সম্পর্কে সাধারন ধারনা-

  • বিদ্যালয় গুলো সকাল ৭:৩০ টা থেকে দুপুর ১২:৩০ পর্যন
  • সাধারন অফিস ৯:০০ থেকে বিকাল ৫:০০ পর্যন্ত
  • কারখানা শিফ্ ট অনুসারে দিনের ২৪ চব্বিশ ঘন্টার মধ্যে ৮ ঘন্টা
  • গৃহ কর্মে নিযোজিত শ্রমিকদের ( খাদেম) কোন সময় নির্ধারিত নেই।
  • এ ছারা চু্ক্তি পত্রের কাজের সময়সীমা নির্ধারন করা থাকে। একেক কাজের জন্য ভিন্ন ভিন্ন সময়।
  • বৃহস্প্রতিবার ও শুক্রবার সরকারি ছুটির দিন।
সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ শ্রমিক দের বেতন চার্ট

  ক্রমিক নং

            কর্মির ধরন

      খাদ্যসহ বেতন

    খাদ্য ছাড়া বেতন

১.

দক্ষ ও আধাদক্ষ

৬০০ সৌদি রিয়াল

৭৫০  সৌদি রিয়াল

২.

অদক্ষ

৪০০ সৌদি রিয়াল

৫২৫ সৌদি রিয়াল

মরুভূমিতে কাজের সময় সাপ বিচ্ছুর কামড়ে মারাত্মক কিছু হতে পারে। তাই এমন কিছু ঘটলে সময় নষ্ট না করে ডাক্তার দেখাবেন। এবং সাবধানতা অবলম্বন করবেন। মরুভূমি অঞ্চল ও এর আশেপাশের অঞ্চলে গরমকালে পোকামাকর হয় এ ব্যাপারে সতর্ক থাকুন। কর্ম দুর্ঘটনা মালিকের দায়িত্ব।

সৌদি আরবের চুক্তিপত্র

চুক্তিপত্র বা contact from থেকে আপনি আপনার দরকারি তথ্যগুলো জেনে নিতে পারেন। এ ব্যাপারে অন্য কারো সাহায্য নিতে পারেন। অথবা দূতাবাসের সাথে যোগাযোগ করে চুক্তিপত্র থেকে নিম্নলিখিত ও তথ্যগুলো জেনে নিন। চুক্তিপত্র থেকে যা জেনে নিবেন-
  • চাকরির নাম
  • কোম্পানির বা চাকুরীদাতার নাম ঠিকানা সহ
  • কর্মক্ষেত্র
  • চাকুরীর সময়সীমা
  • মাসিক বেতন
  • নিয়মিত কর্মঘন্টা এবং সাপ্তাহিক ছুটি
  • ওভারটাইম
  • বাৎসরিক ছুটি
  • বেতন সহ ছুটি ও বেতন ছাড়া ছুটি
  • অসুস্থতার ছুটি
  • মেডিকেল বা স্বাস্থ্য সেবার সুবিধা
  • কর্মক্ষেত্র সম্পর্কিত অসুস্থতা বা মৃত্যুর জন্য ক্ষতিপূরণের অংক
  • যাতায়াত ভাড়া
  • খাবার ভাতা
  • বাসস্থান ভাতা
  • মৃত্যু হলে লাশ দেশে পাঠানোর ব্যবস্থা ইত্যাদি

সৌদি আরবে প্রবাসিদের সমস্যা গুলো

  • অধিক সময় কাজ করা
  • বেতন কম পাওয়া, দেরিতে পাওয়া বা না পাওয়া
  • শারীরিক নির্যাতন
  • পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র আটকে রাখা
জেনে রাখুন
  • মহিলাদের মাথা সহ সম্পন্ন শরীর ঢেকে রাখতে হয়। মহিলাদের গাড়ি বা সাইকেল চালানো নিষেধ। পুরুষরা ছোট প্যান্ট ও হাত ছাড়া গেঞ্জি পড়ে রাস্তায় চলা নিষেধ।
  • নিয়োগ চুক্তির ক্ষেত্রে জালিয়াতি, চুক্তি ভঙ্গ এবং যথাযথভাবে বেতন সহ অন্যান্য সুবিধাদি হতে বঞ্চিত হলে আইনের মাধ্যমে নিরাপত্তা পাওয়া যায়।

শেষ কথা

বিদেশ কাজের পরিবেশ ভিন্ন হওয়ার কারণে কাজের ভিন্ন প্রকৃতিকে কখনো কখনো খাপ খাইয়ে নিতে হয়। মাঝে মধ্যে এক ধরনের কাজের জন্য নিয়ে অন্য কাজ করতে দেয়া হয়। এ ব্যাপারে ও নিজের মানসিক প্রস্তুতি রাখা ভালো। সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির কাজ অথবা চরম কষ্টকর কাজ করতে বাধ্য করলে আইনের আশ্রয় নিতে হবে।
অনেক কাজ হয় খোলা আকাশের নিচে করতে হয়, যেমন, কন্টাকসন কাজ, কৃষি কাজ, রাস্তা পরিষ্কার করা ইত্যাদি সকল কাজ প্রচন্ড গরম অথবা শীতের মধ্যে করতে হতে পারে। আমার পোষ্টটি পড়ে আপনেরা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে পরিচিতদের মধ্যে সেয়ার করবেন প্লিজ । কারন তারাও পরে উপকৃত হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *